শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ।
বর্তমানে শনি শতভিষা নক্ষত্রে আছে। এই নক্ষত্রটি কুম্ভ রাশির অধীনে থাকে এবং রাহু দ্বারা শাসিত। আগামী বছর ৬ এপ্রিল পর্যন্ত এখানেই থাকবেন গ্রহরাজ। এরপরে শনি ৬ এপ্রিল বিকেল ৩:৫৫ মিনিটে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির ভাগ্য খুলে যাবে। মেষ, বৃষ, সিংহ, তূলা ও মীন। আর্থিক, মানষিক, শারীরিক বিষয়ে শুভ ফল দেবে।
বৃহস্পতির মার্গী অবস্থান অতি শুভ
বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং ৩১ ডিসেম্বর 2023 মার্গী হবে।
কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার রাশি পরিবর্তন করে এবং তার গতিবিধিও পরিবর্তন করে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায় এবং ৩১ ডিসেম্বর মার্গী হতে চলেছে। মেষ রাশিতে গুরুর সরাসরি মার্গী কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করবে। এইভাবে, এই ব্যক্তিদের জন্য, বৃহস্পতি প্রত্যক্ষ হওয়ায় নতুন বছরে তাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে থাকার ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের কর্মজীবনে বৃহস্পতি কাঙ্খিত ফল দেবে। আপনার প্রশংসা করা হবে। নতুন সুবর্ণ সুযোগ আসবে। জমি ও যানবাহন কিনতে পারেন। বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। অংশীদারিত্বে ব্যবসা শুরু করার জন্য সময় ভাল।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতি সরাসরি গমন এবং মেষ রাশিতে প্রবেশ করা খুবই উপকারী হবে। আয় বাড়বে। ব্যবসায় লাভ হবে। অর্থ প্রবাহের পথ তৈরি হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
কন্যা রাশি
বৃহস্পতির প্রত্যক্ষ চলাফেরা নতুন বছরে কন্যা রাশির জাতকদের জন্য দারুণ সুযোগ দেবে। আপনার উপার্জন বৃদ্ধি পাবে। বিনিয়োগের জন্য সময় ভাল। ভাল রিটার্ন পাবেন। পরিবার থেকে সহযোগিতা পাবেন। যারা বিয়ের কথা ভাবছেন তাঁরা সফলতা পেতে পারেন।
ধনু রাশি
বৃহস্পতি ঠিক থাকবে এবং ধনু রাশির মানুষের জীবন সুখে ভরে দেবে। কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। প্রেম জীবনও দুর্দান্ত হবে। নতুন বছরে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।
মীন রাশি
বৃহস্পতি মীন রাশির অধিপতি এবং এই ব্যক্তিদের সোজা পথে হাঁটলে অনেক উপকার হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি পছন্দসই ফলাফল পেতে পারেন। অনেক চমৎকার উপার্জনের সুযোগ থাকবে। ব্যবসাও ভাল হবে। অবিবাহিতদের বিয়ে হতে পারে।
সুপ্রভাত সকল বন্ধুরা
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1500/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
নভেম্বর মাসের শেষ তারিখ অর্থাৎ ৩০শে নভেম্বর থেকে থেকেই বদলে যেতে পারে সব রাশির ভাগ্য। আগামী ৩০ নভেম্বর শুক্র তূলা তে শুভ গোচর করবে থাকবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত।তাতে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের উপর প্রভাবিত হতে পারে।শুক্র ট্রানজিটের জেরে ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্র হল সৌভাগ্য ও সম্পদের প্রতীক। তার ফলে জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, আকস্মিক আর্থিক লাভ ও শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য পাবেন।
তুলা রাশি: এই রাশির জাতক জাতিকারা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। জীবনের বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আপনি। যদি নতুন চাকরি খুঁজছেন, তাহলে নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এই সময়ের মধ্যে, আর্থিক অবস্থান শক্তিশালী হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইলে এই সময়ের মধ্যেই করতে পারেন। তাতে দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ বৃদ্ধি পাবেন।
মিথুন রাশি: শুক্রের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জন্য খুব শুভ হবে। শুক্রের প্রভাবে আর্থিক দিক শক্তিশালী হবে এই সময়। এই সময়ে আর্থিক বিনিয়োগে দারুণ সুফল পাবেন আপনি। পুরনো বিনিয়োগও লাভজনক হবে এই সময়। চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ পাবেন।
কর্কট রাশি: শুক্রের গোচরের কারণে কর্মজীবনে অগ্রগতি ডেকে আনবে এই রাশির জাতকদের। চাকরিজীবীদের পদমর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে ও ব্যবসায় লাভের অনেক সুযোগ পাবেন। ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি করবে। তর্ক এড়িয়ে চলুন এই সময়।
বৃশ্চিক রাশি: শুক্রের রাশি পরিবর্তনের জেরে এই রাশির পড়ুয়ারা জন্য সুখবর পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময়ে খুব ভালো পারফর্ম করতে পারেন আপনি। শুক্রের কৃপায় আয় বৃদ্ধি পেতে পারেন। কারণ আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহের গমনে বিশেষ লাভবান হতে চলেছেন। আয়ের উত্স বাড়বে, তাতে অর্থের অভাব হবে না কখনও আপনার। পারিবারিক জীবন সুখী হবেন, আবার বিবাহিত সম্পর্ক থাকবে অটুট।
সুপ্রভাত সকল বন্ধুরা
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
সুপ্রভাত
"আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।
তাই আনন্দিতা শ্যামলীমাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।"আজ সপ্তমী.....................
সকলের ভালো থাকার জন্য আমার প্রয়াস, ভিডিও টি দেখুন, ভালো লগলে শেয়ার করুন।
https://youtu.be/MO16LZCjhA8?si=0JSsTd32iIdOcTbi
'ওম হ্রীং ক্লীং চামুন্ডায়াই বিচ্চে ঔ৺ কালরাত্রি দৈব্যে নমঃ । এই মন্ত্র জপ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে ধারনা। কালরাত্রি দেবী সিদ্ধমন্ত্র জপের মাধ্যমেই অশুভ শক্তির বিনাস হয়। এই ভয়ংকর রূপ ভক্তদের কাছে মাতৃরূপ বলে বোঝানো হয়, তাই দেবীকে শুভংকরীও বলা হয়। এছাড়া কালরাত্রিকে সকল সিদ্ধির দেবী হিসেবেও বিবেচনা করা
সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আচার্য কুশ মুখার্জি মো7001608953
দূর্গার আগমন- গমন 2023
হিন্দু শাস্ত্র (Hindu Shastra) অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। আবার শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি। এবছর মা দুর্গার আগমন বা গমন কী তাহলে জরামুক্ত করবে পৃথিবী?
২০২৩ সালে দেবী দুর্গার আগমন
এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ
২০২৩ সালে দেবী দুর্গার আগমন গমন
উমা কৈলাসে ফিরবেন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ
এবছর দেবীর আগমন ও গমন দুটোই ঘোটকে। যা, অশুভ ইঙ্গিত। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। ২০২২ সালে দেবীর আগমন হয়েছিল গজে এবং গমন হয়েছিল নৌকায়।
কোন বাহন কিসের প্রতীক
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘোটক: ঘোটকের অর্থ ছত্রভঙ্গ। ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ- বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
৪ই নভেম্বরে ২০২৩,রাত১২.৪৯মিনিটে শনি বক্রী ত্যাগ করবে।শনি দেবকে তুষ্ট করতে লাল চন্দনের ব্যবহার।
১. ব্যবসায় বাধা সৃষ্টি হলে বৃহস্পতিবার লাল চন্দনে হলুদ মিশিয়ে গঙ্গাজলের সঙ্গে প্রবেশদ্বার ও চৌখাটে ছিটিয়ে দিন। এর পর স্বস্তিক বানিয়ে প্রতিদিন ধূপকাঠি ও প্রদীপ দেখান। এর প্রভাবে ব্যবসায় বাধা দূর এবং অর্থ বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
২. প্রায়ই কোনও না-কোনও সমস্যার সম্মুখীন থাকলে বৃহস্পতি পুষ্য নক্ষত্রের দিনে চন্দন গাছের শিকড়ে হলুদ চাল ও জল অর্পণ করে ধূপ ও প্রদীপ দেখান। তার পর প্রার্থনা করুন। তার পরের দিন বৃহস্পতি পুষ্য নক্ষত্রে লাল চন্দন কাঠ নিয়ে লাল কাপড়ে বেঁধে প্রবেশ দ্বারে ঝুলিয়ে দিন। এর প্রভাবে ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে।
৩. আটকে থাকা টাকা আদায় করার জন্য মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ ফুল ও রোলী এক সঙ্গে একত্রিত করে লক্ষ্মীর সামনে লাল কাপড়ে রেখে দিন। এর পর কনকধারা স্তোত্র পাঠ করুন। লক্ষ্মীর সামনে প্রার্থনা করার পর লকার বা টাকা রাখার স্থানে লাল কাপড়টি রেখে দিন। এর প্রভাবে আটকে থাকা টাকা ফিরে পেতে শুরু করবেন। ৬ মাস পর ফের কোনও শুভক্ষণে এই উপায়টি করবেন।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1500/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
জন্ম অষ্টমী তে ঐশ্বর্য বৃদ্ধি পায়।
শুভ জন্মাষ্টমীর তাৎপর্য এবং বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে সময় ও নির্ঘণ্ট
২। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে।
৩। তবে যাঁদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তাঁরা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্ন-সহ পঞ্চ রবি শস্য খাবার বিধান নেই।
৪। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন।
আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক:
পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"
পারণান্তে মন্ত্র: "ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
কুন্ডলীর অষ্টমে শনি থাকা কি সত্যিই খুব খারাপ?
(১) জন্মকুণ্ডলীতে শনির অষ্টম অবস্থানে অনেকে আঁতকে ওঠেন। কিন্তু অষ্টমে শুভ শনি নানা ভাবে ভাল ফল দেয়। অশুভশনির ফল অনেক ক্ষেত্রে বেশ খারাপ সন্দেহ নেই। সেটা সব গ্রহের ক্ষেত্রেই একই কথা।
(২) অষ্টমে শনির অবস্থানে জাতক/জাতিকা আয়ু হয় দীর্ঘ। বৈদিক জ্যোতিষে বলা হয়েছে, কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে ভাবফলের হ্রাস হয়ে থাকে। শনি মৃত্যু কারক গ্রহ। কারক স্থান মানে মৃত্যুর স্থানে অবস্থানে মৃত্যু না হয়ে তাই আয়ু দীর্ঘ হয়।
(৩) অশুভ শনি অষ্টম ভাবে থাকলে যন্ত্রণার মাধ্যমে বেঁচে থাকতে হয়।এটি একেবারে ই সঠিক।
(৪) শনি অষ্টম ভাবে থাকলে জাতক/জাতিকা, অনেকের মৃত্যু দেখে থাকে। এর কারণ তাদের আয়ু দীর্ঘ হয়। গোচরে শনি যখন জন্মস্থ শনির উপর দিয়ে অতিক্রম করে অর্থাৎ প্রতি ২৮ বৎসর থেকে ৩০ বৎসরের মধ্যে এই মৃত্যুগুলি ঘটে থাকে। বিশেষকরে পারিবারিক দিক থেকে যারা ঘনিষ্ঠ, তাদের অনেকেরই মৃত্যু ঘটে। প্রতি চক্রেই এটা হয়ে থাকে।
সুতরাং দীর্ঘ পরমায়ু ও অনেক সময় কষ্টের কারণ হয়।
(৫) অষ্টম ভাব ভারতীয় ও পাশ্চাত্য জ্যোতিষে সন্তান উৎপাদনের জন্যে যে যৌন প্রক্রিয়া, তার মূলভাব। অনেকে বলে থাকেন, অষ্টমস্থ শনি যৌন ক্ষমতা প্রকাশের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এটা মোটেই সত্য নয়। অষ্টমস্থ শনি সন্তান সৃষ্টিতে যৌন সুখে মোটেই কোনও বাধার সৃষ্টি করে না। তবে শনির সাড়ে সাতি উল্লেখ ও শনি ও পঞ্চম পতি গ্ৰহ একত্রে অত্যন্ত অশুভ।
৬) অষ্টমস্থ শনির জাতক/জাতিকদের শিশুকালে ইচ্ছা করে বা জোর করে কৃত্রিম ভাবে আর্থিক কৃচ্ছতার মধ্যে রেখে মানুষ করার চেষ্টা করা হয়ে থাকে।শিশু হাতখরচ না পাওয়ায় তারা ভূল করে।
(৭) অষ্টমস্থ শনির শিশুদের পিতামাতারা এত বেশি অর্থ রোজগারে ব্যস্ত থাকে যে এই সব শিশুরা নানা ভাবে কিছুটা স্নেহ, ভালবাসা থেকে বঞ্চিত হয়েই মানুষ হয়।
(৮) ফলে এই সকল শিশুরা যখন বড় হয়, তখন এরা চেষ্টা করে আর্থিক ভাবে নিজের পায়ে দাঁড়াতে যাতে অন্যের কাছে হাত পাততে না হয়।
(৯) আর একটা অদ্ভুত ব্যাপার, যাদের অষ্টমে শনি আছে, এরা যদি কোনও প্রয়োজনে ঘনিষ্ঠ কারও কাছ থেকে অর্থ ধার চায়, সহজে সে ধার পায় না। ফলে এরা ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য।
(১০) অষ্টমস্থ শনির জাতক/জাতিকারা ছোটবেলায় আর্থিক সমস্যায় বড় হওয়ার জন্য ব্যাঙ্ক বা এই জাতীয় কিছুতে কাজ করলে সেই প্রতিষ্ঠানে যাতে বেহিসেবি খরচ না হয়, তার জন্যে এরা সচেষ্ট থাকে। ফলে সেই সব জায়গায় সুনাম কেনে এবং বয়সকালে এরা অনেক অর্থের মালিক হয়।
(১১) অষ্টমে শনি থাকলে কারও কাছে থেকে উপহার বা ওই জাতীয় কিছু না নেওয়াই ভাল। কারণ এর ফলে এই জাতকের ভয়ঙ্কর বাধ্যবাধকতা তৈরি হয়। এর ফলে পরবর্তীকালে অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং অনেক টাকা প্রতিদান স্বরূপ দিতে বাধ্য হতে হয়।
(১২) যাদের অষ্টমে জন্মশনি থাকে, তারা যেন ভুলেও ঋণ করবেন না। অষ্টমে শনি থাকলে ধার করে ব্যবসা বাড়াতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে।
(১৪) পিতামাতার মৃত্যুর পর যে পৈত্রিক সম্পত্তি, টাকাপয়সা বা জায়গাজমি থাকে, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, তা বোঝা যায় এই ভাব থেকে। যাদের অষ্টমে শনি থাকে, তারা সেই সব সম্পত্তির দখল পেতে অনেক সমস্যায় পড়তে হয়।
(১৫) অষ্টমে শনির শিশুকন্যারা অনেক সময় পিতৃস্থানীয় কারও দ্বারা নির্যাতিত হয়ে থাকে।
(১৬) অষ্টমে শনি থাকলে বিপদকালে বন্ধুরা পিছন থেকে ছুরি মারে। তাই ঘনিষ্ঠ বলে যাকে চেনেন, তাকে সব সময় সন্দেহের চোখে দেখবেন।
(১৭) অষ্টম ভাব পরিবর্তনের ঘর। প্রতি ২৮ থেকে ৩০ বছরে একবার করে বড় রকমের দৈহিক ও মানসিক ক্ষেত্রে পরিবর্তন আসবেই এদের। ভয় না পেয়ে সাদরে যে পরিবর্তন আসবে তাকে গ্রহণ করা উচিত। এর কারণ শনি কর্মিক প্ল্যানেট। ফল আপনাকে গ্রহণ করতেই হবে, পালিয়ে যেতে চাইলে জীবনযুদ্ধ আরও জটিল হয়ে ঊঠবে।
(১৮) অষ্টমে শনি মানেই খুব কঠোর পরিশ্রম করে ভাগ্যকে গড়ে তুলতে হয়। পড়াশোনা করলে খুব পরিশ্রম করে ফল পেতে হয়। আয়ের ক্ষেত্রেও খুব কঠোর হাড়ভাঙা পরিশ্রম করে জীবন গড়ে তুলতে পারলে মধ্য বয়সের পর থেকে সুফল পেতে থাকবেন।
(১৯) অষ্টমস্থ শনি জন্মছকে থাকলে এমন পরিবারে বিয়ে হয় যাদের অতিতে আর্থিক স্বচ্ছলতা থাকলেও তা ক্রমক্ষয়িষ্ণু হয়। অনেক সময় জাতিকার অষ্টমে শনি থাকলে, স্বামীর ঋণ তাকে কোনও ভাবে শোধ করতে হয়।
(২০) আত্মীয়তা বা সম্পর্কের ক্ষেত্রে যাদেরই অষ্টমে শনি রয়েছে, তাদের সেই সম্পর্ক রক্ষা করতে সব সময় কোনও না কোনও ব্যাপারে খরচ করতেই হয়। অথচ এরা ধার চাইতে গেলে পায় না।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
দারিদ্র্যতা ও অর্থ কষ্ট দূর করতে তিনটি গ্ৰহ এর ভূমিকা অপরিসীম।
জ্যোতিষ অনুযায়ী প্রতিটি ব্যক্তির আর্থিক পরিস্থিতির ওপর গ্রহের বিশেষ প্রভাব থাকে। ব্যক্তির কোষ্ঠীতে গ্রহের পরিস্থিতি অনুকূল হলে, তাঁদের কখনও আর্থিক অনটনে দিন কাটাতে হয় না। কিন্তু মাঝেমধ্যে কোষ্ঠীতে গ্রহ ও নক্ষত্রের এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে ব্যক্তিকে আর্থিক সমস্যায় দিন কাটাতে হয়, তাঁদের ওপর ব্যয়ের বোঝা বাড়তে থাকে। জ্যোতিষ অনুযায়ী তিনটি গ্রহের কারণে ব্যক্তির আর্থিক পরিস্থিতি নষ্ট হয়। এই তিন গ্রহের কারণেই ব্যয় বৃদ্ধি পায়। শাস্ত্রে এই সমস্যা থেকে মুক্তির উপায় সম্পর্কেও জানানো হয়েছে। যা করলে তিন গ্রহ শান্ত হয় এবং কখনও অর্থাভাব দেখা দেয় না।
জ্যোতিষ শাস্ত্রে আর্থিক পরিস্থিতি নষ্ট হওয়ার পিছনে মঙ্গল, রাহু ও শনিকে দায়ী করা হয়ে থাকে। এই তিন গ্রহের কারণেই ব্যক্তিকে আর্থিক সমস্যার মুখে পড়তে হয়।
মঙ্গল গ্রহ
ঋণের বোঝা বাড়িয়ে দেয় গ্রহের সেনাপতি মঙ্গলের দুষ্প্রভাব। কোষ্ঠীতে মঙ্গল ষষ্ঠ, অষ্টম ও দশম স্থানে থাকে তখন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস দেখা দেয় এবং সেই আত্মবিশ্বাসের জোরে তাঁরা এদিক-ওদিক অর্থ ব্যয় করতে শুরু করে। আর্থিক বিষয়ে ব্যক্তি যে সিদ্ধান্ত নেয়, তার জন্য তাঁদের আর্থিক পরিস্থিতিও নষ্ট হতে শুরু করে। আবার ষষ্ঠ স্থানে মঙ্গল উপস্থিত থাকলে ঋণের বোঝা বাড়তে থাকে।
রাহু গ্রহ
রাহুকে ছায়া ও রহস্যময় গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে রাহু শুভ গ্রহের সঙ্গে অবস্থান করলে শুভ ফল প্রদান করে। এর ফলে ব্যক্তি ধন লাভ করে, পাশাপাশি অঢেল সাফল্য আসে তাঁদের জীবনে। অন্য দিকে অশুভ গ্রহের সঙ্গে রাহু একই কক্ষে বিরাজ করলে ব্যক্তিকে আর্থিক দিক দিয়ে দুর্বল করে তোলে। ঋণের জালে জড়িয়ে পড়ে এমন ব্যক্তি।
শনি গ্রহ
কোষ্ঠীতে শনি যখনই কোনও কক্ষে বিরাজ করেন, সেখানে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হন। এর ফলে ব্যক্তিকে শনির আড়াই, সাড়েসাতি ও শনি দোষের মুখে পড়তে হয়। উল্লেখ্য, শনির প্রভাব ব্যক্তির সামাজিক জীবন, আর্থিক পরিস্থিতি, কেরিয়ার, ব্যবসা, আইনি মামলা, বিবাহ ইত্যাদি ক্ষেত্রে প্রবল আকার ধারণ করে।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
মঙ্গলের কন্যা তে গমন।
জ্যোতিষে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। মঙ্গল পরাক্রম, সাহস, জমি, যুদ্ধ, রক্ত, ভাইয়ের কারক গ্রহ। মঙ্গল এক রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে গোচর করলে এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হয়। বর্তমানে মঙ্গল সিংহ রাশিতে গোচর করছে। এর পর অগাস্ট মাসে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ১৮ অগাস্ট কন্য়ায় আসার পর সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। তবে এর মধ্যে তিন রাশির জাতকদের ভালো সময়ের আশীর্বাদ দেবে এই গ্রহ। এই তিন রাশির জাতরা সম্পত্তি ও অর্থ লাভ করতে পারেন। অগাস্টে কোন তিন রাশির ভাগ্য চমকাবে মঙ্গল জেনে নিন।
সিংহ রাশি (Leo Zodiac)
জ্যোতিষ অনুযায়ী আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন শুভ প্রমাণিত হবে। কারণ মঙ্গল আপনার রাশির অর্থ স্থানে গোচর করবে। পাশাপাশি আপনাদের আকস্মিক ধন লাভ হতে পারে। আবার আপনাদের আটকে থাকা কাজ এ সময়ে পূর্ণ হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। এর ফলে সকলে আপনার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন। আপনার বাণী প্রভাব পরিলক্ষিত হবে। সিংহ রাশির যে জাতকরা মিডিয়া, মার্কেটিং, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জড়িত তাঁদের জন্য সপ্তাহ অসাধারণ কাটবে।
বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)
আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে। কারণ আপনার রাশি আয় স্থানে এই গোচর হবে। অন্য দিকে লাল গ্রহ আপনার লগ্ন ও ষষ্ঠ স্থানের অধিপতি। জ্যোতিষ গণনা অনুযায়ী অগাস্টে আপনাদের আয় বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আয়ের নতুন উৎস পাবেন। আবার আপনাদের আয় বৃদ্ধি হবে। পুরনো লগ্নি দ্বারা লাভ সম্ভব। সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ফলে লাভের যোগ রয়েছে।
মকর রাশি (Capricorn Zodiac)
কন্যা রাশিতে মঙ্গলের গোচর মকর রাশির জাতকদের জন্য লাভপ্রদ প্রমাণিত হবে। কারণ মঙ্গল আপনার গোচর কোষ্ঠীর নবম স্থানে ভ্রমণ করবে। আবার আপনার গোচর কোষ্ঠীর চতুর্থ ও আয় স্থানের অধিপতি মঙ্গল। তাই এ সময়ে আপনারা গাড়ি ও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। আবার আপনাদের আয় বৃদ্ধি পাবে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনে সক্ষম হবেন মকর রাশির জাতকরা। সমস্ত ধরনের ভৌতিক সুখ লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে
EDIT :KUSH MUKHERJEE:
ACHARYA KUSH MUKHERJEE RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B) PIN NO 731224 GOLD MEDALIST WHATS APP : 9233172388 CONTACT : 7001608953
ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER! PLEASE LIKE, SHARE & SUBSCRIBE
YouTube: https://www.youtube.com/channel/UCLkl...
কথিত আছে যে শনিদেব সবসময় দুর্বল ও দরিদ্রদের সাহায্য করেন। অতএব, দুর্বল, অসহায় এবং দরিদ্র ব্যক্তিকে কখনও ভুল করেও হয়রানি করবেন না। অন্যথায় আপনি শনিদেবের বক্র দৃষ্টির কোপে পড়বেন।
যে সব মানুষ পশু-পাখি, বিশেষ করে কাক, মহিষ, হাতি, কুকুর ইত্যাদির উপর অত্যাচার করে, তাদের শনিদেবের বাঁকা দৃষ্টি থেকে রক্ষা করা যায় না।
যারা মদ পান করেন বা অন্য কোন নেশা গ্রহণ করেন তাদের শনির মহাদশায় বড় ধরনের সমস্যা ও কষ্টের মধ্যে পড়তে হতে পারে।
যে ব্যক্তি মহিলাদের সম্মান করে না, তাদের প্রতি খারাপ অনুভূতি থাকে, পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বা করার চেষ্টা করে, এই ধরনের ব্যক্তিরা শনিদেবের প্রচণ্ড শাস্তির মুখে পড়তে হয়।
যারা জুয়া বা সাট্টা খেলে, তাদের উপর শনিদেবের দৃষ্টি বক্রই থাকে। এই ধরনের লোকদের শনিদেবের মহাদশার মুখোমুখি হতে হবে। অতএব এই ধরনের কর্ম করা উচিত নয়।
যে সব মানুষ তাদের পিতামাতা, পূর্বপুরুষ, গুরু এবং দেবতা বা উপাসনালয়কে সম্মান করে না, তাদের শনিদেবের রোষের সম্মুখীন হতে হয়। এই কারণে এই ধরনের জিনিস নিয়ে পরিহার করা উচিত নয়।
যারা অনৈতিক কাজ করে যেমন মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা অনৈতিক আচরণ, অপ্রয়োজনীয় ঝগড়া মারামারি করা, ইত্যাদি তারা শনিদেবের দণ্ড ভোগ করে।
KUSH MUKHERJEE
7001608953
১৭ জুন ২০২৩শনি বক্রী, শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে
কর্মফলদাতা ও ন্যায় দণ্ডাধিকারী শনি প্রতিটি ব্যক্তর জীবনকেই প্রভাবিত করে। শনি বক্রী হলে কিছু রাশির লাভ হতে পারে, আবার কারুর জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী, কুম্ভে শনি বক্রী হওয়ায় ৫ রাশির জাতকদের বিশেষ লাভ হবে। এই সময় তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবে। জেনে নিন, কোন কোন রাশি শনির বক্রী চলনে শুভ ফল পেতে পারে.
মিথুন রাশি
এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফলও পাবেন। পিতা ও পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এই সময়টি খুব ভাল কাটবে।
সিংহ রাশি
শনি বক্রী চলন সিংহ রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক হবে। আপনার কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা শেষ হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা বেশি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাল ফলাফল পাবেন।
ধনু রাশি
এই সময়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা পাবেন। কঠোর পরিশ্রমের ভাল ফলও পাবেন। শিক্ষার্থীরাও এই সময় শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফল পাবেন।
মকর রাশি
আর্থিক অবস্থার উন্নতি হবে। সম্পত্তি বিক্রি করার জন্য এই সময়টি উপযুক্ত। মকর রাশির জাতকদের পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ির পরিবেশ এই সময় খুব ভালো থাকবে। যে কারণে আপনার মনও খুব খুশি হবে।
মীন রাশি
কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য শনির বক্র গতি বিশেষ ফলদায়ক হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। সামগ্রিকভাবে, মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে উন্নতি হবে।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
পিতৃ দোষ থেকে মুক্তি পাবার কিছু উপায়:
পিতৃ দোষ কাটানো বেশ শক্ত ব্যাপার যদিও কিছু টোটকা ও উপায় আছে যেগুলো দিয়ে আপনি সুরাহা পেতে পারেন।
মহালয়ার দিন ভোরে উঠে নদীতে পিতামাতা হীনরা বা যাদের দোষ আছে এবং তাদের পূর্বপুরুষদের স্মরণ করে, তাদের আত্মার শান্তি স্বস্তয়ন করে(চাইলে ব্রাহ্মণ দিয়েও করতে পারেন) তর্পণ করলে দোষ কাটে।
গঙ্গায় হাতে কুশার্ঘ নিয়ে পৃথিবীর সমস্ত পিতৃপুরুষের শান্তি ও আশীর্বাদ কামনা করে অঞ্জলি দান করলে দোষ অনেকাংশে খণ্ডন হয়।
পিতৃ দোষ থেকে পরিত্রাণ পেতে চাইলে পাত্রে কালো তিল ও জল নিয়ে অমাবস্যা তিথিতে ভোরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করলে শুধু পিতৃ দোষ নয় শনির সাড়ে সাতির প্রভাব থেকেও ছাড়া মেলে।
শনিবার কাঁচা দুধ ও কিছু তিল একসাথে মেখে অশ্বত্থ গাছের নিচে ভক্তিভরে নিবেদন করুন। ত্রিদেব এতে তুষ্ট হন ও দোষ খণ্ডন করেন।
বছরের একটা বিশেষ সময়ে দশদিনের পিতৃপক্ষ উপলক্ষ্য তিথি থাকে,সেইসময় যদি কোনো পন্ডিত মানুষের পরামর্শে বা গুরুর সান্নিধ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে বিশেষ পুজোর আয়োজন করে প্রিয়জনদের স্মরণ করে জল ও নতুন কাপড় দান করা যায় তবে খুবই শুভ ফল দেয়।
একাদশী ও অমাবস্যায় কঠোরভাবে নিরামিষ আহার গ্রহণ করুন নতুবা পিতৃপুরুষরা খুবই ক্রুদ্ধ হন।
চতুর্দশীর দিন বাড়ির সামনে চোদ্দ প্রদীপ জ্বালান। ওইদিন চোদ্দ শাক ও খাবারে রাখুন। পারলে পিতৃপুরুষের ছবি নিয়ে তার সামনে পরিবারের সকলে দাঁড়িয়ে শ্রাদ্ধ করে পিন্ড দান পূর্বক ক্ষমা প্রার্থনা করতে পারেন। এটিও কার্যকরী উপায়।
ভগবান শিবের চেয়ে ক্ষমাশীল আর কে আছেন বলুন? তিনি চাইলে যেকোনো দোষ কর্পূরের মতো উবে যায়। আর ভোলানাথকে তুষ্ট করাও সোজা। শিবলিঙ্গের সামনে স্নান করে শুদ্ধচিত্তে বসে ধুপ ও প্রদীপ জ্বালান। এরপর একমনে ভক্তিভরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মার্কেন্ডেয় পুরান অনুযায়ী এই মন্ত্রের প্রভাবে শুধু পিতৃ দোষ নয় কালসর্প দোষ, বাস্তুদোষ ইত্যাদি থেকেও রেহাই পাওয়া যায়।
রাশিচক্রে দ্বাদশ ঘরে কোন ভাবে শনি থাকলে এই কাজ করবেন না
১. প্রথম স্থানে শনি থাকলে কাউকে প্রতাড়িত করবেন না। ঝগড়াটে স্বভাবের ব্যক্তিরা এই প্রবৃত্তি ত্যাগ করুন।
২. কোষ্ঠির দ্বিতীয় স্থানে শনি বিরাজ করলে জুয়া, বেটিং, লটারি ইত্যাদিতে জড়াবেন না। বৈরাগ্য ভাবও রাখবেন না।
৩. তৃতীয় স্থানে শনি উপস্থিত থাকলে পূর্ব বা দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার তৈরি না-করাই ভালো। লক্ষ্য রাখবেন দরজার পাশে যাতে পাথর রাখা না-থাকে।
৪. কোনও ব্যক্তির কোষ্ঠির চতুর্থ স্থানে শনি থাকলে পরস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়াবেন না। এই কক্ষে শনি থাকলে, সেই জাতকদের রাতে দুধ পান করা উচিত নয়।
৫. পঞ্চম স্থানে শনির উপস্থিতি থাকলে বাড়ি বানাবেন না। বরং তৈরি ফ্ল্যাট বা বাড়ি কিনে নিন। আবার জুয়া, বেটিং, মদ, পতিতার সঙ্গে সম্পর্ক, সুদের ব্যবসা শনির দৃষ্টিতে কুকাজ। তাই যে জাতকের কোষ্ঠির পঞ্চম কক্ষে শনি বিরাজ করে, তাঁরা এই সমস্ত কুকাজ করা থেকে দূরত্ব রেখে চলুন।
৬. ষষ্ঠ কক্ষে শনি থাকলেও বাড়ি বানাবেন না। মদ্যপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন।
৭. সপ্তম স্থানে শনি বিরাজ করলে পরস্ত্রীর মোহে জড়াবেন না।
৮. শনির দৃষ্টিতে যেগুলি কুকাজ, যেমন- জুয়া, বেটিং, মদ, পতিতার সঙ্গে সম্পর্ক, সুদের ব্যবসা ইত্যাদি সেই সমস্ত জাতকরা করবেন না, যাঁদের কোষ্ঠির অষ্টম স্থানে শনি বিরাজ করছে।
৯. কোষ্ঠির নবম কক্ষে শনি বিরাজ করলে দুটির বেশি বাড়ি নির্মাণ করবেন না। আবার অন্ধকার কুঠুরিতে আলো প্রবেশ করার কোনও পথ তৈরি করা থেকে বিরত থাকুন।
১০. দশম স্থানে শনি থাকলে অন্যের হিতের কথা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করবেন না। মদ্যপান থেকে দূরে থাকুন।
১১. একাদশ স্থানে শনির উপস্থিতি হলে কাউকে ঋণ দেবেন না।
১২. কোনও ব্যক্তির দ্বাদশ স্থানে শনি থাকলে এবং তাঁরা যদি নিজের বাড়ি নির্মাণ করছেন, তা হলে যেমন বাড়ি তৈরি হচ্ছে, তা হতে দিন। তাতে অহেতুক নিজের বুদ্ধি লাগাবেন না আবার সেই বাড়ির নির্মাণ বন্ধ করবেন না।
কুশ মুখার্জী
৭০০১১৬০৮৯৫৩
শাস্ত্র মতে শনিবার নির্দিষ্ট কিছু জিনিস কিনলে শনি রেগে যান। এর ফলে তাঁর অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হয়। এখানে এমন সাতটি জিনিসের উল্লেখ করা হল, যা ভুলেও শনিবার কিনবেন না।
১. সর্ষের তেল
শাস্ত্র মতে শনিবার ভুলেও সর্ষের তেল কেনা উচিত নয়। মনে করা হয় এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় ব্যক্তি, পাশাপাশি নানান সমস্যায় তাঁদের জীবন ঘিরে যায়। এর প্রভাবে রোগভোগ লেগেই থাকবে। পাশাপাশি শনিবার কাউকে তেল দেবেন না। জ্যোতিষ অনুযায়ী শনির দশা থেকে মুক্তির জন্য সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়ান। এ ছাড়াও শনিকে তেল নিবেদন করুন ও সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন
২. লোহা
লোহা শনির ধাতু। এই দিনে লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। মনে করা হয় শনিবার লোহার জিনিস কিনলে শনি রেগে যান। তবে এ দিন লোহা দান করতে পারেন। লোহা দান করলে শনি ক্ষুব্ধ হন না এবং ব্যক্তির ওপর নিজের আশীর্বাদ বজায় রাখেন। শনিবার লোহা দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতি হয় এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়।
৩. বিউলির ডাল
শনিবার ভুলেও গোটা বিউলির ডাল কিনবেন না। এই দিনে বিউলি ডাল কেনার পরিবর্তে দান করা অত্যধিক শুভ। শনিবার বিউলির ডাল দান করার ইচ্ছা থাকলে একদিন আগেই তা কিনে নিতে হবে।
৪. কয়লা
এই দিনে কয়লা কেনাও অত্যন্ত অশুভ। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিন কয়লা কিনলে শনির দোষ লাগে। পাশাপাশি উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। শনিবার ছাড়া যে কোনও দিন কয়লা কিনতে পারেন।
৫. কাজল
কয়লা ছাড়াও কাজল শনিবার কেনা উচিত নয়। এর ফলে শনি রেগে যান। শাস্ত্র মতে মহিলারা শনিবার কাজল কিনলে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা যায়।
৬. কালো পোশাক
শাস্ত্র মতে শনিবার কখনও কালো কাপড় কিনবেন না। আবার এ দিন কালো পোশাক ফেলাও উচিত নয়। তবে শনিবার কালো কাপড় পরা শুভ। মনে করা হয় শনিবার কালো পোশাক পরলে ব্যক্তি কুনজর থেকে রক্ষা পায়। এর ফলে শনি প্রসন্ন থাকেন। এই তিথিতে কালো পোশাক দান করতে পারেন। এক দিন আগেই তা কিনে রাখবেন।
৭. নুন
শনিবার নুন কিনলে পরিবারের ঋণের বোঝা বাড়তে থাকে। পাশাপাশি ব্যক্তির আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি পরিবারে নানান ধরনের অসুস্থতার জন্ম হতে পারে। শনিবার ছাড়া অন্য যে কোনও দিন নুন কিনতে পারেন।
Kush Mukherjee
7001608953
শুভ অপরান্থ
শনিদেব কাদের সাহায্য করে??কাদের প্রতি বক্র দৃষ্টি দেন? ভিডিও টি দেখুন
https://youtu.be/E0kfxjEsYmA
কথিত আছে যে শনিদেব সবসময় দুর্বল ও দরিদ্রদের সাহায্য করেন। অতএব, দুর্বল, অসহায় এবং দরিদ্র ব্যক্তিকে কখনও ভুল করেও হয়রানি করবেন না। অন্যথায় আপনি শনিদেবের বক্র দৃষ্টির কোপে পড়বেন।
যে সব মানুষ পশু-পাখি, বিশেষ করে কাক, মহিষ, হাতি, কুকুর ইত্যাদির উপর অত্যাচার করে, তাদের শনিদেবের বাঁকা দৃষ্টি থেকে রক্ষা করা যায় না।
যারা মদ পান করেন বা অন্য কোন নেশা গ্রহণ করেন তাদের শনির মহাদশায় বড় ধরনের সমস্যা ও কষ্টের মধ্যে পড়তে হতে পারে।
যে ব্যক্তি মহিলাদের সম্মান করে না, তাদের প্রতি খারাপ অনুভূতি থাকে, পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বা করার চেষ্টা করে, এই ধরনের ব্যক্তিরা শনিদেবের প্রচণ্ড শাস্তির মুখে পড়তে হয়।
যারা জুয়া বা সাট্টা খেলে, তাদের উপর শনিদেবের দৃষ্টি বক্রই থাকে। এই ধরনের লোকদের শনিদেবের মহাদশার মুখোমুখি হতে হবে। অতএব এই ধরনের কর্ম করা উচিত নয়।
যে সব মানুষ তাদের পিতামাতা, পূর্বপুরুষ, গুরু এবং দেবতা বা উপাসনালয়কে সম্মান করে না, তাদের শনিদেবের রোষের সম্মুখীন হতে হয়। এই কারণে এই ধরনের জিনিস নিয়ে পরিহার করা উচিত নয়।
যারা অনৈতিক কাজ করে যেমন মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা অনৈতিক আচরণ, অপ্রয়োজনীয় ঝগড়া মারামারি করা, ইত্যাদি তারা শনিদেবের দণ্ড ভোগ করে।
আচার্য্য কুশ মুখার্জী
7001608953
শনির বক্রী কুম্ভে শতভিষা নক্ষত্রে
বাধাবিঘ্ন। আর শনি পক্ষে থাকলে সাফল্য ধরে রাখা যায় না। গত ১৭ জানুয়ারি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। আড়াই বছর থাকবেন এই রাশিতেই। আগামী ৫ জুন কুম্ভ রাশিতেই তিনি বক্রী হচ্ছেন। তার পর ১৩৯ দিন পর তিনি সোজা হবেন। এই সময়ের মধ্যে একাধিক রাশিতে নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। চলুন জেনে নেওয়া যাক-
কোন কোন রাশির উপরে পড়বে নেতিবাচক প্রভাব
মেষ রাশি- শনির তৃতীয় রাশির কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় বাধা আসতে পারে। চাকরি করলে আসবে বাধাবিঘ্ন। অর্থহানিরও যোগ। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে জড়াতে পারেন। ব্যয় বৃদ্ধি আপনাকে উদ্বিগ্ন করতে পারে।
কন্যা রাশি- এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও ব্যবসায় উত্থান-পতনের সম্মুখীন হতে হবে। ব্যবসায় আপনার ক্ষতি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্ক থাকুন। আপনার বিবাহিত ও প্রেমজীবনেও আসতে পারে সমস্যা। বাধাবিঘ্ন ঘিরে ধরবে আপনাকে। চাকরিতে আপনি সমস্যায় পড়বেন।
মকর রাশি-শনির তৃতীয় দৃষ্টির কারণে আপনার কাজে বাধা আসতে পারে। যে পরিকল্পনা করবেন তা সফল করতে প্রচুর চেষ্টা করতে হবে। মকর রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বেন। তাঁদের বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন। অযথা ঝুঁকি নেবেন না।
মীন রাশি- শনির তৃতীয় দৃষ্টির কারণে মীন রাশির জাতক-জাতিকারা অর্থ উপার্জনে সমস্যায় পড়তে পারেন। আপনার কাজেও বাধা আসতে পারে। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এই সময়ে পরিজনদের সঙ্গে ঝগড়া হতে পারে। চাকরি ও ব্যবসায় আসতে পারে বাধাবিঘ্ন। এই সময়ের মধ্যে আপনি কাজের চাপে পড়তে পারেন।
কোন কোন রাশির জন্য দারুণ কাটবে ১৩৯ দিন?
ধনু রাশি- শনি বিপরীতমুখী হওয়া আপনার জন্য উপকারী হতে পারে। কারণ শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে গমন করবেন। তিনি দ্বাদশ ঘরের অধিপতিও। তাই এই সময়ে আপনার সাহস বাড়বে। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তারাও কাজের জন্য উৎসাহিত করবেন। আপনি অর্থও সঞ্চয় করতে পারেন।
মিথুন রাশি- শনিদেব বক্রী হওয়ার ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেব বক্রী হওয়ার পর ভাগ্যের সহায়তা পাবেন। নতুন কাজ শুরু করলে সাফল্য লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার ধনপ্রাপ্তি হতে চলেছে। কোথাও ঘুরতে যাওয়ার যোগ তৈরি হবে।
তুলা রাশি- শনিদেবের বিপরীতমুখী গতি তুলা রাশির জাতক-জাতিকাদের পক্ষে অনুকূল হতে পারে। কারণ শনিদেব আপনার রাশির পঞ্চম ঘরে পিছিয়ে যাবেন। ১৩৯ দিন এই ঘরেই থাকবেন। যে কারণে এই সময়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এর পাশাপাশি কিছু ভালো খবর পেতে পারেন। প্রেম জীবনেও সাফল্য আসবে। শনিদেব আপনার রাশির চতুর্থ ঘরের অধিপতি। এই কারণে আপনি এই সময়ে গাড়ি এবং সম্পত্তি পেতে পারেন।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
শাস্ত্রীয় মতে কোন দিন গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব জানেন?
সন্তান না থাকা যে কোনও দম্পতির কাছেই এক চরম অভিশাপ। এখানে দৃষ্টিপাত করা হবে শাস্ত্রীয় মতে কী কী নিয়ম মেনে চলতে পারলে সুসন্তান লাভ অসম্ভব নয়। ঋতুর প্রথম দিন থেকে ১৬ দিন পর্যন্ত স্ত্রীর গর্ভধারণ করার শক্তি থাকে ।
কী কী বিষয় মেনে চলা উচিত:
১। ঋতুর প্রথম চার দিন, ১১তম ও ১৩তম দিন সহবাস করবেন না।
২। এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনের মধ্যে গর্ভাধান করবেন।
৩। এই দশ দিনের মধ্যেও যত বেশি দিন পরে গর্ভধারণ করবেন, সন্তান তত বেশি সুস্থ ও বলবান হবে ও তার পরমায়ু বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ১০ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর। তারপর ক্রমান্বয়ে নবম দিন, অষ্টম দিন ইত্যাদি।
৪। অবশ্য উল্লেখিত এই দশ দিনের মধ্যেও অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী ও সংক্রান্তির দিনগুলিতে সহবাস করবেন না। কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রীর শুক্র ও শনি দুষ্ট থাকে।
৫। রাত্রির প্রথম প্রহরে গর্ভধারণ করলে, সেই গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প আয়ুর হয় ।
৬। রাত্রির দ্বিতীয় ও তৃতীয় প্রহর গর্ভধারণের জন্য খুব একটা ভাল সময় নয়।
৭। চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে, সন্তান দীর্ঘায়ু ও নীরোগ হয়।
৮। চতুর্থ প্রহরে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভাল সময়।
৯। সোমবার, বুধ এবং শুক্রবার রাত্রে সহবাস করলে খুব ভাল।
১০।শনিও মঙ্গলবার রাত্রে সহবাস না করাই ভাল।
১১) সাদা পোশাক ও বিছানার চাদর সাদা রঙের হলে ভালো।
১২) অশ্লেষা নক্ষত্র , মঘা, কৃত্তিকা, ও হস্তা নক্ষত্রে সহবাস করবে না।
১৩) স্নান করে ভূবনেশ্বরী দেবীর বীজ মন্ত্র পাঠ করবেন ২৮ বার। ঔ৺ শাং মাতা ভূবনেশ্বরী।
১৪। যখন সন্তান গর্ভে আসবে, তখন ধর্ম চিন্তা ও সৎ চিন্তা করলে, সন্তান ধার্মিক ও সুখী হয়।
১৫। গর্ভবতী রাগ, হিংসা, মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ এবং লোভ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মায়।
১৬। গর্ভাবস্থায় দিবা নিদ্রা, উপবাস, সহবাস এবং রাত্রি জাগরণ পরিত্যগ করা উচিত।
১৭। সহবাসের এর ১ ঘন্টা পূর্বে স্বামী ও স্ত্রী উভয়েই শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন ২৮ বার। ঔ৺ হ্রীং শ্রীং শুক্রায়।
১৮। গর্ভের চতুর্থ মাসে, গর্ভস্থ সন্তানের অঙ্গ ও প্রতঙ্গ ও চৈতন্যের প্রকাশ পায়। এই সময় মা যে ধরনের বিদ্যাচর্চা করবে, সন্তান সেই ধরনেরই গুণ নিয়ে জন্মাবে।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
হনুমান প্রনাম মন্ত্র :
অতুলিতবলধামং হেমশৈলাভদেহং
দনুজবনকৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্।
সকলগুননিধানং বানরাণামধীশং
রঘুপতিপ্রিয়ভক্তং বাতজাতং নমামি।।
অতুলিত শক্তির ভান্ডার, স্বর্ণ গিরি সুমেরু পর্বতের মত কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী, রাক্ষসরূপী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির মত তেজস্বী, জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য, সকল গুণের আধার, বানর কুলের অধীশ্বর, শ্রীরামের প্রিয় ভক্ত পবনপুত্রকে আমি প্রণাম করি।;
হনুমানজির ভক্তের সংখ্যা অগণিত৷ অনেকেই দিন শুরু করেন তাঁর মন্ত্র দিয়েই৷ তাঁর দর্শনের জন্য কত পথই না পাড়ি দেয় ভক্তেরা৷ কিন্তু জানেন কি হনুমানজির ১২টি নাম স্মরণ করলে ভালো কিছু সন্ধান পেতে পারেন আপনি? মনে করা হয় বজরঙ্গবলীর ১২টি নাম স্মরণ করলে সাংসারিক শান্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে পারে সেই ব্যক্তি৷ নিচে রইল সেই ১২টি নাম-
১।ওম হনুমান নমঃ।
২।ওম অঞ্জনী সূত নমঃ।
৩।ওম বায়ু পুত্র নমঃ।৬.রামদূত
৪।ওম মহাবল নমঃ।
৫।ওম রামেষ্ঠ নমঃ।
৬।ওম ফাল্গুণ সখা নমঃ।
৭।ওম পিঙ্গাক্ষ নমঃ।
৮।ওম অমিত বিক্রম নমঃ।
৯।ওম উদধিক্রমণ নমঃ।
১০।ওম সীতা শোক বিনাশন নমঃ।
১১।ওম লক্ষ্মণ প্রাণ দাতা নমঃ।
১২।ওম দশগ্রীব দর্পহা নমঃ।
সকালে উঠেই এই ১২টি স্মরণ করলে নাকি দীর্ঘায়ু হওয়া যায়৷ দুপুরে স্মরণ করলে ধন সম্পত্তি লাভ হতে পারে৷ সন্ধেবেলা এই ১২টি নাম জপ করলে সংসার সুখের হতে পারে৷ রাতে যদি স্মরণ করা যায় তাহলে শত্রুকে পরাজিত করা যায় বলে মনে করা হয়৷
চাল্লিশাঃ-
জয় হনূমান জ্ঞান গুণ সাগর।
জয় কপিশ ত্রিলোক উজাগর।
রাম দূত তুমি অতি বলশালী।
অঞ্জনী পুত্র পবন সূত মহাবলী।
মহাবীর যে নাম তব তুমি বজরঙ্গী।
কুমতি নিবার প্রভু, সুমতির সঙ্গী।
কাঞ্চন বরণ তব, বেশ সুবেশা।
কানেতে কুন্তল, কুঞ্চিত কেশা।
হাতে তে বজ্র আর ধ্বজা বিরাজে।
কাঁধেতে মুঞ্জ, উপবীত সাজে।
শঙ্করাংশে জন্ম তব, হে কেশরী নন্দন।
তেজ প্রতাপ তব মহা জগ বন্দন।
বিদ্যাবান তুমি, তুমি অতি চতুর।
রাম কাজ করিবারে, আতুর।
প্রভু চরিত্র শুনিবার রাখ অভিলাষা।
রাম-লখন আর সীতায় দাও ভালবাসা।
সুক্ষ্মরূপ ধরি, অসুর সংহার।
শ্রী রঘুনাথ সকল কাজ সার।
আনি সঞ্জীবনী, সৌমিত্রে বাচাইলে।
রাঘবের মনে তুমি, হরষ আনিলে।
তব কাজে রঘুনাথ মুগ্ধ হইলো।
ভরত ভ্রাতা সম, আলিঙ্গন দিল।
স্বনকাদি ব্রহ্মাদি, ঋষি মুনি যত।
তব গুন গাহে, নারদ সহিত।
যম কুবের, দিকপাল যেখানে।
কবি কৌবিদ তারে, কহিনা কেমনে।
সুগ্রীব উপকার, ততুমি যে করিলে।
রামে মিলায়ে তারে, রাজপদ দিলে।
তোমারি মন্ত্র যবে, বিভীষন মানিল।
লঙ্কেশ হইল সে, সারা বিশ্ব জানিল।
সহস্র যোজন দূরে, থাকে যে ভানু।
ধাইলে লইতে তাহা, তুমি বীর হনু।
প্রভুমুদ্রিকা, রাখি মুখ মাঝে।
জলধি লঙ্ঘিলে, রঘুনাথ কাজে।
দুর্গম কাজ যত, জগতে আছে।
সুগম যে হয় তাহা তোমারি কাছে।
তুমি যে দ্বারী, রাম দুয়ারে।
আজ্ঞা বিনা কেহ, প্রবেশিতে নারে।
তোমারি স্মরণে যে, সব সুখ পা-ই।
রক্ষক হ'লে তুমি, কোন ভয় না-হি।
মহাতেজ তেজবনিকর জবে আপনারে।
ত্রিলোক যে কাঁপে, তব বিকট হুঙ্কারে।
ভূত পিশাচ, নিকট নাহি আসে।
তব নাম লয় যে, থাক তার পাশে।
নাশ করহ সব রোগ, হরহ সব পীড়া।
যে জন নিরত জপে, হনুমান বলবীরা।
সব সঙ্কট কর মোচন, তুমি বীর হনুমান।
মন ক্রম বচনে, ধরে যে ধ্যান।
সর্বোপরি রাম রাজার যে তপস্বী রূপ।
তাহার সকল কাজ কর তুমি অনুপ।
যে কোন মনোরথ, যে জন করিবে।
তোমারি কৃপায় সে, অমিত ফল পাবে।
চারি যুগ তব, প্রতাপ-বাখানি।
জগতে খ্যাত তুমি, তাহা যে জানি।
সাধু সন্তের, তুমি রক্ষা কারি।
অসুর নিকন্দন, তুমি দুঃখ হারি।
অষ্ট-সিদ্ধি আর, নয়-নিধির দাতা।
আশীষ-করিলা তোমা, জানকী মাতা।
রাম রসায়ন, তোমারি পাশে।
রুঘুপতি সম মনে, রেখো এ দাসে।
তোমারি ভজন গাহি, রাম পদ লভি।
জনম জনম ভুলি, দুঃখ যে সবই।
অন্তিম কালে স্থান, দিও রঘুবর পুরে।
রাম নাম সেথা যেন, পাই জপিবারে।
রাম নাম জপে যে, সে বড় চতুর
সঙ্কট মোচন হয়, হয় শোক সব দূর।
শোক তাপ মোচন করে, হরে সব পীড়া।
যে জন স্মরণ করে, হনুমান বল বীরা।
জয়-জয়-জয়, হনুমান জ্ঞান গোঁসাঈ ।
কৃপা করহ দেব, ভাঁতি গুরু ভাই।
যে জন নিত্য পাঠ করে, হনুমান চালিশা।
মহাসুখ পায় হে, নাম রটে চহু দিশা।
জয় হনুমান, জয়-জয় মহাবীর।
"তারায়" তারাও প্রভু, এ ভব সাগর।
সুপ্রভাত
আজকে বড়রাজের জন্ম তিথি সেই অনুযায়ী শনির সুপ্রভাব থাকবে, মেষ, বৃষ ও সিংহ রাশির জাতক জাতিকাদের উপর।
জ্যোতিষ অনুসারে আজকের দিনটির বিশেষ গুরুত্বের কথা আমি আগেও বলেছি।শনিবার ২০ মে ২০২৩ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। তার সঙ্গে ফলহারিণী অমাবস্যার পর আজ জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি। আজ বৃষ রাশিতে চন্দ্রের যোগাযোগ হতে চলেছে। একই সময়ে, আজ চাঁদ কৃত্তিকা নক্ষত্রের পরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে আজকের দিনটি মেষ,বৃষ রাশির জাতকদের জন্য ভালো সুযোগ দিতে চলে। বৃষ রাশি ছাড়া ও বৃশ্চিক রাশি, সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে।বিশদে জানতে ইউটিউব চ্যানেলে দেখুন।
ASTRO PALMIST NUMEROLOGY CENTER.
https://youtu.be/vLT-0x2PfzY
। রাত্রি ময় জগৎ।
০১. মহারাত্রি - চান্দ্র ফাল্গুন কৃষ্ণা একাদশী (দেবী কালীকার আবির্ভাব তিথি)।
০২. ক্রোধরাত্রি - চৈত্র শুক্লানবমী (দেবী তারার আবির্ভাব তিথি)।
০৩. দিব্যরাত্রি - জ্যৈষ্ঠ দশহরা শুক্রবার (ষোড়শী দেবীর আবির্ভাব তিথি)।
০৪. সিদ্ধরাত্রি - চৈত্র সংক্রান্তি যুক্ত অষ্টমী তিথি (ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব তিথি)।
০৫. বীররাত্রি - মাঘী রটন্তী চতুর্দশী মঙ্গলবার (ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি)।
০৬. কালরাত্রি - দীপান্বিতা চতুর্দশী অমাবস্যা যোগে (ভৈরবী দেবীর আবির্ভাব তিথি)।
০৭. দারুনরাত্রি - বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়া (ধমাবতী দেবীর আবির্ভাব তিথি)।
০৮. বীররাত্রি - মাঘী রটন্তীচতুর্দশী অমাবস্যা যোগে (পীতাম্বরী বগলামুখী দেবীর আবির্ভাব তিথি )।
০৯. মোহরাত্রি - ভাদ্র জন্মাষ্টমী (মাতঙ্গী দেবীর আবির্ভাব তিথি)।
১০. মহারাত্রি - ফাল্গুন কৃষ্ণা একাদশী (কমলা দেবীর আবির্ভাব তিথি)।
১১. পূর্ণারাত্রি - অগ্রহায়ণ শুক্লা সপ্তমী (অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি)।
১২. কুহুরাত্রি - অগ্রায়ন অমাবস্যা মঙ্গলবার (ত্রিপুটা দেবীর আবির্ভাব তিথি)।
১৩. অক্ষয়রাত্রি - কার্তিক শুক্লা নবমী (জয়দুর্গা দেবীর আবির্ভাব তিথি)।
১৪. গণপতি রাত্রি - মাঘী শুক্লা চতুর্থী (গৌরীপুত্র গণেশের আবির্ভাব তিথি)।
১৫. শিবরাত্রি - ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী ( চন্দ্রমৌলি দেবের আবির্ভাব তিথি)।
১৬. ঘোররাত্রি - অগ্রায়ন কৃষ্ণা অষ্টমী (মহাকাল ভৈরবের আবির্ভাব তিথি)।
১৭. অঘোররাত্রি - ভদ্র কৃষ্ণা চতুর্দশী (মহামৃত্যুঞ্জয় শিবের আবির্ভাব তিথি)।
১৮. ঋদ্ধরাত্রি - আশ্বিন কৃষ্ণা অষ্টমী (কামাক্ষা বাসিনী বালা ভৈরবী দেবীর আবির্ভাব তিথি)।
১৯. তারারাত্রি - মাঘী পূর্ণিমা (নিত্যা দেবী আবির্ভাব তিথি)।
২০. জয়ন্তীরাত্রি - বৈশাখ শুক্লাষ্টমী (বাগবাদিনি দেবীর আবির্ভাব তিথি)
২১. অবলারাত্রি - আশ্বিন শুক্লা মহাষ্টমী (দেবী মহিষাসুরমর্দিনী দুর্গার আবির্ভাব তিথি)
।। সংগৃহীত ।।
॥ শিব প্রণাম মন্ত্র ॥
নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়
হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর॥
সরলার্থ :
তিন কারণের (সৃষ্টি, স্থিতি ও বিনাশের)
হেতু শান্ত শিবকে প্রণাম ।
হে পরমেশ্বর তুমিই পরমগতি ।
তোমার কাছে নিজেকে সমর্পণ করি
"তস্মৈ নমঃ পরমকারণ কারণায় দীপ্তোজ্জ্বলজ্জ্বলিত পিঙ্গললোচনায়!
নাগেন্দ্রহাররকৃত কুন্ডলভূষণায় ব্রহ্মেন্দ্রবিষ্ণু বরদায় নমঃ শিবায়!!"
---যিনি কারণের পরম কারণ, যাঁর অতি উজ্জ্বল দেদীপ্যমান পিঙ্গল নয়ন, কুন্ডলীকৃত সর্পরাজের হার যাঁর কন্ঠভূষণ, ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রাদি দেবতাকে যিনি বর প্রদান করেন, সেই পরম শিবকে আমার প্রনাম!!"
শিবের ধ্যান ----
একটি ফুল নিয়ে (সম্ভব হলে কূর্মমুদ্রায় ফুলটি নেবেন) শিবের ধ্যান করবেন। শিবের সাধারণ ধ্যানমন্ত্র ও বাণেশ্বর ধ্যানমন্ত্র দুটি নিচে দেওয়া হল ----
সাধারণ ধ্যানমন্ত্র ----
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং
রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্।
পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্।।
বাণেশ্বর শিবের ধ্যান ---
ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভাং।
কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্।।
শৃঙ্গারাদি-রসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্।
এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্।।
স্নান ----
এরপর শিবকে স্নান করাবেন। গঙ্গাজলে শুদ্ধজলে চন্দন মিশ্রিত করে ঘণ্টা বাজাতে বাজাতে শিবকে স্নান করাবেন এই মন্ত্রে শিবকে স্নান করাবেন -----
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।
সাধারণ শিবলিঙ্গ ও বাণেশ্বর -- উভয়ক্ষেত্রেই স্নান মন্ত্র এক।
প্রধান পূজা --
স্নানের পর আরেকবার আগের ধ্যানমন্ত্রটি পাঠ করে শিবের ধ্যান করবেন। তারপর মনে মনে উপচারগুলি শিবকে উৎসর্গ করে মানসপূজা করবেন। মানসপূজার পর একে একে উপচারগুলি বাহ্যিকভাবে শিবকে সমর্পণ করবেন।
ওঁ নমঃ শিবায় এতৎ পাদ্যং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় এষঃ অর্ঘ্যঃ শিবায় নমঃ। (আতপচাল ও দূর্বা একটি সচন্দন বেলপাতায় করে ফুল সহ দিন)
ওঁ নমঃ শিবায় ইদমাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় ইদং স্নানীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় এষ গন্ধঃ শিবায় নমঃ। (চন্দনের ফোঁটা দিন)
ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনপুষ্পং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো ফুল দিন)
ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনবিল্বপত্রং শিবায় নমঃ। (একটি চন্দনমাখানো বেলপাতা দিন)
ওঁ নমঃ শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ। (ধূপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার বাঁ দিকে, অর্থাৎ নিজের ডানদিকে রাখুন)
ওঁ নমঃ শিবায় এষ দীপঃ শিবায় নমঃ। (প্রদীপটি শিবের সামনে তিনবার ঘুরিয়ে দেবতার ডানদিকে, অর্থাৎ নিজের বাঁ দিকে রাখুন)
ওঁ নমঃ শিবায় ইদং সোপকরণনৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। (নৈবেদ্যের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ওঁ নমঃ শিবায় ইদং পানার্থোদকং শিবায় নমঃ। (পানীয় জলের উপর অল্প সামান্যার্ঘ্য জল ছিটিয়ে দিন)
ওঁ নমঃ শিবায় ইদং পুনরাচমনীয়ং শিবায় নমঃ। (সামান্যার্ঘ্য জল একটু দিন)
ওঁ নমঃ শিবায় ইদং তাম্বুলং শিবায় নমঃ। (একটি পান দিন, অভাবে সামান্যার্ঘ্য জল একটু দিন।)
ওঁ নমঃ শিবায় ইদং মাল্যং শিবায় নমঃ। (মালা থাকলে মালাটি পরিয়ে দিন)
বাণেশ্বর শিবলিঙ্গে দশোপচার পূজার মন্ত্র ---
ঐঁ এতৎ পাদ্যং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষঃ অর্ঘ্যঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদমাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং স্নানীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ গন্ধঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সচন্দনপুষ্পং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ ধূপঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ এষ দীপঃ বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং সোপকরণনৈবেদ্যং বাণেশ্বরশিবায় নিবেদয়ামি।
ঐঁ ইদং পানার্থোদকং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং পুনরাচমনীয়ং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং তাম্বুলং বাণেশ্বরশিবায় নমঃ।
ঐঁ ইদং মাল্যং বাণেশ্বরশিবায় নমঃ।
পুষ্পাঞ্জলি ---
সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন ---
সাধারণ পুষ্পাঞ্জলি ----
ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।
বাণেশ্বর শিবের পুষ্পাঞ্জলি ---
ঐঁ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি বাণেশ্বরশিবায় নমঃ।
গৌরীপূজা ---
এইভাবে শিবপূজা শেষ করে শিবলিঙ্গের গৌরীপীঠে একটি ফুল দিয়ে এই মন্ত্রে গৌরীর পূজা করুন ---
ওঁ হ্রীঁ এতে গন্ধপুষ্পে গৌর্যৈ নমঃ।
অষ্টমূর্তি পূজা --
বাণেশ্বর শিবে অষ্টমূর্তির পূজা করতে হয় না। কিন্তু অন্যান্য শিবলিঙ্গের ক্ষেত্রে করতে হয়। একটি ফুল দিয়ে এই মন্ত্রে অষ্টমূর্তির পূজা করুন --
ওঁ এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তিভ্যো নমঃ।
জপ ও জপসমর্পণ ---
এরপর ‘ওঁ নমঃ শিবায়' বা দীক্ষামন্ত্র ১০৮ বার জপ করে এই মন্ত্রে এক গণ্ডুষ জল শিবের নিচের দিকের ডান হাতের উদ্দেশ্যে প্রদান করুন --
ওঁ গুহ্যাতিগুহ্যগোপ্তা ত্বং গৃহাণাস্মৎকৃতং জপম্।
সিদ্ধির্ভবতু মে দেব ত্বৎপ্রসাদান্মহেশ্বর।।
প্রণাম --
এইবার এই মন্ত্রটি পড়ে সাষ্টাঙ্গে শিবকে প্রণাম করে পূজা সমাপ্ত করুন --
সাধারণ শিবলিঙ্গের ক্ষেত্রে --
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম্।।
বাণেশ্বর শিবের ক্ষেত্রে --
ওঁ বাণেশ্বরং নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।
কর্পূরকুন্দধবলেন্দুজটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।
শুভ সন্ধ্যা
সৌভাগ্য অর্জন করুন
১)আয়না শোওয়ার ঘরে রাখতে অনেকে বারন করে থাকে থাকেন। শাস্ত্র মতে, শোওয়ার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে। কিন্তু, জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন। সঠিক নিয়মে আয়না লাগাম। মিলবে উপকার। শাস্ত্র মতে, মেঝে থেকে চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না ঝোলান। সৌভাগ্য লাভ করবেন।
২) সৌভাগ্য আনতে নীল রঙের কাপড় বেশ উপকারী। সৌভাগ্য লাভের জন্য নীল রঙের পর্দা টাঙাতে পারেন। এতে সৌভাগ্য লাভ করবেন বাড়ির সকল সদস্য। এই টোটকা বেশ উপকার
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1500/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
আজকে গন্ধেশ্বরী পূজা
****মা গন্ধেশ্বরী পূজা ****
===========
বৈশাখ পূর্ণিমার দিন মূলতঃ গন্ধবণিক সম্প্রদায়ের মানুষেরাই এই পূজা করে থাকেন।
গন্ধবণিক সম্প্রদায় এই দিন দেবীর সামনে তাঁদের ব্যবসায়িক সামগ্রী,হিসাবের খাতা, ওজন যন্ত্র রেখে তাঁদের ব্যবসায়ের সমৃদ্ধি প্রার্থনা করেন।
গন্ধ বণিক সমাজ মূলত সেই সময় সুগন্ধি মশলা --ধূপ-ধূনা --ইত্যাদির বাণিজ্য করত। এই গন্ধ বণিক সমাজ প্রাচীন কালে ছিল ' শৈব্য ' পরে এই সমাজ হয় ' শাক্ত '---এবং তারও পরবর্তী কালে হন 'বৈষ্ণব' ---- হিন্দু সনাতন ধর্মের এক একটি শাখা /অংশ হল --এই ' শৈব্য ' -- ' শাক্ত ' --ও ' বৈষ্ণব ' ভাবাদর্শ / মতবাদ ।
গন্ধবণিক হল বাঙালি হিন্দু বণিক সম্প্রদায় যারা মূলতঃ গন্ধ দ্রব্যের ব্যবসা করে থাকেন। গন্ধ দ্রব্য যেমন বিভিন্ন সুগন্ধি প্রসাধনী, সুগন্ধি ধূপ, সুগন্ধি দেশ বিদেশের মশলা ইত্যাদি।চৈনিক পর্যটক ফা-হিয়েন গন্ধবণিক সম্প্রদায় কে হিন্দু বণিক সম্প্রদায় বলে উল্লেখ করেন।এই গন্ধবণিক সম্প্রদায়ের কূলদেবী হলেন মা গন্ধেশ্বরী।
গন্ধেশ্বরী দেবী মাতৃ শক্তির প্রতীক। গন্ধবণিকরা শুরুতে শৈবধর্মের উপাসক অর্থাৎ শিবের উপাসক হলেও পরবর্তী কালে শাক্ত উপাসক হয়ে ওঠে।
গন্ধেশ্বরী দেবীর প্রকৃতির সাথে দেবী দুর্গার অনেক সাদৃশ্য আছে। উভয়েই সিংহ বাহিনী এবং অসুরমর্দিনী।
শক্তির আরেক রূপ হলেন মা দুর্গা আবার মা দুর্গার আরেক রূপ হলেন মাতা গন্ধেশ্বরী।গন্ধেশ্বরী নাম কারণের দুটো দিক আছে।
১) সুগন্ধি পণ্যের বাণিজ্য করতেন যে সকল বণিকেরা তাঁদের পণ্যের নাম অনুসারে গন্ধের দেবী গন্ধেশ্বরী।
২) গন্ধকে বলা হয় পঞ্চভূতের ক্ষিতি তত্ত্বের সমষ্টিগত রূপ বা পৃথিবী।
গন্ধেশ্বরী মাতা হলেন শ্রীশ্রীদুর্গারই চতুর্ভুজা রূপ।
গন্ধমাতা ও পৃথিবী মাতা একই।গন্ধের যিনি ঈশ্বরী তিনিই 'গন্ধেশ্বরী'গন্ধ হল পৃথিবীর একটি গুণ।
১)ব্যোম তত্ত্বে হল শুধু শব্দ।
২) মরুৎ তত্ত্বে হল শব্দ+স্পর্শ।
৩) তেজঃতত্ত্বে হল শব্দ+ স্পর্শ +রূপ।
৪) অপঃতত্ত্বে হল শব্দ+স্পর্শ +রূপ+রস।
৫) ক্ষিতিতত্ত্বে হল শব্দ+স্পর্শ +রূপ+রস+গন্ধ।
অর্থাৎ পঞ্চভূতের পূজা করাই হল গন্ধেশ্বরীর পূজা।
পৃথিবীতে বণিক সমাজ এই পঞ্চভূতের পণ্যরূপ নিয়েই বাণিজ্য করেন।এই বাণিজ্য করার সময় ভুল বশত যদি কোন পাপ কর্ম করে ফেলা হয় তবে সেই পাপের প্রায়শ্চিত্ত করা হয়ে যায় এই পূজা করার ফলে।গন্ধবণিক সমাজে অনেক সেবামূলক কর্ম যজ্ঞ আছে।
শ্রী শ্রী চণ্ডী তে আদি শক্তি পরমেশ্বরী দেবীগনে পরিবৃত হয়ে যখন শুম্ভাসুরের সাথে যুদ্ধ করছিলেন,তখন শুম্ভ দেবীকে ক্রুদ্ধ হয়ে বলে,
"রে অহঙ্কারী ! তুমি অন্য দেবীদের সাহায্য নিয়ে যুদ্ধ করে চলেছ। অতি মানিনী হোয় না। "
তা শুনে মহাশক্তি বললেন,
" একৈ বাহং জগত অত্র দ্বিতীয়া কা মমাপরা।" ---
আমি ছাড়া এ জগতে দ্বিতীয় কে আছে ? দেখ, এই সব-ই আমার বিভুতি।তাই এরা সবাই আমার মধ্যে লীন হচ্ছে।এরপর সকল দেবী মূল আদি শক্তির মধ্যে বিলীন হলেন।
শাক্তমতে , এর তাৎপর্য হল এই যে , ভিন্ন রূপে প্রতীয় মান হলেও ,তত্ত্বতঃ সব কিছুই মহাশক্তির বহিঃ প্রকাশ।আরও একটি তথ্য পাই যে সকল দেবী ,একটি মহা শক্তি হতে নির্গত হয়েছেন।
মনসা, চণ্ডী, ষষ্ঠী, শীতলা , বন দুর্গা , বহুচেরা, ভেরুন্ডা, মহগ্রতারা, প্রজ্ঞা পারমিতা ,বেন তেন সহ ভারত ও অভারতীয় পূজিত বা অধুনা বিস্মৃত দেবীকুল এক আদি শক্তি থেকে জাত হয়েছেন।
গন্ধেশ্বরী-ও তার ব্যতিক্রম নন।সিংহ বাহিনী , ত্রিনয়নী, চতুর্ভুজা , শঙ্খ ,চক্র , ধনুক, বাণ ধারিণী - এই দেবী বণিক কুলের কুল দেবী।
হিন্দু- বৌদ্ধ নির্বিশেষে তাঁর পূজা ,এক কালে বঙ্গীয় বণিক দের নানা শাখায় অনুষ্ঠিত হত বুদ্ধ পূর্ণিমার দিন। বাংলাদেশের পাহাড় পুর বৌদ্ধ বিহারে ,
অন্যান্য হিন্দু দেব দেবীর সাথে গন্ধেশ্বরীর -ও একটি মূর্তি আছে। তবে সেটি ওই বৌদ্ধ বিহারের মত খুব প্রাচীন নয়।
মা গন্ধেশ্বরীর ধ্যানঃ-
============
ওঁ সিংহস্থা শশিশেখরা মরকতপ্রেক্ষা চতুর্ভির্ভুজৈঃ ।
শঙ্খং চক্র- ধনুঃশরাংশ্চ দধতী নেত্রৈস্ত্রিভিঃ শোভিতা ।।
আমুক্তাঙ্গদহার- কঙ্কণরণৎ- কাঞ্চীক্কণন্নূপুরা ।
দুর্গা দুর্গতিহারিণী ভবতু নো রত্নোল্লসৎকুন্ডলা ।।
মন্ত্রঃ- ওঁ মায়া বীজ দুর্গাবীজ দুর্গায়ৈ নমঃ ।
=========================
ঔ৺ হ্রীং দূর্গায়্যৈ নমঃ।
গায়ত্রী: মহাদেব্যৈই বিদ্মহে দূর্গায়্যৈ ধীমহী তন্নো দেবী প্রচোদয়াৎ।
* প্রণাম মন্ত্র :- জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||
মা দুর্গাই হলেন গন্ধেশ্বরী । ইনি ধন সম্পদ রক্ষা করেন । মা লক্ষ্মী রূপে ধন দান করেন । কিন্তু ধন রক্ষা করতে হবে । তাই মা মহামায়া , গন্ধেশ্বরী রূপে প্রকট হয়েছেন । ধন যিনি দেন , ধনের রক্ষা তিনিই করেন । দেবী গন্ধেশ্বরী বৈশ্য অর্থাৎ বণিক দের পূজিতা । কারন বণিকরা ব্যবসা বানিজ্য করেন ।
পৌরাণিকী :-
=======
" প্রতিবৎসর বৈশাখী পূর্ণিমাতে প্রত্যেক গন্ধবণিকের গৃহে শ্ৰীশ্ৰীগন্ধেশ্বরী দেবীর পূজা হইয়া থাকে।
এই গন্ধেশ্বরী দেবী সাক্ষাৎ ভগবতী দুর্গা। চতুর্ভুজা সিংহবাহিনী মূৰ্ত্তিতে ইনি গন্ধেশ্বরী দেবী রূপে আবিভূর্তা হইয়া গন্ধাসুরকে বধ করেন। সেই কারণে ইঁহার নাম গন্ধেশ্বরী হয়।
সুভূতির ঔরসে ও তপতী-নাম্নী রাক্ষসীর গর্ভে গন্ধাসুর মহাদেবের বরে ত্রিভুবনবিজয়ী ও মহাবলশালী হইয়া জন্মগ্রহণ করে। সুভূতি বৈশ্যকন্যা সুরূপাকে হরণ করিতে গিয়া বৈশ্যগণ কর্তৃক অপমানিত তিরস্কৃত ও হৃতসৰ্ব্বস্ব হয় । পিতার সেই অপমানের প্রতিশোধ লইবার জন্য গন্ধাসুর বৈশ্যবংশ ধ্বংস করিতে প্রবৃত্ত হয়। তাহার অনুচরগণ একদিন সুবর্ণবট নামক এক বৈশ্যকে বধ করিলে, তাহার পূর্ণগর্ভা পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করিবার নিমিত্ত অরণ্যে প্রবেশ করেন। পথশ্রমে ক্লান্ত হইয়া তিনি অরণ্য-মধ্যে একটি কন্যা প্রসব করিয়া গতানু হন। সৰ্ব্বজ্ঞ মহর্ষি কশ্যপ ধ্যানযোগে চন্দ্রাবতীর গর্ভে দেবী বসুন্ধরার অংশাবতার জন্মগ্রহণ করিয়াছেন অবগত হইয়া তাঁহাকে স্বকীয় আশ্রমে আনয়নপূর্ব্বক কন্যানিৰ্ব্বিশেষে প্রতিপালন করিতে লাগিলেন। গুণজ্ঞ মহর্ষি সেই দিব্য সৌরভময়ী কন্যার গন্ধবতী নাম রাখিলেন ।
“ যৌবনোন্মুখী গন্ধবতী পিতার নিধন ও অরণ্য মধ্যে মাতার শোচনীয় মৃত্যুর কারণ অসুরগণের বিনাশকামনায় মহামায়ার তপস্যায় প্রবৃত্ত হইলেন ।”
গন্ধাসুর গন্ধবতীর অলৌকিক রূপলাবণ্যের কথা জানিয়া গন্ধবতীকে লাভ করিবার নিমিত্ত সসৈন্যে তাহার আশ্রমে উপনীত হইল। কিন্তু অসুরের চাটুবাদ বা ভীতিপ্রদর্শনে সেই তপোনিমগ্না গন্ধবতীর ধ্যানভঙ্গ হইল না। তখন ক্রুদ্ধ অসুর সবলে গন্ধবতীর কেশাকর্ষণ করিল, কিন্তু অসুরতেজ পরাভূত হইল, গন্ধাসুর সেই তপ:কৃশা পঞ্চমবর্ষীয়া বালিকাকে যোগাসন হইতে বিচলিত করিতে পারিল না ।
“ গন্ধবতী বিচলিত হইলেন না বটে, কিন্তু তদীয় হোমকুণ্ডস্থ বহ্নিরাশি বিচলিত হইল। সহসা সেই বিচলিত বহ্নিরাশি হইতে এক দিব্য তেজ সমুত্থিত হইয়া সমস্ত তপোবনকে দুর্ণিরীক্ষ্য প্রতাপপুঞ্জে উদ্ভাসিত করিল। অসুরপতি বিস্মিত ভীত ও মুগ্ধপ্রায় হইয়া সভয়ে কেশমুষ্টি পরিত্যাগ করিয়া বিদ্যুৎবেগে সুদূরে গিয়া দণ্ডায়মান হইল :
অত্যুৎকট জ্যোতির প্রভাবে সসৈন্যে অসুররাজ ক্ষণকালের জন্য অন্ধীভূত হইলেন। অনন্তর দৃষ্টি প্রসন্ন হইলে দেখিলেন বিদ্যুৎ-তুল্য প্রতাপময়ী সিংহবাহিনী চতুর্ভুজা এক নারীমূৰ্ত্তি হোমকুণ্ড-সমীপে গন্ধবতীর পুরোভাগে দন্ডায়মান রহিয়াছেন। আর গন্ধবতী স্বকীয় গলদেশে উত্তরীয়-বল্কল অৰ্পণ করিয়া আনতনয়নে সেই দেবদুর্লভ শ্রীপাদপদ্মের অপূৰ্ব্ব সৌন্দৰ্য্যরাশি দর্শন করিতেছেন।”
অসুর তৎক্ষণাৎ দেবীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। ঘোরতর যুদ্ধের পর দেবী শূলাঘাতে অসুরের প্রাণ বিনাশ করিলেন ও তাহার প্রকাণ্ড দেহ সমুদ্ৰ-মধ্যে নিক্ষেপ করিলেন। দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধদ্রব্যের আকর-ভূমি গন্ধদ্বীপরূপে পরিণত
হইল ।
অনন্তর ভগবান ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবগণের সহিত মিলিত হইয়া দেবীর যথাবিধি পূজা করিলেন। গন্ধাসুর-নাশিনী গন্ধেশ্বরী নামে বিখ্যাত হইলেন। বৈশাখী পূর্ণিমার দিনে ভগবতী গন্ধেশ্বরী -মূৰ্ত্তিতে প্রকাশিত হইয়া গন্ধাসুরকে বিনাশ করিয়াছিলেন। সেই হেতু গন্ধবণিকগণ অদ্যপি বৈশাগী পূর্ণিমার দিনে গন্ধেশ্বরীর পূজা করিয়া থাকেন। –“ মহানন্দীশ্বর পুরাণ "।
গন্ধেশ্বরী দেবীর আর-একটি উপাখ্যান আছে, তাহা ভবপুরাণে দেখিতে পাওয়া যায়। তাঁহাতে গন্ধবতীর কোনও উল্লেখ নাই এবং গন্ধাসুরের বধের কারণও অন্যরূপ বর্ণিত আছে। সেই উপাখ্যান-ভাগ এইরূপ :-
“ গন্ধাসুর নারদের মুখে দেবীর অলৌকিক রূপলাবণ্যের কথা শ্রবণ করিয়া মোহিত হয় এবং উহাকে পত্নীরূপে লাভের আশা দুরশা ভাবিয়া আশুতোষের কৃপাপ্রার্থী হইয়া কঠোর তপস্যা করে। ভগবান প্রসন্ন হইলে, গন্ধাসুর শিবস্বারূপ্য-বর প্রার্থনা করে। আশুতোষ অসুর-রাজের অভিলষিত বরই অর্পণ করিলেন । অসুর বরপ্রাপ্তিমাত্র রজতগিরিনিভ চারুচন্দ্রাবতংশ দিব্য শৈব মুৰ্ত্তি পরিগ্রহ করিল। কিন্তু প্রকৃতিতে সেই অসুর-ভাবই অক্ষুণ্ণ রহিল। তখন অসুর মহাদেবের পরোক্ষে কৈলাসে গমন পূৰ্ব্বক দাক্ষায়ণীকে প্রার্থনা করিল। দেবী অসুরের দুরাশা দেখিয়া মনে মনে হাস্য করিয়া যুদ্ধে তাহার প্রাণ বিনাশ করিলেন । দেবীর ইচ্ছায় গন্ধাসুরের দেহ গন্ধমাদন পৰ্ব্বতরূপে পরিণত হইল। দানবের ভিন্ন ভিন্ন অঙ্গ হইতে ভিন্ন ভিন্ন গন্ধদ্রব্যের উৎপত্তি হইয়াছিল। অনন্তর দেবগণ কর্তৃক দেবী পূজিত হইয়া গন্ধেশ্বরী নামে বিখ্যাত হইলেন।”
তারকাসুরের বধের নিমিত্ত হরগৌরীর বিবাহের প্রয়োজন হইলে, তারকাসুর মায়াবলে সমস্ত গন্ধ-দ্রব্য অপহরণ করে । ভগবান শিব—দেশদাস, শঙ্খভূতি ও বিষটগুপ্ত এই গন্ধবণিক্ সহোদর ভ্রাতাদিগকে গন্ধদ্রব্য-সংগ্রহের জন্য আদেশ করেন। সত্ৰীশ আশ্রমের আদিপুরুষ বিষটগুপ্ত পরম শিবভক্ত ছিলেন । নারদের উপদেশে তিনি ভগবতী গন্ধেশ্বরীর পূজা করিলে, দেবী তাহার প্রতি অনুকম্পা প্রদর্শন পূর্বক তাহাকে দর্শন দেন ও অপহৃত গন্ধদ্রব্যগুলি দেখাইয়া দেন । বিষটগুপ্ত দেবী গন্ধেশ্বরীর দর্শন লাভ করিয়া তাহার স্তোত্র করেন। " ( গন্ধবণিক, বৈশাখ,সংখ্যা তৃতীয়, কষ্টিপাথর । )
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
টোটকা —
১) পর পর ১১টা বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটা করে লাল গোলাপ অর্পণ করুন। এতে আর্থিক কষ্ট ধীরে ধীরে কমে যাবে।
২) একটা পান পাতার উপর সাতটা গোলাপের পাপড়ি নিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিন।
৩) মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে লাল গোলাপের মালা পরান, এতে আর্থিক উন্নতি হবেই।
৪) শুক্রবার সন্ধ্যায় আরতি করার সময়ে মা লক্ষ্মী দেবীর সামনে গোলাপ এবং কর্পুর একসঙ্গে পুড়িয়ে ফেলুন।
৫) গোলাপ ফুলের বেশ কিছুটা পাপড়ি একটা কাচের পাত্রে জলের মধ্যে রেখে, শোয়ার ঘরে রেখে দিন। সাত দিন পর এই জিনিসগুলি বদলে ফেলুন।
Kush Mukherjee, rampurhat, pn 7001608953,fees online rs 1500/
সুপ্রভাত
সৌভাগ্য অর্জন করুন
১)আয়না শোওয়ার ঘরে রাখতে অনেকে বারন করে থাকে থাকেন। শাস্ত্র মতে, শোওয়ার ঘরে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ হতে পারে। কিন্তু, জানেন কি এই আয়নার গুণেই আপনি সৌভাগ্য লাভ করতে পারেন। সঠিক নিয়মে আয়না লাগাম। মিলবে উপকার। শাস্ত্র মতে, মেঝে থেকে চার থেকে পাঁচ ফিট উচ্চতায় আয়না ঝোলান। সৌভাগ্য লাভ করবেন।
২) সৌভাগ্য আনতে নীল রঙের কাপড় বেশ উপকারী। সৌভাগ্য লাভের জন্য নীল রঙের পর্দা টাঙাতে পারেন। এতে সৌভাগ্য লাভ করবেন বাড়ির সকল সদস্য। এই টোটকা বেশ উপকার
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1500/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
বিবাহ সমস্যা ও সত্বর বিবাহ
বিবাহ সমস্যা ও শ্রীঘ্রই বিবাহ হতে এগুলো করুন।
১সোমবার ২৮টি বেল পাতা এবং আকন্দ ফুল দিয়ে মহাদেবের পুজো করুন। পর পর ১০ টি সোমবার এই নিয়ম করতে পারলে বিবাহে বাধা দূর হবে।
২) মহাদেবের মাথায় শুধু কাঁচা দুধ ও অগুরু মিশিয়ে ঢালতে হবে, এই কাঁচা দুধে জল মেশানো যাবে না।
৩) প্রতি বৃহস্পতিবার গণেশের সামনে কাঁচা হলুদ ও লাড্ডু অর্পণ করুন।
৪) যাঁর বিবাহে বার বার বাধা আসছে, সেই ব্যক্তি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর একত্রে ছবি রয়েছে এমন ছবির এনে প্রতি পূর্ণিমা তে পূজা করুন।
্
৫) প্রতি রবিবার গঙ্গাজলে বা যে কোনও জলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।
৬) ক্রমাগত বিয়েতে বাধা এলে ভূবনেশ্বরী পূজা ও হোম করুন।
৭) একটা সাদা সুতো হলুদে রাঙিয়ে সাতটি দূর্বা দিয়ে হাতে সাত পাকে বেঁধে নিন।
৮) বাড়ির প্রবেশ দ্বারের সামনে কখনও জুতো রাখতে নেই। শুধু প্রবেশদ্বার নয়, বাড়ির ভিতরের কোনও দরজার সামনে জুতো রাখতে নেই, জুতো দরজার সামনে রাখলে বাড়ির বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিবাহে বাধা আসে। জুতো দরজা থেকে একটু দূরে বা পাশে সরিয় রাখুন
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1500/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
সুপ্রভাত
শুভ অক্ষয় তৃতীয়া তে সুখ-সমৃদ্ধীর জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। দেখুন ও ইউটিউব এ আপনাদের মন্তব্য করুন। ভালো লাগলে শেয়ার করুন। লিঙ্কে ক্লিক করুন ও ভিডিও টি দেখুন।
https://youtu.be/a9FzmDfyVY4
শুভ রাত্রি
বাংলা নববর্ষ শুরুর আগে এক সপ্তাহ কেমন যাবে? জেনে নিন এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল।
See utube
Astro palmist numerology center
&subscribe
https://youtu.be/StPRWNzBblg
সুপ্রভাত
হনুমান জয়ন্তী তে বিপদ মুক্ত ও আইনি জয়লাভ! সবার আগে সবার সাথে। নিচের লিঙ্কে ক্লিক করুন ও ভিডিও টি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন।
https://youtube.com/shorts/xrstE4ZdvEo?feature=share
সুপ্রভাত
শনি, কেতু একত্রে ও রাহূর পূর্ণ দৃষ্টি তে জীবন দূর্বিসহ হয়ে যায়।
জোতিষ শাস্ত্রমতে শনি, কেতুর ও রাহূর অবস্থান কুষ্ঠিতে খারাপ ভাবে থাকার ফলে জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ৷ শনিদেব কর্মফল দাতা, তাঁকে আধ্যাত্মিক গ্ৰহ ও বলা হয়।
একই সঙ্গে শনিদেবকে আয়ু, দুঃখ, রোগ, পীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, লোহা, খনিজ, কর্মচারী, জেল ইত্যাদির কারকও মনে করা হয় ৷
শনিদেবকে মকর ও কুম্ভ রাশির স্বামী বলেই মনে করা হয়, এবং তুলাকে শনির উচ্চরাশি বলে মনে করা হয় ৷ মেষ রাশি নীচ ক্ষেত্র।
যদি শনি ও কেতু একত্রে থেকে মঙ্গলের সাহায্যে পীড়িত হন তাহলে জাতক-জাতিকা দুর্ঘটনা বা কারাবাসের মত সমস্যার সংযোগ তৈরি হতে পারে ৷ একই সঙ্গে ব্যক্তিত্বের উপরে মিথ্যা অপবাদ আসতে পারে ৷
রাহু ও কেতু , জুয়া, অবৈধভাবে রোজকার, চুরি, দুষ্কর্ম, ত্বকের রোগ, ধার্মিকযাত্রার কারক বলে মনে করা হয। রাহূ ও শনি একত্রে অত্যন্ত কুপ্রভাব ফেলে,
খারাপ অভ্যাস তৈরি করতে পারে ৷ যেমন ছল, কপট বা মানুষকে ঠকাতে পারে ৷ ব্যক্তি মদ, মাংস-সহ অনান্য খারাপ পদার্থ সেবন করে ৷তাঁদের টাকা পয়সার সমস্যা হতে পারে জীবনে ৷ হতে পারে আর্থিক ক্ষতিও ঋন হয়।
প্রতিবিধান: ১) শনি বার, নিরামিষ আহার
২) শনির বীজ মন্ত্র :ঔ৺ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ১০৮ বার
৩) নীল রঙের পোশাক পরিধান।
৪) হনুমান চল্লিশা পাঠ।
৫) দক্ষীনা কালি কবচম
৬) রাহূর বীজ মন্ত্র ঔ৺ ঐং হ্রীং রাহবে।
৭) কেতুর বীজ মন্ত্র ঔ৺ হ্রীং ঐং কেতবে।
৮) ব্রাহ্মণ কে ভূজ্জী দান।
৯) মদ্যপান না করা।
১০) সোমবার মহাদেবের পূজা করা।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
শুভ অপরান্থ
খুব সহজেই ঋণ পরিশোধ করতে পারবেন। ভিডিও টি দেখুন ও মন্তব্য করুন।
https://youtube.com/shorts/wtT5tAkH3Uk?feature=share
শনি, কেতু একত্রে ও রাহূর পূর্ণ দৃষ্টি তে জীবন দূর্বিসহ হয়ে যায়।
জোতিষ শাস্ত্রমতে শনি, কেতুর ও রাহূর অবস্থান কুষ্ঠিতে খারাপ ভাবে থাকার ফলে জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ৷ শনিদেব কর্মফল দাতা, তাঁকে আধ্যাত্মিক গ্ৰহ ও বলা হয়।
একই সঙ্গে শনিদেবকে আয়ু, দুঃখ, রোগ, পীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, লোহা, খনিজ, কর্মচারী, জেল ইত্যাদির কারকও মনে করা হয় ৷
শনিদেবকে মকর ও কুম্ভ রাশির স্বামী বলেই মনে করা হয়, এবং তুলাকে শনির উচ্চরাশি বলে মনে করা হয় ৷ মেষ রাশি নীচ ক্ষেত্র।
যদি শনি ও কেতু একত্রে থেকে মঙ্গলের সাহায্যে পীড়িত হন তাহলে জাতক-জাতিকা দুর্ঘটনা বা কারাবাসের মত সমস্যার সংযোগ তৈরি হতে পারে ৷ একই সঙ্গে ব্যক্তিত্বের উপরে মিথ্যা অপবাদ আসতে পারে ৷
রাহু ও কেতু , জুয়া, অবৈধভাবে রোজকার, চুরি, দুষ্কর্ম, ত্বকের রোগ, ধার্মিকযাত্রার কারক বলে মনে করা হয। রাহূ ও শনি একত্রে অত্যন্ত কুপ্রভাব ফেলে,
খারাপ অভ্যাস তৈরি করতে পারে ৷ যেমন ছল, কপট বা মানুষকে ঠকাতে পারে ৷ ব্যক্তি মদ, মাংস-সহ অনান্য খারাপ পদার্থ সেবন করে ৷তাঁদের টাকা পয়সার সমস্যা হতে পারে জীবনে ৷ হতে পারে আর্থিক ক্ষতিও ঋন হয়।
প্রতিবিধান: ১) শনি বার, নিরামিষ আহার
২) শনির বীজ মন্ত্র :ঔ৺ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ১০৮ বার
৩) নীল রঙের পোশাক পরিধান।
৪) হনুমান চল্লিশা পাঠ।
৫) দক্ষীনা কালি কবচম
৬) রাহূর বীজ মন্ত্র ঔ৺ ঐং হ্রীং রাহবে।
৭) কেতুর বীজ মন্ত্র ঔ৺ হ্রীং ঐং কেতবে।
৮) ব্রাহ্মণ কে ভূজ্জী দান।
৯) মদ্যপান না করা।
১০) সোমবার মহাদেবের পূজা করা।
বাসন্তী অষ্টমী তে সর্ব কষ্ট দূর করতে ভিডিও টি একবার দেখুন। সময় লাগবে মাত্র ১ মিঃ।
https://youtube.com/shorts/dYgp3jI2jv0?feature=share
সুপ্রভাত
শক্তিশালী স্বাহা মন্ত্রের উপকারিতা ও সকালেই দেখুন সাপ্তাহিক রাশিফল।
https://youtube.com/shorts/iz21ZBZ982w?feature=share
সাপ্তাহিক রাশিফল।
https://youtu.be/z9LHp5l5owQ
শুভ অপরান্থ
বৃহস্পতি-শুক্রের যুতি ফলে রাজযোগ
ভিডিও টি দেখুন ও নিজের নিজের রাশিফল জেনে নিন।
https://youtu.be/w4KwICBzBGU
জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি স্বরাশিতে উপস্থিত হয়ে হংস রাজযোগ নির্মাণ করছে। আবার নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করে মালব্য রাজযোগ তৈরি করছে শুক্র। জ্যোতিষ শাস্ত্রে এই দুই রাজযোগই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী যে ব্যক্তি বৃহস্পতি ও শুক্রের যুতিতে জন্মগ্রহণ করে, তাঁরা গুণী, বেদ-বেদান্তের জ্ঞানী হয়ে থাকে। পাশাপাশি এঁরা সাহিত্য ও শিল্পে নিপুণ থাকেন।
বৃহস্পতি-শুক্রের যুতির সময়কালীন গ্রহ গোচর
১৮ ফেব্রুয়ারি থেকে মীন রাশিতে এই যুতি হয়েছে ১৫ মার্চ পর্যন্ত যা বজায় থাকবে। এই গ্রহ গোচরের সময়ে দেবগুরু বৃহস্পতি কর্তরী যোগে পীড়িত থাকবেন। দেবগুরুর মীনের আগের রাশি কুম্ভে শনি বিরাজ করছে আবার পরের রাশি মেষে রাহু বিরাজমান।
ষড়াষ্টক যোগ
শুক্র ও বৃহস্পতির যুতির ফলে কেতুর ষড়াষ্টক যোগ নির্মিত হবে। জ্যোতিষ শাস্ত্রে একে অশুভ যোগ মনে করা হয়। এই দুই গ্রহের যুতি হলে ষড়াষ্টক গ্রহের অশুভ প্রভাব দেখা যাবে।
কোন রাশির লাভ?
প্রায় ১২ বছর পর গড়ে ওঠা এই যুতি একাধিক রাশির জীবনকে প্রভাবিত করবে। কোনও কোনও রাশির জন্য় এই যুতি অশুভ, আবার কোনও কোনও রাশির এর দ্বারা লাভ হবে। বৃহস্পতি ও শুক্রের যুতি মিথুন, কর্কট ও কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। এই রাশির জাতকরা সরকারি চাকরির পরীক্ষায় শুভ ফলাফল লাভ করবেন। ব্যবসায় মুনাফা হবে। ব্যবসা বিস্তারের প্রবল সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতকদের জন্য় এই যুতি অত্যন্ত অনুকূল।
সুপ্রভাত
এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ৮ ই মার্চ থেকে ১৪ ই মার্চ ২০২৩.
দুই মহাগুরুর মহামিলনে ঘটতে চলেছে বিরল যোগ।
ধনু মীন, বৃষ ও তুলার শুধুই প্রাপ্তি
https://youtu.be/w4KwICBzBGU
সুপ্রভাত
নিচের লিঙ্কে ক্লিক করুন ও ভিডিও টি দেখুন।
https://youtube.com/shorts/pgnqLOnsfnA?feature=share
দোলের শ্রেষ্ঠ টোটকা
প্রেমের বিয়েতে কোনো সমস্যা হলে দোলের দিন রাতে চাঁদকে দুধ ও জল নিবেদন করুন। তারপর চাঁদের বীজ মন্ত্র 'ওঁম শ্রাম শ্রাম শ্রাম স: চন্দ্রমসে নমঃ' ১০৮ বার জপ করুন। এতে করে প্রেমের বিয়েতে আসা বাধা দূর হয় এবং পারস্পরিক ভালোবাসাও মজবুত হয়। পরে জোর হাত করে বলুন ঔ৺ শ্রীকৃষ্ণং শরণং গচ্ছামী।
শুভ অপরান্থ
দীর্ঘ ২৭ বৎসর পর চার রাশি মালামাল
বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে রয়েছে, শনি কুম্ভে রয়েছে সূর্যের সঙ্গে। এর ফলে সূর্য, বৃহস্পতি, শুক্র, শনি মিলিয়ে ২৭ বছর পর বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে। (এই নিয়ে প্রত্যেক টি রাশির কথা ইউটিউব এ দিয়েছি।) শশ, হংস, মালব্য রাজযোগ তৈয়ারি হয়েছে এই বছর। জ্যোতিষমতে, বিশেষ ৪ রাশিতে এর শুভ প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সুপ্রভাব পড়বে।
সূতরাং আপনারা ২০২৩ এর বর্ষফল দেখতে ভূলবেন না।
বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে রয়েছে, শনি কুম্ভে রয়েছে সূর্যের সঙ্গে। এর ফলে সূর্য, বৃহস্পতি, শুক্র, শনি মিলিয়ে ২৭ বছর পর বিরল রাজযোগ পর পর আসতে চলেছে। শশ, হংস, মালব্য রাজযোগ দেখা যেতে চলেছে এই বছর। জ্যোতিষমতে, বিশেষ ৪ রাশিতে এর শুভ প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সুপ্রভাব পড়বে।
কুম্ভ- আপনাদের রাশির জাতক জাতিকার ওপর শশ রাজযোগের সুপ্রভাব পড়তে তলেছে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। বাড়বে আত্মবিশ্বাস। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে আসবে মাধুর্য। জীবনসঙ্গীর কোনও বিশেষ বিনিয়োগের ফলে লাভ আসতে থাকবে। কর্মক্ষেত্রে অফিসারদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভালো হবে। ব্যবসায় আকস্মিক ধনলাভ হবে।
ধনু- মালব্য রাজযোগের দ্বারা আপনাদের রাশির জাতক জাতিকারা ধনবান হতে চলেছেন। এই সময় পার্থিব নানান সুখ পেতে পারেন আপনারা। এই সময় জমি ও গাড়ির প্রাপ্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনারা। আর্থিক দিক থেকে আপনারা উন্নতি করতে চলেছেন খুব শিগগির। মায়ের স্বাস্থ্য ভালো কাটবে।
মিথুন- শুক্র আর বৃহস্পতির কৃপায় আপনার গোচর কোষ্ঠীতে মালব্য রাজযোগের ভালো প্রভাব পড়তে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে পাবেন সাফল্য। কর্মসংস্থানের জন্য যাঁরা খোঁজ করছেন, তাঁরা পাবেন নতুন চাকরির প্রস্তাব। ভবিষ্যতের কোনও যোজনায় কাজ করতে পারেন। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হতে পারে। চাকরিরতরা পাবেন প্রোমোশন।
কন্যা- মালব্য রাজযোগ আপনাদের গোচর কুণ্ডলীর সপ্তম স্থানে হবে। কোনও পুরনো কাজের থেকে এই সময়ে পাবেন বিস্তর লাভ। আপনি আর্থিক দিক থেকে সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার বিবাহিত জীবন ভালো কাটতে চলেছে। অংশিদারির যেকোনও কাজে পাবেন সুখ।
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
7001608953 নং এ
GOOD MORNING
*** মহাসংকোট মোচন****
https://youtu.be/3WD7XoSgw9A
হনুমান প্রনাম মন্ত্র :
অতুলিতবলধামং হেমশৈলাভদেহং
দনুজবনকৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্।
সকলগুননিধানং বানরাণামধীশং
রঘুপতিপ্রিয়ভক্তং বাতজাতং নমামি।।
অতুলিত শক্তির ভান্ডার, স্বর্ণ গিরি সুমেরু পর্বতের মত কাঞ্চন কান্তিযুক্ত দেহধারী, রাক্ষসরূপী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির মত তেজস্বী, জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য, সকল গুণের আধার, বানর কুলের অধীশ্বর, শ্রীরামের প্রিয় ভক্ত পবনপুত্রকে আমি প্রণাম করি।;
হনুমানজির ভক্তের সংখ্যা অগণিত৷ অনেকেই দিন শুরু করেন তাঁর মন্ত্র দিয়েই৷ তাঁর দর্শনের জন্য কত পথই না পাড়ি দেয় ভক্তেরা৷ কিন্তু জানেন কি হনুমানজির ১২টি নাম স্মরণ করলে ভালো কিছু সন্ধান পেতে পারেন আপনি? মনে করা হয় বজরঙ্গবলীর ১২টি নাম স্মরণ করলে সাংসারিক শান্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে পারে সেই ব্যক্তি৷ নিচে রইল সেই ১২টি নাম-
১।ওম হনুমান নমঃ।
২।ওম অঞ্জনী সূত নমঃ।
৩।ওম বায়ু পুত্র নমঃ।
৪।ওম মহাবল নমঃ।
৫।ওম রামেষ্ঠ নমঃ।
৬।ওম ফাল্গুণ সখা নমঃ।
৭।ওম পিঙ্গাক্ষ নমঃ।
৮।ওম অমিত বিক্রম নমঃ।
৯।ওম উদধিক্রমণ নমঃ।
১০।ওম সীতা শোক বিনাশন নমঃ।
১১।ওম লক্ষ্মণ প্রাণ দাতা নমঃ।
১২।ওম দশগ্রীব দর্পহা নমঃ।
সকালে উঠেই এই ১২টি স্মরণ করলে নাকি দীর্ঘায়ু হওয়া যায়৷ দুপুরে স্মরণ করলে ধন সম্পত্তি লাভ হতে পারে৷ সন্ধেবেলা এই ১২টি নাম জপ করলে সংসার সুখের হতে পারে৷ রাতে যদি স্মরণ করা যায় তাহলে শত্রুকে পরাজিত করা যায় বলে মনে করা হয়৷
চাল্লিশাঃ-
জয় হনূমান জ্ঞান গুণ সাগর।
জয় কপিশ ত্রিলোক উজাগর।
রাম দূত তুমি অতি বলশালী।
অঞ্জনী পুত্র পবন সূত মহাবলী।
মহাবীর যে নাম তব তুমি বজরঙ্গী।
কুমতি নিবার প্রভু, সুমতির সঙ্গী।
কাঞ্চন বরণ তব, বেশ সুবেশা।
কানেতে কুন্তল, কুঞ্চিত কেশা।
হাতে তে বজ্র আর ধ্বজা বিরাজে।
কাঁধেতে মুঞ্জ, উপবীত সাজে।
শঙ্করাংশে জন্ম তব, হে কেশরী নন্দন।
তেজ প্রতাপ তব মহা জগ বন্দন।
বিদ্যাবান তুমি, তুমি অতি চতুর।
রাম কাজ করিবারে, আতুর।
প্রভু চরিত্র শুনিবার রাখ অভিলাষা।
রাম-লখন আর সীতায় দাও ভালবাসা।
সুক্ষ্মরূপ ধরি, অসুর সংহার।
শ্রী রঘুনাথ সকল কাজ সার।
আনি সঞ্জীবনী, সৌমিত্রে বাচাইলে।
রাঘবের মনে তুমি, হরষ আনিলে।
তব কাজে রঘুনাথ মুগ্ধ হইলো।
ভরত ভ্রাতা সম, আলিঙ্গন দিল।
স্বনকাদি ব্রহ্মাদি, ঋষি মুনি যত।
তব গুন গাহে, নারদ সহিত।
যম কুবের, দিকপাল যেখানে।
কবি কৌবিদ তারে, কহিনা কেমনে।
সুগ্রীব উপকার, ততুমি যে করিলে।
রামে মিলায়ে তারে, রাজপদ দিলে।
তোমারি মন্ত্র যবে, বিভীষন মানিল।
লঙ্কেশ হইল সে, সারা বিশ্ব জানিল।
সহস্র যোজন দূরে, থাকে যে ভানু।
ধাইলে লইতে তাহা, তুমি বীর হনু।
প্রভুমুদ্রিকা, রাখি মুখ মাঝে।
জলধি লঙ্ঘিলে, রঘুনাথ কাজে।
দুর্গম কাজ যত, জগতে আছে।
সুগম যে হয় তাহা তোমারি কাছে।
তুমি যে দ্বারী, রাম দুয়ারে।
আজ্ঞা বিনা কেহ, প্রবেশিতে নারে।
তোমারি স্মরণে যে, সব সুখ পা-ই।
রক্ষক হ'লে তুমি, কোন ভয় না-হি।
মহাতেজ তেজবনিকর জবে আপনারে।
ত্রিলোক যে কাঁপে, তব বিকট হুঙ্কারে।
ভূত পিশাচ, নিকট নাহি আসে।
তব নাম লয় যে, থাক তার পাশে।
নাশ করহ সব রোগ, হরহ সব পীড়া।
যে জন নিরত জপে, হনুমান বলবীরা।
সব সঙ্কট কর মোচন, তুমি বীর হনুমান।
মন ক্রম বচনে, ধরে যে ধ্যান।
সর্বোপরি রাম রাজার যে তপস্বী রূপ।
তাহার সকল কাজ কর তুমি অনুপ।
যে কোন মনোরথ, যে জন করিবে।
তোমারি কৃপায় সে, অমিত ফল পাবে।
চারি যুগ তব, প্রতাপ-বাখানি।
জগতে খ্যাত তুমি, তাহা যে জানি।
সাধু সন্তের, তুমি রক্ষা কারি।
অসুর নিকন্দন, তুমি দুঃখ হারি।
অষ্ট-সিদ্ধি আর, নয়-নিধির দাতা।
আশীষ-করিলা তোমা, জানকী মাতা।
রাম রসায়ন, তোমারি পাশে।
রুঘুপতি সম মনে, রেখো এ দাসে।
তোমারি ভজন গাহি, রাম পদ লভি।
জনম জনম ভুলি, দুঃখ যে সবই।
অন্তিম কালে স্থান, দিও রঘুবর পুরে।
রাম নাম সেথা যেন, পাই জপিবারে।
রাম নাম জপে যে, সে বড় চতুর
সঙ্কট মোচন হয়, হয় শোক সব দূর।
শোক তাপ মোচন করে, হরে সব পীড়া।
যে জন স্মরণ করে, হনুমান বল বীরা।
জয়-জয়-জয়, হনুমান জ্ঞান গোঁসাঈ ।
কৃপা করহ দেব, ভাঁতি গুরু ভাই।
যে জন নিত্য পাঠ করে, হনুমান চালিশা।
মহাসুখ পায় হে, নাম রটে চহু দিশা।
জয় হনুমান, জয়-জয় মহাবীর।
"তারায়" তারাও প্রভু, এ ভব সাগর।
সুপ্রভাত
পা৺চ মুখী রুদ্রাক্ষের গুন
ভিডিও টি দেখুন তার পর প্রতি বেদন টি পড়ার।
https://youtube.com/shorts/b5p8AIRwhRQ?feature=share
যে রুদ্রাক্ষের প্রাকৃতিক ভাবে পাঁচটি ঘাড়ী থাকে তাকে পাঁচ মুখী রুদ্রাক্ষ বলা হয়। এই রুদ্রাক্ষ সর্বদাই পাওয়া যায় এবং এইটি সর্বাধিক মহিমান্বিত বললে মানা হয়ে থাকে। একে সাক্ষাৎ রুদ্র অর্থাৎ ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয়। একে কালাগ্নি ও বলা হয়ে থাকে। এই রুদ্রাক্ষ প্রচণ্ড শক্তিশালী এই রুদ্রাক্ষ ধারণের মানসিক স্থিরতা প্রাপ্তি হয়। জ্ঞান ও মানসিক বৃদ্ধির সহায়ক এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণের মানসিক অশান্তি দূর হয়ে সুখ সমৃদ্ধি লাভ হয়।
পাঁচ মুখী রুদ্রাক্ষ স্বাস্থ্য এবং দীর্ঘ আয়ুর ও পড়াশোনার জন্য বিশেষভাবে উপকারী এটি আধ্যাত্মিক সুখ ও বৃদ্ধি করে থাকে। পাঁচ মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। যাদের জন্ম ছকে বৃহস্পতির মহাদশা চলছে অথবা বৃহস্পতির কারণে কোন সমস্যা সৃষ্টি হচ্ছে তারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষের ফলে তাদের গ্রহ দোষ কাটবে এবং এই গ্রহ তাদের সহায় হবে। এছাড়া এই রুদ্রাক্ষের কারণে বিবাহের জটিলতা দূর হয়ে থাকে এবং ব্যক্তি কোনো আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে থাকেন। জন্ম জন্ম ছকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাচীনকালে এই রুদ্রাক্ষ ব্যবহার করা হতো এবং এখনো হয়ে থাকে।কুন্ডলী তে গুরু চন্ডাল দোষ তৈরী হলেও এই রুদ্রাক্ষ ভীষণ উপযোগী।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশিচক্র রয়েছে। এদের মধ্যে বেশ কিছু রাশি একে-অপরের সঙ্গে সবথেকে বেশি ভালো থাকে। এই রাশিচক্রগুলোর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হলে সারা জীবন সুখ-শান্তি-ভালোবাসায় ভরা থাকে সংসার। থাকে না ঝগড়া, অশান্তি ও বিচ্ছেদের ভয়। এমনকী, আর্থিক ও শারীরিক দিক থেকে ভালো স্থানে থাকেন এই রাশির জাতক-জাতিকারা একে-অপরের সঙ্গ।
মেষ আর কুম্ভ রাশি
জ্যোতিষ অনুসারে মেষ এবং কুম্ভ রাশির লোকদের বিবাহিত জীবন সুখের হয়ে থাকে। এই রাশির একে অপরের প্রেমে বাঁধা থাকে। এরা দু'জনেই নির্দ্বিধায় জীবনযাপন করতে পছন্দ করে। তাই এদের মধ্যে কোনও ঝগড়া হয় না। মেষ এবং কুম্ভ রাশির মধ্যে সম্পর্ক হলে তা কাপল গোল হিসেবেই বিবেচিত হয়।
সিংহ আর ধনু রাশি
জ্যোতিষ আনুসারে সিংহ রাশি ও ধনু রাশির মধ্যে বৈবাহিক সম্পর্কও খুব সুখের হয়। এরা একে-অপরের জন্য যে কোনও ধরনের কাজ করতে প্রস্তুত থাকে। দুই রাশি-ই খুব পরিশ্রমী ও সৎ প্রকৃতির হয়। তাই একে-অপরের সঙ্গে শান্তিতে জীবন কাটায়।
বৃষ রাশি ও কন্যা রাশি
জ্যোতিষ অনুসারে বৃষ ও কন্যা রাশির দম্পতিরা ‘সেরা’র শিরোপা পায়। এই দুই রাশিই প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান। নিজের থেকে সঙ্গীকে বেশি ভালোবাসেন। এঁরা একে-অপরের প্রতি খুব যত্নবান হন। সম্পর্কে বিশ্বাসযোগ্যতাই এঁদের ভালো থাকার সবচেয়ে বড় চাবিকাঠি।
সুপ্রভাত
বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর পুজো করা হয়। বছর ২৬শে,জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজো। শাস্ত্র মতে সরস্বতী পুজো করলে বুদ্ধি ও জ্ঞান লাভ করা যায়। জ্যোতিষ মতে, রাশি মেনে সরস্বতী পুজোর দিন কিছু কাজ করলে সুফল পেতে পারেন বিদ্যার্থীরা—
স্বরস্বতীর ধ্যান, প্রনাম ও পুষ্পাঞ্জলি মন্ত্র নিচে দেওয়া হল।
মেষ- সরস্বতী কবচ পাঠ করা উচিত। এর ফলে বুদ্ধি লাভ করা যায়। পাশাপাশি কাজে একাগ্রতা বৃদ্ধি পায়।
বৃষ- সরস্বতীকে প্রসন্ন করার জন্য সাদা চন্দনের তিলক লাগান। পাশাপাশি সাদা ফুল অর্পণ করুন। এর ফলে জ্ঞান বৃদ্ধি হয়।
মিথুন- সরস্বতীকে সবুজ রঙের কলম অর্পণ করুন মিথুন জাতকরা। এ সময় নিজের মনোস্কামনা ব্যক্ত করুন।
কর্কট- পায়েসের ভোগ অর্পণ করুন। সঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত জাতকরা এর ফলে লাভ অর্জন করতে পারেন।
সিংহ- সরস্বতী পুজোর দিনে অন্তত পক্ষে ২৭ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। বিদেশে পড়াশোনা করছেন এমন জাতকরা গায়ত্রী মন্ত্র জপ করলে, সুফল পাবেন।
কন্যা- ছোটো বাচ্চাদের পড়াশোনার জিনিস উপহার দিন। এর ফলে কন্যা জাতকদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।
তুলা- বসন্ত পঞ্চমীর দিনে ব্রাহ্মণদের সাদা বস্ত্র দান করুন। ছাত্ররা এমন করলে তাঁদের বাণীর সমস্যা দূর হবে।
বৃশ্চিক- সরস্বতীর আরাধনা করুন। পুজোর পর লাল কলম অর্পণ করুন। এর প্রভাবে স্মৃতিশক্তির সমস্যা দূর হবে।
ধনু- হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিকশিত হবে। উচ্চ শিক্ষার ইচ্ছা পূরণ হবে।
মকর- নির্ধন ব্যক্তিকে সাদা রঙের অন্ন দান করুন। এই উপায় বুদ্ধির বিকাশ সম্ভব।
কুম্ভ- দরিদ্র সন্তানদের স্কুল ব্যাগ ও পড়াশোনার অন্য জিনিস দান করুন। সরস্বতীর আশীর্বাদ লাভ করবেন।
মীন- সরস্বতীকে হলুদ রঙের কাপড় অর্পণ করুন। কেরিয়ারের সমস্যার সমাধান হবে।
পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠসহ)
=================
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
প্রনাম মন্ত্র
=======
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তব
=======
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q
সুপ্রভাত
মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল কে।
https://youtube.com/shorts/zUo2_qnrcnM?feature=share
ভিডিও টি দেখুন ও ভালো থাকুন।
GOOD MORNING
সরস্বতী পূজা-
পূজার নির্ঘন্ট ২৫ শে জানুয়ারি সন্ধ্যা ৬.১৭থেকে ২৬ শে জানুয়ারি বিকাল ৪.৩৬মিঃ। অর্থাৎ ২৬ তারিখ,
বসন্ত পঞ্চমীর দিন সকালে স্নান ইত্যাদির পর পরিষ্কার হলুদ বা সাদা রঙের কাপড় পরিধান করুন। তার পর সরস্বতী পূজার সংকল্প নিন। তার আগে ভিডিও টি দেখুন।
https://youtube.com/shorts/HaXIxjqNxxw?feature=share
সুপ্রভাত
একটি গুরুত্বপূর্ণ প্রতি বেদন। শেয়ার করুন।
****সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চান? ****"
১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। সে সময় মীন রাশিতে শনির অর্ধশতক শুরু হবে। অন্যদিকে কুম্ভতে শুরু হবে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। মকর রাশিতে চলছে শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব। কুম্ভতে শনির গমনের কারণে এই তিন রাশিতে শনি সাড়ে সাতির প্রভাব ২০২৩ সালে স্পষ্টভাবে বাড়বে।
সাড়ে সাতি মকর রাশি
https://youtu.be/Xw7Q7k_1JDA
সাড়ে সাতি কুম্ভ্র রাশি
https://youtu.be/P_f773UZQyo