• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

graha Ratna

Certificate

SODALITE
Sodalite - সোডালাইট রক্ষা করে মস্তিষ্ক ও হৃদয়ের ভারসাম্য ।

কম্পনকৃত সংখ্যা : ৪ (Vibrates to the number-4) .

প্রধান শব্দসমূহ : যোগাযোগ, সঙ্গ, দলীয় সঙ্গ, সংহতি, বিশ্বাস, আত্মপ্রাধান্যতা, আত্মবিশ্বাস, পরস্পর নির্ভরশীলতা, অন্যের উপর বিশ্বাস, সংশয় দূরীকরণ, আবেগগত হাঙ্গামা, যৌক্তিক চিন্তার উৎস, যুক্তি, মেধা, আবেগের ভারসাম্য, অন্তর্জ্ঞান, উচ্চতর জ্ঞান, স্পষ্টবাদী, সত্যবাদিতা এবং প্রত্যক্ষণ। সোডালাইট মানসিক সংশয় দূর করে, আত্মিক প্রশান্তি পুনঃ প্রতিষ্ঠিত করে। পাথরটি দেহের উপর মনের শক্তি বৃদ্ধি করে এবং আপনার চিন্তা ও অনুভূতির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে।

[সোডালাইট পাথরটি অন্যান্য রত্ন পাথরের তুলনায় ভয় এবং অপরাধ প্রবণতা অধিকহারে নাশ করে]

ছাত্র-ছাত্রী, গবেষকদের জন্য অতীব উপযুক্ত রত্ন পাথর। লালিত জ্ঞান, শেখার যোগ্যতা, সচেতনতা, যোগাযোগ ও প্রজ্ঞা এবং সাহায্য করে অন্যের সাথে তাল মিলিয়ে চলার দলবদ্ধ ভাবে কাজ করতে যা বিশেষ করে মধ্যস্থতাকারী ও শান্তি প্রতিষ্ঠাকারীদের সাথে। সোডালাইট রত্ন পাথরটি অংশীদারী এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি নিরাময় করার জন্য ভাল কাজ করে এছাড়াও সাহায্য করে তর্ক বিতর্কের পরিসমাপ্তি ঘটাতে। সকল প্রকার যোগাযোগের দক্ষতা বাড়াতে সোডালাইট একটি উৎকৃষ্ট রত্ন পাথর ।

রত্নটি যুক্তি এবং আধ্যাত্মিকতার মধ্যে সমন্বয় সৃষ্টি করে। পুরনো চিন্তার ধরণ থেকে মুক্ত হতে সাহায্য করে। আর পুরনো চিন্তা আমাদের ধ্বংস করে।

বর্ণ : গাঢ় নীল বর্ণের এবং রত্নটির মধ্যে সাদা, লম্বা, সরু, অনিয়মিত বিন্দুর রেখা বা আঁকাবাকা ডোরা এবং ছোট ছোট ফোঁটা বা ফুটকি দেখা যায়। দেখতে অনেকটা ল্যাপিস লাজুনির মত। কিন্তু Lapis Lazuli’র মত সোনালী বা রূপালী বিন্দু চিহ্ন থাকবে না সোডালাইট রত্ন পাথরে।

দেহের রোগ উপশম : দেহের সকল Organ কে পরিস্কার করে। রোগ নিরাময় ক্ষমতা বৃদ্ধি করে, নিদ্রাহীনতা এবং তাপ বিকিরণ প্রতিরোধ করে। পরিপাক তন্ত্রকে শক্তিশালী করে।

ক্যারিয়ার : কনসুলার, ইমাম, পাদ্রী, ব্রাহ্মণ, মনোবিজ্ঞানী, চিকিৎসক।

যোগাযোগ : সমঝোতাকারী, মধ্যস্থতাকারী, তার্কিক, রাজনীতিবিদ, লেখক, সম্পাদক, ওয়েব ডিজাইনার, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সংবাদবহনকারী ও যোগাযোগকারী।

সৃষ্টিশীল প্রকাশ : শিল্পী, কবি, সঙ্গীতশিল্পী, চিত্রকর, বিভিন্ন নকশাকারী, কাঠের নক্সাকারী।

প্রয়োগ : ঐ সকল মানুষের জন্য যারা জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রায়শঃই তাদের মস্তিষ্ককে ব্যবহার করে থাকেন, কিন্তু সফলতা পান না, তাদের জন্য একটি উপযুক্ত রত্ন।

কাঠিন্যতা (Hardness) : ৫.৫ – ৬.০

আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) :২.২৭ – ২.৩৩

প্রতিসরণাংক(Refractive Index): ১.৪৬ -১.৪৯ – ১.৫০

সঠিক রাসায়নিক বিশ্লেষণ, শুভ তিথীযুক্ত দিন ব্যতীত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শোধন না করে যে কোন রত্ন পাথর ধারণ করা অনুচিত। এতে করে শুভ ফল পাবেন না । শোধন প্রক্রিয়া সময় সাপেক্ষ ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Share: https://apnc.co.in/graha-ratna.php?sl=20180531101907