• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

graha Ratna

সার্ডোনিক্স

(Sardonyx)সার্ডোনিক্স
এই পাথরটিকে হিন্দীতে দোপোস্তা এবং ইংরাজীতে সার্ডোনিক্স বলে ৷ এটি খুব সুন্দর ধারীদার পাথর ৷ এই পাথরে ধূসর এবং শ্বেতবর্ণের আভা হয়ে থাকে৷
এই দুটি বৰ্ণ কিন্তু একে অপরটির সমান্তর থাকে বা সমান লহর দেখা যায়৷ দাম্পত্য জীবনকে আনন্দময় করে তুলতে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশের লোক এটি নিজের কাছে রাখে৷ প্রাচীনকালে মানুষ বিশ্বাস করতো যে, বিষাক্ত জন্তুর দংশন এবং প্লেগ রোগের হাত থেকে বাঁচাবার জন্য এই পাথরের অত্যম্ত বেশী শক্তি আছে৷ এই উপরত্নটি আবার লালচে-বাদামী বর্ণেরও হয় ৷এই প্রকার সুন্দর রত্ন ভারতে পাওয়া যায়। রোমানদের সময়ে এই রত্ন বীর সৈন্য বা নেতাগণ তাদের তলোয়ারে ধারণ করতেন ৷ পরবর্তী কালের ইতিহাস থেকে জানা যায়--এই রত্নটি গলায় ধারণ করলে সর্বকার্য সিদ্ধ হয়ে থাকে৷

সার্ডোনিক্সের বৈশিষ্ট্য
(ক) রোমানদের বিশ্বাস যে--এই রত্বের ওপর মঙ্গল গ্রহের প্রতিমূর্তি খোদাই করে অঙ্গে ধারণ করলে---ধারণকারী বীর হয় ৷
(খ) এই রত্ন নিয়ে চোখের পাতায় ধীরে ধীরে ঘবলে চোখের রোগ দূর হয়।
(গ) অগেটের মতোই এই রত্বটি বিষাক্ত সাপ বা জন্তর দংশনজনিত বিষক্রিয়া নষ্ট করে৷ এটি বৃশ্চিক দংশনের ক্ষেত্রে বিশেষ কার্যকর ৷
(ঘ) এই আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
(ঙ) এটি ধারণ করলে সংক্রামক রোগের হাত থেকেও রেহাই পাওয়া যায় | এটি গলায় ধারণ করলে সকল প্রকার ব্যথা-বেদনা ও রোগযন্ত্রণার উপশম হয় । (চ)সার্ডোনিক্স ধারণে বন্ধু-সম্পর্কিত লাভ এবং বিবাহিত জীবনের সুখ সম্বন্ধে অনেকাংশে নিশ্চিন্ত হওয়া যায় ৷
(ছ) আইন সংক্রান্ত বিষয়ে এই রত্নটি ধারণে সামান্য লাভ হয়ে থাকে৷
(জ) দুর্নীতিপূর্ণ জীবনের হাতছানি থেকেও এই রত্নটি ধারণকারীকে রক্ষা করে৷

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Share: https://apnc.co.in/graha-ratna.php?sl=20180701074838