• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

graha Ratna

কার্বাঙ্কল

কার্বাঙ্কল (Carbuncle)
এই শব্দটি হলো ল্যাটিন শব্দ। এর অর্থ হলো অত্যুজ্জ্বল রত্ন | এই রত্ব আগুনের ন্যায় লাল বর্ণের হয়ে থাকে| সংস্কৃতে এই রত্বটিকে লোহিত পাষাণ বা লোহিত প্রস্তুর বলা হয়৷ স্পেক্টোস্কোপ (Specto Scope) বা প্রিজমের মধ্য দিয়ে এই রত্নটিকে দেখলে খুব সুন্দর রঙ্গীন, উজ্জল ও রেখাযুক্ত দেখা যায় ৷ আবার এই রত্বের কোন কোনওটিকে চারকোণযুক্ত নক্ষত্রের মতো দেখা যায় | আসলে গারনেট রত্বেরই অপর নাম হলো কার্বাঙ্কল৷ গারনেট গোলাকার হলেই সেটি কার্বাঙ্কল নামে অভিহিত হয় । প্রাচীনকালে অদ্ধকারকে দূর করার জন্য এই রত্বের প্রয়োগ করা হতো ৷
(ক) ক্যামলাস (Cmllus) এর উক্তি অনুযায়ী বলা যায়, এই রত্বটি বিষক্রিয়া এবং সংক্রামক রোগ প্রতিরোধ করে, অপব্যয় অর্থাৎ আর্থিক অপচয় বিদূরিত করে৷
(খ) মধ্যযুগীয় মানুষদের বিশ্বাস---এই রত্বটি প্লেগ জাতীয় রোগ থেকে ধারণকারীদের রক্ষা করে, অর্থাৎ ধারণকারীকে প্লেগ আক্রমণ করে না৷
উপকারিতা-~
(১) এই রত্ব ধারণে মানসিক চিন্তা দূর হয। কুচিন্তা থেকে রক্ষা করে, ইন্দ্রিয় লালসাকে সংযত রাখে, বন্ধুদের মধ্যে বিদ্বেষ জাগতে বাধা দেয় এবং ধর্মের কার্যে সাফল্য প্রদান করে৷
(২) এই রত্বটি গলায় লকেটের মতো ধারণ করলে পেট ও গলার রোগ থেকে রক্ষা পাওয়া যায়৷
(৩) প্লীনির উক্তি অনুযায়ী বলা যায়---এই এই রত্নটি হল নর-নারীর রত্ন৷
(৪)গাঢ় লালবর্ণের কার্বাঙ্কল পুরুষরা ধারণ করবেন এবং ফিকে রঙের কার্বাঙ্কল নারীগণ ব্যবহার করবেন।
(৫) ভারত, আরব এবং আফ্রিকাবাসীদের বিশ্বাস যে, এই রত্বটি যুদ্ধক্ষেত্রে আহত হওয়া থেকে রক্ষা করে৷
(৬) কার্বাঙ্কল রত্ব ধারণে ঠাণ্ডা এবং বাত রোগ দূর হয় ।
(৭) এই রত্ব ধারণে ধারণকারী দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন হয়৷
(৮) স্থলপথ ও জলপথ ভ্রমণে এই রত্বধারণকারীর কোনও বিপদ আসে না৷
মঙ্গলের নিম্ন দৃষ্টি থেকে বাঁচার জন্য পাশ্চাতাদেশে এটি ধারণ হয়।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Share: https://apnc.co.in/graha-ratna.php?sl=20180703073918