• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

graha Ratna

ব্রম্ভমনি

গন্ধর্ব উপরত্ন এর মধ্যে সবচেয়ে দূর্লভ শ্রেণীর হলো ব্রহ্মমণি ৷ এই মণির একাংশ সবুজ এবং অপরাংশ গোলাপী কিংবা রক্তবর্ণ। হিন্দুরা একে পদ্মযোনি
ব্রহ্মার প্রতীক হিসাবে পূজা করেন৷
এই উপরত্বটি সিংহল, ব্রহ্মাদেশ,চীন, আমেরিকা, সাইবেরিয়া, ব্লাজিল,অক্টেলিয়া, মাডাগাস্কার প্রভৃতি দেশে পাওয়া যায় | এর মধ্যে কৃষ্ণবর্ণযুক্ত গঙ্ধর্বমণি ব্রহ্মদেশেই পাওয়া যায়। এই কৃষ্ণবর্ণের গন্ধর্বমণি খুব উজ্জল হয় না৷ ভারতের সিংভুম জেলায় অভ্রের খনিতে গ্রানাইট পাথরের মধ্যে গন্ধর্বমনি পাওয়া যায় |
*বর্ণ অনুযায়ী পাশ্চাত্য নাম*
এই গন্ধর্বমণির বর্ণভেদে পাশ্চাত্য দেশে বিভিন্ন নামে অভিহিত করা হয় । যেমন-- (ক) নীলবর্ণের গন্ধর্বমণির নাম ব্রেজিলীয় নীলা বা ইণ্ডিকোলাইট ৷
(খ) সবুজ বর্ণের গন্ধর্বমনির নাম ব্রেজিল পান্না বা ব্রেজিল এমারালড ৷
(গ) গোলাপী ও রক্তবর্ণের গন্ধর্বমণির নাম রুবেলাইট বা ব্রেজিল চুনি ৷
(ঘ) বেগুনী আভাযুক্ত লালবর্ণের গন্ধর্বমণির নাম সাইবেরাইট ৷
(ঙ)হলদে বা ফিকে সবুজ বর্ণের গন্ধর্বমণির নাম সিংহলীয় পিণ্ড বা সিলােনিজ পেরিডট ।
(চ) কালোবর্ণের গন্ধর্বমণির নাম স্করল৷
এই নামানুসারে উক্ত মণিগুলির উৎপত্তি স্থানের কথাও জানা যায়।
এই মণি অত্যন্ত তাপ সহ্য করতে পারে৷ কালো রঙের ও গাঢ় সবুজ রঙের গঙ্ধর্বমণিগুলিকে উচ্চমাত্রায় তাপ প্রয়োগে শ্বেতবৰ্ণ করা হয় ।
গঙ্ধর্বমণি উপাদানের কোনও স্থিরতা না থাকায় এর আপেক্ষিক গুরুত্বের - তারতম্য ঘটায় | বিভিন্ন বর্ণের গঙ্ধর্বমণিতে বিভিন্ন প্রকারের উপাদান থাকে | সাধারণ ধাতু হিসাবে পটাসিয়াম, সোডিয়াম, ও লিথিয়াম ক্ষারজ ধাতুর সঙ্গে প্রধান ধাতু - হিসাবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও লোহার সঙ্গে সোহাগা (BORAX) এবং বালির সংমিশ্রণে গন্ধর্বমণি জন্মে |
রত্নবিশেষজ্ঞগণ উপাদান হিসাবে গন্ধর্বমণিকে তিন ভাগে বিভক্ত করে।
ক) ক্ষারপ্রধান গন্ধর্বমনি---এর বর্ণ সাধারনত লাল গোলাপি ও সবুজ বর্ণের হয়।
খ) লৌহ প্রধান ----এটি সাধারনত নীল ও কালো রঙের হয়ে থাকে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Share: https://apnc.co.in/graha-ratna.php?sl=20180710092323