• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, May 5th, 2018

Astro Palmist Numerology Center

পূজার মুদ্রা

পূজার মুদ্রা

মুদ্রা (বহুবিধ)(সমস্ত পূজার প্রধান অঙ্গ)

মোদনাৎ সর্ব্বদেবানাং দ্রাবণাৎ পাপসম্ভতেঃ।
তস্মান্মুদ্রেতি বিখ্যাতা মুনিভিস্তন্ত্রবেদিভিঃ।।
মুদ্রা সকল দেবগণের আমোদ বর্দ্ধন করে এবং সমস্ত পাপ বিনাশ করে, এইজন্য মুণিগণ ইহাকে মুদ্রা নামে আখ্যাত করিয়াছেন।
হস্ত্যাভ্যামঞ্জলিং বন্ধানামিকামূলপর্ব্বণোঃ। অঙ্গুষ্ঠৌ নিঃক্ষিপেৎ সেয়ং মুদ্রা আবাহনী স্মৃতা।।১।।
আবাহনীমুদ্রা - উভয়হস্তের অঞ্জলী যোজনা করিয়া উভয়কে হাতের অনামিকার মূলপর্ব্বে অঙ্গুষ্ঠদ্বয় আবদ্ধ করিলে আবাহনীমুদ্রা হয়।।১।।
অধোমুখীতিচেৎ স্যাৎ স্থাপনী মৃদ্রিকা স্মৃতা।।২।।
স্থাপনীমুদ্রা - উক্ত আবাহনীমুদ্রাকৃত উভয় হস্তাঙ্গুলী অধোমুখ করিলেই স্থাপনীমুদ্রা হয়।।২।।
উচ্ছ্রিতাঙ্গুষ্ঠমুষ্ট্যোশ্চ সংযোগাৎ সন্নিধাপনী।।৩।।
সন্নিধাপনীমুদ্রা - উভয়হস্ত মুষ্টিবদ্ধ করিয়া অঙ্গুষ্ঠদ্বয় উন্নত করিরা সংযুক্ত করিলে সন্নিধাপনীমুদ্রা হয়।।৩।।
অন্তঃপ্রবেশিতাঙ্গুষ্ঠা সৈব সংবোধিনীমতা।।৪।।
সংবোধনীমুদ্রা - উভয়হস্তের অঙ্গুষ্ঠদ্বয় অন্তঃপ্রবিষ্ট করিয়া উভয় হস্ত মুষ্টিবদ্ধ করলেই সংবোধনীমুদ্রা হয়।।৪।।
উত্তানমুষ্টিযুগলা সংমুখীকরণী মতা।।৫।।
সম্মুখীকরণীমুদ্রা - সংবোধনীমুদ্রাকৃত মুষ্টিদ্বয় চিৎ করিলে তাহাকে সম্মুখীকরণীমুদ্রা কহে।।৫।।
দেবতাঙ্গে ষড়ঙ্গানাং ন্যাসঃ স্যাৎ সকলীকৃতিঃ।।৬।।
সকলীকরণমুদ্রা - দেবতার অঙ্গে ষড়ঙ্গন্যাসকে সকলীকরণমুদ্রা বলে।।৬।।
সব্যহন্তকৃতা মুষ্টির্দীর্ঘাধোমুখতর্জ্জনী। অবগুণ্ঠনমুদ্রেয়মভিতো ভ্রামিতা মতা।।৭।।
অবগুণ্ঠনমুদ্রা - বামহস্তে মুষ্টিবন্ধনপূর্ব্বক তর্জনীকে দীর্ঘভাবে প্রসারিত করিয়া আধোমুখে ভ্রামিত করিলে অবগুণ্ঠনমুদ্রা হয়।।৭।।
অন্যোন্যাভিমুখাশ্লিষ্টা কনিষ্ঠানামিকা কুর্ব্যাৎ তয়া সাধকসত্তমঃ।।৮।।
ধেনুমুদ্রা - উভয় হস্তের অঙ্গুলি সকলকে পরস্পরের সন্ধিমধ্যগত করিয়া কনিষ্ঠার সহিত অনামিকার যোগ করিবে, এই তর্জ্জনীর অগ্রভাগের সহিত মধ্যমার অগ্রভাগ সংযুক্ত করিবে, ইহারই নাম ধেনুমুদ্রা, সাধক ইহা দ্বারা অমৃতীকরণ করিবে।।৮।।
অন্যোন্যগ্রতিথাঙ্গুষ্ঠা প্রসারিতপরাঙ্গুলিঃ মহামুদ্রেয়মুদিতা পরমীকরণে বুধৈঃ।।৯।।
পরমীকরণমুদ্রা - উভয়হস্তের অঙ্গুষ্ঠদ্বয়কে পরস্পর গ্রথিত করিয়া অপর অঙ্গুলিসকল প্রসারিতকরিলে মহামুদ্রা হয়, ইহাদ্বারা পরমীকরণ করিবে।।৯।।
বামাঙ্গুষ্ঠন্তু সংগৃহ্য দক্ষিণেন তু মুষ্টিনা। কৃত্বোত্তানং ততো মুষ্ঠিমঙ্গুষ্ঠন্তু প্রসারয়েৎ। দক্ষিণাঙ্গুষ্ঠ সংস্পৃষ্টা জ্ঞেয়ৈষা শঙ্খমুদ্রিকা।।১০।।
শঙ্খমুদ্রা - দক্ষিণহস্তের মুষ্টিদ্বারা বামহস্তের অঙ্গুষ্ঠ গ্রহণ করিয়া ঐ মুষ্টি চিৎ করিয়া রাখিবে ও দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ প্রসারিত করিবে। পরে বামহস্তের সমস্ত অঙ্গুলি পরস্পরে সংযুক্ত করিয়া, প্রসারণপূর্ব্বক দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠাঙ্গুলিতে মিলিত করিবে। এই মুদ্রার নাম শঙ্খমুদ্রা।।১০।।
হস্তৌ তু সন্মুখৌ কৃত্বা সন্নতপ্রথিতাঙ্গুলী। তলান্ত্রর্মিলিতাঙ্গুষ্ঠৌ সুভুগ্নৌ সুপ্রসারিতৌ। কনিষ্ঠাঙ্গুষ্ঠকৌ লগ্নৌ মুদ্রৈষা চক্রসংজ্ঞিকা।।১১।।
চক্রমুদ্রা - অঙ্গুলি সকল সন্নত ও প্রোথিতভাবে বিন্যস্ত করিয়া হস্তদ্বয় পরস্পর সম্মুখীন করিবে। পরে অঙ্গুষ্ঠদ্বয় করতলে মিলিত করিয়া ও কনিষ্ঠাঙ্গুলিদ্বয় প্রসারিত ও বক্রভাবে সংলগ্ন করিলে চক্রমুদ্রা হয়।।১১।।
অন্যোহন্যাভিমুখৌ হস্তৌ কৃত্বা তু গ্রথিতাঙ্গুলী। অঙ্গুলী মাধ্যমে ভূয়ঃ সুলগ্নে সুপ্রসারিতে। গদামুদ্রেয়মূদিতা বিষ্ণোঃ সন্তোষবর্দ্ধিনী।।১২।।
গঙ্গামুদ্রা - উভয় হস্ত পরস্পর সম্মুখে রাখিয়া অন্যান্য সমস্ত অঙ্গুলি গ্রথিত করিবে এবং পরে মধ্যমাদ্বয় সংলগ্ন করিয়া প্রসারিত করিলে গঙ্গামুদ্রা হয়।।১২।।
হস্তৌ তু সম্মুখৌ কৃত্বা সন্নতপ্রোথিতাঙ্গুলী তলান্ত্ররম্মিলিতাঙ্গুষ্ঠো কৃত্বৈষা পদ্মমুদ্রিকা।।১৩।।
পদ্মমুদ্রা - উভয় হস্ত সম্মুখীন করিয়া অঙ্গুলি সকল সন্নতভাবে প্রোথিত করতঃ অঙ্গুষ্ঠদ্বয় হস্ততলে মিলিত করিয়া পদ্মমুদ্রা হয়।।১৩।।
ওষ্ঠে বামকরাঙ্গুষ্ঠো লগ্নস্তন্য কনিষ্ঠিকা। দক্ষিণাঙ্গুষ্ঠসংযুক্তা তৎকনিষ্ঠা প্রসারিতা।। তর্জ্জনীমধ্যমানামাঃ কিঞ্চিৎ সঙ্কুয়া চালিতাঃ। বেণুমুদ্রা ভবত্যেষা সুগুপ্তা প্রেয়সী হরেঃ।।১৪।।
বেনুমুদ্রা - বামহস্তের অঙ্গুষ্ঠ ওষ্ঠে সংযুক্ত করিয়া বামকনিষ্ঠা দক্ষিনহস্তের অঙ্গুষ্ঠতে সংলগ্ন করিবে। পরে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ সংযুক্ত কনিষ্ঠাকে প্রসারিত করিয়া তর্জ্জনী, মধ্যমা ও অনামিকা এই অঙ্গুলিত্রয়কে কিঞ্চিৎ সঙ্কুচিত করতঃ পরিচালিত করিবে, ইহাকে বেণুমুদ্রা বলে।।১৪।।
অন্যোন্যপৃষ্ঠকরয়োর্ম্মধ্যমানামিকাঙ্গুলী। অঙ্গুষ্ঠেন তু বঘ্নীয়াৎ কনিষ্ঠামুলসংস্থিতে। তর্জ্জন্যৌ কারয়েদেষা মুদ্রা শ্রীবৎসসংজ্ঞিকা।।১৫।।
শ্রীবৎসমুদ্রা - উন্নতহস্তের পৃষ্ঠদেশে বিপর্যস্তভাবে সংলগ্ন করিয়া দক্ষিণ হস্তের মধ্যমা ও অনামিকা বামহস্তের অঙ্গুলিদ্বারা বামহস্তের মধ্যমা ও অনামিকাকে দক্ষিণহস্তের অঙ্গুলিদ্বারা আবদ্ধ করিয়া তর্জ্জনীকে কনিষ্ঠা মূলে সংস্থাপিত করিলে শ্রীবৎসমুদ্রা হয়।।১৫।।
অনালাপৃষ্ঠসংলগ্না দক্ষিণস্য কনিষ্ঠিকা। কনিষ্ঠায়ান্যয়া বদ্ধা তর্জন্যা দক্ষয়া তথা।। বামানামাঞ্চ বধ্নীয়াদ্‌ দক্ষিণাঙ্গুষ্ঠমূলকে। অঙ্গুষ্ঠমধ্যমে বামে সংযোজ্য সরলাঃ পরাঃ। চতস্রোহপ্যগ্রসংলগ্না মুদ্রা কৌস্তুভসংজ্ঞিকা।।১৬।।
কৌস্তুভমুদ্রা - দক্ষিণহস্তের কনিষ্ঠা অঙ্গুলিকে অনামিকার পৃষ্ঠদেশে সংলগ্ন করিয়া বামহস্তের কনিষ্ঠাদ্বারা ঐ কনিষ্ঠা আবদ্ধ করিয়া, দক্ষিণহস্তের তর্জ্জনী দ্বারা বামহস্তের অনামিকাকে বন্ধন করিবে। পরে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠমূলে বামহস্তের অঙ্গুষ্ঠ ও মধ্যমা সংলগ্ন করিয়া, অপর চারি অঙ্গুলি সরলভাবে পরস্পর অগ্রভাগে সংযুক্ত করিলে তাহাকে কৌস্তুভমুদ্রা বলে।।১৬।।
স্পৃশেৎ কণ্ঠাদিপাদান্তং তর্জ্জন্যঙ্গুষ্ঠয়া তথা। করদ্বয়েন মালাবন্মুদ্রেয়ং বনমালিকা।।১৭।।
বনমালামুদ্রা - উভয়হস্তের অঙ্গুষ্ঠ ও তর্জ্জনী পৃথক্‌ পৃথক্‌ সংযুক্ত করিয়া কণ্ঠ হইতে পাদপর্যন্ত স্পর্শ করিয়া করদ্বয় মালাবৎ করিলেই বনমালা মুদ্রা বলা হয়।।১৭।।
তর্জ্জন্যঙ্গুষ্ঠকৌ সক্তাবগ্রতো বিন্যসেৎ সুধীঃ। বামহস্তাম্বুজং বামজানু-মুর্দ্ধনি বিন্যসেৎ। জ্ঞানমুদ্রা ভবেদেষা রামচন্দ্রস্য প্রেয়সী।।১৮।।
জ্ঞানমুদ্রা - দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ ও তর্জ্জনীর অগ্রভাগ সংযুক্ত করিয়া হৃদয় প্রদেশে বিন্যস্ত্ করিবে এবং বামহস্ত বামজানুর উপর স্থাপন করিলে জ্ঞানমুদ্রা হয়।।১৮।।
অঙ্গুষ্ঠং বামমুদ্দণ্ডিতমিতরকরাঙ্গুষ্ঠকেনাপি বদ্ধা, তস্যাগ্রং পীড়য়িত্বাঙ্গুলিভিরপি চ তা বামহস্তাঙ্গুলীভিঃ। বদ্ধা গাঢ়ং যদি স্থাপয়তু বিমলধীবাহরন্‌ মারবীজং বিল্বাখ্যা মুদ্রিকৈষা স্ফুটমিহ গদিতা গোপনীয়া বিধিজ্ঞৈঃ।।১৯।।
বিল্বমুদ্রা - বামহস্তের অঙ্গুষ্ঠকে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠদ্বারা আবদ্ধ করিয়া তাহার অগ্রভাগ দক্ষিণহস্তের অন্যান্য অঙ্গুলিদ্বারা পীড়িত করিবে এবং দক্ষিণহস্তের অঙ্গুলিসকল বামহস্তের অঙ্গুলিদ্বারা আবদ্ধ করিয়া কামবীজ উচ্চারণ পূর্ব্বক হস্তদ্বয় হৃদয়ে স্থাপন করিলে, উহাকে বিল্বমুদ্রা বলে।।১৯।।
হস্তৌ তু বিমুখৌ কৃত্বা গ্রথয়িত্বা কনিষ্ঠিকে। মিথস্তর্জ্জনিকে শ্লিষ্টে শ্লিষ্টাবঙ্গুষ্ঠকৌ তথা।। মধ্যমানামিকে দ্বে তু দ্বৌ পক্ষাবিব চালয়েৎ।। এষা গরুড়মুদ্রা স্যাদ্‌ বিষ্ণোঃ সন্তোষবর্দ্ধিনী।।২০।।
গরুড়মুদ্রা - একহস্তের পৃষ্ঠদেশে অন্য হস্ত বিপরীতভাবে স্থাপন করিয়া কনিষ্ঠার সহিত কনিষ্ঠা, তর্জ্জনীর সহিত তর্জ্জনী, অঙ্গুষ্ঠার সহিত অঙ্গুষ্ঠা গ্রথিত করিবে এবং মধ্যমা ও অনামিকাদ্বয় পদদ্বয়ের ন্যায় পরিচালিত করিলে গরুড়মুদ্রা হয়।।২০।।
জানুমধ্যে করৌ কৃত্বা চিবুকোষ্ঠৌ সমাবুভৌ। হস্তৌ তু ভূমিসংলগ্নৌ কম্পমানঃ পুনঃ পুনঃ। মুখং বিবৃতকং কুর্ষ্যাল্‌ লৈলিহানাঞ্চ জিহ্বিকাম্‌।। নারসিংহী ভবেদেষা মুদ্রা তৎপ্রীতিবর্দ্ধিনী।।২১।।
নারসিংহীমুদ্রা - জানুমধ্যে করদ্বয় স্থাপন করিয়া চিবুক ও অষ্ঠ সমভাবে রাখিবে এবং হস্তদ্বয় ভূমিসংলগ্ন করতঃ কম্পান্বিত কলেবরে মুখ বিবৃত করিয়া জিহ্বা বহির্গত করিয়া বারম্বার পরিচালিত করিলে বারসিংহীমুদ্রা হয়।।২১।।
দক্ষহস্তঞ্চোর্দ্ধ মুখং বামহস্তমধোমুখম্‌। অঙ্গুল্যগ্রন্তু সংযুক্তং মুদ্রা বরাহসংজ্ঞিকা।।২২।।
বারাহীমুদ্রা - দক্ষিণহস্ত ঊর্দ্ধমুখে এবং বামহস্ত অধোমুখে স্থাপন করিয়া উভয় হস্তের অঙ্গুলির অগ্রভাগ পরস্পর সংযুক্ত করিলে বারাহীমুদ্রা হয়।।২২।।
বামস্য মধ্যমাগ্রন্তু তর্জ্জন্যগ্রেণ যোজয়েৎ। অনামিকা কনিষ্ঠাঞ্চ তস্যাঙ্গুষ্ঠেন পীড়য়েৎ। দর্শয়েদ্বামকে স্কন্ধে ধনুর্ম্মুদ্রেয়মীরিতা।।২৩।।
ধনুমুদ্রা - বামহস্তের মধ্যমার অগ্রভাগ দক্ষিণহস্তের তর্জ্জনীর অগ্রভাগের দ্বারা সংযোজিত করিয়া সেই হস্তের অঙ্গুষ্ঠদ্বারা অনামিকা ও কনিষ্ঠাকে নিপীড়িত করতঃ বামস্কন্ধ স্পর্শ করিলে ধনুমুদ্রা হয়।।২৩।।
দক্ষমুষ্টেস্তু তর্জ্জন্যা দীর্ঘয়া বাণমুদ্রিকা।।২৪।।
বাণমুদ্রা - দক্ষিণহস্ত মুষ্টিবদ্ধ করিয়া তর্জ্জনীকে দীর্ঘভাবে প্রসারিত করিলে বাণমুদ্রা হয়।।২৪।।
তলে তলন্তু করয়োস্তির্য্যক্‌ সংযোজ্য চাঙ্গুলীঃ। সংহতা প্রসৃতাঃ কুর্য্যাম্মুদ্রা পরশুসংজ্ঞিকা।।২৫।।
পরশুমুদ্রা - করতলে করতলে সন্নিবেশিত করিয়া স্ব স্ব অঙ্গুলিসকল যতদূর ব্যবধান করিয়া পারা য়ায়, ততদূর ব্যবধান করিয়া মিলিত ও প্রসারিত করিলে পরশুমুদ্রা হয়।।২৫।।
উচ্ছ্রিতাংঙ্গুষ্ঠমুষ্টি দ্বে মুদ্রা ত্রৈলোক্যমোহিনী।।২৬।।
ত্রৈলক্যমোহিনীমুদ্রা - উভয় হস্ত মুষ্টিবদ্ধ করিয়া অঙ্গুষ্ঠদ্বয় ঊর্দ্ধে প্রসারিত করিলে ত্রৈলোক্যমোহিনী মুদ্রা হয়।।২৬।।
হস্তৌ তু সম্পুটৌ কৃত্বা প্রসৃতাঙ্গুলিকা তথা। তর্জ্জনৌ মধ্যমা পৃষ্ঠে অঙ্গুষ্ঠৌ মধ্যমাশ্রিতৌ। কামমুদ্রেয়ম্‌দিতৌ সর্ব্বদেবপ্রিয়ঙ্করী।।২৭।।
কামমুদ্রা - হস্তদ্বয় পরস্পর সম্মুখীন করিয়া অঙ্গুষ্ঠদ্বয় প্রসারিত করিবে, তৎপরে তর্জ্জনীদ্বয় মধ্যমার পৃষ্ঠদ্বেশে সংলগ্ন করতঃ অঙ্গুষ্ঠদ্বয় মধ্যমাতে সংযোজিত করিলে কামমুদ্রা হয়।।২৭।।
উচ্ছ্রিতং দক্ষিণাঙ্গুষ্ঠং বামাঙ্গুষ্ঠেন বেষ্টইয়েৎ। বামাঙ্গুলীর্দ্দক্ষিণাভিরঙ্গুলীভিশ্চ বন্ধয়েৎ। লিঙ্গমুদ্রেয়মাখ্যাতা শিবসান্নিধ্যকারিণী।।২৮।।
লিঙ্গমুদ্রা - দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠকে উন্নত করিয়া বাম অঙ্গুষ্ঠ দ্বারা বেষ্টন করিবে, পরে বামহস্তের অঙ্গুলি সকিলকে দক্ষিণহস্তের সমুদয় অঙ্গুলিদ্বারা আবদ্ধ করিলে লিঙ্গমুদ্রা হয়।।২৮।।
মিথঃ কনিষ্ঠিকে বদ্ধা তর্জ্জনীভ্যামনামিকে। অনামিকোর্দ্ধ সংশ্লিষ্টদীর্ঘমধ্যয়োরধঃ। অঙ্গুষ্ঠাগ্রদ্বয়ং ন্যস্যেদ্‌যোনিমুদ্রেয়মীরিতা।।২৯।।
যোনিমুদ্রা - উভয়হস্তের কনিষ্ঠাদ্বয় পরস্পর বন্ধন করিয়া দক্ষিণ হস্তের তর্জ্জনীদ্বারা বাম অনামিকা এবং বাম তর্জ্জনীদ্বারা দক্ষিণ অনামিকা বন্ধ করিবে পরে অনামিকাদ্বয়ের অগ্রভাগে সংশ্লিষ্ট করিয়া মধ্যমাদ্বয় প্রসারিত করিয়া সেই মধ্যমাদ্বয়ের মূলে অঙ্গুষ্ঠদ্বয় সংলগ্ন করিলে যোনিমুদ্রা হয়।।২৯।।
অঙ্গুষ্ঠরর্জ্জন্যগ্রে তু গ্রথরিত্বাঙ্গুলীত্রয়ম্‌। প্রসারয়েদক্ষমালামুদ্রেয়ং পরিকীর্ত্তিতা।।৩০।।
অক্ষমালামুদ্রা - দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠ দ্বারা তর্জ্জনীকে গ্রথিত করিয়া অঙ্গুলিত্রয় প্রসারিত করিলে অক্ষমালামুদ্রা হয়।।৩০।।
অধঃস্থিতো দক্ষহস্তঃ প্রসৃতো বরমুদ্রিকা।।৩১।।
বরমুদ্রা - দক্ষিণহস্তের অঙ্গুলি সকল প্রসারিত করিয়া অধোমুখ করিলে বরমুদ্রা হয়।।৩১।।
ঊর্দ্ধীকৃতো বামহস্তঃ প্রসৃতোহভয়মুদ্রিকা।।৩২।।
অভয়মুদ্রা - বামহস্তের অঙ্গুলিসকল প্রসারিত করিয়া ঊর্দ্ধীকৃত করিলে অভয়মুদ্রা হয়।।৩২।।
মিলিতানামিকাঙ্গুষ্ঠা মধ্যমাগ্রে নিয়োজয়েৎ। শ্লিষ্টাঙ্গুলাচ্ছ্রিতে কুর্য্যান্মৃ গমুদ্রেয়মীরিতা।।৩৩।।
মৃগমুদ্রা - অনামিকা এবং অঙ্গুষ্ঠ মিলিত করিয়া মধ্যমার অগ্রে সংযুক্ত করিবে, অবশিষ্ট সমস্ত অঙ্গুলি সংযুক্ত করিয়া উন্নত করিলে মৃগমুদ্রা হয়।।৩৩।।
পঞ্চাঙ্গুল্যে দক্ষিণান্তু মিলিত্বা হ্যূর্দ্ধমূন্নতাম্‌। খট্টাঙ্গমুদ্রা বিখ্যাতা শিবস্যাতিপ্রিয়া মতা।।৩৪।।
খট্টাঙ্গমুদ্রা - দক্ষিণহস্তের পঞ্চাঙ্গুলি ঊর্দ্ধমুখে প্রসারিত করিয়া মিলিত করিলে খট্টাঙ্গমুদ্রা হয়।।৩৪।।
পাত্রবদ্বামহস্তন্তু কৃতাঙ্গে বামকে তথা। নিধায়োচ্ছ্রিতবৎ কুর্য্যান্মুদ্রা কাপালিকী মিতা।।৩৫।।
কাপালিকীমুদ্রা - বামহস্তপাত্রবৎ করিয়া বামাঙ্গে বিন্যাস করতঃ উত্তান ভাবে রাখিলে কাপালিকীমুদ্রা হয়।।৩৫।।
মুষ্টিঞ্চ শিথিলাং বদ্ধাঈষদুচ্ছ্রতমধ্যমাম্‌। দক্ষিণামূর্দ্ধমুন্নস্য কর্ণদেশে প্রচালয়েৎ। এষা মুদ্রা ডমরুকা সর্ববিধ্নবিনাশিনী।।৩৬।।
ডমরুমুদ্রা - দক্ষিণহস্ত শিথিলভাবে মুষ্টিবদ্ধ করতঃ মধ্যমাঙ্গুলি কিঞ্চিৎ উন্নত করিয়া, কর্ণদেশে পরিচালিত করিলে ডমরুমুদ্রা হয়।।৩৬।।
ঋজ্বীঞ্চ মধ্যমাং কৃত্বা তর্জনীমধ্যপর্ব্বণি। সংযোজ্যাকুঞ্চয়েৎ কিঞ্চিন্মুদৈশাঙ্কুলসংজ্ঞিকা।।৩৭।।
অঙ্কুশমুদ্রা - মধ্যমাঙ্গুলি সরলভাবে প্রসারিত করিয়া কিঞ্চিৎ সঙ্কোচিত করতঃ তর্জ্জনীর মধ্যপর্ব্বে সংযোজিত করিলে অঙ্কুশমুদ্রা হয়।।৩৭।।
তর্জ্জনী মধ্যমানামাকনিষ্ঠাঙ্গুষ্ঠমুষ্টিকা। অধোমুখী দীর্ঘরূপা মধ্যমা বিধ্নমুদ্রিকা।।৩৮।।
বিঘ্নমুদ্রা - তর্জ্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা ও অঙ্গুষ্ঠ এই সমস্ত অঙ্গুলি মুষ্টিবদ্ধ করিয়া মধ্যমাঙ্গুলি অধোমুখে দীর্ঘাকারে প্রসারিত করিলে বিঘ্নমুদ্রা হয়।।৩৮।।
কনিষ্ঠানামিকে বদ্ধা সাঙ্গুষ্ঠেনৈব দক্ষতঃ। শিষ্টাঙ্গুলী তু প্রসৃতে সংশ্লিষ্টে খড়্গমুদ্রিকা।।৩৯।।
খড়্গমুদ্রা - দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠদ্বারা ঐ হস্তের কনিষ্টা ও অনামিকা আবদ্ধ করিয়া অবশিষ্ট তর্জ্জনী ও মধ্যমা সংশ্লিষ্ট করতঃ প্রসারিত করিলে খড়্গমুদ্রা হয়।।৩৯।।
বামহস্তং তথা তির্য্যক্‌ কৃত্বা চৈব প্রসার্য্য চ। আকুঞ্চিতাঙ্গুলীঃ কুর্য্যাচ্চর্ম্মমুদ্রেয়মীরিতা।।৪০।।
চর্ম্মমুদ্রা - বামহস্ত বক্রীভূত করিয়া প্রসারিত করতঃ অঙ্গুলিসকল কিঞ্চিৎ আকুঞ্চিত করিবে, ইহার নাম চর্ম্মমুদ্রা।।৪০।।
কনিষ্ঠাঙ্গুষ্ঠকৌ সক্তৌ করয়োরিতরেতরম্‌। তর্জনী মধ্যমানামাঃ সংহতা ভূগ্নবর্জ্জিতাঃ। মুদ্রৈষা গালিনী প্রোক্তা শঙ্খস্যোপরিচালিতা।।৪১।।
গালিনীমুদ্রা - দক্ষিণহস্তের কনিষ্ঠা বামহস্তের অঙ্গুষ্ঠতে এবং বামহস্তের কনিষ্ঠা দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠতে সংযোজিত করিয়া তর্জ্জনী, মধ্যমা ও অনামিকা অঙ্গুলি সরলভাবে মিলিত করিলে গালিনীমুদ্রা হয়।।৪১।।
প্রসৃতাঙ্গুলিকৌ হস্তৌ মিথঃ শ্লিষ্টৌ চ সন্মুখৌ। কুর্য্যাৎ স্বে হৃদয়ে সেয়ং মুদ্রা প্রার্থনসংজ্ঞিকা।।৪২।।
প্রার্থনামুদ্রা - উভয় হস্ত সম্মুখে রাখিয়া অঙ্গুলিসকল পরস্পর মিলিত করতঃ আপন হৃদয়ে সংলগ্ন করিলে প্রার্থনামুদ্রা হয়।।৪২।।
অধোমুখে বামহস্তে ঊর্দ্ধস্যং দক্ষহস্তকম্‌। ক্ষিপ্তাঙ্গুলিরঙ্গুলীভিঃ সংগ্রথ্য পরিবর্ত্তয়েৎ। এষা সংহারমুদ্রা স্যাদ্বিসর্জ্জনবিধৌ স্মৃতা।।৪৩।।
সংহারমুদ্রা - বামহস্ত অধোমুখে এবং দক্ষিণহস্ত ঊর্দ্ধমুখে রাখিয়া উভয় হস্তের অঙ্গুলিসকল পরস্পর গ্রথিত করতঃ হস্ত পরিবর্ত্তিত করিলে সংহারমুদ্রা হয়।।৪৩।।
দক্ষিণপাণিপৃষ্ঠদেশে বামপাণিতলং ন্যসেৎ। অঙ্গুষ্ঠৌ চালয়েৎ সম্যগ্‌ মুদ্রেয়ং মৎস্যরূপিনী।।৪৪।।
মৎস্যমুদ্রা - দক্ষিণহস্ত অধোমুখে রাখিয়া তাহার পৃষ্ঠদ্বেশে বামপাণিতল সংস্থাপনপূর্ব্বক উভয় অঙ্গুষ্ঠ পরিচালিত করিলে তাহাকে মৎস্যমুদ্রা বলে।।৪৪।।
বামহস্তস্য তর্জ্জন্যাং দক্ষিণস্য কনিষ্ঠয়া। তথা দক্ষিণতর্জন্যাং বামাঙ্গুষ্ঠেন ষোজম্নেৎ।। উন্নতং দক্ষিণাঙ্গুষ্ঠং বামস্য মধ্যমাদিকাঃ। অঙ্গুলীষোজয়েৎ পৃষ্ঠে দক্ষিণস্য করস্য চ।। বামস্য পিতৃতীর্থেন মধ্যমানামিকে তথা। অধোমুখে চ তে কুর্য্যাদ্দক্ষিণস্য করস্য চ।। কূর্ম্মপৃষ্ঠসমং কুর্যায়দ্দক্ষপাণিঞ্চ সর্ব্বতঃ। কূর্ম্মমুদ্রেয়মাখ্যাতা দেবতাধ্যানকর্ম্মণি।।৪৫।।
কুর্ম্মমুদ্রা - বামহস্তের তর্জ্জনীতে বামহস্তের কনিষ্ঠা এবং দক্ষিণহস্তে তর্জ্জনীতে বামহস্তের অঙ্গুষ্ঠ সংযুক্ত করিয়া দক্ষিহস্তের অঙ্গুষ্ঠ উন্নতভাবে রাখিবে এবং বামহস্তের মধ্যমা, অনামিকা ও কনিষ্টা দক্ষিণহস্তের পৃষ্ঠদেশে সংযুক্ত করিবে; পরে বামহস্তের পিতৃতীর্থে - অর্থাৎ তর্জ্জনী ও অঙ্গুষ্ঠের মধ্যভাগে দক্ষিণহস্তের মধ্যমা ও অনামিকা অধোমুখে সংলগ্ন করিবে এবং দক্ষিণহস্তের পৃষ্ঠদ্বেশ কুর্ম্মপৃষ্ঠের ন্যায় উন্নত করিবে, ইহার নাম কুর্ম্মমুদ্রা।।৪৫।।
তর্জ্জনীমধ্যমানামাঃ সমং কুর্য্যাদধোমুখম্‌। অনামায়াং ক্ষিপেদ্বদ্ধা মৃজ্বীং কৃত্বা কনিষ্ঠকাম্‌। লোলিহা নাম মুদ্রেয়ং জীবন্যাসে প্রকীর্ত্তিতা।।৪৬।।
লেলিহামুদ্রা - তর্জ্জনী, মধ্যমা ও অনামিকা সমভাবে অধোমুখ করিয়া অনামিকাতে বৃদ্ধাঙ্গুলি সংযোগ করতঃ কনিষ্ঠাকে সরলভাবে রাখিবে, এই মুদ্রার নাম লেলিহামুদ্রা।।৪৬।।
মধ্যমাতর্জনীভ্যাঞ্চ কনিষ্ঠানামিকে সমে। অঙ্গুশাকাররূপাভ্যাং মধ্যমে পরমেশ্বরি।। অঙ্গুষ্ঠৌ তু নিযুঞ্জীত কনিষ্ঠানামিকোপরি। ইয়মাকর্ষণী মুদ্রা ত্রৈলোক্যকর্ষণী পরা।।৪৭।।
আকর্ষণীমুদ্রা - মধ্যমা ও তর্জ্জনীকে অঙ্কুশাকার করিয়া ও অনামিকাকে সমভাবে রাখিবে, পরে অঙ্গুষ্ঠদ্বয় অনামিকা ও কনিষ্ঠার উপরিভাগে যোজিত করিয়া তর্জনীদ্বয় অঙ্কুশাকৃতি করিলে আকর্ষণীমুদ্রা হয়।।৪৭।।
সব্যং দক্ষিণদেশে তু সব্যদেশে তু দকশকিণম্‌। বাহুং কৃত্বা মহাদেবি হস্তৌ সম্পরিবর্ত্ত্য চ। কনিষ্ঠানামিকে দেবি যুক্তে তেন ক্রমেণ চ। তর্জ্জনীভ্যাং সমাক্রান্তে সর্ব্বোর্দ্ধমপি মধ্যমে। অঙ্গুষ্ঠৌ তু মহেশানি সরলাবপি কারয়েৎ। ইয়ং সা খেচরী নাম্না পার্থিবস্থানযোজিতা।।৪৮।।
খেচরীমুদ্রা - বামহস্ত দক্ষিণে এবং দক্ষিণহস্ত বামদিকে স্থাপন করিয়া হস্তদ্বয় পরিবর্ত্তন করতঃ বামহস্তের কনিষ্ঠা ও অনামিকা দক্ষিণহস্তের কনিষ্ঠা ও অনামিকাতে সংযুক্ত করিয়া তর্জ্জনীদ্বয়ে উভয় মধ্যমার ঊর্দ্ধভাগে আক্রমণপূর্ব্বক অঙ্গুষ্ঠদ্বয় সরলভাবে স্থাপিত করিলে খেচরীমুদ্রা হয়।।৪৮।।
মধ্যমে কুটিলে কৃত্ব তর্জ্জন্যুপরিসংস্থিতে। অনামিকে মধ্যগতে তথৈব হি কনিষ্ঠিকে।। সর্ব্বা একত্র সংযোজ্য অঙ্গুষ্ঠপরিপীড়িতাঃ। এষা তু পরমা মুদ্রা যোনিমুদ্রেয়মীরিতা।৪৯।।
যোনিমুদ্রা - মধ্যমাদ্বয় কুটিলাকৃতি করিয়া তর্জ্জনীর উপরিভাগে স্থাপন করিবে এবং কনিষ্ঠাদ্বয়কে অনামিকার মধ্যগত করতঃ সমস্ত অঙ্গুলি একত্র সংযুক্ত করিয়া অঙ্গুষ্ঠদ্বারা অঙ্গুলিদ্বয়কে পীড়িত করিবে, ইহার নাম যোনিমুদ্রা।।৪৯।।
বদ্ধ্বা তু যোনিমুদ্রা ঐ মধ্যমে কুটিলে কুরু। অঙ্গুষ্ঠেন তদগ্রে তু মুদ্রেয়ং ভূতিনী মতা।।৫০।।
ভূতিনীমুদ্রা - যোনিমুদ্রা বন্ধন করিয়া মধ্যমাঙ্গুলিদ্বয় বক্র করিলে, ঐ মধ্যমাদ্বয়ের উপরিভাগে অঙ্গুষ্ঠদ্বয় সন্নিবেশিত করিলে ভূতিনীমুদ্রা হয়।।৫০।।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180505114354