• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, September 17th, 2018

Astro Palmist Numerology Center

গ্ৰহপীড়া নিবারনে রঙের গুরুত্ব ও বার অনুযায়ী কোন দিন কি রংয়ের পোশাক পরবেন

গ্ৰহপীড়া নিবারনে রঙের গুরুত্ব ও বার অনুযায়ী কোন দিন কি রংয়ের পোশাক পরবেন

আজকের পোস্ট টি অতি গুরুত্বপূর্ণ সকল বন্ধুরা শেয়ার করুন ।
রঙের বৈশিষ্ট্য ও গ্ৰহপীড়া নিবারনে কোন দিন কি রংয়ের পোশাক পরবেন।

রং দিয়ে মোড়ানো আমাদের এই পৃথিবী। শুধু কী পৃথিবী? যেখানেই যত দূর চোখ যায় আমরা দেখি নানা বর্ণের সমাহার | প্রতিটি বস্তুই একটি নিজস্ব রং ধারণ করে আছে | আমাদের দুই চোখের স্বপ্নে রং, কল্পনায়ও রং | আমেরিকান চলচ্চিত্র নির্মাতা উইল প্যাকার এ কথাটিকে সুন্দর ভাষায় বলেছিলেন, ‘আমার ভাবনা আকাশের মতো অসীম | আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আর আমার সব স্বপ্নগুলো উজ্জ্বল রঙে রাঙানো |’
সবকিছুই যদি রংহীন হতো তাহলে কেমন হতো? যাই হোক, সে প্রশ্নের উত্তর আমরা খুঁজব না | আমরা জানতে চেষ্টা করব এতসব রঙের উৎস কোথায় এবং কীভাবে ডিজিটাল জগতে আমরা রং–তুলি ছাড়াই রঙের মিশ্রণ ঘটাই |
প্রথমে জানি রং কি? সোজাসাপ্টা ভাষায় রং হচ্ছে আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য | সূর্যই সকল আলোর উৎস এবং আজ থেকে প্রায় তিন শ বছর আগেই মানুষ জেনেছে পৃথিবীর সকল রঙের উৎস এই সূর্যের আলোতেই | আলো মূলত এনার্জি অর্থাৎ শক্তির বহনযোগ্য ক্ষুদ্রতম অংশ, যেটাকে আমরা এলিমেন্টারি পার্টিকল (Elementary Particle) বলে থাকি | এমন একটি পার্টিকল হলো ফোটন। যেটার সত্যিকারের কোনো আকৃতি নেই। শুধুমাত্র সৃষ্টি ও বিনাশ আছে | অন্যভাবে আলোকে বলা যায় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম | ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো শক্তির আরেকটি বিশেষ রূপ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্বারা গঠিত | এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আবার নানা অসংখ্য আকৃতির তরঙ্গ দৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত | আর তরঙ্গ মানেই সেটার কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি আছে | কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে কোনো তরঙ্গের পূর্ণ স্পন্দন সংখ্যা | এর একক হার্টজ (Hz) | কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে প্রবেশ করলে সেটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে | বস্তু ভেদে কম্পাঙ্ক ভিন্ন হয় | তাই আমরা রঙের এত ভিন্নতা লক্ষ্য করি | উদাহরণস্বরূপ, কোনো বস্তু থেকে যদি আমাদের চোখে প্রবেশকৃত আলোর কম্পাঙ্ক ৪৩০ থেকে ৪৮০ THz (১ THz= ১ ট্রিলিয়ন হার্টজ) হয় তাহলে আমরা লাল আলো দেখি | আবার কম্পাঙ্ক ৬৭০ থেকে ৭৫০ THz এর মধ্যে হলে সেটার রং বেগুনি | ধরা যাক টেবিলের এর ওপর রাখা একটি পাকা কলার রং হলুদ | হলুদ হওয়ার কারণ হচ্ছে কলাটির গা থেকে নিঃসৃত আলোক তরঙ্গের কম্পাং ৫১০ থেকে ৫৪০ THz এর মধ্যে | আমাদের চোখে দেখা সব রঙের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য | লাল বস্তু থেকে নিঃসৃত আলোর রং লাল, সবুজ বস্তু থেকে নিঃসৃত আলোর রং সবুজ ইত্যাদি | পাশাপাশি এসব বস্তু থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কও ভিন্ন | এতক্ষণ তো জানলাম বাস্তব জীবনে আমাদের চারপাশে দেখা অদেখা নানা রং সম্পর্কে | এর বাইরেও আছে ডিজিটাল রঙের অনেক ব্যবহার | মোবাইল ফোন, টিভি ও কম্পিউটার পর্দায় আমরা যেকোনো রংই দেখতে পারি |

আগেই বলেছি মানুষের চোখ কীভাবে রঙের পার্থক্য অনুভব করতে পারে এবং কখন আমরা একটি নির্দিষ্ট রং দেখি | কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে তৈরি রংও আমাদের চোখে একইভাবে পৌঁছে | তবে কম্পিউটারে রং তৈরি করার পদ্ধতিটা পুরোপুরি আলাদা | আমরা জানি কম্পিউটার তার যাবতীয় কাজ দুটি সংখ্যা শূন্য ও এক–এর মাধ্যমে সম্পাদন করে থাকে | শূন্য ও এককে বলা যায় যথাক্রমে একটি সুইচের বন্ধ ও চালু অবস্থা, যেগুলো বিট নামে পরিচিত | ৮টি বিট মিলে এক বাইট গঠিত হয় | এ রকম পর্যাপ্ত পরিমাণ বাইটের উপস্থিতিতে যেকোনো রং ফুটিয়ে তোলা যায় | যেহেতু ৮টি বিট মিলে এক বাইট হয় সে ক্ষেত্রে শুধুমাত্র এক বাইট ব্যবহার করে ২৫৬টি সম্ভাব্য রং তৈরি করা যায় | এখন আমরা মোটামুটি নিশ্চিত যে, সংখ্যার ব্যাপ্তি যদি শূন্য থেকে ২৫৫–এর মধ্যে হয় তাহলে আমরা একটি রঙের অনেকগুলো মাত্রা পেতে পারি | যেমন শূন্য মানে রঙের অনুপস্থিতি অর্থাৎ কালো এবং ২৫৫ হলো সাদা | এর মাঝখানের সংখ্যাগুলো দ্বারা কালো ও সাদার মাঝামাঝি বহু রং তৈরি করা যায় |
আধুনিক কম্পিউটার রঙের আরও বৈচিত্র্যতা আনতে আরজিবি (RGB) পদ্ধতি ব্যবহার করে | এ পদ্ধতিতে তিনটি ভিন্ন ধরনের রঙের (লাল, সবুজ ও নীল) মিশ্রণ ঘটানো হয় যার মাধ্যমে যেকোনো রং তৈরি করা সম্ভব | উদাহরণস্বরূপ, লাল ও সবুজের মিশ্রণ হলো হলুদ এবং লাল, সবুজ ও নীলের মিশ্রণ হলো সাদা | RGB এর মিশ্রণে ১৬ মিলিয়নেরও বেশি রং তৈরি করতে পারে | উদাহরণ হিসেবে বলতে পারি হলুদ রঙের RGB নম্বর (R=২৫৫, G=২৫৫, B=0) | এর কারণ প্রথম দুইটি সংখ্যা ২৫৫ ও ২৫৫ দ্বারা যথাক্রমে লাল ও সবুজ রঙের মিশ্রণ বোঝায় যেটি মিলে হলুদ গঠন করে। আর শেষের শূন্য কোনো ভূমিকা পালন করে না।

কালার ওয়েব লেংথ
প্রশ্ন জাগতে পারে শুধুমাত্র কয়েকটি সংখ্যা দিয়ে কীভাবে রং তৈরি হয় অর্থাৎ সংখ্যা কীভাবে রং তৈরি করে? আসলে সংখ্যা রং তৈরি করে না, রঙের উৎপত্তি সেই আলো থেকেই | তাহলে সংখ্যা কি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যসম্পন্ন আলো তৈরি করতে পারে? হ্যাঁ, বিস্ময়কর হলেও সেটা সম্ভব | বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমরা হলুদ রঙের RGB-কে উদাহরণ ধরি | হলুদ রং তৈরিতে দরকার ২৫৫, ২৫৫ ও একটি শূন্য | ২৫৫–এর বাইনারি নম্বর হবে আটটি এক | আগেই বলেছি এক দিয়ে একটি সুইচের চালু দশা বোঝানো হয়। অর্থাৎ সেখানে বিদ্যুৎ প্রবাহ চলবে | যখন এই সংখ্যাগুলো কম্পিউটার ইনপুট হিসেবে নেয় তখন সে বুঝতে পারে যে তাকে মনিটরের একটি লাল বিন্দুকে আলোকিত করতে বলা হয়েছে | একইভাবে পরের ২৫৫ দিয়ে সবুজ বিন্দুকে আলোকিত করা হয় | বস্তুর রঙিন ছবি দেখার জন্য প্রস্তুতকৃত পর্দার (যেমন একটি এলসিডি মনিটর) প্রতিটি পিক্সেল এমনভাবে গঠন করা হয়ে থাকে যে, সেখানে তিন রঙের (RGB) সন্নিবেশ থাকে | হলুদ রঙের জন্য নির্দিষ্ট করা আরজিবি (২৫৫, ২৫৫, ০) কম্পিউটারের প্রসেসর গ্রহণ করার পর মনিটরের পিক্সেলকে আলোকিত করে এবং দুটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোর মিশ্রণ ঘটে | এই দুই ধরনের আলোর মিশ্রণই হলো লাল ও সবুজের মিশ্রণ যেটা আমাদের চোখে পৌঁছলে আমরা হলুদ বর্ণ দেখি |
আলো ও রঙের সম্পর্ক অনেক গভীর | রং তৈরির প্রক্রিয়াটাও অনেক মজার | আলো থেকে রং তৈরির ব্যাখ্যা আরও কতটুকু প্রসারিত করলে সেটা পর্যাপ্ত হবে আমার জানা নেই, তবে যেটুকু জানি এর গভীরে লুকিয়ে আছে বিস্ময়কর বিজ্ঞান |
সবশেষে উইল প্যাকারের মতো আমাদেরও সবার জীবন হোক রঙিন, কল্পনাগুলো হোক আকাশ ছোঁয়া এবং স্বপ্নগুলো হোক উজ্জ্বল রঙে রাঙানো |
(ভাস্কর্য, চিত্রকর্ম, গ্রাফিকস্- ইত্যাদি) রঙের সঠিক ব্যবহারের গুরুত্ব যে অনেক, এ নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। রং কত প্রকার ও কী কী, কোন রং কোথায় দেওয়া উচিত, কোন রঙের সাথে কোন রং মানানসই, রং কীভাবে মানুষের মনে দাগ কাটে- এসব নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, হচ্ছে। সেসব গবেষণা থেকে এসেছে যে তত্ত্ব, তা-ই রং তত্ত্ব। এই তত্ত্ব নিয়ে একেবারে শুরুর দিকে যাঁরা মাথা ঘামিয়েছেন, তাঁদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি আছেন।

রং তত্ত্বের মূল বিষয়গুলো হল রং কয় ধরণের হয়, কোন রঙের সাথে কোন রং মেশালে কী হয়, কোন রং চোখের দেখায় ঠাণ্ডা বা গরম মনে হয়, কোন রঙ দেখতে ভারী আর কোনটা হালকা?

এই বিষয়গুলো বুঝতে হলে আগে 'রঙের চাকা' সম্পর্কে ধারণা নিতে হবে।

রঙের চাকা (Color Wheel): আগেই বলে রাখি, আলোর ক্ষেত্রে আর ছবি আঁকার ক্ষেত্রে প্রাথমিক রংগুলো (Primary Colors) এক রকম নয়। আমরা জানি, আলোর ক্ষেত্রে প্রাথমিক রংগুলো হচ্ছে লাল, সবুজ, নীল। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে নীলের সাথে হলুদ মেশালে সবুজ পাওয়া যায়, তাই এক্ষেত্রে সবুজ প্রাথমিক রং নয়। ছবি আঁকার জন্য মাত্র পাঁচটা রং থাকলে একটার সাথে একটা মিশিয়ে বাকি সব রং বানিয়ে নেওয়া যায়। এই পাঁচটা রং হলো লাল, নীল, হলুদ, কালো, সাদা। কালো আর সাদা দিয়ে আলো-ছায়া বোঝানো হয়, এদুটোকে রং হিসেবে না ধরাই ভালো। তাহলে ছবি আঁকার প্রাথমিক রং তিনটি- লাল, নীল, হলুদ।

প্রাথমিক রংগুলো একটার সাথে আরেকটা মিলে যে তিনটি রং তৈরি করে, সেগুলোকে বলে মাধ্যমিক রং (Secondary Colors)| বেগুনি, সবুজ আর কমলা- এগুলো হচ্ছে মাধ্যমিক রং। কারণ-

লাল + নীল = বেগুনি,

নীল + হলুদ = সবুজ,

হলুদ+ লাল = কমলা।

প্রাথমিক আর মাধ্যমিক রঙগুলো মেশালে যেসব রং পাওয়া যায় সেগুলোর নাম যৌগিক রং (Tertiary Colors)। যেমন-

লাল + বেগুনি = লালচে বেগুনি

নীল + সবুজ = নীলচে সবুজ

হলুদ + কমলা = হলুদাভ কমলা

নীল + বেগুনি = নীলচে বেগুনি

হলুদ + সবুজ = টিয়া

লাল + কমলা = লালচে কমলা

এবার আসছি সংখ্যা ও গ্ৰহ অনুযায়ী রংয়ের গুরুত্ব

রবি =১,বর্ণ লাল (জবা কুসুম)
চন্দ্র= ২,বর্ণ কালো
মঙ্গল =৯ ,গার লাল বা কালচে লাল।
বুধ=৫,বর্ণ সবুজ
ব্হস্পতি =৩ ,বর্ণ হলুদ
শুক্র =৬ ,বর্ণ সাদা
শনি =৮ ,বর্ণ নীল
রাহু = ৪,বর্ণ খয়েরি
কেতু =৭ ,বর্ণ ধূসর
এবার জানুন কোনো বার কোন প্রশাক পড়বেন।সমস্ত কাজে সফলতা আসবে।

রবিবার =লাল রঙের পোশাক।
সোমবার=কালো রঙের পোশাক।
মঙ্গলবার=গার লাল রঙের পোশাক।
বুধবার=সবুজ রঙের পোশাক‌।
বৃহস্পতিবার=হলুদ রঙের পোশাক।
শুক্রবার=সাদা রঙের পোশাক।
শনিবার =নীল রঙের পোশাক

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180917092051