• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, March 13th, 2018

Astro Palmist Numerology Center

শনি -রাহু যুতি

শনি -রাহু যুতি

শনি রাহু যুতি

( শ্রাপিত যুতি অথবা পিতৃ দোষ)

শ্রাপিত মানে হলো অভিশপ্ত এবং যোগ মনে হলো গ্রহ দের যুতি ।।
কুন্ডলি তে যদি শনি ও রাহুর যুতি দেখা যায় তাকেই আমরা শ্রাপিত যোগ অথবা পিতৃ দোষ বলে থাকি।।
একজন ব্যক্তি যার কুষ্টি তে এমন দোষ পাওয়া যায় সেই ব্যক্তি(পুরুষ অথবা মহিলা) বিলাসিতা ও আরাম,আনন্দ কে অনুভব করতে পারে না এমনকি তাদের সম্মুখে পর্যাপ্ত বিলাস সামগ্রী থাকা সত্বেও ।মনে করা হয়,এই যুতি হয় বিগত জন্মে কারোর দ্বারা অভিশাপ পাওয়ার দরুন অথবা গত জন্মে এমন কিছু খারাপ,অমঙ্গলসূচক কর্ম যা তিনি জেনে বুঝে অথবা নিজের অজান্তে করেছেন। এই দশা মোটেও ক্ষান্ত হয় না,কারণ এই দশা ,প্রজন্মের পর প্রজন্ম ধরেও চলতে পারে বলে মনে করা হয়।
কিছু কিছু জ্যোতিষীর মতে, এমনকি যখন শনি ও রাহু পরস্পরের প্রতি দৃষ্টি দেয় তখন এই দশা হতে পারে । যদিও 1 টি প্রকৃত শনি রাহু শ্রাপিত দশা বা যোগ বা যুতি তখনই হয় যখন 2 টি গ্রহই একত্রে অবস্থান করে । এই শনি রাহু শ্রাপিত যুতি সত্যিই একটি খারাপ যোগ এবং এই যোগ জীবন এ প্রচন্ড কঠিন বাঁধা তৈরি করে এবং মাঝে মাঝে দেখা যায় যে গোটা জীবনটাই নষ্ট হয়ে গেছে কোনো ইঙ্গিতপূর্ণ ও অর্থপূর্ণ উদ্দেশ্য না থাকার জন্য । অনেক জ্যোতিষী এটাও বিশ্বাস করেন যে যদি এই যোগ কারোর কুষ্টি যে থাকে ,সেক্ষেত্রে এই যোগ অন্যান্য ভালো যোগ যা কুষ্টি তে থাকে সেটিকেও নষ্ট ও শুন্য করে দেয় ।

এখন প্রশ্ন হতে পারে যে এই শনি রাহি শ্রাপিত যোগ কি বংশানুক্রমিক???
চলুন এর ব্যাখ্যা করি ।আমাদের প্রথমেই 2 টি গ্রহের দৃষ্টি দেখতে হবে।

আমরা জানি রাহু তার নিজের জায়গা থেকে পঞ্চম,সপ্তম ও নবম দৃষ্টি দেয় ।
আমরা এটাও জানি যে নবম ঘর হলো পিতার ঘর,আবার নবম থেকে নবম হলো পঞ্চম ঘর যা কুল,বংশধর, সন্তান ,ভবিষ্যৎ প্রজন্ম কে নির্দেশ করে এমনকি এটি পিতামহ র ঘর বলেও মনে করা হয় । আবার যদি আমরা বিপরীত ভাবে দেখি ,তাহলে দেখতে পাবো নবম পিতার ঘর,সপ্তম ঘর স্বামী অথবা স্ত্রী যে ভবিষ্যৎ প্রজন্মের আনয়নের জন্য দায়ী এবং পঞ্চম হলো সন্তান,বংসদগর ইত্যাদির ঘর ,তো আমরা বলতেই পারি যে এই যোগ চিহ্নিত করতে পারে বংশপরম্পরা ।।।

এবার আসা যাক শনির দৃষ্টি নিয়ে ।
শনি তার অবস্থান থেকে তৃতীয়,সপ্তম ও দশম দৃষ্টি দেয় ।যদি আমরা দেখি নবম ঘর সেটি সপ্তম ঘর থেকে তৃতীয় ,সপ্তম ঘর হলো পঞ্চম থেকে তৃতীয়,এবং পঞ্চম ঘর হলো তৃতীয় থেকে তৃতীয় ।সুতরাং কারোর কুষ্টি তে শনির কিন্তু একটি বিরাট প্রভাব থাকবেই ওই 3 টি প্রধান ও গুরুত্বপূর্ণ ঘর গুলিতে যেটি বংশের চক্রর সাথে সম্পর্কযুক্ত ।

শনি রাহু শ্রাপিত যুতি ঘটাতে পারে বিভিন্নরকম ঘটনা যেমন ---

দুঃখপূর্ণ ও অবসাদপুর্ণ বিবাহিত জীবন ,
ডিভোর্স,
আন্তরিকতাহীন সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে,
বিবাহপূর্ব গর্ভধারণ,, বারংবার গর্ভপাত,সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অসুবিধা,.কোনো কাজে ট্রেনিং ও পেশার ক্ষেত্রে বাঁধা,বিভিন্ন পারিবারিক অসুবিধা,এমনকি এই যুতি থাকলে জীবন সঙ্গী বা সঙ্গিনীর অসময়ে মৃত্যু ঘটতে পারে যদি intercaste বিয়ে হয়।
ধর্ম পরিবর্তন,1 জন তার ধর্ম পরিবর্তন করতে পারে(সম্ভবত inter caste বিয়ের ফলে),সমাজ থেকে আলাদা হয়ে যাওয়ার ঘটনা সেটি বিভিন্ন ভাবেও ঘটতে পারে এসব কিছুও কিন্তু এই যোগ থেকে দেখা হয়।।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me:www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180313