• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, March 14th, 2018

Astro Palmist Numerology Center

দগ্ধ গ্ৰহাদী

দগ্ধ গ্ৰহাদী


দগ্ধ গ্রহাদী (COMBUST PLANETS)

যখন 1 টি গ্রহ সূর্যের খুব কাছাকাছি বিচরণ করে তখন সেই গ্রহটি দগ্ধ হয়ে যায়, ইংরেজি তে যাকে আমরা combust planet বলে থাকি । প্রতিটি গ্রহের কিছু নির্দিষ্ট ও নিজস্ব গুন আছে কিন্তু যখন গ্রহটি দগ্ধ হয় তখন গ্রহটি তার নিজস্ব গুণাবলী ও সকরাত্মক গুণগুলি বিনষ্ট হয়ে যায় ,হারিয়ে যায়। . সূর্যের প্রচন্ড তাপের জন্য যে যে গ্রহগুলি সূর্যের নিকটে আসে,তারা নিজেদের .স্বাচ্ছন্দ বোধ করে না এবং ফলস্বরূপ সেই গ্রহ রাগ,হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে থাকে এবং গ্রহটির যে শক্তি সেই শক্তি র ক্ষয় তো হয়েই থাকে এমনকি যে ঘরে গ্রহটি অবস্থান করে সেই ঘরের ক্ষতি করে।

মনে করা যাক 1 টি ব্যক্তি পুড়ে গেছে বা দগ্ধ হয়েছে কোনোভাবে,তাহলে সেই ব্যক্তির কি হতে পারে?

তখন সেই ব্যক্তি ব্যাথা,যন্ত্রনা,রাগ,বিরক্তির অভিব্যক্তি এবং সর্বোপরি শারীরিক ভাবে অসাচ্ছন্দ বোধ করে ।একই রকম ভাবে ঘটে যখন কোনো গ্রহ সূর্যের খুব নিকটে আসে ।
প্রতিটি গ্রহ বিভিন্ন বিভিন্ন ফল দেয় যখন তারা দগ্ধ হয় কারণ তারা জীবনের বিভিন্ন জায়গা কে ইঙ্গিত করে ।
1 টি গ্রহ তখনই দগ্ধ হয় যখন সেটি 1 টি নির্দিষ্ট ডিগ্রি তে সূর্যের কাছে থাকে । এই নির্দিষ্ট ডিগ্রি গুলো হলো ----
চন্দ্র - : 12 ডিগ্রি
মঙ্গল: 17 ডিগ্রি
বুধ: 14 ডিগ্রি – 12 ডিগ্রি যখন বক্রি
বৃহস্পতি: 11 ডিগ্রি
শুক্র : 10 ডিগ্রি যখন মার্গি, 8 ডিগ্রি যখন বক্রি
শনি : 15 ডিগ্রি

দগ্ধ চন্দ্র

চন্দ্র বোঝাই মা কে, আবেগ কে,মন কে,শান্তি কে,সংযোগ কে,মানুষের মনস্তাত্বিক বিষয় কে ।
কিন্তু যখন চন্দ্র দগ্ধ হয়, সেই ব্যক্তি নিস্তেজ, অচেতন ,কুঁড়ে হয়ে ওঠে এবং তাদের ভেতর রাগ এর উদ্রেক হয় কারণ চন্দ্র এর শীতলতা বাষ্পীভূত হয় সূর্যের তাপে । এর ফলে ব্যক্তি নিজেকে অশান্তি অনুভব কিরে নিজের মনে সবসময় ।সুসংগবদ্ধ হতে পারে না । চন্দ্র যেহেতু মা কে ইঙ্গিত করে,তাই মা এর সাথেও খুব কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয় এবং সে অনুভব করে যে হয়তো সে মা এর থেকে সঠিক প্রতিপালন সে পায় না ।তাই সেই ব্যক্তি প্রায়শই বিষণ্ণতা ও নিদারুন যন্ত্রনার অনুভব করে ।

দগ্ধ মঙ্গল

মঙ্গল ইঙ্গিত করে লড়াই এর জন্য শক্তি,, আমাদের অন্তর্নিহিত রাগ, সাহস,বীরত্ব, ইচ্ছাশক্তি,নীতি ,শৃঙ্খলা ইত্যাদি ।
কিন্তু যখন মঙ্গল দগ্ধ হয়, তখন ব্যক্তির মধ্যে অধিক মাত্রা তে আগ্রাসন দেখা যায় ।দগ্ধ মঙ্গল অনুভব করে হতাশা যেন সে যথেষ্ট শক্তিশালী নয়,অদম্য নয়,বলিষ্ঠ নয় । এই ধরণের ব্যক্তি সংবেদনশীল হয়ে থাকে এবং তাদের ভেতর তর্ক প্রবণতা দেখা যায় ।শুধু তাই নয় ,তাদের মধ্যে "জিততেই হবে যেকোনো মূল্যে" এমন ব্যবহার দেখা যেতে পারে ।

দগ্ধ বুধ

বুধ চিহ্নিত করে যোগাযোগ, বিশ্লেষন, এবং মেধা শক্তি কে,শুধু তাই নয় বুধ গ্রহ নমনীয়তা ও যুক্তিপূর্ণ ও বিচার বুদ্ধিসম্পন্ন চিন্তাভাবনারও কারক বলা হয় থাকে । যখন বুধ দগ্ধ হয়, তখন ব্যক্তি ধন্দে পড়ে যায়, মন বিশৃঙ্খল হয়ে ওঠে, দ্বন্দ্বে পড়ে যায় যে কোনটি ঠিক কোনটি বেঠিক ।বিশ্লেষণী ক্ষমতা ও মেধাশক্তি র অভাব ঘটে ,,সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না ।ব্যক্তি খুব কুঁড়ে প্রকৃতির হয়ে থাকে,সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে । যোগাযোগ হীনতা ও ভুলবোঝাবুঝির মতো পরিস্থিতি ঘটে পারে ব্যক্তি ও অন্যান্যদের মধ্যে ।.

দগ্ধ বৃহস্পতি

বৃহস্পতি বোঝায় টাকা পয়সা, অর্থ,ন্যায়পরায়ণতা,বিশ্বাস,জ্ঞান,বিদ্যা,ভাগ্য,উচ্চ শিক্ষা,স্বামী কোনো স্ত্রীর জীবনে,ছেলেমেয়ে,ধার্মিক মনোভাব,ধর্ম ইত্যাদি ।।।
সুতরাং দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে যে কারোর জীবনে ।কারণ বৃহস্পতি অনেক তথা গুরুত্বপূর্ণ জিনিসগুলি কে নিয়ন্ত্রণ করে । যখন বৃহস্পতি দগ্ধ হয় তখন ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশগুলোতে পীড়িত করে । ব্যক্তির মধ্যে হতাশার অনুভব হয় ,তার ভেতর আশার অভাব দেখা যায় । উদ্দেশ্যহীন জীবন ও ব্যক্তি নিজেকে ক্রমশই অযোগ্য ভাবতে শুরু করে বলে মনে হয় । ব্যক্তি নিজের বিশ্বাস এ দৃঢ় থাকে ও উদ্ধত হয় । ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় তার সন্তান বিষয়ে,বিয়ের ব্যাপারে,উচ্চ বিদ্যাতে, এবং অর্থনৈতিক ব্যাপারে ।।

দগ্ধ শুক্র

শুক্র বোঝায় বিলাসিতা,সম্পর্ক,ভালোবাসা,সৌন্দর্য, শৈল্পিক কলা,বাহন, পারস্পরিক শ্রদ্ধা,উপলব্ধি,রসাস্বাধন ইত্যাদি ।এছাড়াও শুক্র বোঝায় বন্ধুভাবাপন্ন মনোভাব,সহজ সরল ভাবে ঘটে যাওয়া জিনিস, ও স্নেহপরায়ন মনোভাব ।।কিন্তু শুক্র যখন দগ্ধ হয়ে যায়, ব্যক্তি নিজেকে মূল্যহীন ভাবে,মনে করে যে সে কোনোরকম ভাবেই সমর্থন এর যোগ্য নয়। যার ফলে ব্যক্তি নিজেকে অসুরক্ষিত মনে করে এবং সে আশা করে অন্যান্যরা তার প্রতি মনোযোগ দিক,যথেষ্ট যত্ন নিক ,শুধু তাই নয়,সে এমন আশা মনের মধ্যে বহন করে যে যাতে অন্য কেউ তাকে মর্যাদা জ্ঞাপন করে । ব্যক্তি মনে করে যে অন্যরা তার প্রতি অশ্রদ্ধাশীল, ভালোবাসার অভাব যেনো সবসময় তাদের ভেতর কাজ করে যা মোটেও সত্য নয় ।সূর্য ও শুক্র এর যুতি একাধিক সম্পর্কের জন্ম দেয় ব্যক্তির জীবনে।সূর্য হলো শক্তির উৎস,কর্তৃত্ব,পেশা আর শুক্র হলো সম্পর্কের গ্রহ ।এই ধরণের মানুষের জীবনে এমন পরিস্থিতি আসে যখন তাদের কে বেছে নিতে হয় পেশা ও সম্পর্কের ভিতর যেকোনো 1 টিকে ।এটি মূলত নির্ভর করে রাশির উপর কোন গ্রহটি অধিক শক্তিশালী । এটা 1 টি বড় কারণ যে ব্যক্তির যেকোনো সম্পর্ক হামেশাই ভেঙে যায় এর ফল এ,এমনকি ব্যক্তি তার অপর ব্যক্তির থেকে দূরেও অনেক সময় চলে যায় ।

দগ্ধ শনি

শনি ইঙ্গিত দেয় পেশা,অফিস এর বস,গঠন,সংস্থান, সমিতি,শ্রমিকদের কাজ,কঠিন কাজ,দায়িত্ব,সরকার ,ন্যায়,বিচার,নিরপেক্ষতা ইত্যাদি ।শনি হলো যেকোনো পেশার মূল গ্রহ,এখন যদি শনি দগ্ধ হয়, তাহলে ব্যক্তির অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় পেশাগত ভাবে,তাদের উপর যেনো কোনো ভার চাপিয়ে দেওয়া হয় দায়িত্বর ব্যাপারে । অফিসের বস অথবা উচ্চপদাধিকারী দের সাথে মনোমালিন্য দেখা যায় ।তাদের মধ্যে এমন মনে হতে পারে যে "তারা যথেষ্ট কাজ করেছে" আর এই মনোভাব যথেষ্ট অসন্তুষ্টির জন্যই হয় ।যার ফলে অসন্তুষ্টি বেশিরভাগ সাধারণ ঘটনা অথবা নিজস্ব ব্যক্তিগত ব্যাপারেও প্রভাব ফেলে । অতিরিক্ত কাজের ফলে তাদের মধ্যে তিক্ততা র জন্ম দেয়। এই অনিচ্ছা বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি কে ঘোড়ালো করে তোলে ।

দগ্ধ রাহু ও কেতু

রাহু ও কেতু কখনো দগ্ধ হয় না বরং তারা সূর্যের শক্তি কে গ্রাস করে যেখানেই তারা সূর্যের সাথে যুতি তৈরি করুক । যার ফলে সূর্য তার গুণাবলী হারিয়ে ফেলে।.

সূর্য ও রাহু

এই সংযুক্তি যদিও ব্যক্তি কে খুব আত্মবিশ্বাসী করে তোলে তবুও ব্যক্তির মধ্যে অজানা ভয় ও চাপ অনুভব সৃষ্টি করে । কারণ সূর্য হলো অহং বা আত্মা আর রাহু হলো ভয় ও কৌতূহল । ব্যক্তি খুব অহংকারী ও স্বার্থপর হয়ে থাকে,তারা মনে করে যে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং তারা অপরকে এর বহিঃপ্রকাশ ঘটাতেও পিছুপা হয় না । পিতার সাথে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয় ।

সূর্য ও কেতু

এই যুতি থাকলে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস এর অভাব দেখা যায়।কারণ কেতু সবসময় চায় পরিপূর্ণতা । এই ধরণের ব্যক্তি যদিও তার ভিতরের আত্মবিশ্বাস সম্বন্ধে ওয়াকিবহাল নয়,কারণ কেতু হলো ছায়া গ্রহ বা লুক্কায়িত গ্রহ ।কিন্তু তারা অবশ্য ভিতর ভিতর আত্মবিশ্বাস থাকে ।। ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me : www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180314