• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, March 27th, 2018

Astro Palmist Numerology Center

শনির সাড়ে-সাতি

শনির সাড়ে-সাতি


★★★ শনির সাড়ে সাতী★★★
--------------------------------------------------------------
জন্মছকে চন্দ্র যে রাশিতে অবস্থান করবে,গোচরে তার আগের রাশিতে শনি যখন এসে উপস্থিত হবে তখন শনির সাড়ে সাতী শুরু হবে।এই আগের রাশিতে শনির অবস্থান(গোচরে),রাশির ওপরে শনির অবস্থান এবং রাশির দ্বিতীয়ে গোচরে শনির অবস্থানকে শনির সাড়ে সাতী বলা হয়। সাড়ে সাত বছরের শনির এই অবস্থানকে সাড়ে সাতী বলা হয়।
জন্মছকে যদি শনি পিড়ীত থাকে তবে এই শনির সাড়ে সাতী অত্যন্ত অশুভ। জীবনে নানা দুর্বিসহ ঘটনা ঘটায়।জন্মছকে শনি শুভ এবং শক্তিশালী হলে সাড়ে সাতিতে কোনো অশুভ প্রভাব দেয় না বরং শুভফল দিয়ে থাকেন।
(১)শনির সাড়ে সাতির প্রথম পর্য্যায়ের ফলঃ-
-------------------------------------------------------
এই সময়ে জাতক,জাতিকাদের গুরুজন ও তাদের বাবা,মা এবং নিকট ব্যক্তিদের জন্য অশুভ ফল প্রদান করেন।মাতা-পিতার বিপওি,গুরুজন হানি,বড় শারীরিক বিপওিতে আক্রান্ত বা দূর্ঘটনা ঘটায়।
(২)শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্য্যায়ের ফলঃ-
---------------------------------------------------------
জাতকের দাম্পত্য জীবনে অশান্তি, শরীর-স্বাস্থ্যহানি, দূর্ঘটনা ও অর্থ ক্ষতি করায়।

(৩)শনির সাড়ে সাতির তৃতীয় পর্য্যায়ের ফলঃ-
---------------------------------------------------------
এই সময়টা অত্যন্ত অশুভ। আগের দুটো পর্য্যায়ের থেকেও এটা ক্ষতিকর।এই সময় সন্তানের ক্ষতি, সন্তানের শরীর স্বাস্থ্যহানী,সন্তান হানি,দাম্পত্য কলহ,মানষিক উদ্বেগ বাড়িয়ে দেয়।প্রচন্ড বদনাম বা অপবাদ দেয়।এই সময় জাতক, জাতিকাদের অনেক সংযমের মধ্যে থাকতে হবে।

জেনে নিন শনির সাড়ে সাতির প্রভাব কোন রাশিতে কখন বেশি থাকে

শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু জন্ম কোষ্ঠীতে তখনই পড়ে যখন কোষ্ঠী দুর্বল হয়। অর্থাৎ জন্ম কোষ্ঠীর সবলতা ও দুর্বলতা অনুযায়ী জাতক বা জাতিকার সাড়ে সাতির প্রভাব পড়ে। কিন্তু বিভিন্ন চন্দ্র রাশির পক্ষে শনির সাড়ে সাতি চলাকালীন কেবল নীচে দেওয়া সময়গুলিতেই খারাপ ফল দেয়।
মেষ- মধ্য আড়াই বছর তুলা- শেষ আড়াই বছর।
বৃষ- প্রথম আড়াই বছর বৃশ্চিক- পরের পাঁচ বছর।
মিথুন- শেষ আড়াই বছর ধনু- পরের পাঁচ বছর।
কর্কট- মধ্য আড়াই বছর মকর- প্রথম আড়াই বছর।
সিংহ- প্রথম আড়ই বছর কুম্ভ- শেষ আড়াই বছর।
কন্যা- প্রথম আড়াই বছর মীন- পরের পাঁচ বছর।
পূর্ণ সাড়ে সাতি চলাকালীন শনি কোনও চন্দ্র রাশির জাতকের উপরে ক্ষতিকারক হয় না। বৃশ্চিক, ধনু ও মীন রাশির জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতি চলাকালীন পাঁচ বছর সমস্যা দেখা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে শনির সাত বছরের মধ্যে মাত্র আড়াই বছর খারাপ ফল দেয়।
কিছু কিছু জ্যোতিষ গ্রন্থে দেখা যায়, শনির সাড়ে সাতিকে জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক মানা হয়েছে। কারণ এই সময়ে অর্থাৎ এই সাড়ে সাতি চলাকালীন জাতক বা জাতিকা নিজের জীবনকে বিচার করার, বিশ্লেষণ করার সুযোগ পায়। শনি সাড়ে সাতির শুরুতে প্রথমে জাতকের মাথায় আরোহণ করে, মধ্যভাগে ধড় এবং শেষে পায়ে নেমে এসে শরীর ত্যাগ করে চলে যায়। সাড়ে সাতির পূর্ণ সময়কে আরও বেশি সঠিক ভাবে বণ্টন করে শনি তার সাড়ে সাতির মোট ৯০ মাস অবধি চলাকালীন কেবল ২৫ মাস অশুভ পরিণাম দেয়। বাকি ৬৫ মাস কিছুটা ঠিক থাকে।
শনির সাড়ে সাতির প্রভাব কমানোর জন্য শনি দেবকে তুষ্ট করুন। নিজের জন্ম ছক ভাল করে বিচার করুন। ‘ওঁ রাং শনৈশ্চরায় নমঃ’ এই মন্ত্রটি ১০০৮ বার সন্ধ‍্যায় নীল পোশাক পরে করবেন।
বা ঔঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ১০০৮ বার প্রত‍্যহ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

.



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180327