• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, March 29th, 2018

Astro Palmist Numerology Center

বৃহস্পতি গ্ৰহ

বৃহস্পতি গ্ৰহ



জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি

আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব

জ্যোতিষ শাস্ত্র জিজ্ঞাসু দের সামনে  এটা সবার কাছে পরিষ্কার প্রত্যেক জাতকের জীবনে প্রভাব স্পষ্ট আমরা দেখতে পায় । বৃহস্পতির প্রভাব অধিকাংশতঃ শুভ হয় । বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই জীবিত । বৃহস্পতির গুরুত্ত্বআকর্ষণ শক্তি এত অধিক যে নিত্য দিন মহাকাশে উল্কা পাত হয় ,বৃহস্পতি তার গুরুত্ব আকর্ষণ শক্তিতে সেই উল্কাদের নিজের বুকে টেনে নেয় ।

পৌরাণিক পরিচয় ঃ বৃহস্পতির মাতা শ্রদ্ধা , শ্রদ্ধা কর্দম ঋষির তৃতীয় কন্যা ।তার বিবাহ অঙ্গিরা ঋষি সাথে হয়েছিল । তার বোন যোগ সিদ্ধা ।

বৈজ্ঞানিক পরিচয় ঃ সৌর মণ্ডলে পৃথিবী থেকে প্রায় ৪৮৫১১৪০০০ মাইল দূরে , কখনও তা ভ্রমণ কালে পৃথিবীর ৩৬৩৫৮৫০০ মাইল কাছে চলে আসে । এর ব্যাস ৯৮৭০০০ মাইল ।

বৃহস্পতি ঃ জন্ম প্ত্রিকা তে যে স্থানে সেই স্থানে ক্ষতি করে । কিন্তূ যে স্থানে দৃষ্টি দেয় সেই ভাবে শুভ ফল বৃদ্ধি করে । বৃহস্পতি যদি লগ্ন ভাবে বসে তাহলে জন্ম কুণ্ডলী তে সমস্ত দোষ দূর করে দিতে পারে ।

বৃহস্পতি  পঞ্চম , সপ্তম , নবম ভাবে পূর্ণ দৃষ্টি থাকে । দ্বিতীয় , পঞ্চম , দশম , একাদশ ভাবের কারকত্ব ।

জ্যোতিষে বৃহস্পতি বাক পটুতা , দেব স্থান , কর্মযোগ , মাঙ্গলিক কাজ , কর্তব্য , বাহন , কীর্তি , প্রতাপ , ধর্ম , শিক্ষা , স্বর্ণ , পুত্র , মন্ত্র , অন্তরজ্ঞান , রাজতন্ত্র , প্রবচন কারী , লেখক , প্রকাশক , রাজ্য সুখ , রাজ কৃপা , সচিব , শারিরিক পুষ্টতা , রত্ন ব্যবসায়ি , ন্যায় বান , শ্রাপ , আধ্যাত্মিকতা , রাজনীতি , উচ্চভিলাস , শিক্ষক , অধ্যাপক , সুসজ্জিত বাহন , সুখদায়ক নিবাস , পুত্র কারক , উকিল , ন্যায়ধিস ।

নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক মহত্মপূর্ণ । এই গ্রহ জাতকের জীবনে শুভতা ও সুখ প্রদানকারী ,বৃহস্পতি কে দেব গুরু বলে । সমস্ত দেবতার পূজনীয় । বৃহস্পতি যদি জন্ম পত্রিকা তে ভাল থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে । বৃহস্পতি ধন ,জ্ঞান , সন্মান , সন্তান ইত্যাদির কারক মনে করা হয় । বৃহস্পতির মূল্যায়ন না করে কোন ফলাদেশ করা সম্ভব নয় । বৃহস্পতি সৌর মণ্ডলে সর্ব বৃহৎ গ্রহ ।

স্কন পুরান অনুসারে প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন , তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরু পদ প্রদান করেছে । বৃহস্পতি কে অগ্নিদেবের অবতার মনে করা হয় । বৃহস্পতি  বলবান হলে জাতক মন্ত্রী পদ প্রাপ্তি হয় । বৃহস্পতি ৫,৭,৯ ভাবে পূর্ণ দৃষ্টি দেয় । কর্কট রাশি তে বৃহস্পতি উচ্চ । বৃহস্পতি কে শুক্রর পর সর্বাধিক শুভ গ্রহ । বৃহস্পতি অশুভ থাকলে জাতককে গোটা জীবন সংঘর্ষময় হয় । এই জাতক পূর্ব জীবনের অশুভ ফল ভোগের জন্য জন্ম নেয় ।

বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বৃষ্টি হয় । বৃহস্পতি লগ্নে বা রাশি প্রভাবিত জাতক তারা তাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাস নিয়ে জাতক কঠোর পরিশ্রম করে । নিঃস্বার্থ ভাবে এরা সমাজ সেবা করে ।

জীব ক্ষেত্রে যদা শনি ক্ষেত্রে যদা জীব ।

স্থান হানি করউ জীবঃ স্থান ব্রিদ্ধি করউ শনি ।।

বৃহস্পতির রাশি তে শনি , ঐ ভাবের বৃদ্ধি করে , ধনু আর মীন রাশিতে শনি বলবান হয় । বৃহস্পতি লগ্নেশ হয়ে অধিকতর শুভফল দায়ক । সমৃদ্ধি ,সম্পত্তি, উন্নতির কারক বৃহস্পতি ।

গোচর ফল ঃ

জন্ম রাশি  মানসিক ভয়

দ্বিতীয়      আর্থিক লাভ

তৃতীয়    ক্লেশ

চতুর্থ     আর্থিক হানি

পঞ্চম  সুখ , আর্থিক লাভ , বিদ্যা , সন্তান

ষষ্ঠ       শোক ,রোগ , শত্রু

সপ্তম    রাজ সন্মান

অষ্টম   মৃত্যু , মৃত্যু তুল্য , কষ্ট , আর্থিক হানি

নবম  সুখ , আর্থিক লাভ ,

দশম  দারিদ্রতা , বচন ভঙ্গ , বানী হানি

একাদশ  আর্থিক লাভ

দ্বাদশ  রোগ , কষ্ট

লগ্নে বৃহস্পতি ০০ জাতক সুন্দর দেহধারী , দীর্ঘায়ু , সমদৃষ্টি তে কাজ , পণ্ডিত , ধৈর্যবান , শ্রেষ্ঠ

দ্বিতীয় ভাবে ০০ জাতক ধনী , ভজন প্রিয় , বাগ্মি , সুন্দর দেহ ও বানী , পরোপকারী , ত্যাগী

তৃতীয় ভাবে ০০ জাতক দুঃখী , লোভী , সদা বিজয়ী , ভাই থেকে পরাজিত , পাপী

চতুর্থ ভাব ০০  সুখ , বুদ্ধি , ভোগ , ধন যুক্ত , শত্রু কে পীড়নকারী

পঞ্চম ভাব ০০০ সুখ , পুত্র , মিত্র সম্পন্ন , পণ্ডিত , ধৈর্যবান , ঐশ্বরজ , সুখি

ষষ্ঠ  ভাব০০ পীড়িত , নির্বল , আলসী , শত্রু বিজয়ী

সপ্তম ভাব ০০ ভাগ্যবান , ইচ্ছিত স্ত্রী , বক্তা , কবি , প্রধান , পণ্ডিত , বিখ্যাত

অষ্টম ভাব ০০ পণ্ডিত , দীর্ঘায়ু ,

নবম ভাব ০০ জাতক পিতৃ ও দেব কাজে লীন , ভাগ্যবান , রাজা , মন্ত্রী , নেতা

দশম ভাব ০০ চতুর , সম্পন্ন , জ্ঞাতা , ধন জন বাহন সম্পন্ন

একাদশ ভাব ০০ দীর্ঘায়ু , ধৈর্যবান , বিদ্বান

দ্বাদশ ভাব ০০ আলসি ,সংসার দ্বেষী ,অস্থির বানী ,  সেবা কাজে বিলীন

জাগতিক ও সনাতন জ্যোতিষ শাস্ত্রে মতে, সমস্ত শুভত্বের কারক গ্রহ হল বৃহস্পতি । জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি কে দেব গুরু ও অমৃতের কারক বলা হয় । বৃহস্পতিই একমাত্র সত্যকে সত্য রুপে উপলব্ধি করার ক্ষমতা দেয় । সাহিত্যিক তার সাহিত্য সাধনায়,  বৈজ্ঞানিক তার বিজ্ঞান সাধনায় , ধর্মবেদ তার ধর্ম কর্মে বৃহস্পতি কৃপা দৃষ্টি না থাকলে সার্থকতা লাভ করতে পারে না । গ্রহ ভাবে হিসাবে বৃহস্পতির কারকতা গুলো হল ধন সম্পত্তি ,ধার্মিকতা , শাস্ত্রজ্ঞান , তত্ত্বজ্ঞান , অধ্যাপনা ,সন্তান , প্রজ্ঞা ,জ্ঞান বুদ্ধি , দেবতা , ব্রাহ্মন , স্বর্ণ , বস্ত্র , প্রভৃতি । দৈহিক কারকতা দিক থেকে বৃহস্পতি দেহের অভ্যন্তরে যে সমস্ত যন্ত্র গুলো বাহ্যিক পদার্থ কে আত্মসাৎ করে দেহ পুষ্ট করে সবই বৃহস্পতি কারকতা মধ্যে পড়ে , তার প্রধান দেহাঙ্গ গুলো হল ফুসফুস ও পরিপাক যন্ত্র বিশেষতঃ যকৃত বা লিভার । কালবলানুসারে বৃহস্পতি দিবাবলি । মহর্ষি পরাশর তার রচিত বৃহৎপরাশরী হোরা শাস্ত্রম এর গ্রহ স্বরুপ বর্ণনাধ্যায়ে আঠাশ নং শ্লোকে বৃহস্পতি প্রভাবিত জাতক জাতিকার স্বরুপ বর্ণনা করে বলেছেন । বৃহৎদ্রাব্য গুরুশ্বৈব পিংলৌ মুধ্রজেন, কাফপ্রকৃতিকো ধীমান , সর্বশাস্ত্রবিশারদ ।।

জ্যোতিষীয় দৃষ্টিকোনের বিচারে বৃহস্পতি ,

দিবাবলী গ্রহ বৃহস্পতি বেদের মতানুসারে দুটো ভিন্ন শব্দের সংযুক্তারথক অর্থবহ । বৃহৎ অর্থ বড় এবং পতি অর্থ হল রক্ষক । তাই সবচেয়ে বড় রক্ষক রুপে গ্রহ কুলে বৃহস্পতি সমহিমায় বিরাজিত । শাস্ত্র অনুসারে কথিত আছে ” স্থানহানি করতী জীবাঃ ” অর্থাৎ বৃহস্পতি যে ভাবে অবস্থান করে সেই ভাবের পক্ষে ক্ষতিকারক কিন্তু যে ভাবে দৃষ্টি প্রদান করে সে ক্ষেত্রে শুভ ফল দেয় । যেমন চতুর্থে লগ্ন অনুসারে বৃহস্পতি জাতক জাতিকা কে দীর্ঘ আয়ু দান করে । জাতক উচ্চতম অধিকারির প্রিয়পাত্র হয় কর্মক্ষেত্রে । গোচরে কেন্দ্র [ লগ্ন ,চতুর্থ , সপ্তম , দশম ভাব ] এ রাশি বা লগ্ন অনুসারে বৃহস্পতির অবস্থান জাতকের জীবনে পরিবর্তন নিয়ে আসে । অপরপক্ষে রাশি বা লগ্ন অনুসারে [ ষষ্ঠ ,অষ্টম ,দ্বাদশ ,ভাবে ] বৃহস্পতি অবস্থান জাতকের জীবনে অশুভ পরিবর্তন নিয়ে আসে সাধারন দৃষ্টিকোন থেকে । মকর , কুম্ভ রাশিতে বৃহস্পতি ভাল ফলদাতা হয় না । বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে ০৫ ডিগ্রি তুঙ্গি আর মকর রাশিতে ০৫ ডিগ্রি তে উত্তরসারা নক্ষত্রে নিচস্থ হয় । বৃহস্পতি মুল ত্রিকোণ ধনু রাশিতে [০১-২০] ।

রাশিচক্রের গতির অনুসারে বৃহস্পতি ।

সৌরজগতে রবি থেকে পঞ্চম এবং সর্ব অপেক্ষা বৃহৎ গ্রহ , রাশি চক্র পরিভ্রমণে ১১/৮৬ বছর লাগে , সাধারন ভাবে বারো বছর লাগে ।  রাতের অন্ধকারে তৃতীয় উজ্জ্বলতম মহাজাগতিক বস্তু বৃহস্পতির গতি তিন প্রকার নৈস্রগিক , বক্র , তীব্র
বৃহস্পতির বর্ণ- হলুদ,সংখ‍্যা- ৩,মিত্র গ্ৰহ-রবি, চন্দ্র, মঙ্গল
শত্রু গ্ৰহ-বুধ,শুক্র
বীজমন্ত্র: ঔঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে


 ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180329