• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, April 8th, 2018

Astro Palmist Numerology Center

দ্বাদশ রাশির বৈশিষ্ট্য ও শুভ গ্ৰহ রত্ন

দ্বাদশ রাশির বৈশিষ্ট্য ও শুভ গ্ৰহ রত্ন


আজ আমি দ্বাদশ রাশির বৈশিষ্ট্য ও শুভ গ্ৰহরত্ন নিয়ে আলোচনা করলাম।
মেষ রাশি (Zodiac Aries)

যে সকল জাতক জাতিকাদের জন্ম ইংরেজি March 21- April 20 অথবা বাংলা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭ তারিখের মধ্যে তাদের মেষ রাশি। মেষ রাশি মঙ্গলগ্রহের জাতক। জয়ের নেশায় প্রাণান্ত লড়াই করা মেষ জাতকের স্বভাব। মেষ জাতক-জাতিকার মধ্যে সাহস, ব্যক্তিত্ব ও তেজস্বী মনোভাবের প্রাবল্য থাকে। মেষ রাশির জন্মকালে মঙ্গল, রবি, বৃহস্পতি ও বুধ অনুকূল থাকলে তা জীবন সংগ্রামে সাফল্য আনতে বিশেষ সহায়তা করে। সব কাজে এরা নেতৃত্ব দিয়ে থাকে। এদের জীবনীশক্তি অত্যধিক।

রং : সবুজ,

শুভ সংখ্যা : ১৯

অধিপতি গ্রহঃ মঙ্গল

শুভ রাশি রত্ন পাথরঃ Red Coral Stone রক্ত প্রবাল পাথর

বৃষ রাশি (Zodiac Taurus)

আপনার জন্ম তারিখ যদি ইংরেজি এপ্রিল ২১ থেকে মে ২১ তারিখ অথবা বাংলা সনের বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৭ এর মধ্যে হয় তাহলে আপনার বৃষ রাশি। বৃষ রাশির মধ্যে রয়েছে এক অনমনীয় দৃঢ়তা অথচ তাদের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা ও আনন্দ উপভোগের অভিলাষও কম নয়। এরা সাধারণত ধীরস্থির, ভদ্র ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। এরা সুশৃঙ্খল এবং আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়। এরা যে কাজে নিযুক্ত হয় সে কাজে সাফল্য লাভের তীব্র ইচ্ছা পোষণ করে। নতুন বছর বছরের আগাগোড়াই স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। অবিবাহিতদের হঠাত্ বিয়ের যোগ, নতুন কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। বিপরীত লিঙ্গের কেউ সুন্দর বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা এ বছর সাফল্যের মুখ দেখবে।

শুভ রং নীলা

শুভ সংখাঃ ৪

অধিপতি গ্রহঃ শুক্র

শুভ রাশি রত্ন পাথরঃ Diamon (হীরা), Zircon (জারকন), Turquoise (ফিরোজা), Emerald (পান্না)

মিথুন রাশি (Zodiac Gemini)

আপনার জন্ম তারিখ যদি ইংরেজি মে মাসের ২২ থেকে জুন মাসের ২১ তারিখ অথবা বাংলা জ্যৈষ্ঠ ৮ থেকে আষাঢ় ৭ এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি মিথুন রাশির জাতক অথবা জাতিকা। মিথুন রাশি বুধ গ্রহের জাতক। বড় রহস্যপূর্ণ এই রাশি। দ্বৈততা এদের চরিত্রে প্রকট। বৈচিত্র্যপ্রিয় এই রাশির পুরুষ জাতকের যেমন রয়েছে দৃঢ়তা, কর্মশক্তি ও উত্পাদন শক্তি, তেমনি জাতিকার রয়েছে নারীসুলভ মমতা, নম্রতা, ভালোবাসা এবং স্নেহ। এদের বুদ্ধি খুব তীক্ষ হয়ে থাকে। সৃজনশীল কাজ, শিল্প-সাহিত্য, সংগীত, নৃত্য এবং অভিনয়ে এদের যোগ্যতা থাকে। এদের মধ্যে উদারতা, পর দুঃখকাতরতা এবং দৈবানুভূতি প্রবল হয়। একই সঙ্গে দুটো কাজে লেগে থাকা মিথুনের আরেকটি স্বভাব। নির্ভীক ও আত্মবিশ্বাসীও এদের চারিত্রিক বৈশিষ্ট্য।

শুভ রং লাল

শুভ সংখাঃ ৭

অধিপতি গ্রহ বুধ

শুভ রাশি রত্ন পাথরঃ Yellow Sapphire Stone (পোখরাজ পাথর) ও Emerald Stone (পান্না পাথর)

কর্কট রাশি (Zodiac Cancer)

ইংরেজি জুন ২২ থেকে জুলাই ২২ তারিখ অথবা বাংলা আষাঢ় ৮ থেকে শ্রাবণ ৭ এর মধ্যে যাদের জন্ম তাদের সকলের কর্কট রাশি। কর্কট চন্দ্রগ্রহের জাতক। এটি জল রাশি এবং এর অর্থ কাঁকড়া। এ রাশির জাতক-জাতিকারা ঘরমুখী, সংবেদনশীল, আত্মকেন্দ্রিক ও খেয়ালি স্বভাবের হয়ে থাকে। এরা অতিরিক্ত কল্পনা ও আবেগপ্রবণ। এরা নিজের মনকে বেশি প্রাধান্য দেয়। আনন্দের নেশা এদের মধ্যে যেমন প্রবল হয়, তেমনি মাঝে মধ্যেই বিষন্নও হয়ে ওঠে। অন্যের জন্য কিছু করলেও প্রতিদানে খুব একটা পায় না তারা। পরোপকারের প্রতি ঝোঁক রয়েছে, সবাইকে আপন করে নিতে চায়। এদের স্মৃতিশক্তি বেশ তীক্ষ্ণ।

শুভ রঙ সাদা

শুভ সংখ্যাঃ ২

অধিপতি গ্রহঃ চন্দ্র

উপকারী রত্নঃ Red Coral Stone (রক্ত প্রবাল পাথর) ও Pearl Stone (মুক্তা পাথর)

সিংহরাশি (Zodiac Leo)

যে সকল জাতক জাতিকারা জুলাই ২৩ থেকে অগাস্ট ২৩০ অথবা বাংলা তারিখ শ্রাবন ৮ থেকে ভাদ্র ৮ এর মধ্যে জন্ম তাদের সিংহ রাশি। এদের মধ্যে রাজকীয় ভাব বিদ্যমান। এদের আভিজাত্যের প্রতি মোহ থাকে। এরা উদার, দৃঢ়সংকল্প এবং নেতৃত্বশক্তির অধিকারী হয়। ঈষৎ গর্বিত, আগ্রহী এবং অন্যদের আকর্ষণ করানোর ক্ষমতা এদের প্রবল। বিশৃঙ্খলা একেবারেই ভালোবাসে না এরা। সবার জন্য নিজের স্নেহপ্রীতি, ভালোবাসা উজাড় করে দেয়। নিজের বিচার-বুদ্ধির ওপর তীব্র আস্থা থাকে, প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়। অনেক সময় প্রতিহিংসাপরায়ণ ও জেদের বশবর্তী হয়ে ট্র্যাজেডির শিকার হয়।

শুভ রং হলুদ।

শুভ সংখ্যা ৮।

অধিপতি গ্রহঃ রবি

শুভ রাশি রত্নঃ Ruby Stone (রত্ন পাথর রুবি)

কন্যা রাশি (Zodiac Virgo)

আপনি যদি ইংরেজি আগস্ট মাসের ২৪ থেকে সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ অথবা বাংলা সনের ভাদ্র ৯ থেকে আশ্বিন ৮ তারিখের মধ্যে জন্ম গ্রহন করে থাকেন তাহলে আপনি কন্যা রাশির জাতক অথবা জাতিকা। কন্যা রাশি বুধ গ্রহের জাতক। যে কন্যা রাশির জাতিকা কুমারী তাকে পবিত্রতার প্রতীক হিসেবে মানা হয়। এ জাতিকা সাধারণত সরলতার কারনের আশেপাশের সকলের মাঝে বিশ্বাসের জন্ম দিতে পারে। পবিত্রতা এবং সরলতা ছাড়াও এ রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে এবং যে কোন কাজের শক্তি তারা এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই পেয়ে থাকে। তবে এদের মাঝে আবেগ দিয়ে কাজ করার প্রবনতা বেশী দেখা যায় বলে এর যে কোন কিছুতে হুট করে অভিমান করে ফেলতে পারে। বাস্তবতার থেকে এরা আবেগকে বেশী গুরুত্ত দেয় বলে এরা কারো কোন খারাপ কথা বা সমালোচনা মেনে নিতে পারেনা। ধরুন কেও একজন সকাল সকাল কোন কন্যা রাশির জাতক বা জাতিকাকে একটু সমালোচনা করেছে। ফলে এই বিষয়টি সারাদিন ঐ মানুষটিকে মানুষিক যন্ত্রণা দেবে। এরা সুন্দর জিনিসটি ভালো বোঝে, ঘুরে বেড়ানো বা ভ্রমন করা এদের পছন্দের।

শুভ রঙ বাদামী
শুভ সংখ্যাঃ ৪

অধিপতি গ্রহঃ বুধ

উপকারী রত্ন পাথরঃ Emerald Stone (রাশি রত্ন পাথর পান্না)

তুলারাশি (Zodiac Libra)

তুলা রাশির জাতক জাতিকারা ইংরেজি সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ থেকে অক্টোবর ২৩ অথবা বাংলা মাসের আশ্বিন ৯ থেকে কার্তিক ৮ তারিখের মধ্যে জন্ম গ্রহন করেছে তাদের সকলের তুলা রাশি (Libra) এ রাশির জাতক-জাতিকার বিচার-বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝার ক্ষমতা প্রবল। এরা ভারসাম্যপূর্ণ, সুহূদয় ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। জাতকের আনন্দের নেশা ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ প্রবল। ভোগবিলাসে এদের সুরুচির প্রকাশ ঘটে থাকে। ন্যায়সঙ্গত মতপ্রকাশে পশ্চাৎপদ হয় না।

শুভ রং হলুদ

শুভ সংখাঃ ৯

অধিপতি গ্রহঃ বুধ ও শুক্র

উপকারী রত্নঃ পান্না পাথর (Emerald Stone) হীরা (Diamond) ও জারকন (Zircon)

বৃশ্চিক রাশি (Zodiac Scorpio)

বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হতে হলে অবশ্যই আপনাকে অক্টোবর মাসের ২৪ তারিখ থেকে নভেম্বর মাসের ২২ তারিখ অথবা বাংলা কার্তিক মাসের ৯ তারিখ থেকে অগ্রহায়ন ৮ এর মধ্যে জন্ম গ্রহন করতে হবে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক, শাসকগ্রহ মঙ্গল। এ রাশির জাতক-জাতিকারা কাজপাগল, ইচ্ছাশক্তি প্রবল, প্রয়োজনে বিদ্যুৎগতিতে সিদ্ধান্ত নিতে পারে। অন্যের দোষ ধরতে পারদর্শী, পান থেকে চুন খসলে তিক্ত কথা শুনিয়ে দিতে পশ্চাৎপদ হয় না। এরা স্বাধীনপ্রিয় ও দূরদর্শী, বহু আগে থেকেই পরিকল্পনা করে একটু একটু করে লক্ষ্যে পৌঁছায়। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দীর্ঘদিন মনের মধ্যে পুষে রাখতে পারে।

শুভ রং লাল

শুভ সংখাঃ ৩

অধিপতি গ্রহঃ মঙ্গল

উপকারী রত্ন পাথরঃ রক্ত প্রবাল পাথর (Red Coral Stone)

ধনু রাশি (Zodiac Sagittarius)

ইংরেজি মাস নভেম্বরের ২৩ তারিখ থেকে ডিসেম্বরের ২১ তারিখ অথবা বাংলা মাস অগ্রহায়ণ ৯ থেকে পৌষ মাসের ৭ তারিখ এর মধ্যে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের ধনু রাশি (Sagittarius) ধনু রাশি বৃহস্পতি গ্রহের জাতক। এরা সত্যবাদী, আবেগী, প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন এবং অন্যায় সহ্য করে না। অন্যরা সহজেই এদের ভুল বোঝে। এরা খুঁটিনাটি বিষয়ের প্রতি বেশি লক্ষ্য করে। অপ্রিয় সত্য কথা বলার জন্য শত্রু সৃষ্টি হয়। লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজে ব্রতী হয়। সমাজসেবায় সুনাম লাভ করে থাকে। গুরু, শিক্ষক ও উপদেষ্টার ভাব প্রবল এদের মধ্যে।

শুভ রং নীল

শুভ সংখ্যাঃ ৯

অধিপতি গ্রহঃ বৃহস্পতি

শুভ রত্ন পাথরঃ Yellow Sapphire Stone (পোখরাজ পাথর)

মকর রাশি (Zodiac Capricon)

যে সকল জাতক জাতিকাদের জন ইংরেজি ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে জানুয়ারি মাসের ২০ তারিখ অথবা বাংলা সনের পৌষ মাসের ৮ তারিখ থেকে মাঘ মাসের ৭ তারিখের মধ্যে জন্ম তারা মকর রাশি (Capricon)। Dec 21-Jan 20) এরা শনিগ্রহের জাতক। ধৈর্য, শ্রম ও কষ্ট সহিষ্ণুতার প্রতীক মকর জাতক-জাতিকা। এদের অন্তর্দৃষ্টি তীক্ষ। প্রায় সর্ব ক্ষেত্রেই এরা যোগ্য দেখাতে পারে। কর্তব্য, প্রেম ও সামাজিকতার ব্যাপারে সাধারণ থেকে একটু স্বতন্ত্র হয়। দায়িত্বজ্ঞান, সময়জ্ঞান ও নিয়মনিষ্ঠা প্রবল হয়ে থাকে।

শুভ রং সাদা

শুভ সংখ্যা ১২

অধিপতি গ্রহঃ শনি

শুভ রত্ন পাথরঃ Blue Sapphire Stone (রত্ন পাথর ইন্দ্র নীলা)

কুম্ভ রাশি (Zodiac Aquarius)

যে মানুষ গুলো ইংরেজি জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ১৮ অথবা বাংলা মাঘ ৮ থেকে ফাল্গুন ৬ তারিখে মধ্যে জন্ম গ্রহন করেন তাদের কুম্ভ রাশির (Aquarius) জাতক অথবা জাতিকা। এরা নিঃস্বার্থ ও পবিত্র হয়ে থাকে। এদের আত্মবিশ্বাস প্রবল হয়। এরা নিষ্ঠাবান, মানবপ্রেমী, সংবেদনশীল, আত্মাভিমানী ও আবদারপ্রিয়। জনপ্রিয় হলেও ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম হয়ে থাকে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই বিশেষভাবে পারদর্শী। অত্যন্ত আরামপ্রিয় ও কিছুটা অবাস্তববাদিতার জন্য সাফল্যে বাধা আসে। ভাবপ্রবণতাকে প্রশ্রয় দিলে এদের জীবন নিরাশপূর্ণ হয়ে উঠতে পারে।

শুভ রঙ সবুজ

শুভ সংখ্যাঃ ৮

অধিপতি গ্রহঃ শনি

উপকারী রত্নঃ Blue Sapphire Stone (ইন্দ্র নীলা পাথর) ও Garnet Stone (গোমেদ পাথর)।

মীনরাশি (Zodiac Pisces)

ইংরেজি মাস ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ তারিখ অথবা বাংলা মাস ফাল্গুন ৭ থেকে চৈত্র ৭ তারিখের মধ্যে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের মীন রাশি। রাশি বলয়ের সর্বশেষ রাশি মীন, গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা তীব্র কৌতূহলী এবং জীবনকে দেখে বিশেষ দৃষ্টিকোণ থেকে। সহানুভূতি ও ক্ষমা এদের বিশেষ গুণ। প্রেম ও ধর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকে। মানুষের মন ও চিন্তাকে সঠিকভাবে বুঝতে পারে।

শুভ রং নীলা

শুভ সংখ্যাঃ ৪

অধিপতি গ্রহঃ বৃহস্পতি

উপকারী রত্ন পাথরঃ Yellow Sapphire (পোখরাজ পাথর)

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180408