• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, April 24th, 2018

Astro Palmist Numerology Center

মা সন্তোষী

মা সন্তোষী

সুপ্রভাত সকল বন্ধুরা
প্রতি শুক্রবার জয় সন্তোষী মা ব্রত পালনের ফল।

ভক্তের মনোকামনা পূর্ণ করে সন্তুষ্টি দেন | তাই তিনি সন্তোষী মা | উত্তর ভারতে তাঁর পুজো খুবই প্রচলিত | বাঙালি ঘরে ঘরেও পূজিতা হন দেবী |

পৌরাণিক মতে তিনি গণেশের কন্যা | গণেশের দুই ছেলে শুভ আর লাভের ইচ্ছে হল বোনের হাতে রাখী পরবেন | কিন্তু গণেশের কোনও কন্যা ছিল না | পুত্রদের মনোবাসনা পূর্ণ করতে এক কন্যার সৃষ্টি করলেন গণেশ |

তাঁর হাতে রাখী পরলেন শুভ আর লাভ | দাদাদের মনের ইচ্ছে পূর্ণ করলেন বলে তাঁর নাম হল সন্তোষী | বাঘের পিঠে আসীন এই দেবী পূজিতা হন দুর্গার অবতার রূপেও |

প্রতি শুক্রবার তাঁর পুজো করা হয় | জয় সন্তোষী মা নামে প্রচলিত এই ব্রত | প্রচলিত বিশ্বাস হল‚ পরপর ষোল সপ্তাহ ধরে এই ব্রত পালন করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় |

পুজোর জন্য লাগবে‚

সন্তোষী মায়ের ছবি
ব্রতকথার বই

ঘট
পানপাতা
ফুল
কর্পূর
ধূপকাঠি
প্রদীপ‚ ঘি বা তেলে পূর্ণ
হলুদ
সিঁদুর
ঘটে রাখার জন্য ফল‚ মূলত নারকোল বা কলা
হলুদ মেশানো আতপ চাল
ছোলা‚ গুড় আর কলা হল প্রসাদ

পুজো পদ্ধতি :

ঘরের এক কোণ পরিষ্কার করে কাঠের আসন পাতুন | প্রতিষ্ঠা করুন দেবী ছবি | নইলে রোজ যেখানে পুজো করেন‚ সেখানেও করা যায় |

শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার বসনে দেবীর সামনে ঘট প্রতিষ্ঠা করুন | ঘটে গঙ্গাজল ‚ বা গঙ্গাজল না পেলে এমনি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন | ঘটের উপর ফল রাখুন | প্রসাদ হিসেবে দিন ছোলা‚ গুড় এবং কলা |
প্রথমে সন্তোষী মায়ের বাবা গণেশ এবং দুই মা ঋদ্ধি ও সিদ্ধির পুজো করুন | তারপর সন্তোষী দেবীর ব্রতকথা পাঠ করুন |

পাঠ শেষে শঙ্খ ও উলুধ্বনি দিন | প্রণাম করে বলুন‚ ‘ জয় সন্তোষী মা !’ এরপর আরতি করুন | শান্তির জল ছিটিয়ে দিন বাড়ির সর্বত্র |

প্রসাদ বিতরণ করে ওই প্রসাদ দিয়েই ভঙ্গ করতে পারেন উপবাস | বা সারাদিনও রাখতে পারেন উপবাস | শুক্রবার সন্তোষী মায়ের আবির্ভাবের দিন বলে ওইদিন এই পুজো পালিত হয় | কোনও তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই | যেকোনও বয়সী নারীপুরুষ এই ব্রত পালন করতে পারেন |

ব্রতপালনের একটাই মূল শর্ত হল‚ যিনি পালন করবেন‚ সেই ব্রতী এদিন টকজাতীয় কিচ্ছু খেতে পারবেন না | প্রসাদেও টক খাবার যেন কিছু না থাকে |

ষোল সপ্তাহ বা চারমাস পরে উদযাপন করতে হয় ব্রত | ওইদিন একইভাবে পুজো করার পরে আটজন বালককে ডেকে ভোজন করাতে হয় | নিজের পরিবারে না থাকলে পরিচিতদের থেকে নিমন্ত্রণ জানানো যায় বালকদের | ভোজনের পরে তাদের বস্ত্র‚ ফল এবং দক্ষিণা দিতে পারেন |

প্রণাম : নমস্তে সন্তোষী মাতারৈ সর্ব দেবাণাং পরমাপ্রিয়ে।যস‍্য ত্রিতেভ‍্য ত্রিপতেন্তু পূর্ণ ব্রম্ভ রুপং স্বয়ং।

আজকের দিনটি কেমন যাবে
( শুক্রবার, ০৫/০১/২০১৮ )

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল) আজ মেষ রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক বলবান হয়ে উঠবে। খুচরা ব্যবসায় ভালো আয়ের যোগ। বিবাহের কথাবার্তায় অগ্রগতি হতে চলেছে। বৈদেশীক যোগাযোগ শুভ। অংশিদারী ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল - ২১ মে) আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কাজ কর্মে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। শরীর হটাৎ খারাপ হতে পারে। কাজের লোকের সাথে কোন কারেনে তর্ক বিতর্ক হবার আশঙ্কা। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। গৃহপালিত প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন) আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। পড়াশোনায় ব্যস্ত হতে পারেন। আজ প্রেমিকার সাথে ঘোরাঘুরি করার সম্ভাবনা। শিল্প সাহিত্যের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। কোনো সংস্কিৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের সাথে বেড়াতে যাওয়ার যোগ দেখা যায়। নিঃসন্তান দম্পতিরা সন্তানের জন্য কোনো চিকিৎসকের স্মরাণাপন্ন হবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই) আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বাড়ীতে বহু আত্মীয় সমাগমের যোগ রয়েছে। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল। গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত আলোচনায় লাভবান হবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। গৃহস্থালী আসবাবপত্র ক্রয়ের সম্ভাবনা প্রবল।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতিবেশীর বাড়ীতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। দূর থেকে ভালো সংবাদ আশা করা যায়। আজ বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। যোগাযোগ বৃদ্ধি পাবে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল থাকবে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা প্রবল। আজ কোনো বিয়ে বা জন্ম দিনে অংশ নিতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। বাণিজ্যিক আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। খাদ্য ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) তুলার জাতক জাতিকার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করতে পারেন। রাজনৈতিক কাজ কর্মে সম্মানীত হবার যোগ প্রবল। শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো পেশাজীবী সঙ্গঠনের সভায় অংশ নিতে পারেন। বিদেশে কর্ম সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল। দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত কারনে ভ্রমনের সম্ভাবনা প্রবল। বৈদেশীক কর্মকান্ডে সফল হবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) আজ ধনু রাশির জাতক জাতিকার বিদেশে ভর্তি সংক্রান্ত ঝামেলার সমাধান করতে পারবেন। বন্ধু ভাগ্য বলবান। কাজ কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজ কর্মে অগ্রগতি আশা করা যায়। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। বকেয়া কিছু টাকা আদায়ের যোগ প্রবল। আর্থিক সঙ্কটের অবশান হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ কোনো সামাজিক বা সাঙ্গঠনিক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে। কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) আজ কুম্ভর জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজকর্ম শুভ। বিদেশে উচ্চ শিক্ষা লাভের সুযোগ চলে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরে কোথাও যেতে পারেন। পিতার সাহায্যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো ব্যক্তিগত কাজে শিক্ষকের সাহায্য পেতে পারেন। ধর্মীয় কোনো ব্যক্তির সাহায্য কাজে আসবে । কোন পরীক্ষায় সফল হতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভুলবুঝাবুঝির কারনে কিছু ঝামেলা হতে পারে। পাওনাদারকে আজ কিছু টাকা পয়সা দিতে হবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের দিনটি ভালো যাবে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ করলে তাতে লোকসানের আশঙ্কা। কোনো বির্তকে নিজেকে জরাবেন না ।
শুভ বর্ণ : হলুদ
শুভ সংখ‍্যা: হলুদ

ACHARYA. KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
E-MAIL ADDRESS : apnbkm.09@gmail.com
FEES RS 1000/

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180424114455