• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, April 24th, 2018

Astro Palmist Numerology Center

কালো ঘোড়ার নাল

কালো ঘোড়ার নাল


ঘোড়ার নাল ও তার উপকারিতা
=================
ঘোড়ার নাল জ্যোতিষ শাস্ত্রে এক গুরুত্ব পূণ ভূমিকা আছে। অশুভ শক্তি নাশে অব্যর্থ । বাধা প্রাপ্ত মানুষকে ঘুরে দাড়াতে সাহায্য করে।
ঘোড়ার নালের ঠিক ঠাক ব্যবহার কি ভাবে করবেন। বাড়িতে নাল রাখলে ঘর ধন-ধান্যে ভরে থাকে। যে বাড়িতে ঘোড়ার নাল থাকে সেখানে কখনও অন্নাভাব হয় না। ঘোরার নাল ব্যবহারে শনি দোষ থেকে মুক্তি পেতে পারেন এই সমস্ত উপায় করলে শনির কৃপার পাশাপাশি লক্ষ্মীও প্রসন্ন হন। অন্নাভাব থেকে বাঁচার উপায় কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে শস্যভাণ্ডার বা এমন জায়গায় রাখুন, যেখানে শস্য থাকে।
দরজায় কী ভাবে নাল লাগাবেন~~~
ঘোড়ার নালকে উল্টো করে অর্থাত্‍‌ এমন ভাবে দরজায় লাগাতে হবে, যাতে এটি ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হয়। দরজায় ঘোড়ার নাল লাগালে কোনও ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে না। কারও কু-দৃষ্টিও বাড়িতে পড়ে না।
‌দেবী-দেবতার কৃপার জন্য ঘোড়ার নালকে সোজা করে দরজায় লাগালে, বাড়িতে দেবী-দেবতাদের আশীর্বাদ থাকে। পরিবেশ পবিত্র থাকে। ব্যবসায় লাভের জন্য ব্যবসার স্থানে ঘোড়ার নাল রাখলে ধন বৃদ্ধি হয়। ব্যবসায়ে লাভ বাড়ে। লক্ষ্মীর প্রসন্নতার জন্য যেখানে টাকা-পয়সা রাখা থাকে, সেখানে কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে রাখুন। এর ফলে ধন বৃদ্ধি হয়। কোষ্ঠিতে শনি অশুভ হলে ছোট ছোট কাজেও বাধা আসে। সেই সমস্ত কাজে সাফল্য অর্জনের জন্যও কঠোর পরিশ্রম করতে হয়। শনির দোষ দূর করার জন্য জ্যোতিষ শাস্ত্রে বেশ কয়েকটি উপায়ের কথা বলা রয়েছে। কালো ঘোড়ার নালের আংটি মধ্যমায় পরলে, শনির অশুভ প্রভাব অনেকটা কম হয়। যে কোনও শনিবারই এই আংটি পরতে পারেন। আংটি পরার একদিন আগে, শুক্রবার রাতে তা দুধে ভিজিয়ে রাখুন। শনিবার সেই আংটিকে পরিষ্কার জলে ধুয়ে নিন। তার পর আংটির পুজো করে শনিমন্ত্র জপ করুন। পুজো শেষ হওয়ার পর মধ্যমায় সেই আংটি পরুন।

KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
WEBSITE:www.apnc.co.in



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180424115441