• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, April 25th, 2018

Astro Palmist Numerology Center

দৈনন্দিন জীবনে পজ্ঞীকার ভূমিকা

দৈনন্দিন জীবনে পজ্ঞীকার ভূমিকা


-: দৈনন্দিন জীবনে পঞ্চাঙ্গ জ‍্যোতিষ / পঞ্জিকার ভূমিকা :-
================================
বার, তিথি, নক্ষত্র,যোগ, করণ- এই পাঁচটিকে একত্রে পঞ্চাঙ্গ জ‍্যোতিষ / পঞ্জিকা বলে। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ কাজে এর গুরুত্ব অপরিসীম।

= বার =
সাধারণভাবে প্রায় সব কাজেই সোম, বুধ, বৃহঃ ও শুক্রবার শুভ। চন্দ্র দুর্বল থাকলে সোমবার অশুভ হবে। যে বারে কাজ করতে হবে সেই বারের অধিপতি গ্ৰহ বলবান হলে ভাল অর্থাৎ বুধবারে বুধ বলবান থাকবে ইত্যাদি।
কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সোম ও শনিবার পূর্বে যাত্রা ভাল নয়, মঙ্গল ও বুধবার উত্তরে যাত্রা অশুভ। শুক্র ও শনিবার পশ্চিমে অশুভ। বৃহস্পতিবার দক্ষিণে অশুভ।
ব‍্যবসার জন্য জিনিষ কেনায় শনিবার চলতে পারে। গরু কেনাতে শুভ। বন্ধকী বা বায়না করাতে মঙ্গল ও শুক্রবার অশুভ। উইল করার ক্ষেত্রে শুক্রবার অশুভ। বাড়ীর জন্য জমি কেনাতে শনিবার চলতে পারে। কৃষি জমি কেনার ক্ষেত্রে সোম ও বুধের সঙ্গে শনিবার চলবে। ফুল বা ফলের গাছ লাগানোর ক্ষেত্রে বৃহস্পতিবার শুভ।

= তিথি =
এই ত্রিশটি তিথির মধ্যে পনেরটি শুক্লপক্ষের অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে পরপর পূর্ণিমা তিথি পর্যন্ত এবং পনেরটি কৃষ্ণপক্ষের অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পরপর অমাবস্যা তিথি পর্যন্ত। সাধারণত এই তিথিগুলোকে তাদের নাম ও সংখ্যা দুটি নিয়মেই দেখানো যেতে পারে। প্রত‍্যেক তিথির একটা শুভ-অশুভ ফল পাওয়া যায়, যেমন-
★মস্তক মুন্ডনে- ২য়া/ ৩য়া/ ৫মী/ ৭মী/ ১০মী/ ১১শী/ ১৩শী তিথি শুভ, ১মা/ ৪থী/ ৬ঠী/ ৮মী/ ৯মী/ ১৪শী এবং পূর্ণিমা, অমাবস্যা অশুভ।
★উপনয়নে শুক্লপক্ষের ২য়া/ ৩য়া/ ৫মী/ ৭মী/ ১০মী/ ১৩শী তিথি এবং কৃষ্ণ পক্ষের ১মা/ ২য়া/ ৩য়া তিথি শুভ। ৪থী/ ৮মী/ ৯মী/ ১১শী/ ১২শী/ ১৪থী/ পূর্ণিমা, অমাবস্যা অশুভ।
★বিবাহের ক্ষেত্রে শুভ শুক্লপক্ষের ২য়া/ ৩য়া/ ৫মী/ ৭মী/ ১০মী/ ১১শী/ ১৩শী/ তিথি। অশুভ কৃষ্ণপক্ষের ১১শী থেকে অমাবস্যা ও ৮মী/ ৬ঠী/ ১মা/ ৪থী/ ৯মী তিথি।
★নতুন বস্ত্র পরিধানে ৪থী/ ৯মী/ ১৪শী/ অমাবস্যা অশুভ।
★দাঁড়ি বা চুল কাটায় ৪থী/ ৬ঠী/ ১৪শী/ পূর্ণিমা/ অমাবস্যা অশুভ।
★নখ কাটায় ৮মী/ ৯মী/ ১৪শী/ পূর্ণিমা/ অমাবস্যা অশুভ।
★শিক্ষা আরম্ভে ২য়া/ ৩য়া/ ৫মী/ ৬ঠী/ ১০মী/ ১১শী তিথি শুভ, ৪থী/ ৮মী/ ৯মী/ ১৪শী/ পূর্ণিমা/ অমাবস্যা অশুভ।
★বাড়ী তৈরীতে ৯মী বাদে সমস্ত বিজোড় তিথি শুভ। জোড়ের মধ্যে ২য়া/ ৬ঠী/ ১০মী শুভ।
★গৃহপ্রবেশ কৃষ্ণপক্ষের ১মা/ ২য়া/ ৩য়া/ ৫মী/ ৭মী/ ১০মী/ ১১শী শুভ।
★জমি কেনাতে ৪থী/ ৯মী/ ১৪শী অশুভ।
★বাড়ী কেনায় ১মা/ ৬ঠী/ ১১শী শুভ।
★কৃষি জমি কেনায় ৪থী/ ৯মী/ ১৪শী অশুভ।
★ফসল কাটার জন্য ৪থী/ ৮মী/ ৯মী/ ১১শী/ ১২শী/ ১৪শী/ অমাবস্যা অশুভ।
★ভ্রমণে ২য়া/ ৩য়া/ ৫মী/ ৭মী/ ১০মী/ ১১শী/ ১৩শী/ ১৪শী/ পূর্ণিমা/ অমাবস্যা অশুভ।

= নক্ষত্র =
নক্ষত্রের সংখ্যা সাতাশ (২৭) টি। তার মধ্যে সাধারণত ভরণী, কৃত্তিকা, আদ্রা, অশ্লেষা, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ, পূর্বফাল্গুনী, বিশাখা, জ‍্যেষ্ঠা নক্ষত্র শুভ কাজে বর্জনীয়। এর মধ্যে ভরনী বা কৃত্তিকা অবশ্যই বর্জনীয়।
◆অন্নপ্রাশনে শুভ নক্ষত্র- অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, ধনিষ্ঠা, পুষ‍্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবনা, শতভিষা, চিত্রা, উত্তর ফাল্গুনী।
◆মস্তক মুন্ডনের ক্ষেত্রে- পুনর্বসু, মৃগশিরা, ধনিষ্ঠা, শ্রবনা, রেবতী, পুষ‍্যা, চিত্রা, হস্তা, অশ্বিনী শুভ।
◆হাতে খড়িতে- অশ্বিনী, পুনর্বসু, আদ্রা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবনা, রেবতী শুভ।
◆উপনয়নে- অনুরাধা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবনা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রেবতী, রোহিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ‍্যা শুভ।
◆বিবাহের ক্ষেত্রে- রোহিনী, মৃগশিরা, মঘা, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, রেবতী শুভ।
◆নতুন বস্ত্র পরিধানে- অশ্বিনী, রোহিনী, পুনর্বসু, পুষ‍্যা, চিত্রা, স্বাতী, বিশাখা, ধনিষ্ঠা, রেবতী শুভ।
◆দাঁড়ি কাটায়- পুষ‍্যা, পুনর্বসু, রেবতী, হস্তা, শ্রবনা, ধনিষ্ঠা, মৃগশিরা, অশ্বিনী, চিত্রা, জ‍্যেষ্ঠা, স্বাতী, শতভিষা শুভ।
◆ব‍্যবসার জন্য কেনাকাটা- পুষ‍্যা নক্ষত্র সবচেয়ে ভালো।
◆বাসস্থান পরিবর্তনে- হস্তা, মৃগশিরা, অনুরাধা খুব ভালো। নিজের জন্ম নক্ষত্র অশুভ।
◆উইল বানাতে- পুষ‍্যা নক্ষত্র শুভ।
◆বাড়ী তৈরী, ভিত্তি স্থাপনের জন্য রোহনী, মৃগশিরা, চিত্রা, হস্তা, জ‍্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবনা, শুভ।
◆দরজার ফ্রেম বসানোর জন্য শুভ হচ্ছে রোহিনী, মৃগশিরা, চিত্রা, অনুরাধা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রেবতী।
◆কুয়ো খোঁড়াতে- রেবতী, উত্তর ভাদ্রপদ, হস্তা, অনুরাধা, মঘা, শ্রবনা, রোহিনী, পুষ‍্যা শুভ।
◆গৃহপ্রবেশে- রোহিনী, মৃগশিরা, উত্তরাষাঢ়া, চিত্রা, উত্তর ভাদ্রপদ শুভ।
◆জমি কেনায়- অশ্বিনী, রোহিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ‍্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবনা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ শুভ।
◆বাড়ী কেনার জন্য- মৃগশিরা, অশ্লেষা, মঘা, বিশাখা, মূলা, পুনর্বসু, রেবতী শুভ।
◆গাছ লাগানোর ক্ষেত্রে- বীজ পুঁততে হবে হস্তা, চিত্রা, স্বাতী, মঘা, পুষ‍্যা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিনী, রেবতী, মূলা ও অনুরাধা নক্ষত্রে। ফুল গাছের বীজ পুঁততে- মৃগশিরা, পুনর্বসু, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, রেবতী শুভ। এছাড়া অশ্বিনী - সুপারীর শুভ; পুনর্বসু - আখের শুভ; পুষ‍্যা - শষ‍্যের শুভ; স্বাতী, শ্রবনা - ধানের শুভ; অনুরাধা - তিলের শুভ; মূলা - লতানো গাছের শুভ; শতভিষা - কালো দানার জন্য ভালো।
◆ভ্রমণে শুভ নক্ষত্র- অশ্বিনী, মৃগশিরা, পুষ‍্যা, পুনর্বসু, হস্তা, অনুরাধা, শ্রবনা, মূলা, ধনিষ্ঠা, রেবতী। এবং ভরনী ও কৃত্তিকা চরম অশুভ।
◆মামলা ফাইল করার জন্য- অশ্বিনী, রোহিনী, মৃগশিরা, পুষ‍্যা, হস্তা, চিত্রা, অনুরাধা, ধনিষ্ঠা, রেবতী শুভ।

= যোগ =
যোগ সাতাশটি। সংখ্যা এবং ক্রমানুসারে তাদের বিভিন্ন নাম। এদের মধ্যে বিষকুম্ভ, পরিঘ, ব‍্যতিপাত, বজ্র, ব‍্যাঘাত, বৈধৃতি, শূল, গন্ড, অতিগন্ড, শুভ কাজে বর্জনীয়।
বিবাহে বর্জনীয় - ব‍্যতিপাত, ধ্রুব, গন্ড, বজ্র, শূল, বিষকুম্ভ, অতিগন্ড, ব‍্যাঘাত, পরিঘ।

= করণ =
করণ এগারোটি, এই এগারোটির মধ্যে সাতটি চর করণ এবং বাকি চারটিকে ধ্রুব করণ বলা হয়। এই ধ্রুব করণের মধ্যে শকুনি, চতুষ্পদ, নাগ, কিন্তুঘ্ন সব কাজেই অশুভ। আর চর করণের মধ্যে ববকরণ শুভ, স্থায়ী কাজে উত্তম। তৈতিল করণ বিবাহে শুভ এবং বিষ্টি করণ অত‍্যন্ত অশুভ, সব শুভ কাজেই বর্জনীয়, তবে নিষ্ঠুর কাজে শুভ।

এবার দেখা যাক উপরোক্ত পঞ্চাঙ্গের একত্রে কিছু শুভ বা অশুভ ফল, যেমন -

= তিথি ও বারের সংযোগ =
রবিবারে দ্বাদশী, সোমবারে একাদশী, বুধবারে দশমী, বৃহস্পতিবারে নবমী, শুক্রবারে অষ্টমী - কোন শুভ কাজে ভাল নয়।

= বার ও নক্ষত্রের সংযোগ =
●রবিবার- মঘা, ভরণী, ধনিষ্ঠা, অনুরাধা, মৃগশিরা, কৃত্তিকা, বিশাখা, অশ্বিনী, জ‍্যেষ্ঠা অশুভ।
●সোমবার- পুষ‍্যা, পূর্বাষাঢ়া, মঘা, বিশাখা, চিত্রা, অনুরাধা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ অশুভ।
●মঙ্গলবার- অশ্লেষা, আদ্রা, বিশাখা, জ‍্যেষ্ঠা, রেবতী, পূর্বাষাঢ়া অশুভ।
●বুধবার- মূলা, ভরণী, রেবতী, বিশাখা, পূর্বভাদ্রপদ অশুভ।
●বৃহস্পতিবার- শতভিষা, রোহিনী, কৃত্তিকা, চিত্রা, মৃগশিরা, আদ্রা অশুভ।
●শুক্রবার- স্বাতী, রোহিনী, ভরণী, বিশাখা, চিত্রা, ধনিষ্ঠা, পুষ‍্যা, অশ্লেষা, মঘা অশুভ।
●শনিবার- হস্তা, পুষ‍্যা, পুনর্বসু, চিত্রা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবনা, রেবতী অশুভ।

= তিথি ও নক্ষত্র যোগ =
দশমীতে রোহিনী, ত্রয়োদশীতে উত্তর ফাল্গুনী, প্রতিপদে পূর্বাষাঢ়া, দ্বাদশীতে অশ্লেষা, পঞ্চমীতে কৃত্তিকা, অষ্টমীতে পূর্বভাদ্রপদ অশুভ।

= তিথি, বার ও নক্ষত্র যোগ =
রবি, শনি ও মঙ্গলবার যখন দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী তিথি এবং নক্ষত্র থাকবে বিশাখা, উত্তর ফাল্গুনী, পূর্বভাদ্রপদ, পুনর্বসু, কৃত্তিকা বা উত্তরাষাঢ়া - তখন একে ত্রিপুষ্কর যোগ বলে, এটি অত‍্যন্ত অশুভ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180425084727