• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, May 2nd, 2018

Astro Palmist Numerology Center

শনির নিজের ঘর মকর-কুম্ভতে প্রভাব

শনির নিজের ঘর মকর-কুম্ভতে প্রভাব

শুভ অপরান্থ
শনি গ্রহের নিজের ঘর মকর এবং কুম্ভ রাশি তে তার প্রভাব
=============================

নয় গ্রহের মধ্যে যে গ্রহটি পাপ পুন্যের দন্ডদাতা, ন্যায়ের দন্ডদাতা, ভাগ্যের দন্ডদাতা আর "ঘাড়ত্যাড়া" গ্রহ হিসেবে বিশেষ পরিচিত তিনি হচ্ছেন শনি গ্রহ। শনি গ্রহের নাম শুনলে সবাই ভয়ে আতকে উঠে। এটা ঠিক যে শনি জীবনে কষ্ট, বেদনা, দুঃখ বেশি দেয় কিন্তু একটা সময়ে গিয়ে শনি সবকিছু শুভ ফল দিয়ে দেয়। শনি দর্শনের কারক গ্রহ। শনি প্রসন্ন থাকলে আর বাকি সব গ্রহ যদি খারাপ ও থাকে তারপরেও শনির সুপ্রভাবে মানুষ সবার উপরে উঠতেই থাকে। শনি এমনই এক গ্রহ। যাকে দেয় তাকে দিতেই থাকে আর যাকে দেয় না তার দিকে ফিরেও তাকায় না।
* জন্মছকে শনি খারাপ থাকলে হাড়, দাঁত, চুল, বাত, টি.বি, পক্ষাঘাত, স্নায়ুর দুর্বলতা, অসাড়তা, প্লীহা ইত্যাদি নানা ধরনের শারিরিক সমস্যা দেখা দেয়।
* শনির প্রতিকার হিসাবে শাস্ত্রে নিলা ব্যবহারের কথা বলা হয়েছে, নিলা বিভিন্ন রকমের হয়ে থাকে। নিলার পরিবর্তে নিল এমিথিস্ট, নিল টোপাজ, এলিট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে.
শনির নিজস্ব দুটি রাশি রয়েছে। মকর এবং কুম্ভ। দুটিই ঋণাত্মক রাশি। এই দুই রাশির উপরেই শনির প্রভাব স্পষ্ট পড়ে। তাই এই দুই রাশির কপাল যে এত সুপ্রসন্ন হয় না তা বেশ ভালভাবেই বোঝা যায়।
.
মকর শনির প্রথম ক্ষেত্র। অত্যন্ত আদরের ক্ষেত্র এই রাশি শনির। এতই আদরের যে মনে হয় দুনিয়ার সকল দুঃখ কষ্ট এই রাশির উপরেই ঢেলে দিয়েছেন তিনি। মকর রাশির মানুষেরা বাস্তববাদী হয় খুব। আকাশ কুসুম স্বপ্ন এই রাশির মানুষ দেখে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুক অনুযায়ীই এরা স্বপ্ন দেখে। জীবনে ঘাত প্রতিঘাত, সংগ্রামের মধ্য দিয়ে এদের জীবন চলে। জীবনে কোন কিছুই সহজে এরা পায় না। অনেক কষ্ট করে সেটা লাভ করতে হয়। বাচাল স্বভাবের হয় এরা। কথা একটু বেশি বলে। আত্মবিশ্বাস থাকে নিজের প্রতি খুব। এদের একটি বড় গুন হচ্ছে যতই বাধা বিপত্তি, ঝুট, ঝামেলা আসুক না কেন এদের আত্মবিশ্বাস কমে না সহজে। জেদ এই রাশির মানুষের বেশি। সেটা অবশ্য কোন খারাপ জেদ না। নিজের ক্যারিয়ারে, নিজের জীবনের উন্নতি নিয়ে এদের জেদ থাকে। এটা অবশ্যই ভাল জেদ। বেরসিক স্বভাবের হয় এরা। ঠাট্টা, মজা, তামাসা কম বোঝে। সবক্ষেত্রেই সিরিয়াস হয়ে যায় সহজে। যেখানে প্রতিযোগিতা বেশি সেখানে এদের আকর্ষন বেশি থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা প্রতিযোগিতা করে, লড়াই করে কোন কিছু লাভ করতে এরা বেশি ভালবাসে। এরা কিছুটা আবেগীও বটে। শনির স্ব ক্ষেত্র হওয়ায় এদের জীবনে ভাগ্য নির্ধারিত হয় বয়স বৃদ্ধির সাথে নিজের পরিশ্রমের উপরে। এটিই একমাত্র রাশি যে রাশি পরিশ্রম ছাড়া কোন কিছুই জুটাতে পারে না। অন্যান্য রাশির মানুষ তাও সুযোগ পায় কিছুটা কিন্তু এই মকর এমনই এক কপাল পোড়া রাশি এদের জীবনে সুযোগ আসেই না বরং সুযোগ এদের বানিয়ে নিতে হয়। এই রাশির মানুষের না পাওয়ার জ্বালা বেশি। জন্মানোর পর থেকে শুধু কষ্ট আর বাধার মধ্য দিয়ে এদের জীবন চলে। বিরহে কাটে এদের জীবন। এরা খুব স্বাধীনচেতা মনের মানুষ। নিজের একটা যে আলাদা জগত আছে সেটাকে তারা খুব সম্মান করে থাকে। পারিবারিক জীবন এদের সুখের হয় না। প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের উপরেই পরিবারের দায়িত্ব চলে আসে। জীবনকে উপভোগ করার সামান্য সময়টুকুও এদের কপালে থাকে না।
প্রেম, ভালবাসা, দাম্পত্য জীবন ৩টার একটাও এদের সুখের হয় না। প্রেম হলে সেটা কোন না কোন কারনে ভেঙে যাবেই। দাম্পত্য জীবনেও এদের সুখ কম। শনির দৃষ্টি থাকায় এদের বিবাহ দেরিতে হয়। অনেকের আবার হয়ই না বিবাহ।
৩২ বছরের আগে ভাগ্য এদের বিশেষ ভাল হয় না। ৩৮ বছর বয়স থেকে উন্নতি করা শুরু করে এরা। বিদ্যা স্থান মোটামুটি। বন্ধু বান্ধব মোটামুটি।
.
শনির আরেক টি ক্ষেত্র হচ্ছে কুম্ভ রাশি। তবে এটি শনির স্ব ক্ষেত্র নয়। কুম্ভের উপর নেপচুনেরও প্রভাব থাকে। অর্ধেক নেপচুন আর অর্ধেক শনি দ্বারা চালিত এই রাশি। তাই মকর রাশির মতন এত কষ্ট এদের সইতে হয় না।
কুম্ভ রাশির মানুষেরা সেরা অলস। এদের প্রিয় স্থান বিছানা নয়তো কোন বসার স্থান। এরা যে ঘন্টার পরে ঘন্টা অলসভাবে কিভাবে সময় কাটাতে পারে সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরা খুব কল্পনাপ্রবণ মানুষ। গুরুগম্ভীর স্বভাবের। প্রয়োজন ব্যতীত কথা বলতে এরা তেমন ভালবাসে না। খুব বিশ্বস্ত মনের মানুষ হয় এরা। নীতিপরায়ন হয়। কাউকে ঠকানো বা কারো সাথে ছলনা করা এরা মোটেই ভালবাসে না। কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবের হয় এরা। এরা ধার্মিক মনের হয় না তেমন ধর্মভীরু হয়। উপরে যে একজন আছেন এই বিশ্বাস তাদের আছে। কাজের ব্যাপারে খুব সৎ। তবে কোন কাজই সুন্দর ভাবে করতে পারে না। আধা খ্যাচড়া ভাবে কোন কাজ করে রাখা এদের বাজে স্বভাব। এরা আবার নেতৃত্ব প্রিয় হয় না তেমন। বরং এরা কারো অধীনে থেকেই কাজ করতে পছন্দ করে। কেননা এরা নিজের থেকে কোনকিছু করতে পারে না হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি না কেউ এদের গাইড করে। এদের একটি বাজে স্বভাব হচ্ছে এদের সাথে যদি কারো অনেক ভাল সম্পর্ক থাকে তাহলে তার সাথে যদি সামান্য একটু ভুল বোঝাবুঝি হয় এরা সম্পর্কই রাখে না। এই কারনে এদের জীবনে বন্ধু বান্ধব কম থাকে। হাতে গোনা দু একজন ছাড়া আর কারো সাথেই এরা বন্ধুত্ব করতে পারে না। কুম্ভ রাশির মানুষের জীবনে অপ্রত্যাশিত ঘটনা বেশি ঘটে। এমন সব ঘটনা ঘটে যেটা তার কল্পনার বাইরে।
এদের বিচার ক্ষমতা খুব ভাল। এরা এত রোমান্টিক হয় না। আর হলেও প্রকাশ করতে পারে না। কেননা এদের উপস্থাপনা করার কৌশল ভাল হয় না। প্রেম যোগ মোটামুটি শুভ। বিবাহ যোগ মোটামুটি। বিদ্যাস্থান এত শুভ হয় না। অধিক কল্পনাপ্রবন আর অলসতার কারনে।
২৮ বছর বয়স থেকে সুযোগ আসে ভাল। সেখানেও যদি অলসতামি করে তাহলে দুঃখ ছাড়া কপালে আর কিছুই থাকবে না।
শনির ইষ্টদেবী দক্ষীনা কালী।
শনির বর্ণ নীল, সংখ্যা ৮,মিত্র গ্ৰহ শুক্র, শত্রু গ্ৰহ রবি
বীজমন্ত্র: ঔঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ।
KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
, WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
E-MAIL ADDRESS: apnbkm.09@gmail.com

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks
Website:www.apnc.co.in



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180502110656