• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, May 3rd, 2018

Astro Palmist Numerology Center

দক্ষীনা বর্ত শঙ্খ

দক্ষীনা বর্ত শঙ্খ


শ্রীবৃদ্ধিতে দক্ষিণাবর্ত শঙ্খ

ভগবান বিষ্ণুর চার হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই শঙ্খ বিজয়ের প্রতীক, ধনের প্রতীক, অভিষ্ট লাভের এবং মঙ্গলের প্রতীক। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে পঞ্চ পাণ্ডবগণ এবং শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন। বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ যুগ্ম ভাবে লক্ষ্মী–নারায়ণের কৃপাধন্য। এই শঙ্খ বাদ্যশঙ্খ হিসাবে ব্যবহার হয় না। চমৎকারী দৈববস্তু হিসাবে এর ব্যবহার হয়। একদম ছোট আকার থেকে কয়েক কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এই শঙ্খ। যে কোনও পূর্ণিমা তিথিতে এই শঙ্খ স্থাপন করতে হয়। এই শঙ্খের জল গোহত্যা, শিশুহত্যার মতো পাপ থেকে মুক্তি দেয়। অর্থকষ্ট লাঘবে, বাস্তুশুদ্ধিতে ও মরণাপন্ন রোগীকে শান্তিদানে এর ব্যবহার হয়ে থাকে। অনেক বাড়ি ভুল ভাবে তৈরী হওয়ায় ফলে বাস্তুদোষ থাকে। এই বাস্তুদোষ কাটাতে দক্ষিণাবর্ত শঙ্খ খুব উপকারী। গৃহদোষ, বাস্তুদোষ এই ধরনের অনর্থ থেকে মুক্তি পেতে দক্ষিণাবর্ত শঙ্খ অপরিহার্য। এই শঙ্খের জল আঙুলে নিয়ে গৃহের প্রতিটি দেওয়ালে বা দরজার উপরে ছিটিয়ে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন।
অর্থ কষ্ট দূর করতে শঙ্খের স্থাপন প্রক্রিয়া
এই শঙ্খ স্থাপনের জন্য পঞ্চামৃত বিশেষ প্রয়োজন। প্রথমে শঙ্খটিকে পঞ্চামৃত দিয়ে তাম্রপাত্রে লাল কাপড় বিছিয়ে শঙ্খটিকে রেখে তাতে আতপ চাল দিন।চালের মধ্যে একটি গোটা সুপারি ও একটি লক্ষ্মী গণেশ মুদ্রা রাখুন। এবার এই মন্ত্রটি উচ্চারণে শঙ্খের প্রাণ প্রতিষ্ঠা করুন (হরি ওঁ হরি ওঁ হরি ওঁ)। সাধ্যমত নৈবেদ্য, মিষ্টান্ন, ঘৃত, প্রদীপ, ধূপ, কর্পূর দিয়ে আরতি করে পূজা করুন। শঙ্খে একটি লাল পদ্ম অর্পণ করুন। তারপর বাড়ির ঠাকুরের স্থানে এটিকে রেখে পুজো করুনl

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me MINDSUTRA .COM
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180503093042