• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, May 8th, 2018

Astro Palmist Numerology Center

কুন্ডলী তে কিছু অশুভ যোগ

কুন্ডলী তে কিছু অশুভ যোগ

সুপ্রভাত
জন্ম কুন্ডলীতে কয়েকটি অশভ যোগ
১)পাপকর্ওারি যোগ
-----------------------------------------------
সনাতন জ্যোতিষ অনুযায়ী শনি,মঙ্গল,রাহু এবং কেতু-এই চারটি গ্রহকে পাপ গ্রহ বলা হয়ে থাকে।

জন্মছকে যদি কোনো গ্রহের দুই পাশে পাপ গ্রহ অবস্থান করে তাহলে পাপকর্ওারি যোগ উৎপন্ন হয়। এটি একটি খুবই অশুভ যোগ।
এই যোগের ফলে যে ভাবের দুই পাশে পাপ গ্রহ দুটি অবস্থান করবে সেই ভাবের কারকতা অনুযায়ী এবং যে গ্রহটি বসে থাকবে তার কারকতা অনুযায়ী অশুভ ফল প্রদান করবে।

প্রতিকারঃ-
-------------
ক)ভগবান নারায়নের গায়এী মন্ত্র নিয়মিত জপ করতে হবে।
খ)যে গ্রহটি পাপকর্ওারি যোগের মাঝে থাকবে তার নিয়মিত বীজমন্ত্র জপ করতে হবে।
গ)লালকিতাব অনুযায়ী ব্রাম্ভনকে দান দেওয়া এবং গ্রহনের সময়ে গঙ্গাস্নান করতে হবে।
ঘ)মহামৃত্যুঞ্জয় কবচ ধারন করতে হবে।

২)অর্থনাশ যোগ
----------------------------------------
মঙ্গল যদি জন্মছকে ষষ্ঠ,অষ্টম, কিংবা দ্বাদশে অবস্থান করে এবং লগ্নপতি বা দ্বিতীয় পতি যদি যদি নীচস্থ হয় তবে সেই জাতক বা জাতিকার সারাজীবন ঋণগ্রস্ত হয়ে থাকে এবং ঋণ নিয়েও পরিশোধ করতে পারে না।
প্রতিকারঃ-
-----------
মঙ্গলের বীজমন্ত্র জপ করতে হবে।লাল কিতাব অনুযায়ী সকলকে নিজের সাধ্যমতো মিষ্টি প্রদান করতে হবে।বিধবা নারীদের যথাসম্ভব সাহায্য করতে হবে।ধনদা কবচ ধারন করতে হবে।এর সাথে অবশ্যই উচিত খুব বেশী প্রয়োজন ব্যতীত ঋণ না করা।
ওঁ হূং শ্রীং মঙ্গলায় ১০৮ বার প্রত‍্যহ স্নান করে।

৩) অনপত‍্যযোগ ( নিঃসন্তান)
যদি বৃহস্পতি,লগ্নপতি,সপ্তমপতি এবং পঞ্চমপতি দুর্বল হয় ,তবে অনপত‍্যযোগ সূচিত হয়।
ফলাফল
এরূপ জাতক- জাতিকার কোনো সন্তানাদি হবে না।
মন্তব‍্য:
কিন্তূ জন্মকুন্ডলীতে বৃহস্পতি,ও ৫ম পতি জাতক বা জাতিকার বলবান হলে ১টি বা ২টি সন্তান হতে পারে।
কিন্তূ স্বামি ও স্ত্রীর উভয়ের জন্মকুন্ডলীতে যদি বৃহস্পতি,লগ্নপতি,৭মপতি ও৫ম পতি দূর্বল হয় -
তবে এরপ দম্পতির কোনো সন্তান হবে না ।
kush mukherjee
rampurhat chaklamath birbhum
whatsapp no 9233172388
booking no 7001608953
@astropalmist1



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180508075427