• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, May 9th, 2018

Astro Palmist Numerology Center

রাশির প্রকারভেদ

রাশির প্রকারভেদ

১২ টি রাশিকে মোট চার ভাগে ভাগ করা হয়। যথা, আগুন রাশি, মাটি রাশি, বায়ু রাশি এবং জল রাশি। প্রতিটা ভাগে তিনটি করে রাশি রয়েছে।

১. আগুন রাশি- মেষ, সিংহ এবং ধনু এই তিনটি রাশি হল আগুন রাশি। আগুন রাশি হওয়ার কারনে এই তিন রাশির মানুষেরা বেশ উষ্ণ। হুট হাট রেগে যান। নিজের প্রতি সম্মান এদের বেশি। এরা সবসময় সবার উপরে উঠতে চায়। সব কাজে নেতৃত্ব এবং পরিচালনা করার মতন ইচ্ছা শক্তি, সাহস এবং ক্ষমতা এই তিন রাশির মানুষের মধ্যে বিদ্যমান। আগুনের সাথে আগুনের বনিবনা হয় বেশি। ফলে মেষের সাথে সিংহ অথবা ধনু, আবার সিংহের সাথে মেষ অথবা ধনু এবং ধনুর সাথে মেষ বা সিংহের সম্পর্ক খুব ভাল হয়। বন্ধুত্ব হয়। আগুন রাশির মানুষেরা প্যাচ গোছ হীন। এরা Straightforward, Egoistic স্বভাবের। আগুন রাশির মানুষদের অভিমান বড্ড বেশি থাকে। বিশেষ করে আগুন রাশি মেষ আর সিংহের অভিমান বেশি। ধনুর অভিমান তুলনামূলক কম থাকে। আগুন রাশির মানুষেরা সবসময় তেজী স্বভাবের হয় খুব। নিজের প্রতি আত্মবিশ্বাস এদের বেশি থাকে খুব। ফলে কোন কিছুকে এরা অনায়েশেই জয় করতে পারে। এদের নিজের প্রতি সম্মান বেশি থাকায় এরা কারো কাছে হাত পাতা, কারো গোলামী খাটা বা কারো অধীনে থাকতে পারে না। এরা স্বাধীনচেতা। এরা কটু সত্য কথা বলে বিধায় মানুষ এদের অনেকসময়ই অপছন্দ করে থাকে। তবে আগুন রাশির মানুষের সবথেকে বড় গুনটি হচ্ছে এরা খুব ক্ষমাশীল। সহজেই মানুষকে ক্ষমা করে দিয়ে আরেকবার সুযোগ দেয়।

২. মাটি রাশির ভাগে রয়েছে তিনটি রাশি। বৃষ, কন্যা এবং মকর। প্রত্যেক ভাগের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য গুলো সেই ভাগের রাশিদের ভিতরে Common থাকে। বাকি বৈশিষ্ট্য রাশি ভেদে ভিন্ন হয়।
মাটি রাশির মানুষেরা সাধারনত ধীর, স্থির, এবং ঠান্ডা স্বভাবের হয়। এরা খুব ধৈর্যশীল হয়। মাটি রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশির মানুষেরা স্থির স্বভাবের। অন্যকে আপন করে নেওয়ার মতন গুন এই রাশির মানুষদের রয়েছে। এরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়। এই রাশির মানুষেরা বেশ উচ্চাকাঙ্ক্ষী। নিজের প্রশংসা শুনতে ভালবাসে। মানুষের প্রশংসা পেলে খুব খুশি হয় এবং আরো বেশি উৎসাহী হয়। এই তিন মাটি রাশির মধ্যে বৃষ এবং কন্যা রাশির মানুষেরা খুব Friendly. মকর রাশি অতটা নন। তবে তার বন্ধু হলে সেও খুব ভাল বন্ধু হয়ে যায়। মাটি রাশির মানুষেরা কথা বলতে খুব পছন্দ করে। মুখ বন্ধ করে রাখতে এরা পারে না। এজন্য এদের অনেকেই বাচাল বলে। বিশেষ করে মকর রাশির মানুষদের। এরা খুব ক্যারিয়ার সচেতন। নিজের ক্যারিয়ারের ব্যাপারে এদের নজর খুব তীক্ষ্ণ। এরা খুব একরোখা। এরা নিজের সিদ্ধান্ত থেকে সরে না। একেবারে অটল। মাটি রাশির মানুষেরা ঝুঁকি নিতে খুব একটা ভালবাসে না। নিরাপত্তা এবং নিরাপদ কাজ করতে এদের বেশি পছন্দ। মাটি রাশির মানুষদের বড় সমস্যা হচ্ছে এরা অবসর সময়ে নিজেকে খুব একা অনুভব করে এবং হতাশ থাকে। তবে এদের ধৈর্যশক্তি দেখার মতন।

3.বায়ু রাশি- বায়ু রাশি তিনটি। মিথুন, তুলা এবং কুম্ভ রাশি। বায়ু কে যেমন হাতে বেধে রাখা যায় না, এক স্থানে টিকতে পারে না, খালি ছূটে বেড়ায়, বায়ু রাশির মানুষ গুলোও ঠিক তেমন। বায়ু রাশির মানুষেরা অস্থির স্বভাবের। মন বেশিক্ষন এক জায়গায় রাখতে পারে না। অল্পতেই বোরিং হয়ে যায়। তবে বায়ু রাশির মানুষের গুন হচ্ছে এরা পরিবেশের সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে জলদি। এই গুন সবচেয়ে বেশি রয়েছে মিথুন রাশির মানুষদের। বায়ু রাশির মানুষেরা সবথেকে বেশি হাসিখুশি, প্রান চঞ্চল এবং তীক্ষ্ণ কল্পনাপ্রিয় মানুষ। বায়ু রাশির মানুষেরা ভীষন শান্তিপ্রিয়। শান্তির জন্য যে কোন অন্যায় ব্যাপারও এরা মেনে নেয়। বায়ু রাশির ছেলে এবং মেয়েরা যথেষ্ট আলাদা। বায়ু রাশির ছেলেরা বিশেষ করে মিথুন এবং তুলা রাশির ছেলেরা ঘন ঘন প্রেমে পড়ে এবং প্রেম করে। তুলা রাশির ভাবপ্রবণতা খুব বেশি। এই দুই বায়ু রাশির মানুষ খুব ভাল Flirting করতে পারে। তবে বায়ু রাশি কুম্ভ একেবারেই অন্যরকম। এরা বেশ চুপচাপ এবং আবেগী মনের। ফলে এসব Flirting বা প্রতারনামূলক কাজ এদের দ্বারা হয় না। বায়ু রাশির মানুষেরা খুব কল্পনা প্রিয়। অনেক কিছু পরিকল্পনা করে রাখে আগে থেকেই। কিন্তু সে সব পূরন করতে পারে না অস্থিরতার কারনে। বায়ু রাশির মানুষেরা বয়স বাড়ার সাথে সাথে বাস্তববাদী হয়। বায়ু রাশি মিথুন, তুলা এবং কুম্ভ পরস্পর পরস্পরের সাথে ভাল সম্পর্ক করতে পারে।

৪. জল রাশি তিনটি। কর্কট, বৃশ্চিক এবং মীন। রাশিচক্রের সকল ভাগের ভিতরে জল রাশির মানুষেরা সবথেকে বেশি শান্ত, ধৈর্যশীল এবং নির্ভেজাল আবেগী নরম মনের। জল রাশির মানুষেরা খুব পরোপকারী। এরা কারো উপকার করতে পারলে নিজেকে খুব ধন্য মনে করে। জল রাশির মানুষের রাগ কম থাকে। সহ্য ক্ষমতা বেশি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বৃশ্চিক রাশি। এই রাশির মানুষেরা ১৯ থেকে ২০ হলেই রেগে আগুন হয়ে যায়। জল রাশির মানুষেরা কাউকে আঘাত করে কথা বলতে পারে না। এখানেও ব্যতিক্রম বৃশ্চিক। এরা খুবই Straightforward. জল রাশির মানুষেরা খুব সাংসারিক। এরা পরিবারকে ভীষন গুরুত্ব দেয়। পরিবারের সম্মান এদের কাছে বড়। জল রাশির মানুষের আত্মবিশ্বাস তুলনা মূলক কম থাকে। জল রাশি মীন নিজের ভুল স্বীকার করে না সহজে। জল রাশি কর্কট এবং বৃশ্চিক তা নয়। জল রাশির মানুষ খুব হিংসুটে এবং আত্ম অভিমানী হয়। জল রাশির ছেলেদের বা পুরুষদের ব্যবসার প্রতি আলাদা একটি আকাঙ্ক্ষা থাকে। ব্যবসায়ী হতে চায়। জল রাশির মেয়েরা বা নারীরা বোকা স্বভাবের। প্রতারিত হওয়ার আশংকা এদের খুব থাকে। জল রাশির সাথে জল রাশির ভাল মিল এবং বনিবানা হয়। জল রাশির মানুষদের শত্রু হয়ে দাঁড়ায় বা একেবারেই মিল হয় না আগুন রাশির সাথে।
Kush mukherjee
rampurhat chaklamath birbhum
whatsapp no 9233172388
contact no 7001608953



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180509100129