• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, May 9th, 2018

Astro Palmist Numerology Center

শনির দৃষ্টি থেকে পরিত্রাণ

শনির দৃষ্টি থেকে পরিত্রাণ

শনিদেবের অশুভ দৃষ্টির থেকে রক্ষা পেতে কেন হনুমানের শরণ নেওয়া হয়★★★
--------------------------
‘শনির দৃষ্টি’ শব্দটি মোটেই শ্রুতিসুখকর কিছু নয়। সাধারণত, এর দ্বারা দুর্ভাগ্যের এক বিশেষ পর্বকে বোঝায়। অথচ পুরাণ অনুযায়ী শনিদেব কারোর উপরে বিনা কারণে রুষ্ট হন না। আলস্য, কর্মবিমুখতা প্রভৃতি কারণেই শনিদেবের দৃষ্টি পড়ে কারোর উপরে। প্রতিকারের উপায় হিসেবে সেই পুরাণেরই শরণ নেন বিশেষজ্ঞরা। ‘হনুমান চল্লিশা’ পাঠ এবং শ্রী হনুমানের পূজা নিয়মিত করলে শনির প্রকোপ কমে আসে। এই বিশ্বাসের মূলেও কিন্তু রয়েছে পৌরাণিক কাহিনি।

দেখা যাক ঠিক কী কী কারণে হনুমান প্রতিরোধ করতে পারেন শনির প্রকোপকে...........

• শনিদেব এবং হনুমান দু’জনেরই একটা যোগসূত্র রয়েছে। হনুমান শিবের অবতার। আর শনিদেব শিবভক্ত। তিনি শিবের কৃপাতেই তাঁর ক্ষমতা প্রাপ্ত হয়েছেন।

• ‘সূর্য সংহিতা’ অনুসারে, হনুমান জন্মেছিলেন শনিবারেই। বহু শাস্ত্রেই উল্লিখিত রয়েছে, হনুমানের গাত্রবর্ণ শনিদেবের অনুরূপ।

• শনিদেবের পিতা সূর্যদেব হনুমানের শিক্ষাগুরু। শনিদেবের সঙ্গে পিতা সূর্যদেবের একবার যুদ্ধ পর্যন্ত হয়েছিল। সূর্যদেব হনুমানকে বিপুল ক্ষমতা দান করেন। তিনি শনিদেবকে প্রতিহত করতে পারেন।

• শনিদেবের আচরণ নিষ্ঠুর বলে প্রতিভাত হয়। কিন্তু, হনুমান সেই তুলনায় দয়ালু, প্রেমময়।

• শনিদেবের জন্ম অগ্নি থেকে। আর হনুমান পবনপুত্র। হুতাশনকে স্তিমিত করতে পারে পবনই।

• কথিত রয়েছে, হনুমান শনিদেবকে রাবণের কবল থেকে মুক্ত করেন। সে কারণে শনিদেব হনুমানের প্রতি কৃতজ্ঞ। শনিদেব কথা দিয়েছিলেন তিনি হনুমানের ভক্তের কোনো ক্ষতি করবেন না।

• হনুমান ও শনিদেবের আর একটি দ্বন্ধের কথাও জানা যায়। একবার শনিদেব হনুমানকে তাঁর প্রভাবগ্রস্ত করার জন্য তাঁর স্কন্ধে আরোহণ করেন। হনুমান তাঁর দেহকে এতটাই বাড়িয়ে নেন যে, শনি বিপর্যস্ত বোধ করেন। শেষে শনিদেবকে হনুমান রেহাই দেন।

• শনিদেব ও হনুমানের মধ্যে একটা আধ্যাত্মিক যোগও রয়েছে। হনুমান আত্মত্যাগের প্রতীক। আর শনিদেবে অহংবোধকে চিহ্নিত করেন। সুতারং অহং থেকে জাত কর্মকে খণ্ডণ করতে পারে একমাত্র বিনয় ও আত্মবিলোপ। সেটা হনুমানের ছাড়া আর কেই বা করতে পারেন!

জয় হনুমান।
ইচ্ছে পূরণে জপে নিন হনুমান চল্লিশার ও মহাসংকটমোচন বীজমন্ত্র

হনুমান চল্লিশা হল রামায়নের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব হনুমানের প্রতি নিবেদিত একটি জনপ্রিয় ভক্তিমূলক চল্লিশা৷ এই চল্লিশা অবধী ভাষায় লিখিত৷ চল্লিশটি চৌপাই দ্বারা রচিত কবিতা৷ এটি রচনা করেছিলেন তুলসীদাস৷ এই চল্লিশটি চৌপাইয়ের রয়েছে সুপ্ত বেশ কিছু ক্ষমতা৷ তবে, বেশ কিছু প্রাচীন পন্ডিতদের মতে, এই চল্লিশটি চৌপাইয়ের মধ্যে পাঁচটি চৌপাইয়ের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা৷ এই মন্ত্রোচ্চারণে আপনার স্বাস্থ, সম্পত্তি এবং সমৃদ্ধি আরও ফুলে ফেঁপে উঠবে৷

রামায়ন মহাকাব্য থেকেই আমরা জানতে পেরেছি হনুমান ছিল রামের এক বড় ভক্ত৷ সে তাঁর জীবনের অধিকাংশ সময়টিই রামের হয়ে যুদ্ধ করে গিয়েছিলেন শত্রুদের সঙ্গে৷ সীতার আশীর্বাদে অমরত্ব লাভ করেছিল হনুমান৷ কথিত আছে, আজও যদি কেউ মন দিয়ে হনুমান চল্লিশা, সুন্দরকান্ড, রামচরিত মানস এবং রামায়ন পাঠ করেন তবে, সেই স্থানে এসে উপস্থিত হন হনুমানজি৷

তবে, হনুমান চল্লিশা ছাড়াও রয়েছে দূর্গা চল্লিশা, শিব চল্লিশা প্রমুখ৷ এগুলির মধ্যেও রয়েছে চল্লিশটি চৌপাই৷ কথিত আছে, এই চল্লিশটি চৌপাই কিংবা কবিতার স্তবক যদি কেউ কয়েকবার পড়েন তাহলে সকলের নাকি সেটি একেবারে মুখস্থ হয়ে যায়৷ এটি ছোট থেকে বড় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য৷ কথিত আছে, রামের পূজা করার আগে অবশ্যই করুন হনুমান পূজা৷ একটি নারকেল এবং সামান্য দক্ষিণা দিয়েই করতে পারেন এই পূজা৷ তবে পূজা করার সময় মন থেকে এই দুই ভগবানের নাম আপনাকে নিতেই হবে৷ কুশের আসন কিংবা লাল রংয়ের আসনে বসে হনুমানের পূজা করা আবশ্যিক৷

১) रामदूत अतुलित बलधामा। अंजनिपुत्र पवनसुत नामा৷ হনুমান পূজার সময়ে এই মন্ত্রোচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারিরীক যন্ত্রনা থেকে মুক্তি পাবেন৷ ২) महाबीर बिक्रम बजरंगी। कुमति निवार सुमति के संगी। এই মন্ত্রোচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন৷ ৩) बिद्यबान गुनी अति चातुर। रामकाज करीबे को आतुर। যদি কোনও ব্যক্তি এই দুনিয়া থেকে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রোচ্চারণ করা আবশ্যিক৷ ৪) भीम रूप धरि असुर संहारे। रामचंद्रजी के काज संवारे। শত্রুদের থেকে মুক্তি পেতে অবশ্যই এই মন্ত্রোচ্চারণ করুন৷ ৫) लाय संजीवन लखन जियाये। श्रीरघुबीर हरषि उर लाये। দীর্ঘদিন ধরে যদি কোনও রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করুন৷ সুফল মিলবেই৷
বীজমন্ত্র:হূং হনুমতে রুদ্রাত্মকায় হুঁ ফট স্বাহা ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180509132404