• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, May 11th, 2018

Astro Palmist Numerology Center

বাড়িতে শান্তি রাখতে করনীয়

বাড়িতে শান্তি রাখতে করনীয়


# বাড়ীতে শান্তি রাখার জন্য করণীয় #
★★★★★★★★★★★★★★★★★★★
শান্তির জন্য কেউ দেবদর্শনে বিভিন্ন স্থানে যান, তীর্থে যান, আবার কেউ বাড়ির মন্দিরেই খুঁজে পান সেই শান্তি বা তাঁর ইষ্টদেবকে৷ তবে জানেন কি কোন ছবি বা মূর্তি বাড়িতে রাখতে নেই? তর্ক-বিতর্ক এই নিয়ে চলতে থাকেই তবে সে সব একটু দূরে রেখে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
(১)মা লক্ষ্মীর বসে থাকা অবস্থার ছবি বাড়ির মন্দিরে রাখতে পারেন৷ এই বিরাজমান অবস্থায় মা লক্ষ্মীর ছবি সবথেকে শুভ হয় বলে মনে করা হয়৷ ধন-সম্পত্তি প্রাপ্তির যোগ থাকে বলেও মনে করেন অনেকে৷
(২)মা দুর্গা সাক্ষাৎ শক্তির আধার৷ কিন্তু বাড়িতে কখনোই মা-এর রুদ্র রূপের ছবি বা মূর্তি রাখা নাকি উচিত নয়৷ বলা হয়, মা-এর এই ক্ষোভের ছবি-মূর্তি বাড়িতে রাখলে, পরিবারে অশান্তি-কলহ বাড়তে পারে৷ বাড়িতে তাই সর্বদা মা-এর শান্তরূপের ছবি রাখতে হয়৷
(৩)অনেকেই জানেন, তাও যাঁরা জানেন না তাঁদের জন্য বলে রাখা ভালো, বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি রাখা উচিত নয়৷ কারণ শনিদেবের পূজোর জন যে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়, তা বাড়িতে সম্ভব নয়৷ বাড়ির বাইরেই তাই এই দেবতার পুজো হয় এবং শনিদেবের প্রসাদ বাড়ির বাইরেই খাওয়া হয়৷
(৪)ভগবান শিবের তাণ্ডবের মূর্তিও বাড়ির মন্দিরে না রাখলেই মঙ্গল৷ যে মূর্তিতে মহাদেব তাঁর পরিবারের সঙ্গে থাকেন, সেই মূর্তিকে শুভ মনে করা হয়৷
(৫) বাড়ীতে সাদা ও কালো শিবলিঙ্গ একসঙ্গে পাশাপাশি রাখতে নেই।
(৬)মন্দিরে একই দেবতার দুটি মূর্তি রাখতে অনেকে নিষেধ করেন৷ আর যদি তা রাখতেই হয় তাহলে মুখোমুখি রাখুন, পাশাপাশি নয়৷
(৭) বাড়ীতে কনো তামার যন্ত্রম্ রাখবেন না ।
কারন যন্ত্রম রাখলে তার ইষ্টদেবীর নিত‍্য পূজা - দরকার
KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
E-MAIL ADDRESS : apnbkm.09@gmail.com
ONLINE PORISEVA DEWA HOI
FEES RS 751/=

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180511081220