• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, May 12th, 2018

Astro Palmist Numerology Center

সহজ ক্রীয়া

সহজ ক্রীয়া


সহজ ক্রীয়া

আজ বলবো আরেকটা সহজ ক্রিয়া নিয়ে যা দারিদ্র্যতা ও কর্মের অসফলতার হাত থেকে বেশ খানিকটা বাঁচিয়ে দিতে পারে মানুষকে।
যদি সাধারন ভাবে গ্ৰহ নক্ষত্রের চক্রান্তের শিকার হয়ে যাঁরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সামনে পড়ছেন, বা হাতে আসা কাজ পন্ড হয়ে ক্ষতি করছে তাঁদের আয়ের উৎসে তাঁরা একবার চেষ্টা করে দেখতে পারেন এই উপায়টি।
শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সকালে আপনার সমান মাপের লাল কার বা মোটা সুতো নিন। একদম সমান মাপের নেবেন। ছোট বা বড় হলে হবে না। যেকোনো বহমান নদীর তীরে গিয়ে কাজটা করতে হয়।
এবার কারটি ভালো জলে বা গঙ্গা জলে ধুয়ে নিন। একটা পরিস্কার ও নিঁখুত আমপাতা নিয়ে তার পেছনের দিক থেকে সুতোটা " ওঁ নমঃ শিবায়" জপ করতে করতে জড়াতে থাকুন ধীরে ধীরে। একটা করে পাক মারবেন একবার জপের সঙ্গে। এইভাবে পুরোটা জড়িয়ে দেওয়ার পর হাঁটু অবধি জলে নেমে পড়ুন। মনে রাখবেন হাঁটু যেন জলে ডোবে। এবারে সুতো জড়ানো আমপাতাটি অঞ্জলী দেওয়ার মতো জলে ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করুন যেন আপনার দুর্ভাগ্য প্রতিবন্ধকতা জলদেবতা বা জলদেবী অনেক দুরে নিয়ে যান। চোখ খুলে পাতার দিকে তাকাবেন না আর। অবিলম্বে স্থান ত্যাগ করে চলে আসবেন। বাড়িতে ঢোকার আগেই স্নান করে নেবেন, অথবা বাড়িতে ঢুকেই আগে স্নান সারবেন। যে জামা কাপড় পড়ে কাজ করবেন সেটাও ভাল ভাবে ধুয়ে ফেলুন। এবার পরিস্কার বস্ত্র ধারন করে পাঁচটি কালো গোটা মরিচ নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার উল্টোদিকে সাতবার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে যতটা দুরে সম্ভব ছুঁড়ে ফেলে দিন। এবার বাড়িতে ঢোকার সময় একটা কর্পূর জ্বেলে তার আগুন হাতে ও মাথায় ছুঁইয়ে ঘরে ঢুকুন।
এই ক্রিয়া খুব শক্তিশালী হ‌ওয়ার জন্য একবারের বেশি করার প্রয়োজন পড়েনা। তবুও যদি গ্ৰহদোষের প্রভাব খুব বেশি হয় তাহলে আরেকবার পুরো ক্রিয়াটি করবেন পরবর্তী শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার।
উপকৃত হবেন যদি শ্রদ্ধা নিয়ে ক্রিয়া টি করতে পারেন।
ACHARYA. KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
E-MAIL ADDRESS : apnbkm.09@gmail.com
FEES RS 751/=

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180512094549