• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, May 16th, 2018

Astro Palmist Numerology Center

অষ্টসিদ্ধী

অষ্টসিদ্ধী

অস্টসিদ্ধি কি?
১:অণিমা, ২:লঘিমা, ৩:প্রাপ্তি, ৪:গরিমা, ৫:ঈশিতা, ৬:বশিতা, ৭:প্রকাম্য, ৮:কামাবসায়িতা।
ব্রম্মলোক,ধ্রুবলোক ইত্যাদি উচ্চতর গ্রহের অধিবাসীরা সকলেঈ অস্টসিদ্ধি লাভ করেছেন। তাঁরা ইচ্ছানুসারে ক্ষুদ্র আকার ধারণ করতে পারেন -এরকম সিদ্ধিকে বলে #অণিমা। ইচ্ছামত হালকা জলের উপর হেঁটে যেতে বা শূন্যে ঘুরে বেড়াতে পারেন -এরকম সিদ্ধিকে বলে #লঘিমা।যে কোনও স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন- এরকম সিদ্ধিকে বলে #প্রাপ্তি। অতন্ত ভারী হতে পারেন এরকম সিদ্ধিকে বলে #গরিমা।কোনও স্থানে কিছু অদ্ভুত জিনিস সৃষ্টি বা ইচ্ছানুসারে কোন জিনিস ধংস করতে পারেন- এরকম সিদ্ধিকে বলে #ঈশিতা।জড় উপাদান গুলিকে কেবল ইচ্ছানুসারে নিয়ন্ত্রন করতে পারেন- এরকম সিদ্ধিকে বলে #বশিতা। কোনও বাসনা চরিতার্থ করতে এবং কখনও নিরাশ না হওয়ার সিদ্ধিকে বলে #প্রাকাম্য। ইচ্ছামত বা খামখেয়ালী ভাবে যেকোনও জড়রুপ ধারণ করতে পারেন, এরকম সিদ্ধিকে বলে #কামাবসায়িতা।
উচ্চতর গ্রহের অধিবাসীরা সাভাবিকভাবেই এ সমস্ত সিদ্ধির অধিকারী।এজন্য তাদের কোনও অনুশীলন বা অলৌকিক পদ্ধতি শিখতে হয় না।
পৃথিবীতে দৈবক্রমে এই গুলির একটিও কিংবা একটু-আধটু যদি কেউ লাভ করতে পারে মুর্খ ব্যক্তিরা তাকে ভগবান বলেই মনে করে।যেহেতু পৃথিবীর অধিবাসীদের কাছে এগুলি সাভাবিক নয়।তাই কেউ সিদ্ধি প্রদর্শন করলেই অত্যন্ত মহান ব্যক্তিত্ব সম্পন্ন বলে লোকে মনে করে।
শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াপুরে শ্রীধর ঠাকুরকে অস্টসিদ্ধি প্রদান করতে চেয়েছিলেন।কিন্তু শ্রীধর ঠাকুর মনে করেছিলেন, এই সমস্ত সিদ্ধি জড় জগতে প্রবর্তন করলে ভগবানের প্রতি নিস্টা,প্রীতি ও সেবার জন্য মানসিকতা থাকবে না।তাই তিনি সিদ্ধি নিতে চাইলেন না।তিনি মহাপ্রভুর সেবায় নিয়জিত থাকতে চাইলেন।বালেশরের রেমুণাতে এক লোক অন্যদের ভেলকি দেখানোর জন্য একটা গাছের ডাল সিয়ে শূন্যে উড়ে বেড়াচ্ছিল। লোকেরা বিশ্ম্যয়ের চক্ষুতে তাকিয়ে? ছিল।মহাপ্রভুর ভক্ত রসিকানন্দকে লোকে সেই দৃশ্য দেখানোর জন্য লোকে পীড়াপীড়ি করছিল। রসিকানন্দ মুখের দাঁতনটিতে দাঁড়িয়ে ক্ষীড়চোরা গোপীনাথের মন্দিরের চারিদিক পরিক্রমা করলেন,মাটি থেকে হাত উচুঁ হয়ে।তারপর বললেন শূন্যে ঘুরে বেড়ানোটা আমাদের উদ্দেশ্য নয়। একমাএ কৃষ্ণনাম করাটাই জীবনের উদ্দেশ্য।চৌরাশি লক্ষ যোনী ভ্রমণ করে এই দূর্লভ মানব জীবন।ভেলকি দেখিয়ে নস্ট করার জন্য নয় মুক্তি লাভের জন্য কৃষ্ণনাম করার জন্য।
শ্রীচৈতন্যচরিতামৃতে বলা হয়েছে -
ভক্তি-মুক্তি- সিদ্ধিকামী সকলেই অশান্ত।
কৃষ্ণভক্ত নিস্কাম অতএব শান্ত।।
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণভক্তি লাভ করা।
kush mukherjee
rampurhat chaklamath birbhum
whatsapp no 9233172388
contact no 7001608953



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180516083827