• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, May 17th, 2018

Astro Palmist Numerology Center

বাড়ীতে প্রদীপের অবস্থান

বাড়ীতে  প্রদীপের অবস্থান

বাড়িতে কোনদিকে প্রদীপ রাখলে বাড়তে পারে সম্পত্তির পরিমাণ?★★★
-------------------------
"দীপং দক্ষিনতো দদ‍্যাৎ পুরতো বা ন বামতঃ ।
বামতসস্তু তথা ধূপমগ্ৰে বা ন তু দক্ষিণে ।
ন ভূমৌ বিতরেদ্ধুপং নাসনে ন ঘটে তথা ।"

সন্ধেবেলায় অন্ধকার ঘনিয়ে আসলে বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানোর রীতি আজও রয়েছে৷ প্রচলিত রয়েছে সন্ধেবেলায় এই প্রদীপ জ্বালানো পরিবারের জন্য মঙ্গলময়৷ প্রদীপের আলো জ্ঞানের উৎস৷ মাটির প্রদীপের আলোর শিখায় চারিদিকে ছড়িয়ে পরে একটি ইতিবাচক দিক৷ কথিত আছে, প্রদীপের আলো অন্ধকার ঘুচিয়ে আলোর সঞ্চার করে৷ বাড়ির উপর থেকে সমস্ত অমঙ্গলের কালোছায়া দূর হয়ে যায় এই প্রদীপের শিখায়৷
ভারতের সমস্ত পূজা পার্বনে এবং সামাজিক অনুষ্ঠানে এই প্রদীপের আলো দিয়েই শুরু হয় পূজোর৷ এই প্রদীপের আলোই শ্রীবৃদ্ধি ঘটায় পরিবারের৷ এর পাশাপাশি জ্ঞানের সঞ্চার করে তা পরিবারের প্রত্যেকের মধ্যে৷ কথিত আছে, প্রদীপের এই আলোই সমস্ত অন্ধকার ঘুচিয়ে বাড়িতে দেবতার আগমণ ঘটায়৷ যা পরিবারের শান্তি-শৃঙ্খলা এবং পরিবারের আর্থিক উপার্জনের রাস্তা আরও প্রশস্থ করে৷
হিন্দু মন্দিরে আরতির প্রচলন রয়েছে৷ পঞ্চপ্রদীপের আলোর ছটায় মন্দির চত্বরে ছড়িয়ে পরে আলো৷ সেই আলোয় চারিদিক হয়ে ওঠে উজ্জ্বল৷ নির্দিষ্ট একটা ছন্দে পুরোহিতেরা ঠাকুরের সামনে এই আরতি করে৷ আর পঞ্চপ্রদীপের এই আলো পরিবেশ পরিশুদ্ধ করতে সাহায্য করে৷ আর এই আলোর শিখা জীবনের প্রতিচ্ছবি পরিবর্তনেও সাহায্য করে৷ আর এই প্রদীপের আলোই মানুষের ভাগ্য পরিবর্তনেও সাহায্য করে৷
তবে প্রদীপের আলোই শুধু নয়৷ প্রদীপের আলোর শিখার পলতাও হয় বিভিন্ন রকমের হয়৷ কলার তৈরি পলতার প্রদীপ না জেনে হয়ে যাওয়া ভুলগুলি ক্ষমা করে দিতে সক্ষম বলে প্রচলিত রয়েছে৷ কটনের তৈরি পলতা ব্যবহার করলে তা মানুষের সৌভাগ্যের কথা জানায়৷ এই রকমই রয়েছে একাধিক পলতা৷ যা মানুষকে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে৷ এই ধরনের রয়েছে আরও একাধিক পলতা৷ নারকেলের তৈরি৷ খাঁটি ঘিয়ের তৈরি পলতা, নিমতেল থেকে সৃষ্ট একাধিক পলতা বাড়ির শ্রীবৃদ্ধি বাড়াতে সাহায্য করে৷
তবে এই ব্যাপারেও রয়েছে কিছু অজানা তথ্য৷ প্রদীপে তেল ব্যবহার করার পর সেই অতিরিক্ত তেল কখনও নিজের চুলে ব্যবহার করা উচিত নয়৷ এতে সম্পত্তির বিনাশ ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে৷ কখনও মাথায় তোয়ালে রেখে প্রদীপ জ্বালানো উচিত নয়৷
দিকের উপরও নির্ভর করে আপনার ভাগ্য৷ উত্তর দিকে প্রদীপের শিখা রাখলে তা সম্পত্তির পরিমাণ বাড়াতে সাহায্য করে৷ পূর্বদিকে প্রদীপ জ্বালালে তা মানসিক শান্তি বৃদ্ধিতে সাহায্য করে৷ পশ্চিম দিকে প্রদীপের শিখা যেকোনওরকম দেনা থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম৷
ঘৃতপ্রদীপ দক্ষিনে ও তৈলপ্রদীপ বামে নিবেদন করিতে হয় ।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180517073948