• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, May 17th, 2018

Astro Palmist Numerology Center

হাতের তালুতে বিবাহ রেখা

হাতের তালুতে বিবাহ রেখা


মুঠো খুললেই হাতের তালু জুড়ে একাধিক রেখা। কোনওটা ভাগ্য নির্ধারক। কোনওটা বিদ্যাস্থানের শুভাশুভ নির্ণয় করে, তো কোনওটা আয়ুরেখা। এভাবেই জীবনের নানা 'দিক'-এর রহস্য লুকিয়ে তালু-বন্দী রেখাতে। চাইলে বৈবাহিক জীবন কেমন হবে সেটাও জানা যায় বিবাহ রেখা থেকে --

* কনিষ্ঠাঙ্গুলির নীচে বুধের ক্ষেত্রে হৃদয়রেখার সমান্তরাল রেখাকে বা রেখাগুলিকে যোগাযোগ রেখা (বিবাহরেখা) বলে।

* এই যোগাযোগ রেখা (বিবাহরেখা) হৃদয়রেখার যত কাছাকাছি থাকে তত কম বয়সে বিবাহ নির্দেশ করে।

* যাঁর হাতে বুধ-ক্ষেত্রের আশ-পাশে বিবাহ রেখার সঙ্গে আরও একাধিক রেখা থাকে, তিনি স্ত্রী ছাড়াও অন্য নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত থাকেন।

* শুক্র-ক্ষেত্রের ওপর একের বেশি আঁকা-বাঁকা রেখা থাকলে সেই মানুষের জীবনে বিশেষ কোনও নারী বা পুরুষের প্রভাব রয়েছে।

* অনেকের বিবাহ রেখা শুরুতে একটি থাকলেও পরে তা অনেক রেখায় ভাগ হয়ে যেতে পারে। এমনটা হলে জানবেন, সেই ব্যক্তি এক সঙ্গে একাধিক সম্পর্ক যাপন করবেন।

* কোনও ব্যক্তির বিবাহ রেখায় বা বিবাহ রেখার ক্ষেত্রে অন্য রেখা যুক্ত হলে প্রেমিকার জন্য তাঁর গার্হস্থ্য জীবন ক্ষতিগ্রস্ত হবে।

* প্রণয় রেখা হাল্কা থেকে গাঢ় হওয়ার মানে, শুরুতে কোনও নারী বা পুরুষের ওপর অল্প আকর্ষণ জন্মালেও পরে তা গভীর হয়েছে।

* কড়ে আঙুলের মাঝখানে এবং বিবাহ রেখায় অনেক ছোটো আর স্পষ্ট রেখা থাকলে সেই স্ত্রী বা পুরুষের জীবনে বিয়ের আগে অথবা পরে একাধিক প্রেম আসবে।

* বিবাহ রেখা স্পষ্ট আর লাল আভা যুক্ত হলে বিবাহিত জীবন দারুণ সুখের হবে।

* বৃহস্পতি ক্ষেত্রের ওপর কাটা বা 'ক্রশ' চিহ্ন শুভ বিবাহের ইঙ্গিত দেয়। এবং এই চিহ্ন আয়ুরেখার কাছাকাছি থাকলে অল্প বয়সে বিয়ের যোগ রয়েছে বলে ধরে নিতে হবে।

* শুক্রের ক্ষেত্রে যবচিহ্ন থাকলে বিবাহে বা দাম্পত্য জীবনে অযাচিত গোলযোগ উপস্থিত হয়।

* শুক্রস্থানে জালচিহ্ন থাকলে জাতক/জাতিকা কামুক প্রকৃতির হয়।

KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180517075508