• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, May 19th, 2018

Astro Palmist Numerology Center

হাঁচি শুভ না অশুভ

শুভ রাত্রি সকল বন্ধুরা
# হাঁচি শুভ, না অশুভ জেনে নিন #
★★★★★★★★★★★★★★★★★★★
হাঁচিকে অনেকেই অশুভ মনে করে৷ বিশেষ করে কোনও শুভ কাজে যাওয়ার আগে হাঁচলে ভয়ে থাকেন কেউ কেউ৷ কিন্তু জ্যোতিষ থেকে পৌরাণিক, অনেক ক্ষেত্রে এই হাঁচিকেই আবার শুভ মনে করা হয়৷ চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী হাঁচি একটি সাধারণ বিষয়৷ এবং এর সঙ্গে অশুভ কোনও বিষয়ের যোগ নেই৷ কিন্তু তা সত্ত্বেও অনেক ভাবনা-চিন্তা মানুষের মনে বদ্ধমূল হয়ে রয়েছে৷ তর্ক-বিতর্ক তো থাকবেই৷ তবে তারই মাঝে চলুন জেনে নেওয়া যাক হাঁচি নিয়ে কিছু কথা…
রান্নাঘরে দুধ উথলে ওঠার সময় গৃহিনী হাঁচলে তা অশুভ মনে করা হয়৷
শুভকাজে যাওয়ার সময় গরু বা বাছুরের হাঁচি নাকি কার্যসিদ্ধি হওয়ার সংকেত দেয়৷ শুধু তাই নয়, ধনবৃদ্ধিও হতে পারে৷রাস্তায় অথবা বাড়ির বাইরে যদি কুকুর একবার হাঁচে তাহলে তা নাকি বিপদের আভাস দেয়৷ কিন্তু সেই কুকুর যদি একাধিকবার হাঁচে তাহলে সেই বিপদ কেটে যেতে পারে৷
মজার বিষয়, কারও কারও মতে, ওষুধ খাওয়ার সময় যদি হাঁচি হয়, আর তার জন্য ওষুধ পড়ে যায় নিচে, তাহলে সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে৷ আপনার রাস্তার মাঝে যদি হাতি উপস্থিত হয়, এবং সেই হাতি যদি হাঁচে তাহলে নাকি রাজ্যলাভ হতে পারে৷
শোনা যায় শ্মশানে হাঁচলে তা শুভ হয়৷
সামনের এবং ডানদিকের হাঁচি লড়াই-ঝগড়ার ইঙ্গিত দেয়, আবার পিছনের এবং বাম দিকের হাঁচি সুখের আভাস দেয়৷
জোরালো হাঁচিও নাকি শুভ৷
KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI
FEES RS 751/=
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180519184124