• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, May 28th, 2018

Astro Palmist Numerology Center

রক্ত মুখী নীলা

রক্ত মুখী নীলা

রক্তমুখী নিলা

ভারতীয় জ্যেতিষ গ্রহ-প্রতিকারের জন্য রত্ন ধারণের নির্দেশ অতি প্রাচীন কাল থেকেই দিয়ে আসছে। জ্যোতিষের যুক্তি অনুযায়ী, আমাদের দেহে কোনও কিছুর অভাব ঘটলে আমরা যেমন ওযুধ খাই। তেমনই গ্রহবৈগুণ্য ঘটলে আমাদের রত্ন ধারণ করা উচিত। এখানে রত্ন ওযুধের মতোই কাজ করবে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এক একটি গ্রহের বৈগুণ্য প্রতিকারের জন্য এক একটি রত্ন নির্ধারিত রয়েছে। এই তালিকায় সব থেকে বিতর্কিত রত্নটি হল নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা। শনিগ্রহের কুপিত দশা থেকে মুক্তি পেতে এই রত্নই ধারণ করতে হয় বলে জানায় জ্যোতিষ শাস্ত্র।

ভারতীয় পরম্পরায় নীলা ও রক্তমুখী নীলাকে নিয়ে প্রভূত কিংবদন্তি বিদ্যমান। যাদের প্রধান বক্তব্য হল— এই পাথর সকলের সহ্য হয় না। অনেক সময়ে এই রত্ন ধারণকারীর মহাবিপদ ডেকে আনে। এহেন ধারণার পিছনে প্রাথমিক ভাবে এই তথ্যটি কাজ করে যে, নীলা শনির প্রতিষেধক। আর শনি সব থেকে গোলমেলে গ্রহ।

কিংবদন্তি আরও জানায়, নীলা বা রক্তমুখী নীলা ফকিরকে রাজা করতে পারে। আবার রাজাকে ফকির করতেও এর লহমা মাত্র সময় লাগে। এমনও বলা হয়, রক্তমুখী নীলা কলি যুগে দ্রুততম কার্যকর রত্ন। কিন্তু নীলা ধারণ করার আগে আমরা সাত-পাঁচ ভেবে পিছিয়ে আসি। অথচ ভারতীয় জ্যোতিষেই সেই পদ্ধতি বলা রয়েছে, যা থেকে সহজেই নির্ণয় করা সম্ভব, নীলা ও রক্তমুখী নীলা আপনার সহ্য হবে কি না।

এখানে রইল সেই পদ্ধতিটি সম্পর্কে আলোচনা।

• প্রথমেই নিশ্চিত হওয়া প্রয়োজন, আপনাকে যে বিক্রেতা নীলা বা রক্তমুখী নীলা বিক্রি করছেন, তিনি নির্ভরযোগ্য কি না। অতি অভিজ্ঞ জোতিষীর পরামর্শ ও g s i দ্বারা প্রমাণিত রত্ন ছাড়া এই রত্ন ক্রয় একেবারেই উচিত নয়।

• আপনাকে নিশ্চিত হতে হবে, আপনি যে নীলাটি কিনছেন, তাতে ‘দুধিয়া’ নামের দোষ রয়েছে কি না। নীলাটি কেনার আগে ভাল করে লক্ষ করুন, রত্নটিতে সাদা রংয়ের সর্পিল কিছু রয়েছে কি না। যদি থাকে, সেই রত্ন পরিহার করুন। এমন রত্ন আপনাকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলতে পারে। ঋণজালে জড়িয়ে পড়া থেকে বিবাহবিচ্ছেদ— যা খুশি বিপদ ঘটতে পারে দুধিয়া-দোষ যুক্ত নীলা ধারণ করলে।

• নীলা বা রক্তমুখী নীলা ধারণ করার আগে সেটিকে একটি কাপড়ে মুড়ে সেলাই করে ফেলুন। সেই কাপড়ে মোড়া রত্নটিকে আপনি তাগার মতো করে ধারণ করুন। কাপড়টিতে একটি অতি ক্ষুদ্র ছিদ্র রাখবেন, যাতে নীলার সামান্য স্পর্শ আপনার শরীরে থাকে। এবার পূর্ব দিকে মুখ করে বাহুতে তাগাটি পরুন। এর রপে ৭২ ঘণ্টা খেয়াল রাখুন, কোনও ছোটখাটো বিপর্যয় আপনাকে ঘিরে ঘটছে কি না।

• সদ্য কেনা নীলাটি ধারণ না করে আপনার মাথার বালিশের নীচে রেখেও দেখতে পারেন। যদি তিন রাত্রি ক্রমাগত আপনি দুঃস্বপ্ন দেখেন, তাহলে ওই রত্ন পরিহার করাই শ্রেয়।

*নীলা ব রক্তমুখী নীলা ,দক্ষীনা কালী ও শনি যন্ত্রম দ্বারা অভিজ্ঞ গ্ৰহাচার্য, রত্নের প্রান প্রতিষ্ঠা করে শোধন করে দিলে তবেই পরিধান করা উচিৎ।ংঅন‍্যথ‍্যায় ক্ষতির সম্বাবনা বেশী।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180528083515