• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, June 2nd, 2018

Astro Palmist Numerology Center

ইংরেজী তারিখ অনুযায়ী আংশিক ভাগ্য ফল

ইংরেজী তারিখ অনুযায়ী আংশিক ভাগ্য ফল

ইংরাজী তারিখ অনুসারে ভাগ্যফল (সংক্ষিপ্ত আকারে)
(জন্ম সময়ে গ্রহদের ভিন্ন স্থানে অবস্থানের জন্য এই ফলাফল পুরোপুরি নির্ভুল নাও হতে পারে )

***** 21 শে মার্চ থেকে 19 শে এপ্রিলে যাদের জন্ম-
১. বিদ্যা- মধ্যম, কারিগরি ও সামরিক বিদ্যায় দক্ষতা
২. চরিত্র- তেজস্বী, গম্ভীর, সংযত, বাস্তববাদী।
৩. মন- দয়ালু ও মানী।
৪. প্রতিভা- প্রবল ইচ্ছাশক্তি ও বহুমুখী প্রতিভার অধিকারী।
৫. প্রেম- প্রদীপে ঝাঁপিয়ে পড়া পতঙ্গের মত রমনীর ভিড়।
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের, অহংকার বর্জন শ্রেয়।
৭. প্রতিষ্ঠা- নিজের চেষ্টাতে
৮. রোগ- মাথাব্যাথা, বাত, রক্তচাপবৃ্দদ্ধি ও হৃদরোগ।
৯. শুভ বার ও মাস- রবি, মঙ্গল, বৈশাখ, শ্রাবন, ভাদ্র, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১ ও ৯ . সাদা ও লাল

*** 20 শে এপ্রিল থেকে 20 শে মে যাদের জন্ম-
১. বিদ্যা- মোটামুটি, নানা বিষয়ে ব্যুৎপত্তি ।
২. চরিত্র- বিলাসী, পরিপাটি, প্রফুল্ল, ভাবুক, রুদ্রসুন্দর।
৩. মন- শান্ত, সৃজন, ও সদ্গুনের অধিকারি।
৪. প্রতিভা- নানা বিদ্যা ও শিল্পে পারদর্শি।
৫. প্রেম- অবুঝ, ক্ষতিকারক, দুঃখদায়ী।
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের।
৭. প্রতিষ্ঠা-.২৯-৩৯ বছর পর
৮. রোগ- বাত, বহুমূত্র, যকৃত, নাক, কান।
৯. শুভ বার ও মাস- সোম, শনি, ভাদ্র, আশ্বিন।
১০. শুভ সংখ্যা ও বর্ন-.২ ও ৬, সাদা, কালো

***21 শে মে থেকে 21 শে জুন---
১. বিদ্যা- বাধা, পুনরায় শুরু, নানা শাস্ত্রে পারদর্শী।
২. চরিত্র- খেয়ালী, উদ্দাম, ভোগী
৩. মন- কল্পনাযুক্ত, নির্জনতাপ্রিয়, উদার, দ্বেষশুন্য
৪. প্রতিভা- নানা বিষয়ে পান্ডিত্য, মহাজজ্ঞানী।
৫. প্রেম- অস্থির, উদ্ভ্রান্ত
৬. বিবাহিত জীবন- নিজের দোষে কিছুটা অসুখী।
৭. প্রতিষ্ঠা- প্রথমে ২০বছর ও পরে ৩৫ বছর পর
৮. রোগ- বদহজম, বাত,মাথাধরা, অর্শ, শ্লেষ্মা
৯. শুভ বার ও মাস- বুধ, শুক্র, আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৫ ও ৭. সবুজ ও ক্রীম

*** 22 শে জুন থেকে 22 শে জুলাই-
১. বিদ্যা- খুব শুভ নয়, নানা শাশ্ত্র চর্চাকারী।
২. চরিত্র- কোমলতা, বীরত্ব, আবেগস্পূর্ণ
৩. মন- উদার, প্রকৃত সংসারী।
৪. প্রতিভা- ধর্ম ও ভৌতিক চিন্তাছন্ন
৫. প্রেম- কিছুটা হতাশা যুক্ত, ক্ষনস্থায়ী।
৬. বিবাহিত জীবন- মিথ্যা ধারনাযুক্ত, কিছুটা অসুখী।
৭. প্রতিষ্ঠা-.৩০ থেকে ৪২ বছরের মধ্যে।
৮. রোগ- নাখ, কান, গলা, স্নায়ু, পেট, মুত্রাশয়
৯. শুভ বার ও মাস- সোম ও শুক্র। শ্রাবন আশ্বিন , পৌষ, চৈত্র
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৪ ও ৭ .সাদা, গোলাপী

***23 শে জুলাই থেকে 22 শে আগষ্ট--
১. বিদ্যা- বাধা, পুনরায় শুরু
২. চরিত্র- পরাক্রম, মহৎ,বিবেকশালী ও কাম প্রবন
৩. মন- ক্ষমাশীল, কোমল
৪. প্রতিভা- সঙ্গীত ও অভিনয়ে
৫. প্রেম- ভীতি, কৌ্তূহলী, কামনা তৃপ্তির জন্য ব্যাকুলতা।
৬. বিবাহিত জীবন- দুর্বল
৭. প্রতিষ্ঠা- ৩০ বছর বয়সে
৮. রোগ- বাত, অম্বল,টনসিল, ভগন্দর, আমাশয়
৯. শুভ বার ও মাস- রবি, বুধ। আষাঢ়, অগ্রহায়ন, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১ ও ৪। সোনালী

*** 23 শে আগষ্ট থেকে 22 শে সেপ্টেম্বর--
১. বিদ্যা- উন্নত, নানাশাশ্ত্রে পারদর্শী, সন্মানিত ও পুরস্কৃত
২. চরিত্র- বিশেষ সুন্দর, অন্যায় বিরোধী,চালাক, কামুক
৩. মন- খেয়ালী, কোমল, আত্মমর্যাদা যুক্ত।
৪. প্রতিভা- শাস্ত্রজ্ঞানী ও লেখক।
৫. প্রেম- যাতনাময় অবুঝ
৬. বিবাহিত জীবন- অতি সুখি বা দুখী
৭. প্রতিষ্ঠা- ৩৭ বছর
৮. রোগ- জন্ডিস, নিউমোনিয়া,
৯. শুভ বার ও মাস- ৪,৮। সাদা
১০. শুভ সংখ্যা ও বর্ন- রূপা, তামা, । পান্না, মুক্তা

***23 শে সেপ্টেম্বর থেকে 23 অক্টবর--
১. বিদ্যা- অতিব শুভ, নানা বিষয়েে ব্যুৎপত্তি.
২. চরিত্র- আনন্দমুখর, পরিশ্রমী, বলিষ্ঠ, কামুক
৩. মন- দয়ালু, দৃঢ় প্রতিজ্ঞ, পরচর্চা বিরোধী
৪. প্রতিভা- মধ্যমানের, কারিগরিতেও উন্নতি
৫. প্রেম- অতৃপ্ত কামনা বাসনা যুক্ত
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের
৭. প্রতিষ্ঠা- ১৮/৩৬/৪৫ বছর বয়স হতে
৮. রোগ- মানসিক ব্যাধি, অর্শ, যকৃৎ, চোঁখ, দাঁত ও জন্ডিস
৯. শুভ বার ও মাস- রবি ও শুক্র, বৈশাখ, ভাদ্র, কার্ত্তিক
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৬।,৮। সাদা

*** 24 অক্টোবর থেকে 21 শে নভেম্বর-
১. বিদ্যা- মোটামুটি শুভ তবে চেষ্টানির্ভর
২. চরিত্র- সৎ, পরিশ্রমি, ভাবুক, বয়স্কভক্ত, বিনয়ী।
৩. মন- দেশপ্রেমিক, ভাবপ্রবন, চঞ্চল, জেদী।
৪. প্রতিভা- গুপ্ত বিদ্যা ও অংকে পারদর্শী, সাহিত্যজঞানী, শিল্পী
৫. প্রেম- যথার্থ প্রেমিক, রমনীমন জয়ী, বিপদকারক
৬. বিবাহিত জীবন- অল্প সুখের, পারিবারিক অশান্তি যুক্ত
৭. প্রতিষ্ঠা- ১৮/২৫/৩৩ বছরে
৮. রোগ- অর্শ, অম্বল, চক্ষু্রোগ, জ্বর, শ্লেষ্মা
৯. শুভ বার ও মাস- রবি, মঙ্গল। বৈশাখ, ভাদ্র, মাঘ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১,৯. নীল

***22 শে নভেম্বর থেকে 21 শে ডিসেম্বর
১. বিদ্যা- যথেষ্ট ভাল, নানাশাশ্ত্রে ব্যৎপত্তি
২. চরিত্র- ধার্মিক, সংস্কার্মুক্ত
৩. মন- সৎ ও সরল, সামান্য সন্দেহযুক্ত
৪. প্রতিভা- শিল্পে, ফাটকাবাজিতে
৫. প্রেম- আড়ম্বর শুন্য, স্নেহের কাঙাল
৬. বিবাহিত জীবন- মোটামুটি
৭. প্রতিষ্ঠা- ২৩ ও ২৬ বছর পর
৮. রোগ- শ্লেষ্মা, হৃদরোগ, লিভার
৯. শুভ বার ও মাস- বৃহঃ, শুক্র।
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৩,৯। সাদা ও হলুদ

****22 শে ডিসেম্বর থেকে 19 জানুয়ারি
১. বিদ্যা- পরিশ্রমে সুনাম, মধ্যম উন্নতি
২. চরিত্র- গাম্ভীর্য, ন্যায়পরায়ন, সরল, জেদি।
৩. মন- একাগ্র, স্থীর, সৎ, বিষন্ন, সন্দেহযুক্ত
৪. প্রতিভা- বানিজ্য, কারিগরি বিদ্যাতে পারদর্শি
৫. প্রেম- অতৃপ্ত, অবুঝ, দুর্নামকারক
৬. বিবাহিত জীবন- অল্প সুখের
৭. প্রতিষ্ঠা- চাকরিতে পরিবর্তন, ৩২-৪৮ বিশেষ শুভ
৮. রোগ- ্লিভার, বাত, মূত্র, চর্ম
৯. শুভ বার ও মাস- সোম ও বৃহঃ,
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১,৭। কালো ও ধুমল

***20 শে জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারী--
১. বিদ্যা- শুভ, অনুরাগনির্ভর, নানাবিষয়ে ব্যুৎপত্তি
২. চরিত্র- মানবতা বোধ সম্পন্ন, কর্তব্য পরায়ন
৩. মন- উ্দার, সরল, বুদ্ধিযুক্ত, জেদী
৪. প্রতিভা- নানা শাশ্ত্রে গবেষনা
৫. প্রেম- ব্যর্থ নয়
৬. বিবাহিত জীবন- মোটামুটি শুভ
৭. প্রতিষ্ঠা- ২৮-৪৪ বছর, চাকুরিতে সুনাম
৮. রোগ- রক্তচাপ, হৃদবেদনা, উদর রোগ
৯. শুভ বার ও মাস- রবি, শনি
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৪,৮।

****19 শে ফেব্রুয়ারী থেকে 20 শে মার্চ---
১. বিদ্যা- মোটামুটি শুভ, পরিশ্রমে লাভ
২. চরিত্র- দ্বেষশূন্য, ভদ্র, শানিত, চাপা স্বভাবের
৩. মন- কষ্টসহিষ্নু, ভাবপ্রবন, ধৈর্যশীল, দৃঢ়
৪. প্রতিভা- নানা শাশ্ত্রে ব্যুৎপত্তি
৫. প্রেম- অতৃপ্ত বাসনা যুক্ত, বদনামকারক
৬. বিবাহিত জীবন- অল্প শান্তি, সন্দেহযুক্ত, সুখী
৭. প্রতিষ্ঠা- ২১/২৮/৪২ বছরে
৮. রোগ- অর্শ, আমাশয়, পেটের রোগ
৯. শুভ বার ও মাস- মঙ্গল, বৃহঃ। আষাঢ়, ভাদ্র, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৩ ও ৬ । সাদা ও ক্রীম

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180602205825