• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, June 5th, 2018

Astro Palmist Numerology Center

লগ্নের প্রভাবে বিদ‍্যা ও মেধা

লগ্নের প্রভাবে বিদ‍্যা ও মেধা

লগ্নের প্রভাবে বিদ্যা শিক্ষা ও মেধা -------

মেষ লগ্নে জাতক-জাতিকাদের বিদ্যাস্থান
মেষ লগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান হল সিংহ রাশি। সিংহ অধিপতি রবি হল মঙ্গলের মিত্র। রবি শুভ হলে এবং রবি স্বক্ষেত্রী হয়ে বৃহস্পতি শুক্র বা বুধের দৃষ্টি পেলে মেষলঘ্নের জাতক-জাতিকাদের উচ্চ শিক্ষা লাভ হয়। এরা গঠনমূলক বিদ্যায় উন্নতি লাভ করে। এগ্রিকালচার, ভুতত্ত্ববিদ্যা, প্রত্মত্বাবিদ, সাইকোলজি, কেমিস্ট, ওষুধ বিজ্ঞানী, প্রকৌশলী ইত্যাদি এরা হতে পারে.....। তবে শিক্ষা জীবনে এদের বাধা আসা তেমন কিছু নয়। । ছাত্র বিশেষেএরা ভাইলই হয়।

বৃষ লগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান
বৃষের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান হল কন্যারাশি। কন্যার অধিপতি হল বুধ। যদি বিদ্যাপতি স্বয়ং বিদ্যাস্থানে থাকে তাহলে জাতক বুদ্ধিমান, স্মৃতিযুক্ত ও শ্রুতিধর হয়, ফলে এদের বিদ্যার যথেষ্ট উন্নতি হয়। । শুক্রগ্রহ দ্বারা যদি শুভ তাহলে জাতক-জাতিকা বিদ্যায় বিশেষ উন্নতি করতে পারেনা। . তাই অল্প বয়সে লেখাপড়া শেষ হয়ে যায় এবং জাতক-জাতিকারা কর্ম চিন্তায় অস্থির হয়ে উঠেন।

মিথুন লগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান .
মিথুনের বিদ্যাপতি ও পঞ্চমপতি হয় তুলা। তুলার অধিপতি শুক্র দৈত্তকুলের গুরু বলে পন্ডিত এবং বিদ্বান তাই মিথুনের পঞ্চমপতি স্বক্ষেত্রে মিত্র ক্ষেত্রে, তুঙ্গে বা মিত্র দৃষ্ট হলে এই লগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান শুভ এবং উন্নতিমূলক হয়। । এরা শিল্প, বানিজ্য, কাব্য ও সংঙ্গীত এবং অংকশাস্ত্রে ও অপারদর্শী হয়। কিন্তু তুলায় কোন অশুভগ্রহ থাকলে বা পাপগ্রহ দ্বারা দৃষ্টি কিংবা শুক্র অশুভ হলে পাপদৃষ্ট হলে ২১ বৎসর বয়সের পূর্বেই বিদ্যালাভ শেষ হয়।
তাই পরবর্তী অধ্যায় বা কর্মজীবন নিয়ে তারা ভাবতে থাকে।

কর্কট লগ্নে জাতক-জাতিকাদের বিদ্যাস্থান . কর্কটে জাতক-জাতিকাদের বিদ্যার ক্ষেত্রে হলো বৃশ্চিকরাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। মঙ্গল চন্দ্রের মিত্র গ্রহ। কর্কটের শাসকগ্রহ চন্দ্র তাই বিদ্যাপতি স্বক্ষেত্রে বা বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে এরা ভালো ইলেক্ট্রশিয়ান, ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে খ্যাতি লাভ করতে পারেন। . ২য়, ৪র্থ, ৫মম এবং নবম ঘর যদি শুভ হয়। অর্থাৎ সিংহরাশি, তুলারাশি, বৃশ্চিকরাশি ও মীনরাশিতে শুভগ্রহ থাকলে বা ঐ রাশিগুলি শুভগ্রহ দ্বারা দৃষ্ট হলে জাতক-জাতিকা উচ্চশিক্ষা লাভ করে এবং বিদেশে শিক্ষা লাভের সুযোগ পায়। অন্যথায় শিক্ষার ক্ষেত্রে তেমন কোন উন্নতি হয়না।

সিংহলগ্নে জাতক-জাতিকাদের বিদ্যাস্থান । ধনুরাশি এদের বিদ্যাস্থান। ধনুর অধিপতি বৃহস্পতি। বৃহস্পতির অশুভ সংগে রবির সম্পর্ক ভালো। . তাই এরা শ্রুতিধর ও বিদ্যান হয়। কিন্তু বৃহস্পতি অশুভ ভাবে থাকলে কিংবা শুক্রযুক্ত শত্রু পীড়িত হলে মাধ্যমিক শিক্ষা শেষ হবার পর এদের অধিকাংশেরই বিদ্যালাভ শেষ হয়ে যায়। অন্যথায় এরা অনেক সময়ে বহু বিদ্যা অর্জন করতে পারে। . এরা ভাষাবিদ, গবেষক, অনুবাদক, শিক্ষক, প্রফেসর, উপদেশদাতা, উপদেশদাতা, উকিল ইত্যাদি হতে পারে। . নাম করা বৈজ্ঞানিক হওয়ার সম্ভাবনা থাকে।

কন্যালগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান . এদের বিদ্যাস্থান হল মাকরাধিপতি শনি। শনি-ত্যাগ, উপাসক, সন্ন্যাস, প্রভৃতির কারক। তাই এদের বিদ্যা, বুধ ও শনির আশ্রিত। এরা সাধারণতঃ সিএ, আইন, গনিতবিদ্যা, দর্শনশাস্ত্র, প্রযুক্তিবিদ্যা প্রভৃতি পড়তে ভালবাসে। এরা ভিষনভাবে স্পর্শানুভূতি যুক্ত হয়। তাই অতি সহজেই সব কিছু বুঝে নিতে এবং তার সমাধান করতে পারে। এই লগ্নের জাতক-জাতিকারা অধিকাংশইই বিদেশে বিদ্যালাভের সুযোগ পায়। । এরা শনি, মঙ্গল, শুক্রের আনুগত্য বিশেষভাবে লাভ করে তাহলে বিশেষ খ্যাতিমান ডাক্তার হতে পারে। অধিকাংশ ডাক্তারই কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক-জাতিকা।

তুলালগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান . তুলার বিদ্যাস্থান হল কুম্ভরাশি। এই রাশির অধিপতি হলো শনি। শুক্রের পরম বন্ধু। কুম্ভ আবার শনির সমাধিক্ষেত্র। তাই তুলার জাতকেরা অধিক বিদ্যালাভ করে। এরা সাধারনতঃ দর্শন অঙ্কশাস্ত্র, ইঞ্জিনিয়ারিং, কমার্স প্রভৃতি পড়তে ভালবাসে। তুলায় শুক্র, শনি থাকলে এরা উচ্চ বিদ্যালাভ করে। । তবে ঐ শনি যদি অবশ্য পাপগ্রহ দ্বারা আকৃষ্ট হয় তাহলে শিক্ষা নষ্ট হয়ে যাবে।
এরা লোকের কাছে সম্মান লাভ করতে পারেন।

ব্রিশ্চিলগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান । বৃহস্পতি মীনরাশির শাসকগ্রহ বৃশ্চিকলগ্নের জাতক-জাতিকা বিদ্যাদাতা। তবে মঙ্গলের গুরুদেব। তাই মঙ্গলের প্রতি বৃহস্পতির প্রচন্ড স্নেহ রয়েছে। নিজে বিদ্বান, আর তার শিষ্য মুর্খ থাকবে এটা কখনোই চান না। । তাউ বৃহস্পতির কৃপায় বৃশ্চিকের জাতক-জাতিকাদের বিদ্যালাভ ভালোই হয়। । আর বৃহস্পতি যদি মীনরাশিতেই থাকে তাহলে তো কথাই নেই। . এরা Chemistryখুব ভাল বোঝে। তাই বৃশ্চিক লোকেরা Chemist. হতে পারে। এছাড়া আর্টিস্ট এবং Science to Stream এর কোন শাখায় এরা ভাল বিদ্যালাভ করতে পারে। । কিন্তু মীনেবুধ, রাহু, কেতু, বা শনি থাকলে এদের বিদ্যালাভ বেশি হয়না.....। ২৫ বৎসরের মধ্যেই বিদ্যালাভ শেষ হয়ে যায়। . অখন কর্ম প্রচেষ্টায় নেমে পরে।

ধনুলগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান।
এদের বিদ্যাপতির নাম হল মকর। সাধারণত ৬ কিংবা ৭ বৎসর বয়স থেজে এদের শিক্ষা জীবন শুরু। এদের মধ্যে উচ্চ বিদ্যা লাভের একটা আন্তরিক আকর্ষণ ও প্রবৃত্তি বরাবরই থাকে। । তবে সংসারিক ও পারিপার্শ্বিক অবস্থার উপর এদের শিক্ষাজীবন বহুলাংশে নির্ভরশীল। উচ্চ শিক্ষা অর্জনে বাসনা মনে থাকা সত্ত্বেও আর্থিক অভাব ও সংসারিক ঝামেলা এদের সে পথ থেকে বঞ্চিত করে। । তবে যাদের পঞ্চমভাব, পঞ্চমে পতিত দৃষ্টি শুভ হয় তারা শিক্ষায় বেশ কিছুটা অগ্রসর হতে পারে। । অন্যথায় মাধ্যমিক শিক্ষার পূর্বে বা পরেই এদের শিক্ষা জীবন সমাপ্তি হবে। . আবার যাদের পঞ্চমভাব বিশেষ ভাবে অশুভ তাদের লেখা পড়া অতি অল্প হয়।

মকরলগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান
। বৃষরাশি হল এই রাশির জাতক-জাতিকাদের বিদ্যাস্থান এবং তার অধিপতি হল শুক্র। শুক্র দৈত্যাচার্য ও শিক্ষিত। তবে শনির মিত্র মকরের লোকেরাও শিক্ষার সুযোগ ভালোই পায়। কিন্তু নিজেদের জেদ বা খেয়ালিপনার জন্য এদের বিদ্যাশিক্ষা নষ্ট হয়ে যায়। । সাধারণত ৫ বৎসর থেকেই এদের শিক্ষা জীবন শুরু হয় এবং ২৯ বৎসর পর্যন্ত এরা শিক্ষার সুযোগ পেয়ে থাকে। । বিদ্যাপতির শুভাশুভের উপর এদের শিক্ষাজীবন ও আদর্শ গড়ে ওঠে।

কুম্ভলগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান
মিথুন রাশি হল কুম্ভের জাতক- জাতিকাদের বিদ্যাস্থান। মিথুনের অধিপতি বুধ শনির মিত্র। তাই কুম্ভরাশির লোকেরা প্রযুক্তিবিদ্যা, আইন, ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিদ্যার যে কোন শাখায় পারদর্শিতা লাভ করতে এব্যাপারে দ্বিতীয়, পঞ্চম, ও নবমপতির আনুগত্য প্রয়োজন। সাধারণত অতি অল্প বয়স থেকেই শিক্ষালাভের সুযোগ পায়। । ২৮ বছর পর্যন্ত শিক্ষা লাভ করতে পারে। অনুকুল অবস্থা থাকলে বিদেশী ডিগ্রীও এরা পেতে পারে।

মীনলগ্নের জাতক-জাতিকাদের বিদ্যাস্থান । বিদ্যাপতি চন্দ্র, দ্বিতীয় বা নবম নবম থাকলে বিদ্যায় বিশেষ উন্নতি হয়। । কিন্তু ঐ চন্দ্র যদি অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে কলেজ জীবনে বিদ্যা শেষ হয়। এরা সাধারণ ভাবে পণ্ডিত, গ্রন্থপ্রনেতা, সাংবাদিক, উপন্যাসিক, গুণগ্রাহী, আশির্বাদ পরায়ণ সৎ হয়। । এরা চিটিং বাজকেও নিজের গৃহে পরমাত্মীয়ের মত স্থান দেয় এবং সর্বস্ব খুইয়ে ধর্মীয় অনুনুশাসনে চলে। । পন্ডিত, প্রফেসর, পরামর্শদাতা পুরোহিত প্রভৃতি হতে পারে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180605082020