• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, June 15th, 2018

Astro Palmist Numerology Center

শনি-রবি যুতি(একত্রে)

শনি-রবি যুতি(একত্রে)

*** আধুনিক গবেষিত জ্যোতিষ মতে রবি+শনি সংযোগ কখন তথাকথিত মার্কেটে পচলিত বিষযোগের পরিবর্তে কিভাবে কোন গননায় অমৃত যোগের ফল প্রদান করে ঃ- ***
--------------------------------------------------------------------

Point -1 = বৈদিক মতে রবি অগ্নিতত্ব এবং শনি বায়ুতত্ব... দর্শন বা বিজ্ঞান মতে চারিদিকে অতিরিক্ত বায়ুর ঝড়ের মধ্যে যদি সামান্য প্রদীপের আলো জ্বালানো হয় তাহলে সেই আগুনকে বায়ু শত্রুতা করে নিভিয়ে দেবে... অর্থাত অগ্নির থেকে বায়ু বেশী শক্তিশালী হয়ে উঠলেই তখনই হয়ে ওঠে অগ্নি-বায়ুর পারস্পরিক চীরশত্রু... আর এই শত্রুতা অগ্নি নিজে থেকে কিন্তু যে চেয়ে করতে যায় না বরং বায়ুই যে চেয়ে অগ্নির সাথে শত্রুতা করতে চলে আসে... বিজ্ঞান-দর্শনের এই যুক্তিতেই জ্যোতিষ শাস্ত্রে এই সিস্টেমে রবি ও শনি পারস্পরিক শত্রু ভাবা হয় এবং এখানে ঠিক এই যুক্তিতেই রবি কিন্তু যে চেয়ে নিজে থেকে একবাব্রেও শনির পিছনে লাগতে যায় না... বরং শনিই যে চেয়ে রবির সাথে শত্রুতা করতে চায়...

Point - 2 = আবার যখন জ্বলন্ত উনুনের ক্ষেত্রে দেখলে,, অগ্নির শক্তি বেশি থাকা অবস্থায় যদি সেই ঊনুনের নিচে বাতাস করা হয় তো তাহলে সেক্ষেত্রে অগ্নি-বায়ুর পারস্পরিক শত্রুতার সম্পর্কের কেস পুরো উলটে যাবে, তখন বায়ু আসার কারনেই কিন্তু অগ্নি আরোও প্রানজ্জল হয়ে ঊঠবে... তাহলে এই বিজ্ঞান-দর্শনের সিস্টেমে বোঝা যাচ্ছে যখন বায়ুর থেকে অগ্নির ক্ষমতা বেশী থাকে তখন অগ্নি-বায়ুর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব থাকে... ঠিক সেই যুক্তিতেই যখন শনির ক্ষমতার থেকে রবির ক্ষমতা অধিক থাকে তখন রবি শনির মধ্যে পিতা পুত্রের সুসম্পর্ক ভালো থাকে...

তাহলে এখানে খুবই স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যে, যখন অগ্নি বা রবির ক্ষমতার থেকে বায়ু বা শনির ক্ষমতা অধিক হয় তখন তারা হয়ে ওঠে পারস্পরিক চীরশত্রু, আর এই শত্রুতা অগ্নি-রবি কিন্তু বায়ু-শনির সাথে করে না, বরং বায়ু শনিই যে চেয়ে এসে অগ্নি-রবির সাথে শত্রুতা করে... আবার যখন বায়ু-শনির ক্ষমতার থেকে অগ্নি-রবির ক্ষমতা অধিক হয় তখন তারা হয়ে ওঠে পারস্পরিক চীরমিত্র... তাহলে রবি-শনি নিয়ে হিন্দু মাইথলজী কাহীনির সাথে যে ১০০% বিজ্ঞান-দর্শন যুক্তি লুকিয়ে আছে তা এখানে ১০০% স্পষ্ট আশাকরি...

*** উপরিক্ত বিজ্ঞান-দর্শন-মাইথলজি একত্রে যোগসাজস মতে এটা পরিষ্কার যে, রবি+শনি সংযোগ ভালো প্রভাব দিতে গেলে রবিকে রবি-শনির মধ্যে সর্বাধিক বলশালী থাকতে হয়... সেই যুক্তিতে বৈদিক জ্যোতিষ মতে কুষ্টিতে রবি ভালো ফল দেয় লগ্ন সাপেক্ষে নবম ভাব(house) ও উপচয় ভাব (house) (তৃতীয়- ষষ্ট- দশম- একাদশ ভাব).. তাহলে এই তথ্য সুত্র মতে আমরা বুঝতে পারি যে, লগ্ন সাপেক্ষ্যে তৃতীয়- ষষ্ট- নবম- দশম- একাদশ ভাবে (house) যদি রবি+শনি সংযোগ হয় এবং তার পাশাপাশি রবির ক্ষমতা শনির ক্ষমতার থেকে অধিক হয়, তাহলে তখন এই রবি+শনি সংযোগ তথাকথিত বিষযোগের পরিবর্তে অমৃতযোগের শুভ প্রভাব লাভ হবে...

উদাহরন স্বরুপ,, সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে উপচয় বা নবম ভাবের মধ্যে তৃতীয় ভাব তুলা রাশির ক্ষেত্রে রবি+শনি সংযোগ হলে সেটা উপচয় ভাব হলেও সেটা অমৃতযোগ হবে না, কারন তুলাতে রবি (অগ্নি) দুর্বল নিচস্থ থাকে আর শনি (বায়ু) সেক্ষেত্রে সবল উচ্চস্থ থাকে, রবি অপেক্ষা শনি সবল হলে সেটা কখনোই অমৃতযোগ হবে না... তখন কিন্তু বিষযোগের ফল প্রদান করবে...!!

NOTE ঃ- অর্থাত এক কথায় বলতে চাইছি লগ্ন সাপেক্ষ্যে নবমভাব সহ উপচয় ভাব অর্থাত তৃতীয়- ষষ্ট- নবম- দশম- একাদশ ভাবে রবি+শনি সংযোগ থাকলে এবং তার পাশাপাশি রবির ক্ষমতাকে শনির ক্ষমতার তুলনায় অধিক ক্ষমতাবান হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে রবি+শনি সেই কুষ্টিতে বিষযোগ দেবে না, বরং পরিবর্তে অমৃতযোগের শুভফলদাতা হবে...

*** উদাহরন স্বরুপ বললে, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত জ্যোতি বসু-এর জন্মতারিখ ঃ- 08 জুলাই 1914... বুধবার... জন্ম সময় ঃ- দুপুর 11:00 a.m... জন্মস্থান ঃ- কলকাতা... জ্যোতি বসুর আলোচ্য উক্ত জন্মছক অনুযায়ী এঁনার কন্যা লগ্ন, মকর রাশি... এঁনার কুষ্টিতে লগ্ন সাপেক্ষে দশম ভাব মিথুন রাশিতে রবি+শনি সংযোগ করেছে... আর রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে রবি+শনিকে দৃষ্টি দিচ্ছে... এই আলোচ্য সংযোগটা যদি আপাদদৃষ্টতে দেখা হয় তো এই রবি+শনি সংযোগকে সাধরন নিয়মে বিষযোগ বলেই গন্য হবে, এবং তার জন্য ভাবা যেতে পারে যে, জাতকের কর্মজীবন হয়তো ছাড়খার হয়ে গেছে, এবং কর্ম নিয়ে সমস্যায় ভুগছে... কিন্তু বাস্তবে তো হয়েছে পুরো উলটো... উনি সারা জীবনেই পুরো রাজার হালে কর্ম করেছিলেন এবং কর্মে ভালোই সুক্ষ্যাতি লাভ করেছিলেন...!! তাহলে আশাকরি একথা বোঝাতে পারলাম যে কুন্ডলী তে সূচিত বিষযোগ কখনও কখনও শুভ ফল দেয়।কিন্তু শনি-রবি একে অপরের শত্রু হওয়ায় এবর একত্রে থেকে বিষযোগের অশুভ ফল ভোগ হবেই।সেটা শনির -রবির দশা-দশান্তে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180615075901