• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, June 15th, 2018

Astro Palmist Numerology Center

লগ্নের ডিগ্ৰী থেকে (নবাংশ)জোতিষ বিচার

লগ্নের ডিগ্ৰী থেকে (নবাংশ)জোতিষ বিচার

*** আমার গবেষণালব্ধ কিছু তথ্য ***

জন্ম কুষ্টি দেখে কিভাবে শুধুমাত্র লগ্নের ডিগ্রী দেখে মানুষের আচরনগত স্বভাব বোঝা যায় ঃ~
-------------------------------------------------------------------------------------------

*** Point-1 ঃ~ মহাকাশ বিজ্ঞান মতে পৃথিবীকে বাদ দিয়ে, সূর্য্য থেকে দুরত্ব অনুযায়ী ক্রমানুয়ারে গ্রহদের সাজালে হবে যথাক্রমে,, (1)-সূর্য্য, (2)- বুধ, (3)- শুক্র, (4)- চন্দ্র, (5)- রাহু, (6)- কেতু, (7)- মঙ্গল, (8)- বৃহস্পতি, (9)- শনি...

*** Point-2 ঃ~ জ্যোতিষ শাস্ত্র মতে আমরা জানি, ষোড়শ বর্গের মধ্যে "নবাংশ কুন্ডলী" থেকে গ্রহদের ক্ষমতা বল বিচার করা হয়... তাহলে 'নবাংশ' মতে একটা রাশিকে (1 রাশি=30 ডিগ্রী) নয়টা ভাগে ভাগ করলে হবে যথাক্রমে,, (1)- 0 ডিগ্রী থেকে 3 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত, (2)- 3 ডিগ্রী 20 মিনিট থেকে 6 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত, (3)- 6 ডিগ্রী 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত, (4)- 10 ডিগ্রী থেকে 13 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত, (5)- 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত, (6)- 16 ডিগ্রী 40 মিনিট থেকে 20 ডিগ্রী পর্যন্ত, (7)- 20 ডিগ্রী থেকে 23 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত, (8)- 23 ডিগ্রী 20 মিনিট থেকে 26 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত, (9)- 26 ডিগ্রী 40 মিনিট থেকে 30 ডিগ্রী পর্যন্ত...

*** আমার গবেষণালব্ধ জ্যোতিষ সুত্র ঃ~

"নবাংশ কুন্ডলী" মতে এক একটা রাশির ডিগ্রীর ক্রমানুসারে নয়টা ভাগের সাথে মহাকাশের সূর্য্য থেকে দুরত্ব অনুযায়ী ক্রমানুসারে অবস্থিত গ্রহদের কারকতা সংযোগ করলে, তাহলে তখন রাশির ডিগ্রীগত ভাবে যে যে ভাগের সাথে যে যে গ্রহ নির্ধারিত হচ্ছে সেই নির্ধারিত গ্রহের কারকতা অনুযায়ী সেই উক্ত মানুষের আচরণগত স্বভাব হয়ে থাকবে...

*** এই জ্যোতিষ সুত্র অনুসরনে প্র্যাক্টিকল জ্যোতিষ বিচার বিশ্লেষণগত তথ্য ঃ~

(1)- রাশিতে লগ্নের ডিগ্রী 0 ডিগ্রী থেকে 3 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো রবি = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ তথাকথিক সমাজের অন্ধ বিশ্বাসের পথে না গিয়ে আধুনিক বিজ্ঞান বা যুক্তি দ্বারা সবকিছু যাচাই করে নিয়ে তবেই তারা কোনোকিছুকে বিশ্বাস করে... তারা বাস্তববাদী ও কিছুটা প্রফেশনাল মানসিকতার হয়ে থাকে... তবে তারা অন্যের যোগ্যতাকে সাধারণত যথাযত মূল্য দেয়... তাদের মধ্যে অন্যকে যাচাই করার একটা প্রবনতা থাকবে... তারা চিরাচলিত বাস্তবের থেকে অভিজ্ঞতায় দেখে দেখেই গুরু ছাড়াই অনেক কিছু জিনিষের প্রতি শেখার আগ্রহ প্রকাশ করে থাকে...

(2)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 3 ডিগ্রী 20 মিনিট থেকে 6 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো বুধ = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ একটু বুদ্ধমান হয়ে থাকে... মানুষকে কথা বা সুব্যবহার দ্বারা আকর্ষন করার মতো তাদের খুব ভালো গুন থাকে... তবে এটা সত্য যে,, তাদের ব্যবহার দেখে তাদের যতটা উদার মনে হবে, কিন্তু বাস্তবে ততটা উদার তারা নয়... তবে তাদের বুদ্ধি ও ব্যবহার এই উভয় গুনই তাদের জীবনে উন্নতি ঘটাতে সহায়তা করে...

(3)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 6 ডিগ্রী 40 মিনিট থেকে 10 ডিগ্রী পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো শুক্র = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ একটু কাম প্রবনতা মুলক স্বভাবের হয়ে থাকে... তাদের ব্যবহার প্রদর্শন থেকেও বেশী ভালো আছে তাদের কথা বলার কনভিন্স ক্ষমতা... এই কথা বলার আদপ কায়দা দ্বারাই তারা মানুষকে আকর্ষন করতে পারে খুব বেশী, অর্থাৎ তাদের কথা বলার ধরন এমনই হবে যে, তাদের কথার ভয়েস দ্বারাই মানুষকে কনভিন্স করতে পারে খুব ভালোমতো... তারা রোমান্টিক স্বভাবের হয়... কিন্তু এটা সত্য যে,, তাদের সামনা সামনি দেখলে তাদের যতটা সমঝদার মানুষ বলে মনে হবে, বাস্তব জীবনে বা আবেগ প্রবনতা মুলক দিক দিয়ে তারা ততটা সমঝদার ব্যক্তি কিন্তু আদেও হয় না... তাই ভালোবাসার ক্ষেত্রে বা আবেগ প্রবণতার দিক দিয়ে তাদের সাবধানে পথ চলা উচিৎ... তবে এরা তাদের সমলিঙ্গের সাথে বন্ধুর হয়ে যতটা আবেগ প্রবনতা দেখাতে চাইবে তার চেয়ে অনেক বেশি আবেগ প্রবনতা দেখাতে ভালোবাসে বিপরীত লিঙ্গের মানুষদের কাছে...

(4)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 10 ডিগ্রী থেকে 13 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো চন্দ্র = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ খুব বেশী আবেগ প্রবন স্বভাবের হয়ে থাকে... তারা সবাইকে আপন করে নিতে পারে, তারা সমলিঙ্গ বা বিপরীত লিঙ্গ উভয় মানুষদেরই কোনোরকম বাচবিচার ছাড়াই সকলকেই সমান ভাবে খুব সহজেই ভালোবেসে আপন করে নিতে পারে... তারা খুব একটা স্বার্থবাদী হয় না, বরং তাদের ভালোমানুষিকতার সুযোগ নিয়ে অন্যরা তাদের স্বার্থে এদের ব্যবহার করে থাকে... তারা মানুষের থেকে একটু ভালোবাসা পাবার জন্য এতোটাই কাঙ্গাল হয় যে,, তারা একটু ভালোবাসা পেলেই মানুষকে আপন ভেবে খুব কাছের মানুষ ভেবে নেয়... অন্যের আপদে বিপদে নিঃস্বার্থ সহায়তা করার প্রবনতা থাকবে... তবে এটা সত্য যে,, তারা এতটা আবেগী হবার জন্য নারী- পুরুষ উভয় দিক থেকেই এদের জীবনে ক্ষতি হবার সম্ভাবনা থাকে... এক কথায় বললে এই শ্রেণীর মানুষেরা খুবই ভালো হয়ে থাকে...

(5)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 13 ডিগ্রী 20 মিনিট থেকে 16 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো রাহু = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ একটু স্বার্থবাদী ও চতুর স্বভাবের হয়... তারা নিজ চতুরতার দ্বারা কৌশলে অন্যের থেকে নিজের স্বার্থ আদায় করতে খুব ভালোমতোই পারে... তারা তাদের বাস্তব ও সময়ের সাথে নিজেকে খুব তাড়াতাড়ি অভিযোজন করতে পারে... তাদের কাজের সময় তারা মানুষকে যতটা আপন ভেবে তাদের মর্যাদা দেয়,, কাজ ফুরিয় গেলেই কিন্তু তখন আর তাদেরকে অতটা মূল্য দেয় না... অর্থাৎ এক কথায় বললে তারা একটু স্বার্থবাদী ও চতুর স্বভাবের হয়ে থাকে...

(6)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 16 ডিগ্রী 40 মিনিট থেকে 20 ডিগ্রী পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো কেতু = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ একটু চতুর স্বভাবের হয় আবার কিছুটা হলেও তারা আবেগ প্রবনও হয়ে থাকে,, অর্থাৎ আবেগী স্বভাব ও চতুরতা দুই ধরনেরই মিশ্রিত দ্বৈত স্বভাব থাকে... তবে তারা জীবনে অনেকের থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, এমনকি ট্রেনে-বাসে-রাস্তায় যেকোনো যায়গায় কারোর সাথে আকস্মিক পরিচয়ের দ্বারা তাদের থেকেও মাঝে মধ্যে কিছুটা হলেও সুযোগ সুবিধা পেয়ে থাকে এরা... অর্থাৎ এক কথায় বললে,, তারা দ্বৈত স্বভাবের হয় আর সমাজে পরিচিত বা অপরিচিত অনেকের কাছ থেকেই বেশ কিছু সুযোগ সুবিধা পেয়েই জীবনে সৌভাগ্যলাভ করে থাকে সাধারণত... বেশীরভাগ ক্ষেত্রে তাদের জীবনের উন্নতিলাভ তাদের নিজ চেষ্টায় হবার থেকে বরং অন্যের সহায়তার দ্বারাই বেশী হয়ে থাকে...

(7)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 20 ডিগ্রী থেকে 23 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো মঙ্গল = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ একটু প্রতিবাদীমূলক স্বভাবের হয়ে থাকে... নারী হোক বা পুরুষ এই ক্ষেত্রে তারা উভয়েই প্রতিবাদী স্বভাবের হয়... তারা খুব সোজা সাপটা কথা বলতে ভালোবাসে... তারা সহজে কারোর সাথে ঘনিষ্ঠভাবে মিশতে চায় না, কিন্তু এরা যদি কাউকে সত্যি কারের ভালোবেশে ফেলে তখন তাদের সাথে খুবই ঘনিষ্টভাবে মিসে থাকে এবং নিঃস্বার্থভাবেই তাদের ভালোবাসে... তারা সকলের কাছে প্রতিবাদী মুলক ব্যাবহার দেখালেও তারা তাদের প্রিয় মানুষটির কাছে সেই তুলনায় অনেকটাই কোমল স্বভাবের হয়ে থাকে... এরা বাস্তব জীবনে অধিকাংশ শিক্ষা পেয়ে থাকে তাদের রোমান্টিক জীবন থেকে...

(8)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 23 ডিগ্রী 20 মিনিট থেকে 26 ডিগ্রী 40 মিনিট পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো বৃহস্পতি = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষ সাধারণত খুবই সৎ ও নির্ভিক স্বভাবেরই হয়ে থাকে... তারা স্বার্থের থেকেও নিজের যোগ্যতাকে বেশী প্রাধাণ্য দেয়... তারা তাদের কাজে খুব একটা স্বার্থবাদীতার আশ্রয় নেয় না, বরং এরা তাদের কাজকে খুব সন্মান করে, এবং তারা তাদের কাজের যোগ্যতার পারদর্শীতার দ্বারা সমাজে উন্নতি করে থাকে... সমাজে চিরাচলিত পুঁথিগত বিদ্যা নিয়ে ঘুষ দিয়ে কাজ পেয়ে শুধুমাত্র টাকা রোজগারের জন্য সাধারণ কাজ করতে এদের খুব একটা ভালো লাগে না... এরা চায় এমন কিছু কাজ করতে যেটাতে শুধুমাত্র টাকা রোজগার ছাড়াও নিজের যোগ্যতা দ্বারা সমাজের কাছ থেকে সুনাম অর্জন করে উন্নতিলাভ করতে... বাস্তবের বেশীরভাগ ক্ষেত্রে সমাজের অন্যান্য মানুষদের সাথে এদের চিন্তাভাবনা করার ধরন, নিজের কাজের দুরদর্শিতা এগুলো অনেকটাই একটু আলাদা ধরনের হয়ে থাকে... কোনো কিছু নিয়ে গবেষণা করার ইচ্ছা এদের মধ্যে থাকে... তবে এদের একটা স্বভাব আছে, এরা সৎ হবার জন্য, এরা সুযোগ পেলেই নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বারা অন্যকে শেখানোর একটা প্রবনতা থাকবে... তবে এদের উন্নতিলাভ হতে একটু দেরী হয় বেশি সৎ ও নির্ভিক হবার কারনে... এরা তাদের কর্মজীবনে সোজা সাপটা কথা বলতে ভালোবাসবে...

(9)- যেকোনো রাশিতে লগ্নের ডিগ্রী 26 ডিগ্রী 40 মিনিট থেকে 30 ডিগ্রী পর্যন্ত নির্ধারিত গ্রহ হলো শনি = যদি কুষ্টিতে কারোর লগ্নের ডিগ্রী এটা হয় তাহলে,, সেই মানুষের জীবন সর্বদাই একটা না একটা সমস্যাতে জর্জরিত হয়ে থাকে... এরা একটু আবগ প্রবন স্বভাবের হয়ে থাকে,, কিন্তু এরা যতটা আবেগ প্রবনের হয় ততটা কিন্তু সকলকে বুঝতে দেয় না... অর্থাৎ এরা গুপ্তভাবে আবেগ প্রবন মানুষ... এরা সাধারণত জীবন পথে বেশীরভাগ সময়েই নিজেকে খুব একাকীত্ব বোধ করে থাকে... তারা কিছু কিছু ক্ষেত্রে মানুষকে অতিরিক্ত অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করে নেবার জন্য জীবনে আঘাত খাওয়ার সম্ভাবনা প্রবল থাকে... তাদের একাকীত্ব খুব বেশী হলে এদের নার্ভ, ব্লাড প্রেসার এই জাতীয় সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে... অর্থাৎ এক কথায় বললে,, তাদের জীবনে মাঝে মধ্যেই একাকিত্ববোধ ও দুর্ভাগ্যজনিত সমস্যা মাঝে মধ্যে একটু না একটু লেগেই থাকে...

তবে আমার জ্যোতিষ জ্ঞান অনুযায়ী এদের একাকীত্ববোধের প্রতিকার অনুযায়ী যেকোনো ধাতুর তৈরী যেকোনো ধরনের ব্রেসলেট ডান হাতের (নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই) কব্জীতে পরতে হবে... এবং পারলে চুম্বকের দ্বারা নির্মিত একটা ব্রেসলেট পরা উচিৎ... তবে চুম্বক ধারন করার আগে, আপনাদের নিজস্ব জ্যোতিষীদের পরামর্শ নিয়ে তবেই ধারন করবেন.. আর আমার ক্লায়েন্ট যারা আছেন তারা অন্যের কথায় গুরুত্ব না দিয়ে চোখ বুঝে চুম্বকের ব্রেসলেট ধারন করতে পারেন...!!

NOTE = এই পদ্ধতিটা শুধুমাত্র কুষ্টি বিচার ছাড়াও,, হোরারী জ্যোতিষ মতেও আগত ব্যাক্তির আগমনকাল হিসেবে হোরারী লগ্নের ডিগ্রী অনুযায়ী আগত ব্যাক্তিরও আচরনগত স্বভাবের সাধারণভাবে বোঝা সম্ভব...!! এই পেজে যারা জ্যোতিষী নন, সেই সমস্ত সাধারণ মানুষেরা হয়তো হোরারী জ্যোতিষ গণনা সম্মন্ধ্যে কিছুই বুঝবেন না, তবে এই পেজে যারা জ্যোতিষী আছেন তারা তো অতি অবশ্যই হোরারী জ্যোতিষ গণনার নিয়মাকানুন যানেন, তাই আপনারা নিজেদের প্র্যাক্টিকল অভিজ্ঞতায় এই সুত্র প্রয়োগ করে দেখুন, তাহলে আশাকরি আমার দেওয়া তথ্যের যথাযথ সত্যতার প্রমান পাবেন...!!
-------------**********-------------
----------------------------------------

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180615170851