• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, June 18th, 2018

Astro Palmist Numerology Center

শত্রু দ্ধারা পীড়িত হলে

শত্রু দ্ধারা পীড়িত হলে

শুভ অপরান্থ
প্রিয় বন্ধুরা আমাদের প্রতিদিনের পোস্ট পড়তে যাদের ভাল লাগছে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ASTRO PLAMIST NEUMEROLOGY CENTER ,type @astropalmist1 এবং আমাদের website :www.apnc.co.inলাইক করতে এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও পড়ার সুযোগ পান এবং আপনার মত উপকৃত হন। আমরা আরও ভালো কিছু লেখা পোস্ট করার অনুপ্রেরণা পাব
কোন ভয় নেই !!!!!!!!!

শত্রু দ্বারা তুকতাকের ক্ষতি বা শত্রু দ্বারা যেকোনো রকম ক্ষতির হাত থেকে সুরক্ষার উপায় ঃ~
--------------------------------------------------------------------

আজকাল অনেকেই তাদের শত্রু দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং তার জন্য অনেকেই দিশেহারা হয়ে যায়... আজ তাদের উদ্দ্যেশে একটা টোটকা জানাচ্ছি...

টোটকা ঃ~

উপকরন ঃ~ হনুমান জীর মুর্তি বা ছবি,,কর্পূর,, মাটির ছোটো পাত্র যেটাকে 'মূচী' বলে,, 5টা লবঙ্গ,, কিছুটা ঘী...

(1)- প্রথমে হনুমান জীর একটা ছবি বা মূর্তি পূর্ব বা উত্তর দিকে মুখ করে এমনভাবে রাখতে হবে যাতে হনুমান জীর দিকে কেউ তাকালে তার মুখ থাকবে পূর্ব বা উত্তর দিকে...

(2)- তারপর হনুমান জীর মুর্তি বা ছবির সামনে মাটির ছোটো পাত্র বা দশকর্মা ভান্ডার থেকে মাটির মুচি নিয়ে তাতে কর্পূর রেখে সেটাকে জ্বালাতে হবে...

(3)- তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল (thumb finger) এবং মধ্যমা আঙ্গুল (middle finger) এই দুটো আঙ্গুল দিয়ে ধরে লবঙ্গ ঘীয়ের মধ্যে ডুবিয়ে ফুলের দিকটা সামনে রেখে পিছনের দিকটা ধরে একটা একটা করে সেই আগুনের উপর আহুতি দিতে হবে এবং হনুমান জীর মন্ত্র পাঠ করে তারপর শত্রুর নাম-গোত্র সহ বা নাম-গোত্র জানা না থাকলে শুধুমাত্র "শত্রু" নাম উচ্চারন করে বলতে হবে,, ''অমুক নাম গোত্র বা শত্রু যেনো তার কোনো ক্ষতি করতে না পারে...'' এই ভাবে একইভাবে পাঁচটা লবঙ্গ ঘী মাখিয়ে একটা একটা করে জ্বলন্ত কর্পূরের মধ্যে আহুতি দিতে হবে এবং একই কথা বলতে হবে...

(4)- ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও মধ্যমা আঙ্গুল এই দুটো আঙ্গুল দ্বারা ধরে ঘী মাখানো পাঁচটা লবঙ্গ পরপর একটা একটা করে দেবার পর তারপর সেই জ্বলন্ত কর্পূর দিয়ে clockwise হনুমান জীর মুর্তি/ছবির সামনে আরতির মতো করে ঘোরাতে হবে যতক্ষন পর্যন্ত কর্পূর জলতে থাকে এবং ততক্ষন পর্যন্ত হনুমান জীর মন্ত্র পাঠ করতে হবে...

এই টোটকা যেকোনো দিন করা যায় তবে শনিবার বা মঙ্গলবার করলে আরোও ভালো... এবং এই টোটকা প্রয়োগের সময় মাটিতে না বসে পরিষ্কার ভালো কোনো আসনের উপর বসে এই টোটকা করতে হবে.. তবে এটা এককালীন একবারের জন্য না করে মাঝে মধ্যেই করা উচিত...

হনুমান জীর বীজমন্ত্রম ঃ~ " হূং হনুমতে রুদ্রাক্তামায় হূঁ ফট্‌ স্বা হা ১০৮বার সন্ধ‍্যায়।

হনুমানের অষ্টতরশত নাম

শনির দশা-দশান্তে,শনির সাড়ে-সাতিতে এবং আইনী জটিলতা থেকে মুক্ত হতে
হনুমানের অষ্টোত্তর শত নামাবলি প্রত‍্যহ স্নান করে ও সন্ধ‍্যায় ধূপ প্রদীপ জ্বেলে পাঠ করবেন।

ওং শ্রী আংজনেয়ায় নমঃ
ওং মহাবীরায় নমঃ
ওং হনুমতে নমঃ
ওং সীতাদেবি মুদ্রাপ্রদায়কায় নমঃ
ওং মারুতাত্মজায় নমঃ
ওং তত্ত্বজ্ঞানপ্রদায় নমঃ
ওং অশোকবনিকাচ্চেত্রে নমঃ
ওং সর্ববংধ বিমোক্ত্রে নমঃ
ওং রক্ষোবিধ্বংসকারকায়নমঃ
ওং পরবিদ্বপ নমঃ
ওং পরশৌর্য় বিনাশনায় নমঃ
ওং পরমংত্র নিরাকর্ত্রে নমঃ
ওং পরমংত্র প্রভেবকায় নমঃ
ওং সর্বগ্রহ বিনাশিনে নমঃ
ওং ভীমসেন সহায়কৃতে নমঃ
ওং সর্বদুঃখ হরায় নমঃ
ওং সর্বলোক চারিণে নমঃ
ওং মনোজবায় নমঃ
ওং পারিজাত ধৃমমূলস্ধায় নমঃ
ওং সর্বমংত্র স্বরূপবতে নমঃ
ওং সর্বয়ংত্রাত্মকায় নমঃ
ওং সর্বতংত্র স্বরূপিণে নমঃ
ওং কপীশ্বরায় নমঃ
ওং মহাকায়ায় নমঃ
ওং সর্বরোগহরায় নমঃ
ওং প্রভবে নমঃ
ওং বলসিদ্ধিকরায় নমঃ
ওং সর্ব বিদ্য়াসংপত্র্প বায়কায় নমঃ
ওং কপিসেনা নায়কায় নমঃ
ওং ভবিষ্য়চ্চতু রাননায় নমঃ
ওং কূমার ব্রহ্মচারিণে নমঃ
ওং রত্নকুংডল দীপ্তিমতে নমঃ
ওং চংচল দ্বাল সন্নদ্ধলংবমান শিখোজ্বলায় নমঃ
ওং গংধ্র্ব বিদ্য়াতত্বজ্ঞায় নমঃ
ওং মহাবলপরাক্রমায় নমঃ
ওং কারাগৃহ বিমোক্ত্রে নমঃ
ওং শৃংখল বংধ বিমোচকায় নমঃ
ওং সাগরোত্তারকায় নমঃ
ওং প্রাজ্ঞায় নমঃ
ওং রামদূতায় নমঃ
ওং প্রতাপবতে নমঃ
ওং বানরায় নমঃ
ওং কেসরিসুতায় নমঃ
ওং সীতাশোক নিবারণায় নমঃ
ওং অংজনা গর্ভসংভুতায় নমঃ
ওং বালর্ক সদৃশাননায় নমঃ
ওং বিভীষণ প্রিয়করায় নমঃ
ওং দশগ্রীব কুলাংতকায় নমঃ
ওং লক্ষ্মণ প্রাণদাত্রে নমঃ
ওং বজ্রকায়ায় নমঃ
ওং মহাদ্য়ুতয়ে নমঃ
ওং চিরংজীবিনে নমঃ
ওং রামভক্তায় নমঃ
ওং দ্তেত্য়কার্য় বিঘাতকায় নমঃ
ওং অক্ষহংত্রে নমঃ
ওং কাংচনাভায় নমঃ
ওং পংচবক্ত্রায় নমঃ
ওং মহাতপসে নমঃ
ওং লংকিণেভংজনায় নমঃ
ওং গংধমাদন শ্তেল নমঃ
ওং লংকাপুর বিদাহকায় নমঃ
ওং সুগ্রীব সচিবায় নমঃ
ওং ধীরায় নমঃ
ওং শূরায় নমঃ
ওং দ্তেত্য়কুলাংতকায় নমঃ
ওং সুরার্চিতায় নমঃ
ওং মহাতেজসে নমঃ
ওং রাম চূডামণি প্রদায় কামরূপিবে নমঃ
ওং শ্রী পিংগলাক্ষায় নমঃ
ওং নার্ধি ংতে নাক নমঃ
ওং কবলীকৃত মার্তাংডমংডলায় নমঃ
ওং কবলীকৃত মার্তাংড নমঃ
ওং বিজিতেংদ্রিয়ায় নমঃ
ওং রামসুগ্রীব সংদাত্রে নমঃ
ওং মহারাবণ মর্ধনায় নমঃ
ওং স্পটিকা ভায় নমঃ
ওং বাগ ধীশায় নমঃ
ওং নব ব্য়াকৃতি পংডিতায় নমঃ
ওং চতুর্ভাহবে নমঃ
ওং দীনবংধবে নমঃ
ওং মহত্মনে নমঃ
ওং ভক্ত বত্সলায় নমঃ
ওং সংজীবন নগা হর্ত্রে নমঃ
ওং শুচয়ে নমঃ
ওং বাগ্মিনে নমঃ
ওং দৃঢব্রতায় নমঃ
ওং কালনেমি প্রমধনায় নমঃ
ওং হরিমর্কট মর্কটায়নমঃ
ওং দাংতায় নমঃ
ওং শাংতায় নমঃ
ওং প্রসন্নাত্মনে নমঃ
ওং শতকংঠ মদাবহৃতেনমঃ
ওং য়োগিনে নমঃ
ওং রামকধালোলায় নমঃ
ওং সীতান্বেষণ পংডিতায় নমঃ
ওং বজ্র নখায় নমঃ
ওং রুদ্রবীর্য় সমুদ্ভবায় নমঃ
ওং ইংদ্র জিত্প্র্রহিতা মোঘব্রহ্মস্ত্র বিনিবার কায় নমঃ
ওং পার্ধ ধ্বজাগ্র সংবাসিনে নমঃ
ওং শরপংজর ভেদকায় নমঃ
ওং দশবাহবে নমঃ
ওং লোকপূজ্য়ায় নমঃ
ওং জাং বত্প্র তি বর্ধনায় নমঃ
ওং সীত সবেত শ্রীরামপাদ সেবা দুরংধরায় নমঃ
স্নান করে ১ বার‌

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180618161913