• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, July 3rd, 2018

Astro Palmist Numerology Center

ধনুরা্শির বৈশিষ্ট্য

ধনুরা্শির বৈশিষ্ট্য

বাংলা রাশিচক্র
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) :

ধনুর বৈশিষ্ট্য

প্রতীক :

জ্ঞানী, উপদেষ্টা, তীরন্দাজ

আগ্নেয় বৈশিষ্ট্য :

কৌতূহলী, অকপট, আবেগী, অস্থির, প্রকৃতিপ্রেমী, ধৈর্যহীন, উদার, ক্রীড়ানুরাগী

ব্যক্তিত্ব :

চঞ্চল, নীতিবান, আগ্রহী, অকপট, অকুতোভয়, উচ্চাভিলাষী, দার্শনিক, তার্তিক, সত্যবাদী

জেনে নিন আপনি কেমন ধনু ?

জুপিটার নিয়ন্ত্রিত ধনুর দৃষ্টি চড়ুইয়ের দৃষ্টিশক্তির মতোই প্রখর এবং উজ্জ্বল। ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির। তারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বা বসতে ঘৃণাবোধ করে। যেকোনো পার্টিতে যান, এবং সেখানে সবচেয়ে প্রাণবন্ত দলটিকে লক্ষ্য করুন। হাসি খুশি এবং আনন্দে আপ্লুত যে মানুষটি ওখানে বসে আছে, সে একজন ধনু এবং সে একটু আগেই এমন একটি কথা বলেছে যে সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু কী ঘটেছে তা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই।

যখন সে তার বক্তব্য নিয়ে ঘটিত স্তব্ধতার কারণ অনুধাবন করতে পারবে তখন অবশ্য তাকে কিছুটা হতভম্ব মনে হবে এবং দলটিতে তার চারপাশের মানুষগুলোকে দেখে মনে হবে যেন তারা এক একটি ধারালো ছুরির ফলা। মুখে একটা প্রফুল্ল হাসি এনে ধনু এমন একটা মন্তব্যে করে বসতে পারে যা কেউ কল্পনাও করেননি। সেক্ষেত্রে ধনুর বন্ধুদেরকে বলছি, নিজের মেজাজ ঠাণ্ডা রাখুন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু ভাববেন না সে আসলেই কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়। না, মনের ভেতরে তার আপনার জন্য একটা যত্নের জায়গা তৈরি আছে। বিষয় হলো ধনুদের মধ্যে জটিলতা কিংবা ক্ষুদ্রতার ছিটে ফোঁটা মাত্র নেই। সে নিষ্কলুষভাবে তার কষ্টদায়ক কথাগুলো বলে ফেলে।

সে যে কাটা ঘায়ে নুনের ছেটা দিতেও ছাড়ে না, সেটা আসলে ঘা সারাতে গিয়েও তার অদক্ষতাই তুলে ধরে। অধিকাংশ ধনুই আন্তরিকভাবে চায় যে আপনি প্রাণবন্ত হয়ে উঠুন। অন্তত, এটাই তারা করতে চেষ্টা করে। কিন্তু নিজের সদিচ্ছাকে ফলাতে গিয়ে প্রায়ই তারা অঘটন ঘটিয়ে বসে। বহির্মুখীই হোক কিংবা আত্মকেন্দ্রিক, ধনুরা সব সময়ই হূদয়কে উদ্দীপ্ত করতে পছন্দ করে। সেই সব দুর্লভ কিছু ধনু যারা তেমন একটা কথাবার্তা বলে না, তারা হয়তো মনে মনে এমন চমত্কার কোনো পরিকল্পনা করছে যেটা বিশ্বকে চমকে দিতে পারে।

তার জিহ্বা যখন স্থির তখন তার মস্তিষ্ক আরও ব্যস্ত। আর এই রাশির প্রভাব পুরোটাই অজ্ঞাতে তার স্বভাবের মধ্যে রয়ে গেছে। ফলত তার নির্বাক থাকাটা বরং তার পরবর্তী চমকপ্রদ পদক্ষেপ দিয়ে আপনাকে অপ্রস্তুত অবস্থায় চমকে দেওয়ার উদ্দেশ্যেই। একজন ধনু কখনই সফলভাবে মিথ্যা বলতে সক্ষম নয়।

একজন ধনু যখন সরাসরি তার লক্ষ্যে দৃষ্টি দেয়, তখন সে এতটাই উঁচুতে তার তীর ছুড়তে পারে, যেখানে মানুষের দৃষ্টিশক্তি পৌঁছতে পারে না। সেখানেই তার স্বপ্নগুলো সব সত্যি হয়ে যায়। অল্পকিছু মানুষই ধনুর উপর বেশি সময় ধরে বিরক্ত হয়ে থাকতে পারে। কেননা এটা পরিষ্কার বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ক্ষতিকর উদ্দেশ্য একদমই নেই। এই পূজনীয়, পছন্দনীয়, বুদ্ধিমান আদর্শবাদীকে আপনি যেকোনো সময় যেকোনো খানেই পেতে পারেন।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180703073314