• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, July 4th, 2018

Astro Palmist Numerology Center

দ্বাদশভাবে চন্দ্র গ্ৰহের অবস্থান গত ফলাফল

দ্বাদশভাবে চন্দ্র গ্ৰহের অবস্থান গত ফলাফল

*রাশিচক্রের দ্বাদশ ভাবে অবস্থান ভেদে চন্দ্র গ্রহের ফলাফল*
১) চন্দ্র লগ্নভাবে থাকলে--- জাতক চঞ্চল, দুশ্চিন্তাগ্রস্ত, দয়াশীল কিন্তু আর্থিক বলবান হয় ।
২) চন্দ্র ধন ভাবে বা দ্বিতীয় ভাবে থাকলে---
জাতক সঞ্চয়ী, পুত্র সুখী, ধনবান ও রমণী প্রিয় হয় হীনচন্দ্রে বুদ্ধি দোষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
৩) চন্দ্র ভাতৃ ভাবে বা তৃতীয় এ থাকলে----
জাতক মর্যাদাশীল, রমণীপ্রিয় মিত ব্যয়ি বন্ধুপ্রিয় কিন্তু গর্বিত প্রকৃতির হয়।
৪) চন্দ্র মাতৃভাবে বা চতুর্থে থাকলে--
জাতক স্ত্রী বাহন গৃহ সুখী ও বন্ধুবৎসল হয়।
৫) চন্দ্র পুত্র ভাবে বা পঞ্চমে থাকলে----
জাতক ধনবান সুখী ও ঐশ্বর্যশালী হয়। দুর্বল চন্দ্রে বুদ্ধিনাশে সে ক্ষতির সম্ভাবনা।
৬) চন্দ্র শত্রু ভাবে বা ষষ্ঠে থাকলে----
জাত শত্রু ভয়ে ভীত কিন্তু শত্রুজয়ী হয় । উদরাময় রোগে কষ্ট পায়। বৃহস্পতির ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র হলে জাতক সুকর্মদক্ষ এবং বহু জন প্রতিপালক হয়।
৭) চন্দ্র স্ত্রী ভাবে বা সপ্তমে থাকলে---
জাতক মনোজ্ঞা স্ত্রী লাভকারি এবং কামুক প্রকৃতির হয়।
৮) চন্দ্র মৃত্যু ভাবে বা অষ্টমে থাকলে----
জাতক উদ্বিগ্ন চিত্ত,দরিদ্র ও অসুখী হয় । জল বা জলীয় রোগে কষ্ট পায়।
৯) চন্দ্র ভাগ্য ভাবে বা নবমে থাকলে ----জাতক শাস্ত্রজ্ঞ
সৎকর্মী মনোরোমা স্ত্রী লাভকারী ও ধনবান হয়।
১০) চন্দ্র কর্ম ভাবে বা দশমে থাকলে---জাতক মর্যাদাশীল খ্যাতিমান অর্থবান স্থিরচিও হয়।
১১) চন্দ্র আয়ভাবে বা একাদশে থাকলে----
জাতক মাননীয়, সৌভাগ্যবান, ভোগী ও গুণবান হয়।
১২) চন্দ্র ব্যয় ভাবে বা দ্বাদশে এ থাকলে--- জাতক রাগী প্রকৃতির নেত্ররোগী ও অমিত ব্যয়ি ও শত্রু ভয়ে ভীত।।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180704082254