• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, July 6th, 2018

Astro Palmist Numerology Center

মকর রাশির বৈশিষ্ট্য

মকর রাশির বৈশিষ্ট্য

বাংলা রাশিচক্র
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) :

সাধারণভাবে তরুন মকরদের বয়স্ক মকরদের থেকে বেশি তৃপ্ত বলে মনে হয়। এর পেছনে কারণও রয়েছে। চাইনিজ তরুণ মকররা তাদের পূর্বপুরুষ এবং বয়স্কদের নিজেদের আদর্শ বলে মনে করে। বয়স এবং অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান অর্জিত হয় সেটার প্রতি শ্রদ্ধা শনি-শাসিত ব্যক্তিদের হৃদয়ে দৃঢ়ভাবে প্রোথিত। তারা যখন বয়স্ক হয়ে ওঠে আর ‘সম্মানিত পূর্বপুরুষ’ এবং বয়স্ক মানুষগুলো তাদের ছেড়ে চিরদিনের মতো চলে যায় তখন নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বন্য কার্যকলাপ, উগ্রতা এই রক্ষণশীল মকরদের বিভ্রান্ত এবং ভীতসন্ত্রস্ত করে তোলে। নিজেদের মাথা ঝাঁকিয়ে পুরনো দিনের কথা বিড়বিড় করতে করতে তারা বলতে শুরু করে, ‘ছ্যা! ছি!’ সৌভাগ্যজনকভাবে, তাদের মধ্যে অনেকেই এই নতুন চ্যালেঞ্জটাকে নিজের মধ্যে গ্রহণ করতে সমর্থ হয়।

একজন বয়স্ক ধূসর চুলের মকর যখন আনন্দিতচিত্তে ছোট ছোট ছেলে-মেয়ে, কিশোর-কিশোরীদের সঙ্গে খেলা করে আর মনে মনে ভাবে শৈশবের সেই আনন্দমূখর দিনগুলো গম্ভীরভাবে কাটিয়ে দিয়ে কী সুখ থেকেই না বঞ্চিত হয়েছি­ তখন দৃশ্যটা সত্যিই উষä অনুভূতিদায়ক। বৃদ্ধ মকররা হয় হতাশ আর মুখগোমরা হয়ে উঠবে, নয়তো সুখিচিত্তে হাসি-আনন্দে, নৃত্যরসে তাদের সময় অতিবাহন করবে। আবার এই দুই দলের মাঝামাঝি একটি দল রয়েছে, যারা প্রচণ্ড হাসি চাপলেও মৃদু হাস্য ছাড়া আর কিছুই করবে না। আবার গান শুনলেও অতি আনন্দে উতলা হওয়া থেকে নিজেদের অহেতুক পিছু হটিয়ে রাখবে।

মকরদের খাড়া এবং সুন্দর আকৃতির নাকটাকে অন্যের ব্যাপারে গলতে দেখবেন না, দেখলেও সেটা কদাচিৎ। কিংবা শনি-শাসিত ব্যক্তিদের জিভটাকেও অন্যদের সমালোচনায় ব্যস্ত থাকতে দেখবেন না। তবে মকরদের উপর মিথুন বা মীনের প্রভাব থাকলে, তাদের মধ্যে সামান্য পরিমাণে অন্যদের ব্যক্তিগত ব্যাপারে আগ্রহ দেখা দিতে পারে। কিন্তু সাধারণত তারা নিজেদের ব্যাপারেই নিমগ্ন থাকতে বেশি পছন্দ করে। তারা হয়তো যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতে যাবে না, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে কোন পরামর্শ শুনতে চান তাহলে তারা তাদের পরামর্শ দিতে মোটেও দ্বিধা করবে না। এবং তাদের প্রত্যাশা থাকবে এটা আপনি গ্রহণ করবেন।

মকররা দায়িত্ব এবং কর্তব্যবোধ মেনে চলতে শিখেছে আর হতাশাকেও সহ্য করে থাকতে জানে। আপনি যদি তার উদাহরণ অনুসরণ করতে না পারেন তো ভুল কিভাবে সংশোধন করতে হয় সেসব শেখানোর জন্যে সে সময় নষ্ট করবে না। আর সমবেদনা জানানোর ক্ষেত্রেও তার আবেগ হবে ক্ষীণ।

যেহেতু ছাগলের প্রতীকধারী এই মকর জাতকরা খুব ভদ্রভাবে কোন একটা দলে নিজেদের অবস্খান করে নেয় আর নিজের অজান্তেই পেছনের সারিতে নিজেকে ঢেকে ফেলে সেহেতু এই রাশির জাতক-জাতিকাদের শারীরিক চারিত্রিক বৈশিষ্ট্য দেখে চিনে ফেলাটা একটু দুরূহ। মকর হতে পারে চওড়া কাঁধ বিশিষ্ট এবং পুরুষালী। আবার চিকন কিন্তু শক্ত-সামর্থ। কিংবা নাদুস-নুদুস আর নরম। কিন্তু তার শারীরিক বৈশিষ্ট্য যাই হোক না কেন, সে যেখানে থাকবে সেখানে শেকড় গেড়ে থাকার মতো একটা লক্ষণ তার মধ্যে দেখতে পাবেন।

অবশ্য যতক্ষণ না সে অন্য কোথাও আবার শেকড় গাড়তে না যাচ্ছে। সাধারণত শনি-শাসিত মানুষদের চুলগুলো হয় সোজা, রুক্ষ, কালো; তাদের চোখও কালো এবং ধীর-স্খির। তাদের গায়ের রঙ হয় শ্যামলা বা রোদে পোড়া। কিছু মকর পাবেন যাদের চুলগুলো কোঁকড়া আর সোনালী রঙের আর চোখগুলো নীল। কিন্তু মনোযোগের সঙ্গে লক্ষ্য করুন। এখন সৎ ভাবে মন্তব্য করুন দেখি, তাদের দেখে কি মনে হয় না যে কালো চুল আর কালো চোখ নিয়েই এদের জন্ম নেয়া উচিত ছিল? যদিও উক্তিটার কোন শক্ত ভিত্তি নেই, কিন্তু এটার প্রয়োজনীয়তা রয়েছে। মারলিন ডাইট্রেচের কথাই ধরুন। ড্রেসডেন-চায়না কমপ্লেক্সন তার গায়ের রঙ, চোখ দুটো সবুজ আর চুলগুলো সিল্কি। আরেকবার তাকান। খুব শান্ত চিত্তে তাকে লক্ষ্য করুন, তার প্রশান্ত আর সাবলীল সক্রিয়তা। তার গভীর আর নিচু কণ্ঠস্বরটি শুনুন। ব্যবসার ব্যাপারে তার সতর্ক বুদ্ধিমত্তা এবং তার পার্থিব আকাঙ্খার প্রতি নজর দিন। এ সব বৈশিষ্ট্যগুলো কি একজন কালো চুলের সাদা মানুষের সঙ্গে মিলে যায় না? এই সূক্ষ্ম সুত্রটি আয়ত্ত্বে আনুন। তাহলেই চেহারা দেখে মকর চিনতে আর ভুল হবে না।

শনি-শাসিত মানুষগুলোর মধ্যে বিষণíতার একটা ক্ষীণ আভাস আর গাম্ভির্যের সমন্বয় লক্ষ্য করা যায়। তাদের কেউই শনির প্রভাব থেকে মুক্ত নয়। এ কারণে তাদের মধ্যে খুবই নিয়মানুবর্তিতা এবং আত্ম-অস্বীকৃতির প্রবণতা লক্ষ্য করা যায়। অনেক মকরই শক্ত ও মজবুত পায়ের অধিকারী এবং তাদেরকে পায়ের উপযুক্ত জুতো পরতে দেখা যায়। তারা সুঠাম হাতের অধিকারী এবং তাদের কণ্ঠস্বর প্রশান্ত। আপনি হয়তো তাদের মধ্যে তোষামুদে ভদ্র আচরণ এবং প্ররোচণাময় ব্যবহার লক্ষ্য করবেন। মকরদের দেখলে মনে হবে তারা যেন মখমলের কাঁথার মতোই নিরীহ। কিন্তু কাঠের টুকরোর উপরে চোখা তারকাটার মতোই তারা রুক্ষ।

তারা অবিরত, অবিরাম অপমান, চাপ এবং হতাশার বোঝা হজম করে চলে। ঠিক যেমনিভাবে ছাগলগুলো টিনের ক্যান, ভাঙা গ্লাস থেকে শুরু করে কার্ডবোর্ডও হজম করে ফেলে। মকরের মতোই ছাগলদেরও একটা লৌহ পাকস্খলি রয়েছে। রয়েছে বিপজ্জনক শিং-ও। যখন উৎফুল্লচিত্ত হাসি-খুশি বর্হিমূখি মানুষগুলো এখানে-ওখানে তাদের শক্তিক্ষয় করে বেড়ায়, তখন মকর তার স্খান থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হবে না। তারা বরং তাদের স্বভাবসুলভ আস্খা নিয়ে ধীরে-সুস্খে উপরের দিকে উঠতে থাকে। শর্ট-কাট পথগুলোতে বিভিন্ন প্রতিকুলতা দেখে তাদের অনুকম্পা হয়। বরং তারা পদচারণায় মুখর পথে চলতেই অধিক নিরাপত্তাবোধ করে।

মৃদু হাওয়া ছাড়া আর সবকিছুই মকরের চরিত্র বুঝতে পারবে। আপনি এই রাশির জাতক/জাতিকাদের চেনার শিক্ষাটা পাবেন কিন্তু তার আগে আপনার একটু প্রাথমিক প্রশিক্ষণ নিতে হবে। কোণার ওই শান্ত মাকড়সাটার দিকে নজর দিন। দ্রুত গতির উড়ন্ত পোকাগুলোর সঙ্গে লড়াই করার কোন ক্ষমতাই তার নেই। কিন্তু তার ধূর্ততার সঙ্গে বোনা জালে এসে পোকাগুলো ঠিকই ধরা পড়ে আর মাকড়সাটারই জয় হয়। এ্যাসপের কচ্ছপটির কথা স্মরণ করুন, ছন্দময় গতি নিয়ে যে দৌঁড় প্রতিযোগিতায় নেমেছিল।

শনি-শাসিত মানুষগুলোর মধ্যে বৃদ্ধ বয়সটা একটা হুমকিস্বরূপ। এমনকি কিশোর মকরটিও তার চাচা করিমউদ্দিন মিয়া এবং চাচি হাজেরা খাতুনের সঙ্গে দেখা করতে ছুটে যাবে। কেননা, এই প্রিয় স্বজনগুলোকে তার ভালো লাগে এবং তারা পরিচিত জন। তাছাড়া তাদের জমানো কিছু প্রাইজবন্ড এবং কিছু সহায়-সম্পত্তিও তো থাকতে পারে। কেউ নিশ্চয়ই এমন চান না যে তার কোন আত্মীয় নিজের সহায়-সম্পত্তি সব পোষা কুকুর­ নিজামীর নামে উইল করে দিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন এরকম চিন্তা­ভাবনা মানবতাহীন এবং হিসাবী মনের পরিচয় দেয়। কিন্তু মকরের কাছে এটাই বাস্তবতা। মকরের দরজায় সুযোগ একবার কড়া নাড়লেই যথেষ্ট। সে প্রথমবারেই সেটা শুনে ফেলবে। বস্তুত, সে দরজার দিকে ঝুঁকেই থাকে, কান পেতে থাকে আর অপেক্ষা করে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180706065715