• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, July 7th, 2018

Astro Palmist Numerology Center

কুম্ভরাশির বৈশিষ্ট্য

কুম্ভরাশির বৈশিষ্ট্য

বাংলা রাশিচক্র
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):

কুম্ভদের স্মৃতিশক্তি যে খুব প্রখর সেটা বলা যাবে না। কিন্তু তাকে সবকিছু মনে রাখতেও হয় না আবার কোন স্মৃতিচারণের প্রয়োজনও তার তেমনভাবে পরে না। সে বরং খোলা বাতাস থেকেও তার জ্ঞান অর্জন করে, এবং কোথায় জ্ঞানলাভ করা যাবে সে নির্দেশনা পাবার জন্যে তার শরীরে নিশ্চয়ই কোন অদৃশ্য এন্টেনা লাগানো আছে। কেনই বা তারা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের মস্তিষ্ক অহেতুক বোঝাই করে তুলবে, সে তো ইচ্ছে করলেই তথ্যগুলো বয়ে যাওয়া বাতাস থেকেই কুড়িয়ে নিতে পারে। মুদির দোকান থেকে দ্রব্য-তালিকার সবচে গুরুত্বপূর্ণ জিনিসটিই না কিনে সে বাসায় ফিরে আসবে।

কেননা, কোনটা কিনতে হবে, কী বাদ পড়লো এ ধরনের চিন্তা করা তার কাছে বিরক্তিকর এবং অপ্রয়োজনীয়। কুম্ভের স্বভাবসম্পন্ন জাতকেরা সেই কিংবদন্তী প্রফেসরেরই একটা নমুনা মাত্র। সেই প্রফেসরটিকে আমি চিনতাম। তার স্ত্রীর সাথে একদিন দুপুরে তার আসাদগেইটের আড়ং-এ দেখা করার কথা। কিন্তু আগেভাগে পৌছে যাওয়ায় অপেক্ষারত অবস্খায় এক পুরোনো বন্ধুর সাথে তার দেখা হয়ে গেল।

(কুম্ভরা সবসময়ই পুরোনো বন্ধুদের সাথে মিলিত হবার ব্যাপারে আগ্রহী। পার্বত্য চট্রগ্রামই হোক, কিংবা কেউকারাডং-এর গুহায় হোক, সব জায়গাতেই তার বন্ধুবান্ধব পাওয়া যাবে।) কুম্ভটি তখন বন্ধুর সাথে কথায় ডুবে গেছেন। তার স্ত্রী হাস্যউৎফুল্ল মুখে দৃশ্যগোচর হলেন। এবং তিনি যখন স্বামীর নিকটে এসে দাঁড়ালেন, তখন কুম্ভটি সম্মানসূচক টুপিটি একটু উঠিয়ে দিয়ে তার বন্ধুর হাতটি বগলে নিয়ে রাস্তায় হাটা ধরলেন। তিনি তখনও গল্পে ডুবে আছেন। এদিকে তার স্ত্রী ক্রোধে অন্ধ হয়ে আড়ংয়ের নীচে একা একা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন।

ইউরেনাস জাতকদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ। তারপরও তাদের চারপাশে কী ঘটছে না ঘটছে সবকিছুই তারা চাইলেই তাদের রাডারে ধরা পড়ে। তারা কোন আলোচনা চালিয়ে যেতে যেতেই পাশ্ববর্তী কক্ষে কী ঘটছে না ঘটছে সবকিছু সম্পর্কেই সজাগ থাকতে পারে অবশ্য যদি তাদের ইচ্ছে হয়। কখনও কখনও আপনি হয়তো গাল দিয়ে বলবেন যে কুম্ভটি আপনার একটা কথাও কানে তোলেনি, কিন্তু পরদিন টেপরেকর্ডারের মতোই আপনি যা যা বলেছিলেন সব কথা সে আপনাকে শুনিয়ে দিতে পারবে। কখনই কুম্ভদের চারপাশের পরিস্খিতির সবকিছু লক্ষ্য করার অবিদিত ক্ষমতাকে তুচ্ছ করে দেখবেন না।

যদিও হয়তো মনে হবে যে তারা প্রায়ই বিস্মৃতির অতলে হারিয়ে যায়, এমনকি যখন তখন নিগূঢ় মনোযোগের মধ্যেই বিস্মৃত হয়ে যায়। যেমনটি আমার বন্ধু প্রফেসরটি তার স্ত্রীর মধ্যে খুন করার মতো রাগের জন্ম দিয়ে হেটে হেটে চলে গিয়েছিলেন।

কুম্ভ জাতক বা জাতিকা যাই চিন্তা করে সেসবের সাথে ভবিষ্যতের কোন না কোন যোগাযোগ রয়েছে। ইউরেনাস শাসিতদের অজানা ব্যাপার বুঝে নেবার অদ্ভুত ক্ষমতা এবং রহস্যাবৃত গোপনীয়তাগুলো জেনে ফেলার ক্ষমতা রয়েছে। তারা তাদের অনুমান দিয়েই এসব বুঝে নিতে পারে। আর অনুমানশক্তি তাদের মধ্যে একধরনের পূর্ব উপলব্ধির জন্ম দিয়ে দেয়। আমি এমন একজন কুম্ভকে চিনি যে ফোন বেজে ওঠার আগেই হ্যালো বলে ফেলে।

অনেক মানুষই আছে যারা রংধনুর মতো। বাচ্চারা তাদের জন্যে প্রার্থনা করে, শিল্পীরা তাদের ছবি আঁকে। স্বাপ্নিকরা তাদের পেছনে ছোটে। কিন্তু কুম্ভরা সবার থেকেই এগিয়ে। জীবনটা তার একবারই। আর এই একবারই তার সব। আর কী, সে এটাকে বুঝবে, বিভিন্ন আঙ্গিকে এর উপর গবেষণা চালাবে, অংশ অংশ করে, একটা একটা করে রঙ ঢেলে, এবং তারপরও এই এক জীবনের উপর তার দৃঢ় আস্খা বজায় থাকবে। কোন কিছু ঠিকমতো জানার পর সেটাতে বিশ্বাস বা আস্খা আনা সহজ, কিন্তু কুম্ভদের লক্ষ্য যদিও ভবিষ্যতের কোন অস্খির নীলাকাশের দিকে, তবুও তারা বাস্তববাদী।

কুম্ভ জাতক লুইস ক্যারোল এ্যালিসকে ওয়ান্ডারল্যান্ডে পাঠিয়ে যেমন উদভ্রান্ত করে তুলেছিলেন, তেমনি আপনাকে ইউরেনাস জাতকদের অনিশ্চয়তার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে। স্বভাবত শান্ত এবং ঠাণ্ডা প্রকৃতির এই কুম্ভরা প্রচলিত মতামত অমান্য করে আনন্দ পায়, এবং অধিকতর গতানুগতিক মানুষগুলোর সাথে হঠাৎ করে আকস্মিক ও খাপছাড়া আচরণ করে চমকে দিতে পছন্দ করে। সাধারণত বিনয়ী বক্তা এবং শিষ্টাচারী এই মানুষগুলো সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে সবচেয়ে অদ্ভুত কোন বক্তব্য বা আচরণ করে আপনাকে হতবাক করে দেবে। ইউরেনাসের বৈশিষ্ট্যসম্পন্ন একজন সাধারণ জাতক হলো অর্ধেকটা আলবার্ট সুইটজার এবং অর্ধেকটা মিকি মাউস। সে পায়ে হয়তো স্যান্ডেল, বুট, খড়ম কিংবা পাইপ পরে থাকবে। কিন্তু কোন পরিস্খিতি বা অনুষ্ঠানে সে এটা পরছে সেদিকে তার লক্ষ্য তেমন একটা থাকবে না। সে হয়তো ইচ্ছে হলে খালি পায়ে কোথাও চলে যাবে, এবং তাকে দেখে আপনি হাসলে আপনার মুখের উপর সেও হেসে উঠবে।

মাঝে মধ্যে কুম্ভরা গতানুগতিকতার প্রতি কটাক্ষ প্রদর্শন করতে উদ্ভট পোশাক আশাক পরিধান করে।

আপনি এই স্খির, বায়ু-সূচক রাশিতে জন্ম নেয়া মানুষগুলোকে চিনতে পারবেন তাদের বহুল উচ্চারিত একটি শব্দের মাধ্যমে - ‘বন্ধু’। কুম্ভ জাতক ফন্স্যাংকলিন রুজভেল্ট আগুন পোহাবার স্খানটার পাশে আলাপচারিতা শুরু করতেন এভাবে, “বন্ধুরা আমার...”, এবং প্রেমে বিচ্ছেদের পর ইউরেনাসসুলভ প্রশ্নটি হচ্ছে, “আমরা কি এখনও বন্ধু থাকতে পারি না?” কুম্ভরা খুবই দক্ষ কিছুও নয় আবার সরল সোজাও নয়। তারা অত্যন্ত উজ্জীবিতও নয় আবার উদ্দীপনাহীনও নয়। সার্বক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার ঝোঁক তাকে প্রতিনিয়ত পরবর্তী রহস্যটি সমাধানের পথে ধাবিত করে। এবং পরবর্তী এই আকর্ষণটি হতে পারেন আপনি। যে মানুষটিকে দেখলে মনে হয় যে তার মন পড়ে আছে লক্ষ মাইল দূরে, কিংবা সে একটা অদৃশ্য মাইক্রোসকোপ দিয়ে আপনাকে খুঁচিয়ে পর্যবেক্ষণ করছে সে আর কেউ নয় স্বয়ং কুম্ভ।

তার এই পরীক্ষা-নীরিক্ষা, অতি কৌতূহল এবং অন্যকে জানার প্রবল আকর্ষণ শেষ হলে অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি তার অকুণ্ঠ আগ্রহ জাগ্রত হয়। সেটা হোক গলির মোড়ের পুলিশ, কিংবা বারটেন্ডার, কিংবা হোটেলের পিয়ন, নাইটক্লাবের গায়িকা, কিংবা পাগলদের সাথে বসবাসকারী কোন ডাক্তার - কিংবা স্বয়ং আপনি - নিশ্চয়ই এটা আপনাকে একটা অস্বস্তি এবং হতাশায় নিমজ্জিত করবে।

মানুষের ব্যাপারে আস্খাটা কুম্ভদের মধ্যে স্বভাবসুলভভাবে উদিত হয় এমন ভাবার কোন কারণ নেই, অন্তত যতক্ষণ না সে খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে যাচাই করে নিচ্ছে, এবং পারলে আপনার অন্তরটাকেও বুঝতে পারছে ততোক্ষণ। আপনার প্রতিটি শব্দ এবং আচরণের প্রতিই তার এই সূক্ষ্ম নিরীক্ষা হয়তো আপনাকে খুবই বিরক্ত করে তুলবে। আপনার হয়তো মনে হবে সে যেন ভবিষ্যতের জন্যে আপনার বৈশিষ্ট্যগুলোর একটা তালিকা গঠন করে রাখছে। ঠিক তাই। তাকে দেখলে হয়তো মনে হবে যে সে কোন স্বপ্নময় কুয়াশার মাঝে একটু পর পর হারিয়ে যায়, কিন্তু তাই বলে আপনি কি বিশ্বাস করেন না? সে হয়তো পরবর্তী কোন একদিন বলে দেবে আপনার চোখের পাতা কয়টি। আপনার কুম্ভটির কাছ থেকে কখনই প্রত্যাশা করবেন না যে সে আপনার রূপ দেখে পটে যাবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180707072750