• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, July 8th, 2018

Astro Palmist Numerology Center

মীন রাশির বৈশিষ্ট্য

মীন রাশির বৈশিষ্ট্য

বাংলা রাশিচক্র
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):

আপনি যদি কোন মীনকে ভোট গুণতে দেখেন কিংবা ব্যাংক প্রেসিডেন্ট হিসেবে নিজের ডেস্কের পেছনে বসে থাকতে দেখেন, তাহলে নিশ্চয়ই আপনি দুর্লভ সেই মাছটিকেই দেখেছেন। একটা স্খানে অনেক সময় ধরে বসে থাকার বাধ্য-বাধকতা অধিকাংশ মীনই সইতে পারে না। আধ্যাতিক উন্নয়ন সাধনের আখড়া, আর্ট গ্যালারি, মসজিদ কিংবা মন্দিরে তার খোঁজে গেলে তাকে পাবার বেশি সম্ভাবনা রয়েছে। কনসার্ট কিংবা নাইটক্লাবেও তাকে পেতে পারেন। লেখকদের আলোচনা সভায়, নাট্য মঞ্চের পেছনে কিংবা কোন ইয়টে রৌদ্রস্নানরত অবস্খায়ও তাকে পেতে পারেন।

এরকম স্রোতময় জীবনের গতিতে তাকে পাবার সম্ভাবনা রয়েছে। যতো বেশি শৈল্পিক এবং সৃষ্টিশীল পরিবেশ হবে, এবং যতো বেশি অবসর এবং দুর্বোধ্য পরিবেশ হবে ততো বেশি মীনকে আপনি তেমন স্খানে খুঁজে পাবেন। ককটেইল পার্টিতে কিংবা কোন আনন্দ উৎসবে আপনার জাল রঙিন ও বৈচিত্র্যময় হয়ে উঠবে বিচিত্র আর ঝলমলে সব মীন অর্থাৎ মাছে। আপনার জালে কিছু বিখ্যাত নারী মীনও ধরা পরতে পারে।

নেপচুন-শাসিত মানুষগুলোর মধ্যে পার্থিব আকাáক্ষা তেমন একটা নেই। তাদের অধিকাংশের মধ্যেই পদবী, ক্ষমতা, নেতৃত্ব বা ধন-সম্পদের প্রতি তেমন কোন আগ্রহ দেখতে পাবেন না। বিয়ের সূত্রে কিংবা উত্তরাধিকার সুত্রে না পেলে মীনদের মধ্যে কাড়ি কাড়ি টাকাওয়ালা মানুষ তেমন একটা নেই। তাই বলে টাকার বিরুদ্ধে তাদের কোন ক্ষোভ নেই। যেসব পুরোনো কয়েন আপনি আর ব্যবহার করেন না সেগুলো সে আনন্দ সহকারে গ্রহণ করবে। কিন্তু আমাদের আর সবার চেয়ে ধন সম্পদের ক্ষণস্খায়িত্বের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন।

“আমি মিলিয়নিয়ার হতে চাই না, একজন সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করতে পারলেই যথেষ্ট,” - একথা যেই বলে থাকুক না কেন, এটা যে মীনের জীবনদর্শনকে প্রতিফলিত করে সেটা নিশ্চিত। নেপচুনসুলভ বৈশিষ্ট্যের অধিকারী যে কোন হৃদয় সাধারণত লোভহীন। তাদের মধ্যে তীব্রতার অভাব লক্ষ্য করা যায়, এবং ভবিষ্যতের ব্যাপারে তারা প্রায় পরোয়াহীন। অতীত সম্বন্ধে তাদের মধ্যে চেতনালব্ধ জ্ঞান রয়েছে। বর্তমানকে শান্তচিত্তে মেনে নেবার ক্ষমতা রয়েছে। উপরের স্রোতের সাথে যুদ্ধ করাটা সত্যিকার মাছ কিংবা আমাদের মীন উভয়ের জন্যেই কষ্টকর। তাদের জন্যে অনেক সহজ বরং স্রোত যেদিকে তাদের বয়ে নিয়ে যায় সেদিকেই ভেসে যাওয়া।

কিন্তু স্রোতের প্রতিকূলে বা উজানের দিকে যাওয়াটাই মীনদের পথে একমাত্র চ্যালেঞ্জ এবং সত্যিকার শান্তি ও সুখ অর্জনের একমাত্র পন্থা। এই রাশির মানুষগুলোর জন্যে সহজ পথটাই একটা ফাঁদ। বড়শির রুপালি টোপটা তাদের আকৃষ্ট করে, কিন্তু টোপের নিচে যে তীক্ষî হুক রয়েছে সেটা তারা দেখতে পায় না - ফলে নিজেদের জীবনটাকে উচ্ছন্নে দিয়ে দেয়।

মীনদের আচরণ, আর তাদের অলসতাপূর্ণ ভালোমানুষি আপনার খুব ভালো লাগবে। নিজেদের স্বপ্ন এবং জীবন যাপনের ব্যাপারে নিজস্ব অনুভব ও উপলব্ধিগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছাড়া অন্য সব বাধার ব্যাপারেই তারা খুবই নির্লিপ্ত। অপমান, অপবাদ, ঝগড়া-বিবাদ এসব ব্যাপারেও তারা নির্লিপ্ত। একজন মীনকে বলুন যে সমাজটা দুর্নীতি দিয়ে ছেয়ে গেছে, সরকার পতন ঘটছে, বায়ু দুষণের এমনই অবস্খা যে এবার আমাদের বাঁচার আর কোন পথ নেই এবং পৃথিবী ধ্বংসের সম্মুখীন। সে হাই তুলবে, মিষ্টি করে হাসবে এবং দায়সারা গোছের সহানুভূতিশীল একটি দৃষ্টি দেবে।

খুব সামান্য কিছু ব্যাপারই তাদের মধ্যে মারাত্মক ক্রিয়া বা প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। তাই বলে যে মীন একদম নিরীহ তাও নয়। তারও মেজাজ আছে। কোনভাবে তার রাগ চড়ে গেলে, সে তীব্রভাবে শ্লেষাত্মক, এবং চতুরভাবে বিদ্রুপাত্মক হয়ে উঠতে পারে। বিরক্তিকর মনোভাব এবং ক্রোধাত্মক অনুভূতি জেগে উঠলে নেপচুন­শাসিতরা ঠিকই তার বহি:প্রকাশ করে। তবে মীনের সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন মানুষেরা সাধারণত তেমন একটা বিবাদের মধ্যে যায় না, আর নেপচুনের শান্ত বাতাসও তাদের রাগ, ক্রোধ মুছে দিয়ে যায়। মীনদেরকে তাদের ক্রোধ প্রদর্শনে বাধ্য করা আর একটা পাথরের মতো শান্ত লেকের মাঝে ছুড়ে ফেলা একই রকম ব্যাপার। লেকের জলে সেটা কিছু রিপলের জন্ম দেবে ঠিকই, কিন্তু দ্রুতই সেটা আবার শান্ত আর স্খির হয়ে উঠবে।

মীনদের সাথে সাক্ষাতের প্রথমেই তাদের পা দুটো লক্ষ্য করে দেখুন। সেগুলো লক্ষ্যণীয়ভাবে ছোট এবং সুন্দর হবে (পুরুষদের পায়ের ক্ষেত্রেও প্রযোজ্য)। কিংবা সেগুলো যথেষ্ট লম্বা হবে এবং ঘর-দোর পরিষ্কার করা ক্লান্ত নারীদের মতো ছড়ানো থাকবে। মীনদের হাতগুলোও ছোট, দুর্বল এবং বেশ সুন্দর গঠনের হয়ে থাকে। নয়তো হাতের আকৃতি এতোই বড় হবে যে মনে হবে সেগুলো লাঙল নিয়ে চাষাবাদে অভ্যস্ত। তাদের ত্বক হয় মোলায়েম এবং মসৃণ। তাদের চুলগুলো বেশ সুন্দর, সাধারণত ঢেউ খেলানো এবং হালকা (অবশ্য সাদা চুলধারী মীনদের সংখ্যাও নেহায়েত কম নয়)। মীনদের চোখ সবসময় টলমলে, তাদের পাপড়ি ঘন এবং মনে হয় যেন তাদের চোখ দিয়ে অনেক আলো ঠিকরে বেরোচ্ছে। তাদের চোখ সাধারণত গোলাকৃতি এবং খুবই আকর্ষণীয় হয়। কিছু কিছু মীনের চোখতো অপূর্ব সুন্দর। আর কোন শব্দ দিয়ে সে সৌন্দর্য বর্ণনা করা যাবে না। তাদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তনশীল।

তবে বয়সের রেখার থেকে তাদের মুখে টোল থাকার সম্ভাবনাই বেশি। লম্বা আকৃতির মীন জাতক বা জাতিকা খুব বেশি নেই। নেপচুন-শাসিতদের উচ্চতা যেন একটু কমই দেয়া হয়েছে। তবে তাদের গঠনে এতো কমনীয়তা রয়েছে যে, উচ্চতার ব্যাপারটা মনে আসবে না। তারা হাঁটলে মনে হবে যেন তারা ভেসে যাচ্ছে। যেন তারা রুমের ভেতর দিয়ে কিংবা রাস্তা দিয়ে সাঁতার কাটছে। কখনও কখনও সত্যিই তারা সাঁতার কাটে। কিন্তু সাঁতার কাটার জলটা কোথায়? হয়তো কাছে ধারেই কোথাও, আর মাছ জলের প্রতিই আকৃষ্ট।

মীন সে হোক ফেরিঘাটের জেলে, কিংবা শিশু হাসপাতালের নার্স, তাদের প্রত্যেকের কাছেই জীবনটা একটা নাট্যমঞ্চ। মীনের চোখে এই মঞ্চের পুরোটা দৃশ্যই প্রতিফলিত হয় পলাতক এবং ক্ষণস্খায়ীত্বের সাক্ষ্যস্বরূপ। অধিকাংশ ঝড়েই নেপচুন-শাসিতরা প্রশান্ত সাম্য নিয়ে মুখোমুখি হয়। অসহায়ত্ব এবং নৈরাশ্যবোধ প্রায়শই তাদের মনে বাসা বাধে এবং অদ্ভুত ও অর্থহীন দু:স্বপ্ন তাদের অবচেতন মনের ভবিষ্যৎ চিন্তাগুলোকে প্রতিফলিত করে। মীনেরা যখন ভাবে যে কিছু একটা ঘটবে, তখন সাধারণত সেটা ঘটে যায়।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180708091232