সুপ্রভাত
আজ থেকে লগ্ন অনুযায়ী শুভাশুভ, ও মারক গ্ৰহের নাম দিচ্ছি।
মেষ লগ্ন:
ক) শুভগ্রহ--রবি (পঞ্চমপতি) ও বৃহস্পতি (নবমপতি) ৷ খে) অশুভগ্রহ--শনি (দশম ও একাদশপতি), বুধ (তৃতীয় ও ষষ্টপতি), শুক্র (দ্বিতীয়পতি ও সপ্তমপতি) ৷ গ)* শনি একাদশপতি এবং দশমপতি দুই-ই---বৃহস্পতি বা রবির সঙ্গে সম্বন্ধযুক্ত হলেও রাজযোগ হবেন! কিন্তু বৃহস্পতি বা রবি চতুর্থপতি চন্দের সঙ্গে সম্বন্ধযুক্ত হলে দ্বিতীয় ধরনের রাজযোগ হবে! ঘ)মারক:দ্বিতীয় ও সপ্তমপতি হওয়ায় শুক্র মেষলগ্নের পক্ষে মারক বলে বিবেচিত হবে
২ বৃষলগ্ন
(ক) শুভগ্রহ--শনি নেবমপতি ও দশমপতি) এবং রবি (চতুর্থপতি)৷ শনি এককভাবেই রাজযোগকারক ৷ শনি পঞ্চমে বা নবমে অবস্থিত হলে, মকরে বা কুম্ভরাশিতে অবস্থিত হলে এককভাবেই রাজযোগকারী হবে৷ এরূপ শনি বুধের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হলেও রাজযোগকারক হবে৷ (খ) অশুভগ্রহ---বৃহস্পতি (অষ্টমপতি এবং একাদশপতি), শুক্র (লগ্নপতি ও ষষ্ঠপতি) এবং চন্দ্র অশুভ ৷
গ)মারক--এই লগ্নের পক্ষে বৃহস্পতি সপ্তমপতি বিধায় মারক বলে বিবেচিত হয়ে থাকে ৷
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks