• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, August 23rd, 2018

Astro Palmist Numerology Center

গৃহ নির্মাণ করবেন কিভাবে?

গৃহ নির্মাণ করবেন কিভাবে?

সুপ্রভাত
আগামী২৫-২৮আগষ্ট পর্যন্ত আমি শিলিগুড়
★★★গৃহ নির্মাণ★★★
------------------------------
গৃহ নির্মাণের ক্ষেত্রে শুভ 'দিন', 'মাস' ও নক্ষত্র বিচার করা অত্যন্ত আবশ্যক৷ গৃহে শান্তি বিধানে এই রকমই দরকারি কিছু টিপস।

যে গৃহে আপনি স্বজন-পরিজন নিয়ে বসবাস করবেন, যে গৃহ আপনার ভবিষ্যতের শান্তির নীড় হয়ে উঠবে, সেই গৃহের নির্মাণ কার্যে শুভাশুভ বিচার যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য৷
গৃহ নির্মাণ কোন দিন শুরু করা উচিত?

গৃহ নির্মাণের ক্ষেত্রে 'বার' বা 'দিন' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ আসুন দেখে নিই-গৃহারম্ভের ক্ষেত্রে 'বার' বা 'দিনে'র শুভ অশুভ ফলাফল-

রবিবারে: গৃহারম্ভ করলে অগ্নিভয় থাকে৷
সোমবারে: গৃহারম্ভ শুভফল দেয়৷ উক্তগৃহে বাস করলে অর্থপ্রাপ্তি ঘটে৷
মঙ্গলবারে: গৃহারম্ভ অশুভ৷ নানা ভাবে ক্ষতির সম্ভাবনা থাকে৷
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারে: গৃহ নির্মাণের পক্ষে শুভ৷
শনিবারে: অশুভ৷ নানারূপ অমঙ্গলের ভয় থাকে৷

গৃহ নির্মাণের উপযুক্ত মাস-বিধি-

বৈশাখ মাস: গৃহনির্মাণ কাজ শুভ৷ সম্পদ বৃদ্ধি হয়৷
জ্যৈষ্ঠ মাস: গৃহনির্মাণের পক্ষে অশুভ৷
আষার মাস: এই মাসে গৃহনির্মাণ করলে ধনহানি, পশুহানি হতে পারে৷
শ্রাবণ মাস: শ্রাবণ মাসে গৃহ নির্মাণের পক্ষে অশুভ৷
ভাদ্র মাস: অত্যন্ত অশুভ৷
আশ্বিন মাস: গৃহস্বামীর পত্নীর শরীর-স্বাস্থ্যের অবনতি হতে পারে৷
কার্তিক মাস: গৃহস্বামীর ধন সম্পদ বৃদ্ধির যোগ থাকে৷
অগ্রহায়ণ মাস: এই মাসে গৃহ নির্মাণ করলে ধন ও মিত্র লাভ হয়৷
পৌষ মাস: পৌষমাসে গৃহনির্মাণ করলে চৌর্য ভয় নির্দেশ করে৷
মাঘ মাস: এই মাসে গৃহারম্ভে অগ্নি ভয় থাকে৷
ফাল্গুন মাস: এই মাসে গৃহারম্ভ পুত্র ও বন্ধু লাভের পক্ষে শুভ৷
চৈত্র মাস: গৃহ নির্মাণের পক্ষে অশুভ৷

গৃহ নির্মাণের ক্ষেত্রে নক্ষত্র বিচার-

গৃহারম্ভের কাজে মাস, বার বিচারের সঙ্গে নক্ষত্র বিচারও করা প্রয়োজন৷
নক্ষত্র মোট ২৭টি৷ তার মধ্যে অশ্বিণী, মূলা, হস্তা ও শ্রবণা নক্ষত্রে গৃহারম্ভ করা যেতে পারে৷
এছাড়া রোহিনী, মৃগশিরা, চিত্রা, স্বাতী, হস্তা, পুষ্যা, উত্তর ফাল্গুণী, অনুরাধা, উত্তরষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তরভাদ্র পদ এবং রেবতী নক্ষত্রে গৃহারম্ভ বিশেষ শুভ ফল প্রদান করে৷
গৃহারম্ভকালের নক্ষত্রটি যদি পাপ গ্রহ যুক্ত হয় কিংবা রিষ্টি যুক্ত বা রিক্ত তিথি যুক্ত হয় তবে তা বর্জন করতে হবে৷
সেই সঙ্গে চন্দ্র বলবান কিনা এবং লগ্নে শুভ যোগ রয়েছে কিনা তাও নির্ণয় করা প্রয়োজন৷
এইভাবে গৃহ নির্মাণের প্রাক্কালে বার, মাস ও নক্ষত্র বিচার করে নিলে সেই গৃহে বসবাস করা অত্যন্ত শুভ বিবেচিত হয়৷

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20180823142451