সুপ্রভাত
গোচরশুদ্ধি প্রকরণ :-
রবিশুদ্ধি -
রবি জন্ম রাশি থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম ও একাদশ রাশিতে গেলে শুভ বা শুদ্ধ হন এবং মাসের 13 দিনের পরে দ্বিতীয়, পঞ্চম ও নবম রাশিতে গেলে শুভ বা শুদ্ধ হন।
চন্দ্রশুদ্ধি -
কার্য্যকর্ত্তার জন্ম রাশি থেকে চন্দ্র প্রথম, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, দশম ও একাদশ স্হানে থাকলে শুদ্ধ হয়,আর শুক্লপক্ষে দ্বিতীয়, পঞ্চম ও নবম স্হানে থাকলেও শুদ্ধ হয়। যাত্রাদি সমস্ত কাজেই চন্দ্রশুদ্ধি অবশ্য প্রয়োজনীয়।
বামবেধে চন্দ্রশুদ্ধি নিরূপণ -
উপরিউক্ত প্রকারে চন্দ্রশুদ্ধি না ঘটলে জন্মরাশি থেকে দ্বাদশ, চতুর্থ ও নবম চন্দ্র, শুক্র, শনি, মঙ্গল, বৃহস্পতি কিংবা রবির সপ্তম রাসিস্হ হলে শুভফলদাতা হন এবং জন্মরাশি থেকে অষ্টম, পঞ্চম ও দ্বিতীয় চন্দ্র, শুক্রাদির যথাক্রমে দশম, পঞ্চম ও অষ্টমস্হ হলে শুদ্ধ হন।
চন্দ্রশুদ্ধির প্রশংসা -
চন্দ্র শুদ্ধ থাকলে করকচা, মৃত্যুযোগ,দিনদগ্ধা প্রভৃতি দোষসকল বজ্রাহত বৃক্ষের মত বিনাশ প্রাপ্ত হন। প্রভু সন্তুষ্ট থাকলে যেমন ভৃত্যের ক্রোধ নিরর্থক হয়, সেইরকম চন্দ্রশুদ্ধি থাকলে তারাশুদ্ধি গণ্য হয় না। শুক্লপক্ষে চন্দ্র বলবান, কৃষ্ণ পক্ষে তারা বলবতী, অতএব শুক্ল ও কৃষ্ণ পক্ষে চন্দ্র ও তারা শুদ্ধি বিশেষ আবশ্যক।
পুরুষের ঘাতচন্দ্র -
মেশ রাশির প্রথম চন্দ্র,
বৃষ রাশির পঞ্চম চন্দ্র,
মিথুন রাশির নবম চন্দ্র,
কর্কট রাশির দ্বিতীয় চন্দ্র,
সিংহ রাশির ষষ্ঠ চন্দ্র,
কন্যা রাশির দশম চন্দ্র,
তুলা রাশির তৃতীয় চন্দ্র,
বৃশ্চিক রাশির সপ্তম চন্দ্র,
ধনু রাশির চতুর্থ চন্দ্র,
মকর রাশির অষ্টম চন্দ্র,
কুম্ভ রাশির একাদশ চন্দ্র এবং
মীন রাশির দ্বাদশ চন্দ্র ঘাতচন্দ্র বলে কথিত।
স্ত্রী জাতির ঘাতচন্দ্র -
মেষ রাশির প্রথম চন্দ্র,
বৃষ রাশির অষ্টম চন্দ্র,
মিথুন রাশির সপ্তম চন্দ্র,
কর্কট রাশির নবম চন্দ্র,
সিংহ রাশির ষষ্ঠ চন্দ্র,
কন্যার রাশির তৃতীয় চন্দ্র,
তুলা রাশির চতুর্থ চন্দ্র,
বৃশ্চিক রাশির দ্বিতীয় চন্দ্র,
ধনু রাশির দশম চন্দ্র,
মকর রাশির একাদশ চন্দ্র,
কুম্ভ রাশির পঞ্চম চন্দ্র,
মীন রাশির দ্বাদশ চন্দ্র ঘাতচন্দ্র হয়।
গ্রন্থান্তরে সিংহ রাশির চতুর্থ ও তুলা রাশির ষষ্ঠ চন্দ্র ঘাতচন্দ্র হিসেবে উল্লিখিত আছে।
ঘাতচন্দ্রের ফল কথন -
পূর্ব্বোক্ত প্রকার ঘাতচন্দ্রে যাত্রা অথবা বিবাহাদি করলে ক্লেশ অথবা মৃত্যু হতে পারে, এটা গর্গাচার্য্য বলেছেন। কিন্তু মুহূর্তচিন্তামণি,নির্ণয়সিন্ধু প্রভৃতি প্রামাণিক গ্রন্থে অন্য মত পাওয়া যায়।
যথা - যুদ্ধে, বিবাদে, কুমারী পূজনে, রাজসেবা, বাহনাদি কার্য্যে ঘাত চন্দ্র বর্জনীয়। কিন্তু বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি সর্বমঙ্গল কার্য্যে ঘাতচন্দ্র চিন্তা করতে হয় না।
কুজাদি গ্রহশুদ্ধি -
জন্ম রাশি থেকে কেতু, রাহু , মঙ্গল, শনি ও রবি ষষ্ঠ, তৃতীয় ও দশম রাশিস্হ হলে , চন্দ্র তৃতীয়, ষষ্ঠ, দশম এবং সপ্তম রাশিস্হ হলে, বুধ যুগ্ম রাশিস্হ হলে, বৃহস্পতি সপ্তম, নবম, দ্বিতীয় ও পঞ্চম রাশিস্হ হলে, শুক্র ষষ্ঠ, দশম, সপ্তম ভিন্ন অন্য রাশিস্হ হলে এবং সকল গ্রহই একাদশ রাশিস্হ হলে শুভ হয়।
আচার্য্য বরাহের মতে দশম মঙ্গল অশুদ্ধ।
নক্ষত্রে জন্মাদি তারাসংজ্ঞা -
জন্ম নক্ষত্র থেকে ন'টি করে তারা যথাক্রমে
1. জন্ম (Birth) ,
2. সম্পদ (Finance),
3. বিপদ (Danger),
4.ক্ষেম (Strength),
5.প্রত্যরি (Enemy),
6. সাধক (Good /Divine),
7.বধ (Death),
8.মিত্র ( Friend),
9.পরমমিত্র (Exclusive Friend) -
নামে অভিহিত হয়। তার মধ্যে বিপদ, প্রত্যরি এবং বধ - এই তিন তারা অশুভ।তাছাড়া অন্যান্য সমস্ত তারা শুভ। শুভ তারাগুলি সকল শুভ কার্য্যে প্রশস্ত, কিন্তু বিবাদ, মাতৃশ্রাদ্ধ, ভৈষজ্য, যাত্রা ও ক্ষৌরকার্য জন্মতারাত্রয়ে করতে নেই।
প্রত্যরিতারায় বিশেষ -
জন্ম নক্ষত্র থেকে পঞ্চম(5), চতুর্দশ(14)ও ত্রোয়োবিংশ(23) নক্ষত্রকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রত্যরি বলে। প্রথম প্রত্যরিতে যাত্রাদি শুভ কার্য্য করলে সিদ্ধি লাভ হয়, দ্বিতীয় প্রত্যরিতে কার্য্য করলে কার্য্য শুভ হয়, আর তৃতীয় প্রত্যরিতে কার্য করলে কার্য্য বিনাশপ্রাপ্ত হয়।
তারা প্রতিকার -
বিপদ তারায় গুড়, জন্ম তারায় শাক, প্রত্যরি তারায় লবণ(নুন) ও বধ তারায় তিল ও সোনা গ্রহ বিপ্রকে দান করে যাত্রাদি করলে অশুভতা নাশ হয়। গুড়, শাক, তিল ও সোনার পরিমাণ বলা নেই , সামর্থ্য অনুসারে দান করতে হবে। শুধু মাত্র লবণের পরিমাণ 5 পল। 1পলের পরিমাপ প্রায় চার তোলা। এই গুড়াদি দান বৈকল্পিক -
এটা না দিয়ে শুধুমাত্র লবণ জন্ম তারায় 1পল, বিপদ তারায় 3পল,প্রত্যরি তারায় 5 পল এবং বধ তারায় 7 পল দান করলেও তারাদোষের প্রতিকার হয়।
তারা ও চন্দ্রে ফল নিরূপণ -
চন্দ্র ও তারা শুদ্ধ থাকলে বার, তিথি ও নক্ষত্রনিমিত্তক দোষ সকল নাশ হয়।
প্রিয় বন্ধুরা আমাদের প্রতিদিনের পোস্ট পড়তে যাদের ভাল লাগছে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ASTRO PLAMIST NEUMEROLOGY CENTER ,type @astropalmist1 এবং আমাদের website :www.apnc.co.inলাইক করতে এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও পড়ার সুযোগ পান এবং আপনার মত উপকৃত হন। আমরা আরও ভালো কিছু লেখা পোস্ট করার অনুপ্রেরণা পাব। কিন্তু দয়া করে কেউ কপি করে এডিট করে নিজের page/group/website /timeline পোস্ট করে নিজেকে ছোট করবেন না।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks