• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, October 2nd, 2018

Astro Palmist Numerology Center

সূর্য ও দেবী মাতঙ্গী

সুপ্রভাত
আজ নবম মহাবিদ্যা মাতা মাতঙ্গীর আবির্ভাব তিথি। ইনি সূর্যের ইষ্টদেবী,এই মহাবিদ্যার আবির্ভাব সম্বন্ধে বলা হয়- একসময়ের কথা । মাতা গিরিনন্দিনী তখন পিত্রালয় গিরিরাজের গৃহে। পিতার গৃহে তিনি সুখে সখী গণ পরিবৃতা হয়ে নানান আলাপচারিতায় মগ্ন । ঠিক সেই সময় ভগবান শিব এক শাঁখারীর ছদ্দবেশে শাঁখার ডালা নিয়ে হিমালয় মহলে উপস্থিত । যতেক এয়োস্ত্রী নারী সেথায় ছিলেন সকলেই শাঁখারীর কাছে শাঁখা কিনলেন। দেবী উমা নিজেও শাঁখা কিনলেন । এরপর তিনি শাঁখারীকে বললেন - "বলো শাঁখারী। কি মূল্য তোমার চাই।" শাঁখারী মৃদু মৃদু হেসে বলল- "ওহে রাজকন্যা যা আমি চাইবো তা তুমি দেবে?" এই শুনে দেবী বললেন- "তুমি পর্বত শ্রেষ্ঠ হিমালয় রাজার গৃহে এসেছো। সংকোচ কোরো না। তোমার কি চাই ? " এই শুনে খানিক বাদে শাঁখারী রূপী শিব বললেন- "ওহে কন্যা । তুমি আমাকে বরন করো। এই ভিন্ন আমার কিছু কাম্য নেই।” এই শুনে দেবী উমা ভয়ানক ক্রোধিতা হলেন। ক্রোধে তাঁর মুখমণ্ডল রক্তবর্ণা হোলো । বললেন- "শাঁখারী তোমার সাহস তো মন্দ নয়। এখুনি তোমাকে এই অশালীন বাক্যের জন্য শাস্তি প্রদান করবো।" এই বলে মা গৌরী ভাবলেন অভিশাপ দিয়ে শাঁখারীকে ভস্ম করবেন। আরোও ভাবলেন দিব্য দৃষ্টিতে দেখে নেওয়া যাক এই শাঁখারী কে? কি তাঁর পরিচয় । দেবী ধ্যানে দেখলেন এই শাঁখারী স্বয়ং নীলকণ্ঠ মহেশ্বর । তখন দেবী হেসে বললেন- "বেশ তাই হবে। তোমার মনোরথ পূর্ণ করবো।"

এরপর দেবাদিদেব শিব মানস সরোবরের নিকট এক সুন্দর কাননে দেবীর জন্য প্রতীক্ষা করতে লাগলেন । ফুলে ফলে শোভিত সেই অরন্য অতীব শোভা বিস্তার করেছিলো। হিমালয়ের কোলে সেই অরন্য নানান পুস্প সুবাসে অতি মনোহর পরিবেশ সৃষ্টি করেছিলো। মধু ভরা পুস্প গুলিতে ভ্রমর ভ্রমরী গুঞ্জরন করে মধু পান করছিলো। নানা রঙ্গে রঙ্গীন প্রজাপতি পেখম মেলে পুস্প হতে পুস্পে গমন করতে লাগলো। অতীব সৌন্দর্যময় সেই বনে প্রাকৃতিক শোভা চিত্ত আকর্ষিতের ন্যায় নিজেকে সুন্দর করেছিলো । সেই অতি মনোরম স্থানে দেবী পার্বতী সখী গণ সহিত আসিলেন । দেবীর সাজ ছিলো রাজনন্দিনীর মতোন না, এক চণ্ডালিনীর মতো। ভগবান শিব নিজেও কিরাত শবর রূপে দেবীর সহিত প্রেম ক্রীড়ায় মগ্ন হলেন ।মধুর মধুর বাদ্য সঙ্গীত দ্বারা সেই মনোরম অরন্য সুমিষ্ট স্বরে প্লাবিত হোলো। এই দৃশ্য দেবতাদের দর্শন দুর্লভ । পদ্মে ভরা দিঘীর টলমলে জলে রাজ হংস হংসী কেলি করে ভ্রমণ করিতেছিল । দেবাদিদেব ও স্বয়ং ভগবতী সেখানে নানান ভাবে দিব্য প্রেম লীলায় মত্ত হলেন। বৃক্ষ গুলি যেনো নিজে থেকেই আপন ইচ্ছায় পুস্প বর্ষণ করতে লাগলো । দেবাদিদেবের সেই নৃত্য আজ তাণ্ডব নৃত্য নয়- বরং তা অপূর্ব প্রেমের মাধুরী সৃষ্টি করলো । সেই নৃত্যের তালে তালে অরন্যে স্পর্শ করলো এক দিব্য প্রেম তরঙ্গ ।

এইভাবে কেলিবিলাস করে দেবাদিদেব আশুতোষ ও মাতা পার্বতী উভয়ে আনন্দিত হলেন । তখন ভগবান শিব বললেন- " হে প্রিয়ে গৌরী। তোমার সাথে কেলিবিলাস করে আমি প্রসন্ন হয়েছি। আজ থেকে তোমার এই রূপ উচ্ছিষ্ট চণ্ডালিনী রূপে খ্যাতা হবে। সমস্ত শক্তি পূজোর সমাপ্তে তোমার এই রূপের পূজা হবে। অন্যথায় সেই শক্তিপূজো বিফল হবে।" দেবীর এই রূপ হলেন মাতঙ্গী । অপর একটি মত অনুসারে একদা মহর্ষি মতঙ্গ কদম্ব বনে সমস্ত প্রানীদিগকে বশ করার জন্য ত্রিপুরাদেবীর তপস্যা করেছিলেন। ত্রিপুরাদেবী প্রসন্ন হলে তাঁর নেত্র থেকে এক জ্যোতি পুঞ্জঃ নির্গত হয়- তা থেকে মা মাতঙ্গীর সৃষ্টি হয় । এই দেবীর চার হস্তকে চার বেদের প্রতীক রূপে বর্ণনা করা হয় । দেবী রত্নময় বেদীতে থাকেন । তার পাশে তোতাপাখী থাকে- যাকে শুকপাখী ধরা হয়। দেবীর ভৈরব হলেন মতঙ্গ । এঁনাকে তান্ত্রিক সরস্বতী বলা হয় । কয়েকটি তন্ত্রে দেবী মাতঙ্গী ও দেবী সরস্বতীকে এক বলা হয়েছে। কালিকা পুরাণে বলা হয়েছে, "মাতঙ্গী তু সরস্বতীঃ ( ৬২/৯৯)। সারদাতিলকে লেখা- "মাতঙ্গিনী বাগাধিদেবতাম্‌" ( ১৬৬)। তন্ত্ররাজতন্ত্রে আছে , দেবী মাতঙ্গেশ্বরী "বাদয়ন্তীং মহাবীণাং স্বসমাঙ্গনাজনৈঃ" (৩৪/৬৫) । কুলার্ণব তন্ত্রে আছে বলা হয়েছে,- "বীণাবাদ্যবিনোদ্গীত নিরতাং"।

সূর্য্য
———
মন্ত্র – ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়। জপ সংখ্যা – ৬০০০ বার।
গায়ত্রী– ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।
প্রণাম– ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥
ইষ্টদেবতা – মাতঙ্গী।
ঔঁ হ্রীং হূং মাতঙ্গ‍্যৈ স্বাহা।
ধারণরত্ন – চুনী, ধূপ – গুগগুল, বার – রবিবার, প্রশস্ত সময় – সকাল৬.০৪- ১২ টা পর্যন্ত।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20181002125101