• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, October 4th, 2018

Astro Palmist Numerology Center

বলিদান

বলিদান

সুপ্রভাত
বলিদান
বলিদান কথার আসল অর্থ,আত্মৎস্বর্গ অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে ইশ্বরের চরনে সর্মপন করানিরিহ পশু হত্যা কি বলিদান!!!!!
পশু রক্তে দেব-দেবীর পূজা হয় না,তার বহু উল্লখ আমাদের বিভিন্ন ধর্মগ্ৰন্থে আছে।

আমারা কালি পূজা,দূর্গা পূজা ও মনসা পূজা উপলক্ষে হাজার হাজার পাঠা বলি দেয় প্রতি বছর।শিশু বৃদ্ধ সবার সামনে ঢাক, ঢোল, কাসর বাজিয়ে, আসুরিক উন্মত্বতায় যেভাবে খড়গের এক কোপে ধড় থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করা হয় সেটা নৃসংশতা ছাড়া আর কিছুই নয়।ধর্মের নামে এই বিভৎস পশুবলি ও প্রাণিহত্যা প্রথা হিন্দুদের বেদ,উপনিষদ,পুরান,চন্ডি,গীতা বা কোন ধর্ম শাস্ত্রে উল্লেখ নাই এবং কোন ঋষিরাও এর উপেদেশ দেননি। শুধু হিন্দু শাস্ত্র কেন কোরাণ,ত্রিপিটক,বাইবেল সহ কোন পবিত্র ধর্ম গ্রন্থে এই পশুবলি বা প্রাণীহত্যার কু-আদর্শ নাই।বরং সব শাস্ত্রে রয়েছে এর বিরুদ্ধে নিশেধাজ্ঞা।
শাস্ত্রে পশুবলি/প্রাণীহত্যা সম্বন্ধে নিষেধাজ্ঞা সমূহ-
মদ্যং মাংসং তথা মৈথুন পরমেশ্বরি,মানুষেণ বলিং পঞ্চ ব্রাহ্মণো ন স্মরেৎ ক্কচিৎ।। অর্থঃ হে পরমেশ্বরী!মদ্যং, মাংসং, মৈথুন, নর, বলি এই পঞ্চবিধ বিষয় সম্বন্ধে(পূজার নামে)ব্রাহ্মণ ব্যক্তি কখনো স্বরন করিবে না।(বারাহী তন্ত্র)
সমুৎপক্তিঞ্চ মাংসস্স্য বধ কন্ধৌচ দেহিনাং।প্রসমীক্ষা নিবত্তের্ত সর্ব্বমাংস ভক্ষণাৎ।। অর্থঃ শুক্র শোনিতের দ্বারা মাংসের উৎপত্তি অতএব ইহা ঘৃণিত এবং বধ বন্ধন নিষ্ঠুর হৃদয়ের কর্ম তাই বধ ও ভোজন থেকে নিবৃত্ত হোন।(স্মৃতি শাস্ত্র)
লোভাৎ স্বভক্ষণাথায়ে জীবনং হম্তিযোনরঃ।মজ্জাকুন্ডে বসেৎ সোহপিতদ্ভোজী লক্ষবর্ষকং।।অর্থঃ যে ব্যক্তি লোভ প্রযুক্ত আত্মপোষণার্থ জীবহত্যা করে, সে লক্ষবছর মজ্জাকুন্ড নামক নরকে বাস পূর্বক তাহা পান করে। (৩০ অঃ প্রকৃতি খন্ড ব্রর্ধে পুরাণ)
যে দম্ভাদম্ভয়জ্ঞেষু পশুন্ ঘ্নতি নারাধমঃ তান্ সুখিন যমভটা নরকে বৈশসেতদা।অর্থঃ যারা পশুবধ বা হত্যা করে তারা নরাধম ও তাদের যমভটা নরক বাস হয়।(২২অঃ ৮ষ্ক দেবী ভাগবত)
এছাড়াও কুজিকা তন্ত্র,সংহীতা,শ্রীমৎ ভাগবত সহ আরো অনেক শাস্ত্রে পশুবলি বা প্রাণীহত্যার বিরুদ্ধে নিষেদাজ্ঞা প্রদান করা হয়েছে।তারপরও কেন দেবী পূজার নামে এই পশুবলি/হত্যা।দেবী বলিয়াছেন, যে নিজের বাসনার জন্য পাঠা বধ করে খায় আমি তার পাপ খন্ডন করি কিন্তু যে আমার নামে বলি দিয়া বাসনা পূরন করে আমি তার পাপ খন্ডন করি না। 
“শ্রী শ্রী চন্ডি” তে কৃত তন্ত্রের আদেশ নির্দেশ বাধা অমান্য করে আমরা পত্র,পুষ্প ও চন্দনের পরিবর্তে পশু রক্তে কর্দমাক্ত করে পিশাচের লীলাভূমিতে পরিণত করছি পবিত্র দেব মন্দির গুলো।
কালীপূজা,দূর্গাপূজা ও মনসা পূজায় যারা পাঠা-মহিষ বলি দেয় তার অপ্রিয় সংযোগ,প্রিয় বিয়োগ দূঃখ,আজ কন্যা তো কাল উপযুক্ত পুত্র,নাতনী বা আপন জনের অকাল মৃত্যু এক কথায় সংসারে তাদের দূঃখ বিনা সুখ হয় না। বহু জমিদার,রাজা উৎচ্ছন্ন হয়েছে এই বাংলার বুকে তার প্রমানের অভাব নাই।মায়ের পূজার নামে পশু বলিদান চাণক্যের যদুবংশ ধ্বংসের সামিল ইহা যানার পর ত্রিপুরার রাজা মানিক্য মায়ের পূজায় বলিদান বন্ধ করে দেন।আজ নেপালের রাজা স্বয়ং আইন করে বলিদান বন্ধ করে দিয়েছেন।
‘বিসর্জন’ ও ‘রাজর্ষি’ নামক দুটি উপন্যাস ও নাটকের মাধ্যমে একশো বছর আগে ‘বলি’র বিরুদ্ধে কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ।চলুন আজ আমরা মায়ের পূজার নামে এই পৈশাচিক আচার অনুষ্ঠান বন্ধ করি এবং নরকবাস ও দূঃখ ভোগ হতে পরিত্রাণ পাই।

এই প্রসঙ্গে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি।

এক ব্যক্তি একটি পাঠাকে মন্দিরে বলি দিতে গেছে, তখন পাঠা হেসে উঠলো...
তখন ঐ ব্যক্তি পাঠা কে বলল আমি তোকে বলি দিতে এনেছি আর তুই হাসছিস।
তখন পাঠা বলল, আমি এই চিন্তা করে হাসছি যে
আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করে, এর পরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি
কিন্তু তুই তো আমার মত অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে
পরম ভক্ত সেজে বীরত্ব দেখিয়েছিস, তোর মৃত্যু যে কত ভয়ানক হবে।

আসল কথা হচ্ছে আমরা ঈশ্বরকে মনে করি তিনি হ ইত নিরিহ পশুর রক্তে প্রসন্ন হন।
তাই গৃহপালিত পশু—পাঠা-মহিষ-হাঁস-কবুতর বলি দেই নিজের স্বার্থ আদায়ের জন্য।
আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম কেন এই নিরীহ পশু বলি...!
অনেক বলেছেন স্বপ্নে দেখেছেন কেউবা মানস করেছেন।
আমার কথা হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখেন একটা বিষধর সাপ দিয়ে মাকে পূজা দিতে
কিংবা বাঘ, সিংহ ইত্যাদি অথবা নিজের শরীরের একটি অঙ্গ কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পূজা দিতে।
কতজন ভক্ত পূজা দেবেন?
তাই সকলের কাছে বিনম্র অনুরোধ আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ গড়ে তুলি ।
যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবেনা কোন নিরীহ পশুর রক্তের চিহ্ন ।
জয় মা তারা তুমি সকলের মঙ্গল করো।
আর এই কথাগুলি আমার সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20181004161900