• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, November 26th, 2018

Astro Palmist Numerology Center

ব্র‍ম্ভমূহূর্ত ও করনীয়

ব্র‍ম্ভমূহূর্ত ও করনীয়

ব্রহ্ম মূহুর্ত কি?এই সময় কি করা উচিৎ।

সূর্য ওঠার আগের ন্যূনতম ৪৮ মিনিট থেকে সর্বোচ্চ ১ প্রহর বা ৩ ঘন্টাব্যাপী অর্থাৎ সকাল৮.৫৪ পর্যন্ত ,কখনও কখনও সূর্য দয় অনুযায়ী সময় টি স্থির হয়ে থাকে,এইসময়কে হিন্দু ধর্মে ব্রহ্মমুহূর্ত বলা হয় ৷ সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রেই এ মুহূর্তটিকে তাঁকে স্মরণ এবং তাঁর ক্ষমা , করুণা ও দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন

উপাসনানিষ্ঠ হিন্দুরা অষ্টপ্রহরব্যাপী দিনের প্রারম্ভিক এ মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির শান্তি ও কল্যাণ চেয়ে মঙ্গল আরতি ক'রে আগত দিনটিকে শুরু করে থাকে ৷ হিন্দু সাধকেরা এই সময়টিতে সর্বশক্তিময় ঈশ্বরের উপাসনা-আরাধনা ক'রে থাকে । এ সময়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে তাদের কাছে এ ব্রহ্মমুহূর্ত খুবই পবিত্র ৷ কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে সাধকের আধ্যাত্ম জীবনের উন্নতি হয়না ৷

বিশ্বাস করা হয় যে এই সময়টাতে ভগবান ব্রহ্মা এই সংসার সৃষ্টি করেছেন। আর তাই এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে। এই সময় যদি ঘুম থেকে ওঠা হয় তবে মানসিক চাপ মুক্ত হয়ে থাকে। সেই সাথে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। এমনটা বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহুর্তের সময়টা খুব শান্ত থাকে যার জন্য প্রকৃতি শুদ্ধ পবিত্র থাকে। তাছাড়া চারদিকে তখন পজিটিভ শক্তি ঘোরাফেরা করে।

মন্ত্র – ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়। জপ সংখ্যা – ৬০০০ বার।
গায়ত্রী– ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।
প্রণাম– ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥ ইষ্টদেবতা – মাতঙ্গী।
ধারণরত্ন – চুনী, ধূপ – গুগগুল, বার – রবিবার, প্রশস্ত সময় – সকাল৬.০৪- ১০ টা

ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত:
১)লাল বস্ত্র পরে সূর্যের বীজমন্ত্র গায়েত্রী ও প্রনাম করা উচিত।
২)ছাত্র-ছাত্রী বা পরিক্ষা র্থী রা সূর্য দেবের আরাধনা করে অধ‍্যায়ন করা উচিৎ।
৩) গৃহীদের উপরোক্ত ক্রিয়া টি ক‍রে গৃহকর্মে মনোনিবেশ করা উচিৎ।
৪)চাকুরী জীবী ও ব‍্যাবসায়ীদের অনুরূপ করে কর্মক্ষেত্রে বা ব‍্যাবসাক্ষেত্রে যাওয়া উচিৎ।
৫)রাজনৈতিক ব‍্যক্তিত‍্যরা ও শিপ্লী কলাকূশলীরা সূর্য ও মাতঙ্গী যন্ত্রমের সামনে ক্রিয়া ১৮বার করবে।(যন্ত্রম গুলি যেন উপযুক্ত জোতীষার্চায‍্য হোম করে দেন।যন্ত্রম দুটি তৈয়ারী করতে সর্বাধিক ব‍্যায় হবে ৭৫০০/টাকা)

প্রিয় বন্ধুরা আমাদের প্রতিদিনের পোস্ট পড়তে যাদের ভাল লাগছে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ASTRO PLAMIST NEUMEROLOGY CENTER ,type @astropalmist1 এবং আমাদের website :www.apnc.co.inলাইক করতে এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও পড়ার সুযোগ পান এবং আপনার মত উপকৃত হন। আমরা আরও ভালো কিছু লেখা পোস্ট করার অনুপ্রেরণা পাব। কিন্তু দয়া করে কেউ কপি করে এডিট করে নিজের page/group/website /timeline পোস্ট করে নিজেকে ছোট করবেন না।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20181126091827