সুপ্রভাত
আজকের বিষয় সপ্তমে শনি ও পরকীয়া।
শুভ রাত্রি সকল বন্ধুরা
সপ্তমে শনি:
শনি সপ্তমে থাকলে, সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু এটার মানে যে সবসময় সে তার পায়ের দিক থেকে খুঁড়িয়ে চলতে হবে সেটা নয়, তাই তাদের জীবনের উন্নতি ধীরে হয়, যেটা কে খুঁড়িয়ে চলার সাথে তুলনা করা হয়। অনেকেই মনে করেন যে সপ্তমে শনি থাকলে বিবাহিত জীবন ভালো হয়না, divorce বা দূরে থাকার একটা প্রবণতা থাকে, কিন্তু এটাও সর্বদা ঠিক না, শনি যদি সক্ষেত্রে থাকে তাহলে ভীষণ ভালো ফল দেয়, তাদের বউ বা স্বামী ভালো চাকরি করা বা ব্যবসা করা হতে পারে, এরা জীবনের 38 বছর বয়সের পর অনেক উন্নতি করে। শনি সপ্তমে থাকলে নবমে দৃষ্টি দেয়, তাই দেরি করে ভাগ্য উন্নতি হয়। তবে শনি সপ্তমে থাকলে এরা খুব কুঁড়ে হয়, ধীরগামী হয়। বিখ্যাত খনার বচন:ও অবৈধ সম্পর্কে জরিয়ে যায়।
" গেল শনি সপ্তম ঘরে
অবশ্যই তাকে খোঁড়া করে।"
প্রতিকার: ঔঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চারায়ঃ ।
১০০৮ বার স্নান করে নীল বস্ত্র পরিধান করে।
রত্ন: নীলা ৩-৪রতি মধ্যমা অঙ্গুরীতে।
blue zarcon 6-7rati পরা যেতে পারে।
**************************************
পরকীয়া বা অবৈধ সম্পর্ক কেন হয় বা এর থেকে মুক্তির উপায় আছে কি ?
অবৈধ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এখনকার দিনে জলভাত। যা এখন প্রায় প্রতিটা ঘরে ঘরে। কোথাও দেওর তার বৌদির প্রতি আসক্ত, কোথাও শিক্ষক তার ছাত্রীর প্রতি আকৃষ্ট, আবার কোথাও বা বাড়ির বউ পরপুরুষে আসক্ত। কেন এটা হয় জ্যোতিষ বিচারে তারই উত্তর খোঁজার চেষ্টা। | বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ সম্পর্ক জ্যোতিষ শাস্ত্রে একটি খুবই পরিচিত শব্দ। ভারতবর্ষে এখন এই ব্যাপারটা সম্পর্কে সবাই কম বেশি ওয়াকিবহাল। প্রথমে যৌনতা নিয়ে মানুষ খুব বেশি আলোচনা করত না। দিন যত বদলাচ্ছে মানুষ যত আধুনিক হচ্ছে ততই যৌনতা নিয়ে আকাঙক্ষা বাড়ছে।
কারণ কলিযুগে রাহুর প্রভাব বেশি লক্ষ করা যায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রতারণা সবকিছুই রাহু দ্বারা নিয়ন্ত্রিত। কারণ রাহুই একমাত্র গ্রহ যা মানুষকে যেকোনও বয়সেই প্রেমজ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে। কারণ রাহুর চাহিদা অসীম। রাহুর ইচ্ছা শুক্রের মতো, রাহু বুধের মতো চালাক, রাহুর বৃদ্ধি করার মতো ক্ষমতা বৃহস্পতির মতো, রাহু রবির মতো শক্তিশালী।
রাহুর আবেগ কিন্তু মিথ্যা আবেগ চন্দ্রের মতো, রাহুর সাহস মঙ্গলের মতো রাহুর নৈরাজ্যবাদী মনোভাব শনির মতো।রাহুর মধ্যে যাবতীয় ক্ষমতা আছে। কিন্তু রাহুর প্রভাব পৃথিবীতে সব মানুষের মধ্যেই লক্ষ করা যায়, কিন্তু সবাই কি প্রেম করে?
তা নয়, তার জন্যই জ্যোতিষশাস্ত্র। কে প্রেম করবে বা কার বিবাহবহির্ভূত সম্পর্ক হবে তা নির্ভর করবে জাতকের জন্মছক দেখে।
রাহু এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক :- রাহু প্রধান গ্রহ বিবাহ সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। কারণ রাহুই প্রধান কারক প্রতারণা করার ক্ষেত্রে। যদি রাহু বুধ যুক্ত হয় তবে
জাতক বহু অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হবে কিন্তু সব সম্পর্কই তার লুকানো থাকবে সমাজ ও পরিবার থেকে। | রাহু ও শুক্র যদি কোনােরকম ভাবে সংযোগ স্থাপন করে তবে জাতক বা জাতিকার যৌন আকাঙ্খা তীব্রতর হয়। সেই আকাঙ্খা কোনোরকম সীমা মানেনা। সম্পর্ক জ্ঞান থাকে না। খুব বুদ্ধির দ্বারা তারা সম্পর্ক স্থাপন করে থাকে। অনেক সময় এই সম্পর্ক তারা গােপনে করে থাকে। | শুক্র ও বুধ সংযােগের রাহু জাতক বা জাতিকার মধ্যে অবৈধ সম্পর্ক গঠনের চিন্তাধারা এনে দেয়।
এবার বিস্তারিত আলোচনায় আসা যাক
চন্দ্র :- চন্দ্র সাধারণ প্রবৃত্তি, আমাদের মেজাজ, আন্তরিকতা, অনুভূতি, আবেগ ও হৃদয়কে নির্দেশ করে। হ্যাঁ, চন্দ্রই আমাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করে এবং যদি আপনার মস্তিষ্ক বিভ্রাট ঘটে তবে তা নির্দেশ করে যে জন্মছকের চন্দ্র পীড়িত। চন্দ্র মানুষের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে। দুর্বল চন্দ্র মানুষের মতিভ্রম ঘটায়। বলবান চন্দ্র মস্তিষ্ককে দৃঢ়করে। চন্দ্র যদি বলবান হয় তবে জাতক যা নিজে সিদ্ধান্ত নেন তাই করেন। ভালাে এবং খারাপ যা চিন্তাই হােক তা চন্দ্রের কারকতার অধীন।
শুক্র :- প্রেম ও যৌনতার কারক। | গ্রহ হল শুক্র। শুক্র যৌনতাকে নির্দেশ করলেও যৌনতার মাত্রা তখনই বৃদ্ধি পাবে যখন রাহু কোনোরকমভাবে যুক্ত হবে। শুক্র হল আমাদের সেই গ্রহ যা আমাদের প্রেম, ভালাবাসা, শিল্প, জীবনশৈলী ইত্যাদি নিয়ন্ত্রণ করেন। শুক্র সাধারণত বিলাসিতা, উদ্ভাবনী শক্তি, সৌন্দর্য এবং কলার মুখ্য কারক গ্রহ। শুক্র শারীরিক সুখকেও নির্দেশ করে। শুক্র যুক্ত মঙ্গল বা রাহু জাতক বা জাতিকার মধ্যে যৌন আকাঙক্ষা বৃদ্ধি করায়। | বুধ জাতক বা জাতিকাকে মনারম চেহারা দিয়ে থাকে। বুধ যে সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবান তাদের যৌবন বহুদিন থাকে। তাদের বয়স হয়ে গেলেও বোঝা যায় না। বুধ বুদ্ধি প্রদান করে।
বুধের প্রভাব যুক্ত নরনারীরা খুব তাড়াতাড়ি অন্যের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু বুধ যদি রাহু যুক্ত হয় তবে জাতক বা জাতিকা খুব চালাকির সাথে গােপন সম্পর্ক করে যা হয় চোখের অন্তরালে। তা ধরা পড়ে না চট করে। আবার যদি সপ্তম স্থানে রাহু বুধের অবস্থান হয় তবে জাতক বা জাতিকার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে।
মঙ্গল :- মঙ্গল আমাদের ক্ষমতা। যদি মঙ্গল রাহু বা শুক্র দ্বারা কোনােরকমভাবে সংযুক্তি স্থাপন করে তবে বিবাহবহির্ভুত বা অবৈধ সম্পর্ক স্থাপনের প্রবণতা বেড়ে যায়। যদি রাহু ও শুক্র কোনােভাবে একসাথে সংযােগ স্থাপন করে তবে জাতক বা জাতিকা যৌন ক্ষুধা মেটাতে কু পথ অবলম্বন করে থাকে।
বৃহস্পতি :- বৃহস্পতি প্রত্যক্ষ ভাবে কখনও বিবাহ বহির্ভূত বা অবৈধ সম্পর্ক করায় না। কিন্তু যদি নীচস্থ বা পৃথ্বী রাশির অন্তর্গত হয় তবে জাতকের অবৈধ সম্পর্কে বৃহস্পতির পরােক্ষ প্রভাব থাকে। রবি যদি জন্মছক বলবান হয় তবে জাতক অবৈধ সম্পর্ক করতে বহুবার ভাববে। শেষপর্যন্ত সেই পথ থেকে ফিরে আসবে। যদি শুক্র, রাহু বা মঙ্গল যুক্ত হয় তথাপি সেই জাতকের ইচ্ছা থাকলেও পারবে না। কিন্তু রবি যুক্ত রাহু বা কেতু বা শনি থাকলে সেখানে রবি দুর্বল হয়ে পড়ে।
বিবাহ বহির্ভূত সম্পর্কে ভাবের গুরুত্ব :- পঞ্চম, সপ্তম, অষ্টম, একাদশ ও দ্বাদশ স্থান মূলত বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য প্রধান ভূমিকা গ্রহণ করে থাকে। যদি এই ভাবের অধিপতি গ্রহরা অন্য কু-গ্রহ দ্বারা পীড়িত হয় বা দুটি পাপ গ্রহ দ্বারা ঘেরা থাকে তবে বিবাহ বর্হিভূত একটি সম্পর্ক স্থাপন হতে পারে।
একাদশ স্থান থেকে অবৈধ সম্পক বিচার :- একাদশ স্থান হল পঞ্চম স্থান সপ্তম স্থানের দিক । যদি একাদশ স্থানের অধিপতি গ্রহ পীড়িত হয় তবে বলা যায় যে জাতক বা জাতিকার বিবাহের পর অবৈধ সম্পর্ক গঠনের একটি চাহিদা থাকবে। এটি নির্দেশ করে বিবাহ বহির্ভূত সম্পর্কে সাফল্য। জাতক বা জাতিকা যদি দুর্বল একাদশপতির দশা বা অর্ন্তদশার মধ্য দিয়ে যায় তবে সেই সময় একটি সম্ভাবনা থাকে।
পঞ্চম স্থান থেকে অবৈধ সম্পর্ক বিচার :- পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়।পঞ্চম স্থানে যদি রাহু-মঙ্গল, রাহু-শুক্র বা শুক্র-মঙ্গল যুক্ত হয় তবে জাতক-জাতিকার মধ্যে অবৈধ প্রেমের একটি সম্ভাবনা লক্ষ্য করা যায়।
সপ্তম স্থান থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বিচার:- সপ্তম স্থান হল বিবাহ স্থান। যদি শুভ প্রেক্ষাপট থাকে তবে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বোঝায় এবং যদি শুক্র বা রাহুর কোন সংযোগ স্থাপন হয় তবে তা অবৈধ সম্পর্কের একটি ইঙ্গিত বহন করে।
অষ্টম স্থান থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের বিচার :- রোহিণী, ভরণী, শ্রবণা, শতভিষা, রেবতী, আদ্রা, ও স্বাতী হল মুখ্য নক্ষত্র অবৈধ প্রেমের ক্ষেত্রে। যদি এই নক্ষত্রগুলি ৫, ৭, ৮, ১১, ১২-এর সাথে কোনারকম ভাবে সংযাগ করে তবে অবৈধ সম্পর্ক হওয়ার প্রবণতার সম্ভাবনা থাকে।
রাহু যদি শুক্র, চন্দ্র, মঙ্গল, বুধ যুক্ত হয়ে ৫,৭,৮,১১,১২ তবে সাথে যুক্ত হয় তবে অবৈধ বা বিবাহ। বহির্ভূত সম্পর্ক হবেই।
প্রতীবিবান: ১)শুক্তবন্ধনী প্রয়োগ
২)ভূবনেশ্বরী যন্ত্রম্
৩) hassonite garnet 10 rati
বর্জনীয় :হীরা/কলো প্রশাক
প্রিয় বন্ধুরা আমাদের প্রতিদিনের পোস্ট পড়তে যাদের ভাল লাগছে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ASTRO PLAMIST NEUMEROLOGY CENTER ,type @astropalmist1 এবং আমাদের website :www.apnc.co.inলাইক করতে এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও পড়ার সুযোগ পান এবং আপনার মত উপকৃত হন। আমরা আরও ভালো কিছু লেখা পোস্ট করার অনুপ্রেরণা পাব। কিন্তু দয়া করে কেউ কপি করে এডিট করে নিজের page/group/website /timeline পোস্ট করে নিজেকে ছোট করবেন না।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks