• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, January 31st, 2019

Astro Palmist Numerology Center

সরকারি চাকরি ও জোতিষ

সুপ্রভাত
সরকারি চাকরি
জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলীতে জন্ম তারিখ- গ্রহগত সংযোগ ও অবস্থানের দ্বারা সরকারি চাকরির বিচার বা গণনা
সমস্ত ভারতবর্ষে, বিশেষত কিছু রাজ্য যেমন বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতিতে সরকারি চাকরির প্রতি উন্মাদনা একটু বেশি । কিন্তু সরকারি চাকরি পাওয়া সহজ কাজ নয় । এটা একটা সাংঘাতিক প্রতিযোগিতা । সুতরাং সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভাল ছাত্র হওয়াই একমাত্র বিষয় নয় । ভাগ্য এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তোমার কাঙ্ক্ষিত কাজ বা পেশার ক্ষেত্রে অবশ্যই কুষ্ঠীর সমর্থন থাকতে হবে । আমার কাছে মাঝেমধ্যেই কুণ্ডলীতে সরকারি চাকরি অথবা জন্ম তারিখ দ্বারা সরকারি চাকরির যোগ গণনা সম্বন্ধে নানা প্রশ্ন আসে । সেইকারণেই আমি কুণ্ডলীতে সরকারি চাকরির যোগ সম্বন্ধে লেখার সিদ্ধান্ত নিয়েছি । তাই জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির গণনার জন্য গ্রহগত সংযোগগুলি নিয়ে আলোচনা করা যাক । আই.পি.এস. অথবা আই.এ.এস. আধিকারিক হওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রের সংযোগ সম্পর্কে প্রচুর ই-মেল আমি পেয়েছি । তাই এই সম্বন্ধেও কিছু নীতি ও ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব । এইগুলি প্রয়োগ করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যে সরকারি চাকরি আছে না নেই ।

গ্রহ এবং স্থানগুলি দ্বারা জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক ।

জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির ইঙ্গিত প্রদানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হল সূর্য । সূর্য হল গ্রহজগতের সম্রাট । এটি শাসক বা সরকারকে সূচিত করে । সুতরাং জন্ম তারিখ দ্বারা সরকারি চাকরির গণনার ক্ষেত্রে সূর্য অথবা সূর্য নারায়ণের শক্তি জানা প্রয়োজন । যদি কেউ জিজ্ঞাসা করে যে, জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির জন্য দায়ী গ্রহ কোনটি, তাহলে উত্তর হবে সূর্য । উপরন্তু সূর্য হল খ্যাতি এবং পরিচিতির গ্রহ, এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ন্যায় পেশা প্রচুর পরিচিতি প্রদান করে । সুতরাং জ্যোতিষশাস্ত্রে সূর্য হল প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে । যদি সূর্য অমাত্যকারক গ্রহ হয়, তবে তা সরকারি চাকরির প্রবল ইঙ্গিত প্রদান করে ।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরি নিয়ে আলোচনা করার সময় কি করে আমরা শনিকে ভুলে যেতে পারি! সূর্যের পরে শনিই হল দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ । যদিও শনি সরকারি চাকরিকে সূচিত করে না, তবুও এটি হল পেশার ক্ষেত্রে সার্বিক সূচক বা কারক এবং এটি চাকরি বা পেশা কেও ইঙ্গিত করে । সুতরাং যে ধরণের পেশাই আপনি বেছে নিন না কেন, যদি আপনি শনির কৃপা লাভ না করেন তাহলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন না । সুতরাং ভারতীয় জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলীতে সরকারি চাকরি গণনার ক্ষেত্রে শনিকে অবশ্যই স্পষ্টভাবে লক্ষ্য করে দেখতে হবে ।

জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির গণনার ক্ষেত্রে তৃতীয় গুরুত্বপূর্ণ গ্রহ হল চন্দ্র । চন্দ্র সূর্যের সাহায্যকারী হিসেবে কাজ করে । বিশেষত, বিদেশ বিষয়ক পেশার সঙ্গে যুক্ত আমলাদের কুষ্ঠীতে চন্দ্র খুব স্পষ্ট হয় । যদি আপনার কুণ্ডলীতে সূর্য এবং চন্দ্র শুভ স্থানে থাকে তবে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় ।

এই গ্রহগুলি ছাড়াও, মঙ্গল হল পুলিশ অথবা মিলিটারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ গ্রহ । যদি আপনি শিক্ষা সম্বন্ধীয় কোনও পেশা, যেমন শিক্ষকতা বা অধ্যাপনার প্রতি আগ্রহী হন তবে শক্তিশালী বৃহস্পতির উপস্থিতি আবশ্যক যা আপনার পেশার স্থানকে প্রভাবিত করবে ।

এখন জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরি গণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নিয়ে আলোচনা করা যাক

১০ম স্থান হল পেশার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান । এটি শুধু পেশার স্থানই নয়, এটি পরিচিতি এবং কৃতিত্ব অর্জনেরও স্থান । সুতরাং যদি আপনি আই.এ.এস. অথবা আই.পি.এস. কিংবা যেকোনো প্রকার সিভিল সার্ভিসের প্রতি আগ্রহী হন, তবে আপনার ১০ম স্থান এবং ১০ম পতির অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন । এটি সর্বতোভাবে গৃহীত যে, যদি ১০ম স্থানে সূর্য অবস্থান করে তাহলে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় । ১০ম স্থানে সূর্য দিগ­-বল প্রাপ্ত হয়, যা এই শক্তিকে আরও বাড়িয়ে দেয় । যদি আপনার ১০ম স্থান খুব শক্তিশালী না হয়, তবে এই ধরণের চাকরি প্রাপ্তির সম্ভাবনা ম্লান হয়ে যায় ।

৬ষ্ঠ স্থান হল চাকরি বা পেশার স্থান । এটি উপচয় স্থান এবং অর্থ ত্রিকোণের মধ্যে অন্যতম । এটি শত্রুদের ওপর এবং প্রতিযোগিতায় জয়লাভকে ইঙ্গিত করে । সুতরাং শক্তিশালী ৬ষ্ঠ স্থান আই.এ.এস./ আই.পি.এস. এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যকে সুনিশ্চিত করে ।

১১তম স্থান হল প্রাপ্তি এবং সাফল্যের স্থান । যদি ১১তম স্থান কোনোভাবে যুক্ত না থাকে, তাহলে আমরা কোনও কাজেই সাফল্য অর্জন করতে পারব না । এটি ষষ্ঠ স্থান থেকে ষষ্ঠ তম । সুতরাং ভবৎ ভবম নীতি অনুযায়ী এটি প্রতিযোগিতার ক্ষেত্রে আরেকটি প্রয়োজনীয় স্থান । সুতরাং ১১তম স্থান হল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, সরকারি চাকরির জন্য গ্রহগত অবস্থান পরীক্ষা করার ক্ষেত্রে ১০ম স্থানের পর এটি সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ।

উপরের ৩ টি স্থান ছাড়াও জ্যোতিষশাস্ত্রে, সরকারি চাকরির গণনার ক্ষেত্রে আমাদের ৫ম এবং ৯ম স্থানকে পরীক্ষা করা প্রয়োজন । আই.এ.এস. অথবা আই.পি.এস. -এর মতো সম্মানজনক চাকরিপ্রাপ্তির জন্য একজনকে অবশ্যই মেধাবী ও ভাগ্যবান হতে হবে । এই পরীক্ষাগুলি কঠিনতম পরীক্ষার মধ্যে পড়ে । সুতরাং এইসমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনার মেধা ও ভাগ্য থাকতেই হবে । সুতরাং জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির গণনার সময়ে মেধার স্থান (৫ম) এবং ভাগ্যস্থান (৯ম) ও সমানভাবে গুরুত্বপূর্ণ ।

সূর্য, চন্দ্র, শনির মতো গ্রহেরা এইসমস্ত স্থানগুলির সঙ্গে যুক্ত থেকে জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরির যোগ সৃষ্টি করে ।

রাশিচক্রের অগ্নিতত্ত্বের রাশি গুলিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ৩ টি অগ্নিতত্ত্ব রাশি মেষ, সিংহ, ধনু কুষ্ঠীতে খুব স্পষ্টভাবে থাকা উচিৎ । আসলে অগ্নিতত্ত্বের রাশি গুলি দায়বদ্ধতাকে সূচিত করে । যদি কোনও ব্যক্তি সিভিল সার্ভিসে নিযুক্ত হন তবে, তাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে এবং কর্তব্যপরায়ণ হতে হবে ।

জন্মতারিখের ওপর ভিত্তি করে সরকারি চাকরি গণনার জন্য গ্রহগত সংযোগ সমূহ
জন্মতারিখ দ্বারা সরকারি চাকরি গণনা মোটেও সহজ কাজ নয় । সুতরাং এখন আমি আপনাদের কুণ্ডলীতে সরকারি চাকরির যোগের উপস্থিতি জানার জন্য একটি পর্যায়ক্রমিক পদ্ধতি সম্পর্কে অবগত করব ।

লগ্নপতিকে শক্তিশালী হতে হবে এবং যদি এটি ১ম, ১০ম, ৯ম, ৬ষ্ঠ অথবা ১১তম স্থানে তাদের পতিদের সঙ্গে অবস্থান করে তবে, তা সফল পেশা জীবনের জন্য একটি ভালো গ্রহগত অবস্থান । লগ্নপতি যখন সূর্য, শনি, বৃহস্পতি ও মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয় এবং এইসব স্থানগুলিতে অবস্থান করে, তখন জ্যোতিষশাস্ত্রে এটি সরকারি চাকরির জন্য একটি শুভ সংযোগ ।

আপনার ১০ম পতি যদি সূর্য, চন্দ্র, বৃহস্পতি ও শনির ন্যায় গ্রহগুলির সাথে সংযোগ স্থাপন করে এবং ১ম, ৬ষ্ঠ, ৭ম, ১০ম অথবা ১১তম স্থানে অবস্থান করে তখন, আপনার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুবই প্রবল । ১০ম পতি ও তার অবস্থান সূচিত করে যে কোন বিভাগে আপনি সর্বাধিক লাভ প্রাপ্ত হবেন ।

লগ্ন এবং লগ্নপতি ও চন্দ্রকে যত্নসহকারে পর্যবেক্ষণ করতে হবে । কেননা লগ্ন এবং চন্দ্র ইচ্ছা, অনিচ্ছা এবং আগ্রহ সম্বন্ধে ইঙ্গিত দেয় । জ্যোতিষশাস্ত্রে কিছু যোগ যেমন গজকেশরী যোগ(যখন চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রে অবস্থান করে), আধি যোগ(যখন শুক্র, বুধ এবং বৃহস্পতি, চন্দ্রের থেকে ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম স্থানে অবস্থান করে) এবং পঞ্চ মহাপুরুষ যোগ প্রভৃতিকেও সরকারি চাকরির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রীয় সংযোগ হিসেবে গণ্য করা হয় । যদি দশমসা কুষ্ঠীতেও (D10) এইসমস্ত যোগগুলি ঘটে, তাহলেও তা জ্যোতিষশাস্ত্রে সরকারি ক্ষেত্রে পেশাগত সাফল্যের ইঙ্গিতকে প্রবলভাবে বৃদ্ধি করে । এই যোগগুলি হল সফল পেশা জীবনের জন্য গ্রহগত সংযোগ ।

৬ষ্ঠ স্থান চাকরি ও পেশাকে সূচিত করে । সুতরাং অষ্টক ভর্গ, সদবল প্রভৃতিতে ৬ষ্ঠ স্থান কে ৭ম স্থানের চেয়ে শক্তিশালী হতে হবে । যদি ৬ষ্ঠ পতি ১০ম পতির সঙ্গে অথবা ১০ম পতি ৬ষ্ঠ পতির সঙ্গে যুক্ত থাকে এবং ৬ষ্ঠ পতি শক্তিশালী হয়, শনিও ১০ম স্থানকে প্রভাবিত করে এবং সূর্যের উপস্থিতিও স্পষ্ট হয় তখন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সরকারি চাকরির যোগ থাকে । যদি আমরা কুষ্ঠীতে এইধরণের সংযোগ দেখি তখন, আমরা নিশ্চিতভাবেই সরকারি চাকরি গণনার দিকে এগোতে পারি ।

পৃথক পৃথক গ্রহের প্রভাব পৃথক পৃথক সরকারি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে । যদি সরকারি চাকরির যোগের জন্য উপযুক্ত গ্রহগত অবস্থান উপস্থিত থাকে তবে, পৃথক গ্রহ ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে সূচিত করে । যদি ১০ম স্থান ও তার পতি মঙ্গলের দ্বারা প্রভাবিত হয় তখন, ঐ ব্যক্তি সাধারণত আর্মি অথবা পুলিশের চাকরিতে আগ্রহী হন । যদি বৃহস্পতি বা বুধের প্রভাব খুব স্পষ্ট হয় তবে, সেই ব্যক্তি শিক্ষা অথবা সুল্ক/আয়কর প্রভৃতি ক্ষেত্রের পেশায় যুক্ত হতে পারেন ।

যেকোনো প্রকার প্রশাসনিক চাকরির ক্ষেত্রে বৃহস্পতি খুবই শক্তিশালী হওয়া উচিৎ । যদি বৃহস্পতি সূর্য অথবা শনির সঙ্গে সংযুক্ত হয়ে লগ্ন, ৫ম, ৬ষ্ঠ, ১০ম অথবা ১১তম স্থানে অবস্থান করে তখন, এটি সরকারি চাকরি, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে পেশার অত্যন্ত প্রবল যোগ সৃষ্টি করে ।

সবসময় সমস্ত ধরণের সংযোগ একটি কুষ্ঠীতে উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু যত বেশী ইঙ্গিত বা যোগ থাকবে, জ্যোতিষশাস্ত্রে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা ততই বেশী হবে ।

সুপ্রভাত সকল বন্ধুরা
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190131061022