• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, February 21st, 2019

Astro Palmist Numerology Center

সন্ত্রাস ও যুদ্ধ

সন্ত্রাস ও যুদ্ধ

সুপ্রভাত
সন্ত্রাসবাদ ও যুদ্ধ

সন্ত্রাসবাদ (ইংরেজি: Terrorism) হল সন্ত্রাসের পদ্ধতিগত ব্যবহার যা প্রায়শই ধ্বংসাত্মক এবং বলপ্রয়োগের মাধ্যমে ঘটানো হয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসবাদের কোন বেধে দেওয়া সীমারেখা অথবা সঙ্গায়ন নেই। প্রচলিত সঙ্গানুযায়ী যে সকল বিধ্বংসী কার্যকলাপ জনমনে ভীতির উদ্বেগ ঘটায়, ধর্মীয়, রাজনৈতিক অথবা নীতিগত লক্ষ্য অর্জনের জন্য কৃত রুচিবিরুদ্ধকাজ, ইচ্ছাপূর্বক সাধারণ জনগণের নিরাপত্তার বিষয় উপেক্ষা অথবা হুমকি প্রদান করা। আইন বহির্ভূত কার্যকলাপকে সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত করা যায়।

যুদ্ধ? কার বিরুদ্ধে? পাকিস্তান? কিন্তু পাকিস্তানে কোটি কোটি সাধারণ নাগরিক আছেন। তাঁদের কি হবে? তাঁরা তো জিহাদী জঙ্গীদের ভালোবাসেন না। তাঁরা তো এসব পছন্দ করেন না। তাঁরা যে শান্তি চান? তাহলে? আমরা ইরাকে দেখেছি, আফগানিস্তানে দেখেছি। কি দেখেছি? সাধারণ মানুষের দুর্দশা আর নিষ্পাপ শিশুদের ভয়ার্ত দৃষ্টি। এটার জন্যে যদি যুদ্ধ চান তবে আমার বলবার কিছু নেই। 'চোখের বদলে চোখ' - এই যদি নীতি হয় তবে তো অচিরেই গোটা বিশ্ব অন্ধ হয়ে যাবে। তার চেয়ে বরং জঙ্গী নিকাশেই মন দিক দেশের নেতারা। ধর্মোন্মাদদের কোন দেশ হয় না, জাত হয় না, ধর্মও হয় না। তারা বিকৃত ধর্মের জারজ ও নপুংসক সন্তান। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

তবুও আমি যুদ্ধের পক্ষে নই। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বাধলে তার কোন সীমা পরিসীমা থাকে না। ফল ভুগতে হয় আপনার আমার মতো নিরীহ সাধারণ খেটে খাওয়া মানুষকেই। তবে কেন রণোন্মাদনা?

আমি কঠোরতর উপায়ে জঙ্গীদমন ও জঙ্গীনিধনের একদম পক্ষে কিন্তু সার্বিক যুদ্ধের পক্ষে নই।

আমার মনে হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে সকল রাষ্টকে এক হয়ে দমননীতি গ্ৰহন করা উচিৎ।বিশেষতঃ প্রতিবেশী রাষ্টদের তো এক্ষেত্রে একজোট হ ওয়া উচিৎ।অন‍্যথ‍্যায় আমাদের দেশে গত ১৪/০২/২০১৯ যে ধরনের সন্ত্রাস বাদী কার্যকালাপ হলো তা প্রতিবেশী যে কোনো রাষ্ট্রেই ঘটতে পারে।কারণ সন্ত্রাসবাদের কোনো পরিচয় হয় না।
আমার জোতিষিক দৃষ্টিতে ২০১৯,ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন‍্য অত্যন্ত অশুভ।তথাপি...........….......

"যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্ম স্য
তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় সাধুনাং
বিনাশয় চ দুষ্কৃতাং।
ধর্মসংস্থাপনার্ থায়
সম্ভবামি যুগে যুগে॥

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190221070338