• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, April 19th, 2019

Astro Palmist Numerology Center

লোকসভানির্বাচনেরফলাফল২০১৯

লোকসভানির্বাচনেরফলাফল২০১৯

শুভ সন্ধ্যা
লোকসভা নির্বাচনের(২০১৯)সম্ভাব্য ফল পি.এম কে হতে পারে।

আজকের বিষয় 2019 এর লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল ।প্রথমেই বলে রাখি এই জ্যোতিষ বিচার বা ক্যালকুলেশন শুধুমাত্র দু তিনজন বিশেষ বিশেষ ব্যক্তির জন্ম কুণ্ডলী অনুযায়ী করা হয়েছে ,নির্বাচনে যারা সকলে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জন্ম বৃত্তান্ত না থাকায় এই গণনা 100 ভাগ সঠিক নাও হতে পারে ,তবে ভারতের বর্তমান প্রধান নরেন্দ্র মোদি ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ অনুযায়ী আমি একটি সম্ভাব্য ক্যালকুলেশন করেছি ।দেখে নেওয়া যাক এই সম্ভাব্য ক্যালকুলেশনে কোন দল কি অবস্থান পেতে পারে। 2019 এ রাজ্যে মমতা ব্যানার্জি 42 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নির্বাচিত প্রতিনিধিরা ,কিন্তু তার 2019 এ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কুণ্ডলী ,গোচর ও বর্ষফল বিচার বিশ্লেষণ করে দেখা যায় উনার আসনের সংখ্যা সর্বনিম্ন 33 সর্বাধিক 35 অর্থাৎ শুক্র ও শনি এই দুইজনের সংখ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি ।বিজেপি এরাজ্যে সর্বাধিক 7 টি আসন পেতে পারে সর্বনিম্ন পাঁচটি আসন পেতে পারে কংগ্রেস সর্বাধিক তিনটি আসন পেতে পারে সর্বনিম্ন একটি আসন পেতে পারে বামফ্রন্ট ও অন্যান্য দল এ রাজ্যে কোন আসন নাও পেতে পারে ।এবার আসি কেন্দ্রে প্রধানমন্ত্রীর দৌড়ে এই মুহূর্তে সবচাইতে যিনি এগিয়েআছেন তিনি নরেন্দ্র দামোদর মোদি আমার বিচারে তার সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পার্সেন্টেজ৪৮% পরবর্তী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্ভাব্য পার্সন্টেজ ৪৩% এটি শুধুমাত্র একটি আংশিক গণনার প্রতিচ্ছবি মাত্র ।এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 এর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে আসবেন এ বিষয়ে আমি 90 ভাগ নিশ্চিত। বিজেপি সম্ভাব্য আসন সংখ্যা সর্বনিম্ন 267 থেকে সর্বাধিক 282 অর্থাৎ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেলেও এই নির্বাচনে বিজেপি একক ভাবে গরিষ্ঠতা অর্জন করতে পারবে না এই বিচার করতে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর মোদি কতটা এগিয়ে আছে তার বিচার বিশ্লেষণ করতে গিয়ে তার জন্ম কুণ্ডলী ছক সহ আমি আমার জ্ঞান অনুযায়ী বিশ্লেষণ করলাম ভারতের শত কোটি মানুষ এটি দেখলে বুঝতে পারবেন যে ভারতবর্ষে বৈদিক জ্যোতিষ চর্চা অনেক বিজ্ঞানসম্মত অনেক সাবলীল। এই লেখাটি আমার কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয় এটি একটি শুধুমাত্র সঠিক গোনোনা করার চেষ্টা মাত্র আমি করেছি।

পি এম হওয়ার জোতিষিক বিচার:

নাম: নরেন্দ্র দামোদর মোদি
জন্মেরদিন: Sep 17, 1950
জন্মসময়: 11:0:0 am
জন্মস্থান: Mehsana
দ্রাঘিমাংশ: 72 E 28

নরেন্দ্র মোদি জন্মগ্রহণ করেন 17th September সকাল ১১ টায়,এ গুজরাটের মেহেসানা। বৃশ্চিক এ আছে 0 ডিগ্রি তে মঙ্গল , 0 ডিগ্রি তে রবি আছে কন্যা রাশি তে একাদশ স্থানে বুধ এর সাথে ,এটিও আছে 0 ডিগ্রি তে, এবং কেতু আছে 5 ডিগ্রি তে। শনি 29 ডিগ্রি তে সিংহ রাশিতে দশম ঘরে যেটি রবির ঘরে 0 ডিগ্রি তে আছে ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আশ্চর্য পয়েন্ট হলো যে লগ্ন রবি,মঙ্গল ও বুধ তিন জন 0 ডিগ্রি তে ।এটা 1 টা কারণ যে উনি হটাৎ করে শিখরে উঠেছেন এবং পরে তিনি ভারতের প্রধান মন্ত্রী হন । শুন্য ডিগ্রি ও 29 ডিগ্রির যথেষ্ট magnetic potential রয়েছে ।. শুন্য ডিগ্রি লগ্ন ভালো স্বাস্থ ও আকর্ষণীয় প্রদান করেছে ।শুন্য ডিগ্রি রবি দিয়েছে প্রশাসনিক স্কিল,ক্ষমতা ,জীবনীশক্তি ও যথেষ্ট সুনাম এবং আত্মবিশ্বাস ।
শুন্য ডিগ্রি মঙ্গল দিয়েছে যথেষ্ট উৎসাহ,ভয় দর হীন ,নতুন কোনোকিছু শুরু করার ক্ষমতা ইত্যাদি ।
শুন্য ডিগ্রি বুধ দিয়েছে বুদ্ধিচাতুর্য, বিশ্লেষণী ক্ষমতা,সুন্দর বক্তা ও লক্ষ্য
29 ডিগ্রি শনি ওনাকে পরিণত হতে সাহায্য করেছে,এছাড়াও নিয়মানুবর্তিতা,বিচক্ষণ ও কূটনীতিবিদ হতে সাহায্য করেছে ।

এবার আসা যাক 2019 এর সাধারণ নির্বাচন যা গোটা এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হচ্ছে ও ফলাফল বেড়াবে 23শে মে তে।

নরেন্দ্র মোদি এখন চন্দ্রের দশা, কেতুর অন্তর্দশা ও রবির সূক্ষ্ণ দশা এর ভেতর দিয়ে যাচ্ছেন নির্বাচনের সময় ।
এখন কেতু ও রবি 2 জনেই 11 তম রাশি তে আছে এবং 2 জনেই দশম ঘর কে represent করে ।. (কেতু রবিকে represent করে ও রবি হলো দশম লর্ড ) ,সুতরাং দশা কিন্তু সাহায্য করতে পারে পুনরায় ক্ষমতায় আসার ক্ষেত্রে ।
এখন progreesed রবি 2019 এ natal চন্দ্রের সাথে 2019 এ 8 ডিগ্রি বৃশ্চিক এর সাথে touch করে আছে ।চন্দ্র হলো নবম ঘরের lord ।(ভাগ্য ও রাজত্ব ),সুতরাং এই progrsesed রবি নিশ্চিত করে যে 2019 এ ওনাকে ক্ষমতায় আনবে পুনরায়

এবার ভৃগু চক্র সিস্টেম দিয়ে বিশ্লেষণ করা যাক। মোদির বয়স 68 পূর্ণ করেছেন 17. 09.2018 তে ।এবং উনি 69 এ চলছেন ,তো ওনার নবম ঘর যা রাজত্ব কে সূচিত করে সেটি কিন্তু সক্রিয় হয়েছে ।নবম ঘরের লর্ড হলো লগ্নে অবস্থান ,সুতরাং লগ্নের সাথে সাথে চন্দ্র সক্রিয় হতে শুরু করেছে (জনগণের support ) এবং মঙ্গল (প্রতিযোগীদের বিরুদ্ধে জয় )

রাহু র লগ্নের প্রতি দৃষ্টি সক্রিয় হতে চলেছে 2019 এই ।রাহু হলো রাজনীতি,কূটনীতি র কারক ,এছাড়াও এই রাহুই কিন্তু ভোটে পরবর্তী coalition ও নির্দেশ করে ।সুতরাং রাহু কিন্তু support দেবে নির্বাচনের পর যাতে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন ।।।

নির্বাচনের ফলাফল বেড়াবে 23শে মে ।।তার মাসিক যে BCP চক্র রয়েছে সেটি শুরু হবে পঞ্চম ঘর থেকে যেখানে অলরেডি রাহু উপস্থিত ।এখানে রাহু পূর্ণ Support দেবে ,এবং তিনি পুনরায় প্রধানমন্ত্রী পদে আসীন হবে,কেউ এটাকে আটকাতে পারবে না ।

এবার আসা যাক বিজেপি এর সীট এর ব্যাপারে । KP horary অনুযায়ী আজ 12.30 pm ,16.04.2019 এ ও অন্যান্য গ্রহের বিচরণের পরিপ্রেক্ষিতে বলা যায় যে বিজেপি clear mejority পেতে একটু সমস্যা হচ্ছেএবং ২৬৭-282এর কাছাকাছি সিট পাবে ।

বি .দ্র --- কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্ট নয়,যতটুকু আমার astrology তে জ্ঞান, তার ভিত্তিতে আমার এই পোস্ট ।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190419083722