• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, May 12th, 2019

Astro Palmist Numerology Center

জোতিষশ্রাস্ত্রেসপ্তমাংশ বা বিবাহ ব

সূপ্রভাত
জন্মকুন্ডলীতে বিবাহ বা সপ্তমাংশ বিচার
কুন্ডলী থেকে স্বামী/স্ত্রী সম্বন্ধে কিভাবে জানবেন

পুরুষ এবং নারী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। বিবাহ হল একটি পুরুষ ও একটি নারীর মিলন। কিন্তু সঙ্গী নির্বাচন বা বেছে নেওয়া খুবই কঠিন কাজ। সবাই সুন্দরী স্ত্রী অথবা ভালো স্বামী পেতে চায়। কিন্তু প্রত্যেকেই ততটা ভাগ্যবান হয় না। সুতরাং আমরা ভবিষ্যৎ সঙ্গীর সম্বন্ধে জানার জন্য সর্বদাই উৎসুক থাকি। কিন্তু বৈদিক জ্যোতিষশাশ্ত্রে স্ত্রীর সৌন্দর্য্য অথবা চরিত্র গণনা করা সহজ কাজ নয়। এর জন্য বিপুল/প্রভূত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োজন। তা সত্ত্বেও আমি জ্যোতিষশাশ্ত্রের কিছু তথ্য আপনাদের সামনে রাখব যা আপনার স্বামী বা স্ত্রী কেমন হবে তা বুঝতে সাহায্য করতে পারে।

৭ম স্থান অংশীদারিত্বের স্থান, এবং বিবাহ হল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব। সুতরাং কুষ্টিতে ৭ম স্থান ও জীবনসঙ্গীর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদি ৭ম স্থানে কোনো গ্রহ না থাকে তবে আমাদের ৭ম পতিকে লক্ষ্য করা প্রয়োজন। আমরা নভমসায় ৭ম স্থান (D9) এবং নভমসার লগ্নপতিকে অবজ্ঞা করতে পারি না। নভমসায় ৭ম স্থানে অবস্থিত গ্রহ গুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্র হল বিবাহের স্বাভাবিক সূচক এবং নভমসা কুষ্টিতে শুক্রের উপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এখন গ্রহ অনুযায়ী ভবিষ্যৎ সঙ্গীর রূপ/চেহারা বোঝার চেষ্টা করা যাক

যদি কুষ্টিতে ৭ম স্থানের ক্ষেত্রে সূর্য প্রাধান্য পায়, তবে সঙ্গীর গাত্রবর্ণ/গায়ের রঙ গমের মতো পরিষ্কার হবে। তিনি মাঝারি উচ্চতার হবেন, গলার স্বর খুব গভীর হবে এবং খুব একটা আকর্ষণীয় নাও হতে পারেন। কিন্তু তিনি উত্তম ব্যক্তিত্বের অধিকারী হবেন। যদি সূর্য ৭ম স্থানে থাকে তাহলে আপনার স্বামী কিংবা স্ত্রী সম্ভ্রান্ত পরিবারের থেকে আসবেন।

যদি চন্দ্র প্রাধান্য পায় তাহলে সঙ্গী খুবই সুন্দর, আকর্ষণীয় এবং ফর্সা হবে। তার চেহারা খুব শিশুসুলভ ও নিরীহ হবে। ত্বক হবে রেশমের মতো মসৃণ। যদি চন্দ্র ক্ষীণ হয় তখন গাত্রবর্ণ ততটা ফর্সা হয় না যতটা উজ্জ্বল চন্দ্রের ক্ষেত্রে হয়।

যদি মঙ্গল প্রাধান্য পায় তাহলে সঙ্গীর চেহারা সুন্দর, ছিপছিপে এবং ক্রীড়াবিদের ন্যায় হয়। তার মেজাজের সমস্যা দেখা যায় এবং যদি পীড়িত হয় তখন ঝগড়াটে স্বভাবের হয়। কিন্তু তারা চটপটে/বুদ্ধিমান এবং বাচাল/বাকপটু হয়।

যদি বুধ প্রাধান্য পায় তাহলে সঙ্গী ফর্সা, সুন্দর, রসিক, হাসিখুশি, বাকপটু ও মেধাবী হবে। মধ্য চল্লিশেও তার চেহারা যুবক/যুবতীর ন্যায় হবে।

যদি বৃহস্পতি প্রাধান্য পায় তাহলে সঙ্গী সুস্বাস্থ্যের অধিকারী হবেন। একটু ভারী চেহারার হতে পারেন। তিনি শিক্ষিত, ফর্সা ও মাঝারি উচ্চতার হবেন এবং সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী হবেন।

যদি শুক্র প্রাধান্য পায় তাহলে সঙ্গী খুব সুন্দর ও ফর্সা হবেন। শুক্র সবচেয়ে সুন্দর সঙ্গী দিতে সক্ষম। তার মধ্যে মাধুর্য থাকবে এবং তিনি সঙ্গীত, শিল্প, বিলাসিতা ও সুখ-স্বাচ্ছন্দ্যের অনুরাগী হবেন।

যদি শনি প্রাধান্য পায় তাহলে সঙ্গীর চেহারা বা ধরণ বয়স্কদের মতো হয়। তার চেহারা আকর্ষণহীন হবে। কিন্তু তিনি খুব বাস্তববাদী, নিয়মনিষ্ঠ এবং পরিণত হবেন।

এখন রাশি অনুযায়ী বোঝার চেষ্টা করা যাক

যদি প্রধান গ্রহ মেষ রাশিতে অবস্থান করে: মাঝারি উচ্চতা, চোখের ভ্রূ সুন্দর হয়, ধারালো চোখ, উচ্চস্বর এবং আক্রমণাত্মক প্রকৃতির হয়।

যদি প্রধান গ্রহ বৃষ রাশিতে অবস্থান করে: বেঁটে, দুর্বল/মেদবহুল, গায়ের রঙ মাঝারি, কালো চুল।

যদি প্রধান গ্রহ মিথুন রাশিতে অবস্থান করে: ভালো উচ্চতা, ছিপছিপে শরীর, সুন্দর চোখ এবং গায়ের রঙ গমের মতো পরিষ্কার।

যদি প্রধান গ্রহ কর্কট রাশিতে অবস্থান করে: মাঝারি উচ্চতা, গোল মুখ, বড় চোখ, মসৃণ ত্বক, সুন্দর গলার স্বর এবং গায়ের রঙ খুব ফর্সা।

যদি প্রধান গ্রহ সিংহ রাশিতে অবস্থান করে: স্বাস্থ্যবান, ক্রীড়াবিদের ন্যায় শরীর, উচ্চস্বর এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব।

যদি প্রধান গ্রহ কন্যা রাশিতে অবস্থান করে: মাঝারি উচ্চতা, কালো চোখ, কিছুটা মেদবহুল, সুন্দর হাসি এবং প্রাণবন্ত প্রকৃতির।

যদি প্রধান গ্রহ তুলা রাশিতে অবস্থান করে: ছিপছিপে, সুন্দর ও কোঁকড়ানো চুল, ফর্সা ও অলস প্রকৃতির।

যদি প্রধান গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করে: বড় কালো চোখ, সুন্দর চুল, ফর্সা ও ছিপছিপে বা কিছুটা মেদবহুল।

যদি প্রধান গ্রহ ধনু রাশিতে অবস্থান করে: উন্নত স্বাস্থ্য, লম্বা, ফর্সা, চওড়া কপাল। খোলামেলা প্রকৃতির।

যদি প্রধান গ্রহ মকর রাশিতে অবস্থান করে: খুব লম্বা নয়, রুক্ষ ত্বক, ছিপছিপে, দেখতে একটু বয়স্ক কিন্তু খুব আকর্ষণীয়।

যদি প্রধান গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করে: ভালো উচ্চতা, গায়ের রঙ কালো, ধারালো চোখ, ক্রীড়াবিদের ন্যায় শরীর।

যদি প্রধান গ্রহ মীন রাশিতে অবস্থান করে: বেঁটে, ভারী চেহারার, মসৃণ ও রেশমের মতো ত্বক, সুন্দর মুখশ্রী, বড় চোখ এবং ফর্সা।

গ্রহের সাথে সম্পর্কযুক্ত উপরে উল্লিখিত তথ্যগুলি আমাদের ব্যবহার করতে হবে।

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহের পূর্বে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তি বিশ্বাসী হবেন এবং যেকোনো প্রকার দোষ থেকে মুক্ত হবেন। যেমন পূণার্ভূ দোষ একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে।

কুন্ডলীর থেকে সঙ্গী সম্বন্ধে জানবার কিছু প্রাথমিক নীতি

এখন আমরা বৈদিক জ্যোতিষশাশ্ত্রে সঙ্গীর চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কিছু প্রাথমিক নীতি নিয়ে আলোচনা করব। ৭ম স্থানের গ্রহ গুলি এবং সঙ্গীর বৈশিষ্ট্যের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

নারীর কুষ্টিতে ৭ম স্থানে রাহুর উপস্থিতি একজন ভিন্ন জাত ও ধর্মের স্বামীকে সূচিত করে। যদি রাহু ৭ম পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সেটিও ভিন্ন জাতের বিবাহকে সূচিত করে। আপনি আরও ভালো করে বোঝার জন্য পুরুষ অথবা নারীর কুষ্টিতে ৭ম স্থানে রাহুর প্রভাবের বিস্তারিত ফল পড়ে দেখতে পারেন।

নারীর কুষ্টিতে ৭ম স্থানে রাহু যদি শুক্রের সাথে যুক্ত থাকে তখন ব্যক্তি বিলাসিতার প্রতি অনুরাগী হন এবং রোমান্টিক প্রকৃতির হন। এটি বিবাহের পূর্বে কিছু ভেঙে যাওয়া সম্পর্ককে ইঙ্গিত করে। এটি ভিন্ন জাতে প্রেম ঘটিত বিবাহকেও ইঙ্গিত করে।

যদি নারীর কুষ্টিতে ৭ম স্থানে বৃহস্পতি থাকে তবে তা খুবই লাভজনক। যদিও ৭ম স্থানে বৃহস্পতি পুরুষের বিবাহের পক্ষেও শুভ তবুও নারীর ক্ষেত্রে বিশেষভাবে শুভ কারণ নারীর ক্ষেত্রে বৃহস্পতি হল স্বামীর কারক। নারীর কুষ্টিতে ৭ম স্থানে বৃহস্পতি ইঙ্গিত করে যে স্বামী খুব জ্ঞানী ও শিক্ষিত হবেন। এটি বৈদিক জ্যোতিষশাশ্ত্রে সঙ্গীর বৈশিষ্ট্যের অন্যতম সেরা ইঙ্গিত। যদি নভমসা কুষ্টিতে ৭ম স্থানে বৃহস্পতি থাকে তবে সঙ্গী ধার্মিক প্রকৃতির হন এবং ভগবানের ভয়ে ভীত হন।

যখন ৭ম স্থানে মঙ্গল থাকে তখন সঙ্গী ক্রীড়াবিদের ন্যায় শক্তপোক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। মঙ্গল হল রাগের সূচক, তাই ৭ম স্থানে মঙ্গল থাকলে সঙ্গী কিছুটা উদ্ধত/একগুঁয়ে হন। কিন্তু নভমসা কুষ্টিতে ৭ম স্থানে মঙ্গল আদৌ সমাদৃত নয়। যদি পীড়িত হয় তখন বৈবাহিক জীবনের বিপুল ক্ষতিসাধন করতে পারে। সুতরাং নভমসা কুষ্টির ৭ম স্থানে মঙ্গল থাকা ব্যক্তির বিবাহের পূর্বে কুষ্টির মিলন করানো উচিৎ।

যখন শুক্র ৭ম স্থানে থাকে তখন বিবাহ জীবন প্রেম, ভালোবাসা ও স্নেহপূর্ণ হয়। শুক্র প্রেমের গ্রহ এবং যখন এটি বিবাহের স্থানে উপস্থিত হয় তখন বৈবাহিক সুখ নিয়ে আসে। শুক্র যখন ৭ম স্থানে ৫ম পতি অথবা মঙ্গলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন প্রেম ঘটিত বিবাহের সম্ভাবনা থাকে। ৭ম স্থানে শুক্র–মঙ্গল সংযোগ প্রেম ঘটিত বিবাহের ইঙ্গিত। ৫ম স্থানে শুক্র সুন্দর সঙ্গী দেয় এবং এর কোনো ক্ষতিকর প্রভাব থাকে না। এটিও মাঝে মাঝে প্রেম ঘটিত বিবাহের ইঙ্গিত দেয়।

৭ম স্থানে শনি থাকলে বিবাহে বিলম্ব/দেরী হতে পারে। এমনকি ৭ম স্থানে শনির দৃষ্টিও বিলম্বের সৃষ্টি করতে পারে। কিন্তু মনে রাখতে হবে শনি দেরী করতে পারে কিন্তু কখনোই ত্যাজ্য/পরিহার করে না। ৭ম স্থানে শনি দিগ্-বল প্রাপ্ত হয় যা একে অত্যন্ত শক্তিশালী করে। সুতরাং ৭ম স্থানে শনি থাকলে বিবাহের বিলম্ব হলেও তা এক স্থিতিশীল বৈবাহিক জীবন দেয়। আরও একটা বিষয়, ৭ম স্থানে শনি থাকলে বিবাহ কখনো কখনো সাদামাটা অথবা নিছক কর্তব্য পালন হয়ে পড়ে। এর কারণ, শনি হল দায়িত্ব ও কর্তব্যের গ্রহ এবং শনির মধ্যে প্রেম গুণের অভাব থাকে।

যখন ৭ম পতি ১২তম স্থানে থাকে তখন বিদেশী সঙ্গীর ইঙ্গিত দেওয়া যায়। রাহু বিদেশের সূচক এবং শুক্র হল পুরুষদের ক্ষেত্রে স্ত্রী/পত্নীর সূচক। সুতরাং রাহু ও শুক্রের সম্পর্ক হল পুরুষদের জন্য বিদেশী সঙ্গীর ইঙ্গিত। যদি কোনো পুরুষের ৭ম স্থানে রাহু-শুক্রের সংযোগ থাকে তবে জ্যোতিষশাশ্ত্রে সুন্দরী স্ত্রীর ইঙ্গিত দেওয়া যায়।

যদি সূর্য ও বুধ ৭ম স্থানে থাকে তবে একজন হাসিখুশি ও মেধাবী ব্যক্তির সাথে বিবাহের সম্ভাবনা থাকে যিনি একটি উত্তম ও নামজাদা পরিবারের থেকে হতে পারেন।

নভমসায় ৭ম স্থান স্বামী বা স্ত্রী গণনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে রাশি কুষ্টিতে ৭ম স্থান হল আমাদের কাম্য কিন্তু আমরা আসলে যা পাই তা হল নভমসায় ৭ম স্থান।

৭ম স্থানে শুধুমাত্র সূর্য বিবাহের জন্য শুভ নয়। এটি বিবাহে বিলম্ব সৃষ্টি করে, এমনকি কখনো কখনো ব্যক্তিত্বের সংঘাতের কারণে বিচ্ছেদ ঘটে। ৭ম স্থানে সূর্য বৈবাহিক সুখের জন্য সমাদৃত নয়। কিন্তু ৭ম স্থানে সূর্য ও বুধ বিবাহের জন্য ততটা খারাপ নয়। ৭ম স্থানে সূর্য ও বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে। ৭ম স্থানে সূর্য ও বুধ থাকলে সঙ্গী ভালো পরিবারের থেকে হতে পারেন এবং দেখতে অল্পবয়সী ও আকর্ষণীয় হতে পারেন। তিনি তার আসল বয়সের চাইতে অনেক অল্পবয়সী দেখতে হবেন। কিন্তু যদি ৭ম স্থানে গ্রহেরা সূর্য ও বুধের সঙ্গে মর্যাদার সাথে অবস্থান করে তখন রাজকীয় বিবাহ হতে পারে এবং জ্যোতিষশাশ্ত্র অনুসারে সুশ্রী, ফর্সা সঙ্গীর ইঙ্গিত দেওয়া যায়। সূর্য সরকার/শাসকের প্রতীক। সুতরাং বিবাহের ৭ম স্থানে শুভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন সূর্য ও বুধের উপস্থিতি থাকলে তা বিবাহে সরকারী কর্তৃপক্ষের দিক থেকে প্রাপ্তি দিতে পারে।

শুক্র ও বুধ ৭ম স্থানে অবস্থান করলে তা সুন্দর সঙ্গী পাওয়ার ক্ষেত্রে খুব শুভ/উত্তম একটি বিষয়। বৈদিক জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী ভবিষ্যৎের সঙ্গী বিশ্বাসী, আমুদে এবং তার কথাবার্তা খুব নরম ধাতের হয়।

শুক্র হল বিবাহের স্বাভাবিক প্রতীক এবং পুরুষের ক্ষেত্রে এটি স্ত্রীরও প্রতীক। সুতরাং নভমসা কুষ্টিতে শুক্রের নীচস্থ বা পীড়িত হওয়া উচিৎ নয়। যদি নভমসায় শুক্র উচ্চস্থ হয় বা নিজের রাশিতে অবস্থান করে তখন তা বৈবাহিক সুখের লক্ষণ। আমাদের মনে রাখতে হবে যে নভমসা হল বিবাহের জন্য প্রধান বিভাগীয় কুষ্টি। নভমসা কুষ্টিতে শুক্র ও মঙ্গল যদি রাহু অথবা শনির দ্বারা পীড়িত না হয় তবে তা একটি সুন্দর প্রেমময় বিবাহের ইঙ্গিত। যদি নভমসা কুষ্টিতে শুক্র নভমসা লগ্ন বা ৭ম স্থানে অবস্থান করে তখন এটি একাই সুখী দাম্পত্য দিতে পারে। সুতরাং সঙ্গী গণনা করার জন্য আমাদের নভমসা থেকে শুক্রের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে।

বৈদিক জ্যোতিষশাশ্ত্রে পুরুষ ও নারীকে পৃথক ভাবে বিচার করা হয়। সুতরাং ওপরের সাধারণ নীতি গুলি ছাড়াও কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা যাক।

জ্যোতিষশাশ্ত্রের দ্বারা কিভাবে হবু স্বামী সম্বন্ধে গণনা করবেন

আমাদের জ্যোতিষীদের প্রায়ই অবিবাহিত মেয়েদের একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় যে “জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী কে আমার স্বামী হবেন বা জ্যোতিষশাশ্ত্র থেকে কিভাবে আমার হবু স্বামীর সম্পর্কে জানব?”

বৈদিক জ্যোতিষশাশ্ত্রে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হল পুরুষ বন্ধু ও বৃহস্পতি হল স্বামীর সূচক। সুতরাং যদি বৃহস্পতি ৭ম স্থান বা ৭ম পতিকে প্রভাবিত করে তখন এটি খুব লাভজনক। স্বামী একজন সুশিক্ষিত, গুণবান ও আধ্যাত্মিক ব্যক্তি হবেন। ৮ম স্থানে বৃহস্পতি অশুভ নন যদি অন্য কোনো পীড়ন না থাকে। ৮ম স্থানকে মঙ্গলস্থান বা স্বামীর দীর্ঘায়ুর স্থান বলা হয়। সুতরাং যদি বৃহস্পতির মতো লাভজনক গ্রহ ৮ম স্থানে থাকে তাহলে বিবাহের স্থায়িত্ব বৃদ্ধি পায়। যদি শনি ৭ম স্থানে থাকে অথবা ৭ম পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন হবু স্বামী খুব বাস্তববাদী ও কঠোর পরিশ্রমী হন, তিনি খুব একটা রোমান্টিক প্রকৃতির হন না। যদি আপনি জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী আপনার হবু স্বামীর সম্পর্কে জানতে চান তাহলে বোঝার চেষ্টা করুন যে পুরুষ ও নারীর কুষ্টির শুক্র ও মঙ্গলের মধ্যে শুভ সম্পর্ক থাকা উচিৎ। যেমন কোনো মহিলার কুষ্টিতে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করলে সেই মহিলার যদি কোনো পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয় যার মেষ রাশিতে শুক্র আছে তবে তাদের মধ্যে সহজেই সম্পর্ক স্থাপিত হয় এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ বোধ করেন। চন্দ্র এবং লগ্নও এখানে একটি ভূমিকা পালন করে। একজন ব্যক্তির চন্দ্র যদি অন্য ব্যক্তির লগ্নস্থ রাশির সাথে মিলে যায় তখন তারা পরস্পরের প্রতি আকর্ষিত হন। জ্যোতিষশাশ্ত্রে ভবিষ্যৎ স্বামীর গণনা করা খুবই কঠিন কাজ এবং এক্ষেত্রে কুষ্টির সম্পূর্ণ পরীক্ষা প্রয়োজন। জৈমিনি জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী, কোনো ব্যক্তির উপপদ লগ্ন অন্য ব্যক্তির আত্মকারক গ্রহের সাথে মিলে যায় তখন তারাও পরস্পরের প্রতি আকর্ষিত হতে পারেন।

জ্যোতিষশাশ্ত্রে সঙ্গীর বয়স

যদি আমরা জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী সঙ্গীর বয়স জানতে চাই তাহলে জানতে হবে যে সঠিক/নির্ভুল বয়স কখনোই গণনা করা যায় না। কিন্তু জ্যোতিষশাশ্ত্রে অনেকগুলি বিষয় আছে যেগুলো সঙ্গীর বয়সকে প্রভাবিত করে। রাশি কুষ্টিতে ৭ম স্থান সেই গোষ্ঠী/দলকে সূচিত করে যার সঙ্গে আমরা জড়িত থাকি। যদি নভমসা কুষ্টিতে ৭ম পতি শনির দ্বারা দৃষ্ট হন অথবা শনি ৭ম স্থানে অবস্থান করে তখন সঙ্গী বয়স্ক ও পরিণত হতে পারেন। যখন আমরা বয়স্ক সঙ্গী সম্পর্কে আলোচনা করি তখন বোঝা যায় যে স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য স্বাভাবিকের চেয়ে বেশি হয়। যদি বুধ ৭ম পতির ওপর দৃষ্টি দেয় অথবা ৭ম স্থানে অবস্থান করে তখন সঙ্গীর বয়স কম হয় এবং অল্পবয়সী সঙ্গীর ইঙ্গিত দেওয়া যায়।

জৈমিনি জ্যোতিষশাশ্ত্র অনুযায়ী যদি শনি আত্মকারক গ্রহ থেকে ৭ম স্থানে অবস্থান করে তখন তা বয়সে বড় সঙ্গীকে ইঙ্গিত করে। বয়স্ক অর্থাৎ বয়সের পার্থক্য স্বাভাবিকের চেয়ে বেশি। একইভাবে বুধ যদি আত্মকারক গ্রহ থেকে ৭ম স্থানে অবস্থান করে তখন বয়সে ছোট সঙ্গীর ইঙ্গিত দেওয়া যায়।

সর্বশেষ সিদ্ধান্ত/সমাধানে আসার জন্য আমাদের দারাপদ (A7) এবং শুক্র থেকে ৭ম স্থানকে পরীক্ষা করে দেখতে হবে।

কুষ্টিতে হবু স্বামী অথবা স্ত্রীর সম্বন্ধে জানবার জন্য আমি আপনাদের জ্যোতিষশাশ্ত্রের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মনে রাখতে হবে যে জ্যোতিষশাশ্ত্রীয় সংযোগ বা নিয়ম বিচ্ছিন্ন ভাবে কাজ করে না। সিদ্ধান্তে আসার জন্য আমাদের বিভাগীয় কুষ্টির সঙ্গে সম্পূর্ণ কুষ্টি পরীক্ষা করে দেখতে হবে।

যদি আপনার আগামী জীবন সঙ্গীর প্রকৃতি, চেহারা,চরিত্র এবং সম্পূর্ণ বৈবাহিক জীবন ও বিবাহের সময় সম্বন্ধে আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনার আগামী জীবন সঙ্গীর ও বৈবাহিক জীবনের বিস্তারিত বিশ্লেষণের জন্য নির্দিধায় আমার সাথে যোগাযোগ করুন। আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন।

জ্যোতিষশাশ্ত্রে আগামী জীবন সঙ্গীর গণনা সম্বন্ধে আমি আপনাদের সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমি কিছু বাদ দিয়েছি তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। যদি আমার পোস্ট টি আপনার পছন্দ হয় তবে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190512073352