• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, July 20th, 2019

Astro Palmist Numerology Center

দূর্গার বীজমন্ত্রে

দূর্গার  বীজমন্ত্রে

শুভ সন্ধ্যা
নমস্কার বন্ধুরা আজ আমি আপনারদের কে সংখ্যা তত্ত্বের সাহায্যে দুর্গার বীজ মন্ত্র ও সেই প্রাপ্ত সংখ্যার বিচার ও বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। এখানে বলার প্রয়োজন সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুয়েশন ,আমরা জানি ইংরেজিতে আলফাবেট এ টু জেড মোট 26 টি অক্ষর রয়েছে প্রত্যেকটি অক্ষরের একটি করে নির্দিষ্ট মান রয়েছে এই মান গুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টেবিল এর মাধ্যমে দেখানো হয়েছে আমি খুব সহজে প্রত্যেকটি অক্ষরের কি মান হয় তা বুঝিয়ে বলছি পদ্ধতিটি হিদ্রলিক ,এখানে এ = 1 বি = 2 সি = 3 d =4 এইভাবে নিচে একটি চিত্রের মাধ্যমে দেখানো হলো এখন দুর্গার মূল বীজ মন্ত্র টি বলছি দূং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রীং দূর্গায় নমঃ ।
DUNG DRUGE DURGE RAKSHINI SWAHA HRING DURGAI NAMAHA =54=9 কিভাবে বুঝবেন তা ছবিতে লিখে বোঝানো হলো।

এবার সংখ্যা ৯ বিচার ও নিউমেরিক‍্যাল বিশ্লেষণ

সংখ্যা ৯ :
বৃহত্তম সৃষ্টির সূচক ও সর্ববৃহৎ একক সংখ্যা।নয়টি গ্রহ,তাদের দশা-মহাদশা-অন্তর্দশা-প্রত্যন্তর্দশা এবং ২৭ টি (২+৭=৯) নক্ষত্রের সমন্বয়ে সমগ্র জ্যোতিষশাস্ত্র গঠিত।
" শ্রীশ্রী চন্ডীতে" বলা হয়েছে, ব্রহ্মা স্বয়ং নাকি দেবীর নয়টি রূপ কল্পনা করেছিলেন- শৈলপুত্রী,ব্রহ্মচারিনী,চন্দ্রঘন্টা,কুষ্মান্ড,স্কন্দমাতা,কাত্যায়নী,কালরাত্রী,মহাগৌরী ও সিদ্ধিদাত্রী ।
জ্যোতিষশাস্ত্রে পাত্র-পাত্রীর বিবাহের ক্ষেত্রে যোটক বিচারে অষ্টকূটের বিচার ( বর্ণকুট,বৈশকুট,তারাকুট,যোণিকূট,গ্রহ মৈত্রীকূট,গনকূট,রাশিকুট ও ত্রিনারীকূট) মোট ৩৬(৩+৬=৯) গুন্ ধার্য করা হয়েছে।
মহামায়া দেবী দূর্গার সন্ধিপূজায় ১০৮টি (১+০+৮=৯) পদ্মের প্রয়োজন হয়।যে মালা নিয়ে জপ করা হয় তাতেও ১০৮ টি (১+০+৮=৯) বীজ থাকে।
জাপানিরা ১০৮ বার (১+০+৮=৯) মন্দিরে ঘন্টাধনির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়।
চিত্রশিল্প,ভাস্কর্য,বা জীবজগতে সৃষ্টিকর্তা ১:৮ অনুপাতে সবকিছু সৃষ্টি করেছেন।ফুলের বৃত্তির সাথে পাপড়ির অনুপাত কিংবা প্রাণীর প্রজননের অনুপাত ১ ও ৮ এর অনুপাতে বাধা রয়েছে।
সংস্কৃতে মোট ৫৪টি (৫+৪=৯) বর্ণ আছে।
মহাভারতে প্রত্যেকটিতেই ১৮টি (১+৮=৯) অধ্যায় আছে।
শ্রী রামচরিত মানস ৯ দিনে পাঠ সম্পূর্ণ করতে হয় যাকে ' নবাহ্ন পরায়ন ' বলে।
শিবপুরান মতে , ২৭ (২+৭=৯) দানা, ৫৪ (৫+৪=৯) দানা অথবা ১০৮(১+০+৮=৯) দানা দিয়ে রুদ্রাক্ষের মালা তৈরী করে জপ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়।
শ্রী কৃষ্ণের লীলাখেলায় বৃন্দাবনে সর্বদা ১০৮ জন ( ১+০+৮=৯) গোপিনী থাকতেন।
কিন্তু ১ থেকে ৯ আদি সংখ্যা হলেও শুন্য কে (০) সংখ্যা বলা যায়না।আবার শুন্যকে সীমাহীন বা অসীম ব্রম্ভান্ড সাথে তুলনা করা হয়।শুন্য থেকে সব কিছু সৃষ্টি আবার শুন্য তেই সবকিছু বিলীন হয়ে যায়।

সংখ্যাতত্ত্ব ( Numerology) ও ব্রহ্মান্ড

পূর্ণব্রহ্মহের স্বরূপ :
১২৩৪৫৬৭৮৯ সংখ্যাটিকে পরপর নয়বার লিখে যোগ করলে বা ৯ দিয়ে গুন্ করলে আমরা ১১১১১১১১০১ এই সংখ্যাটি পাই।এর পিছনে একটি গূঢ় সংকেত আছে।বারবার ১ এর পুনরাবৃত্তি স্মরণ করিয়ে দেয় , আমি কেবল আমি আর কেউ নয়।
গীতার দশম অধ্যায় এ ৮নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন- " অহম সর্বস্য প্রভবঃ মত্ত্ব সর্বং প্রবর্ততে"। অর্থাৎ , আমি সমগ্র বিশ্বের উৎপত্তির কারণ এবং আমার থেকেই সবকিছু প্রবর্তিত হয়। সৃষ্টির আদি তে আমি একাই ছিলাম ,সৃষ্টির পরেও আমি আছি, সৃষ্টি অন্তে প্রলয়েও আমি এক থাকবো, বাকি সবকিছু আমাতে লীন হবে।বস্তুতঃ পক্ষ ১২৩৪৫৬৭৮৯ সংখ্যা ,১১১১১১১১০১ এর ভিতরে লীন হয়ে গেছে।
আবার ১২৩৪৫৬৭৮৯ সংখ্যাগুলিকে যদি উল্টোক্রমে ( বড় থেকে ছোট দিকে) লেখা যায় তো ৯৮৭৬৫৪৩২১ পাওয়া যাবে।এই সংখ্যাকে মূল সংখ্যার সাথে যোগ করলে অর্থাৎ ( ১২৩৪৫৬৭৮৯ + ৯৮৭৬৫৪৩২১) পাওয়া যাবে ১১১১১১১১০১ যার মধ্যে মূল সংখ্যাগুলির কোনো অস্ত্বিত্ব নেই, কেবল রয়েছে এক এবং শুন্য অর্থাৎ ঈশ্বর (১) এবং ব্রহ্মান্ড (০)।
প্রকৃতিতে শুন্য বলে কিছু নেই, প্রকৃতিই সমস্ত শুন্য কে পূর্ণ করে তোলে।ঈশ্বর পূর্ণ, সৃষ্ট জগতও পূর্ণ। পূর্ণ থেকেই পূর্ণের (দৃশ্যমান জগৎ) সৃষ্টি।পূর্ণ থেকে পূর্ণ(ব্রহ্মা) বেরিয়ে গেলেও পূর্ণই অবশিষ্ট থাকে।পূর্ণ ব্রহ্মহের ইচ্ছাশক্তির প্রভাবেই মহাশুন্য থেকে দৃশ্যমান জগৎ সৃষ্ট হয়েছে।

" ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচতে ,
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ।"

শেষে বলি মঙ্গল এই গ্ৰহটির সংখ্যা =৯

মঙ্গল (৯)

মন্ত্র – ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ। জপ সংখ্যা – ১০০৮ বার।
গায়ত্রী– ওঁ অঙ্গারকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌমঃ প্রচোদয়াৎ।
প্রণাম– ওঁ ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম্। কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম্॥
ইষ্টদেবতা – বগলামুখী।
ধারণরত্ন – প্রবাল, ধূপ – দেবদারু, বার – মঙ্গলবার, প্রশস্ত সময় – সকাল ৯-১২ টা পর্যন্ত।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190720220352