• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, August 28th, 2019

Astro Palmist Numerology Center

২০১৯-২০২০ সালে কোন রাশির বিয়ের সম্ভাবনা কেমন

সুপ্রভাত
জোতিষ শ্রাস্ত্রে বিবাহ

জীবনের ১৬ সংস্কার মধ্যে অন্যতম সংস্কার বিবাহ । শক্তি আর সৌন্দর্য , পরস্পর সংযোজন , একের প্রতি অন্যের অধিকার কর্তব্য তথা উত্তরদায়িত্ব নির্বাহ এর সাথে বংশপরম্পরা শাশ্বতা , নিরন্তরতার অনুসরণ কে বিবাহের সকার রুপ পায় । বিয়ের প্রতীক্ষা সব হৃদয়ে উৎসাহ আনন্দ উরজা নিয়ে আসে। বিবাহ বেদ বিহিত , শাস্ত্র অনুমোদিত একটি ব্যবস্থা । প্রত্যেক মেয়ে কে তার পরিবার ছেড়ে অন্য পরিবারে দায়িত্ব নেওয়া । অন্য পরিবারে কারো জীবন সঙ্গিনী হওয়া ।

জাতক জাতিকার জন্ম কুণ্ডলী বলে তার বিবাহ কবে হবে , অদৌ হবে কিনা , তার বিবাহিত জীবন কেমন হবে । এটা নির্ভর জাতক জাতিকার জন্মকুণ্ডলী তে অবস্থিত গ্রহের অবস্থানের উপর ।

জন্ম , বিবাহ , মৃত্যু মানুষ জীবনের তিন বিন্দু । তাই এর ক্ষেত্রে ভবিষৎ বানী তে কোন ত্রুটি যেন না থাকে । এই বিষয়ে সঠিক ভবিষৎ বানী করে জ্যোতিষ শাস্ত্রের প্রমানিকতা তুলে ধরতে পারি । সপ্তমেশ বা দ্বিতীয়েশ এর দশা অন্তরদশা দেখে অথবা গোচরে বৃহস্পতির লগ্ন চন্দ্র অথবা সপ্তম ভাবে প্রভাব দেখে অনেক সময় বিবাহে ভবিষৎ বানী সঠিক হয়না । জ্যোতিষ শাস্ত্র এত সহজ নয় যতটা একজন জ্যোতিষী বোঝেন ।। তার জন্য গভীর গবেষণা প্রয়োজন । বিবাহের সঠিক সময় জানতে বিভিন্ন জন্ম কুণ্ডলী দেখে বিশ্লেষণ করে নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে । বিবাহের জন্য শনির সহমতি অনিবার্য । কারন বিবাহের সময় নির্ধারণে শনি ভুমিকা গুরুত্বপূর্ণ । তাই এই বিষয়ে গভীর চিন্তন মনন জরুরী । তবে মনে রাখতে হবে বিবাহের কারক গ্রহ শুক্র আর চন্দ্র । তাই এখানে বিচার করতে হবে । বয়স্ক কন্যার বিবাহ নিয়ে যখন চিন্তিত অবিভাবক কোন জ্যোতিষীর কাছে যান সেই চিন্তাগ্রস্থ পিতাকে বলেন বৃহস্পতির রাশি পরিবর্তন হতেই বিবাহ হয়ে যাবে এই ধরনের কথা বলে তাকে আশ্বাস দেন । আর যখন হয় না তখন আস্থা তে গভীর আঘাত আসে । অজ্ঞানতা অভিজ্ঞতা অভাবে এই ধরনের আশ্বাস দেওয়া হয়
মনে রাখতে হবে সপ্তম পতির অন্তর দশা ও শুক্ত বা চন্দ্রের মহাদশায় বিবাহ হতে পারে।

২০১৯ -২০২০ সালে কোন রাশি জাতক/জাতিকার বিয়ের সম্ভাবনা কেমন, তা জেনে নিন এখানে-

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)

মেষ রাশি/লগ্নের জাতক/জাতিকার রয়েছে লম্বা বিবাহ যোগ। একদম ঠিক-ঠিক২০২১ সালের নভেম্বর পর্যন্ত। শুরু এখন থেকেই।

বৃষ (২১ এপ্রিল - ২১ মে)

বৃষ রাশি/লগ্নের জাতক/জাতিকার বিবাহের সম্ভাবনা প্রবল। বৃষর সপ্তম স্থানে বৃশ্চিক অবস্থান করছে গত ১১/১০/২০১৯ থেকে ৫/১০/২০২০ পর্যন্ত। এই সময়ে এই রাশির বিবাহের সম্ভাবনা প্রবল। বিয়ে প্রেম করে বা সম্বন্ধ করে, উভয় ভাবেই হতে পারে। মার্চ ২০১৯ এর পর থেকে এই যোগ হবে আরও প্রবল!

মিথুন (২২ মে – ২১ জুন)

মিথুন রাশি/লগ্নের জাতক/জাতিকার বিবাহ যোগ শুরু হবে নভেম্বর২০১৯ থেকে। তাই আগ্রহী আত্মীয়কে বলে দিন যোগাযোগ করার জন্য।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কর্কট রাশি/লগ্নের জাতক/জাতিকার বিবাহ যোগ ১১/১০/২০১৯থেকে ৫/১১/২০২০ পর্যন্ত।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

সিংহ রাশি/লগ্নের জাতক/জাতিকার ক্ষেত্রে মার্চ ২০১৯ এর পর থেকেই প্রেম ঘটিত বিবাহের প্রবল সম্ভাবনা। চলবে ২৭নভেম্বর ২০২০ পর্যন্ত,তাই শুভকামনা সিংহ রাশির প্রেমিক-প্রেমিকাদের জন্য!

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশি/লগ্নের জাতক/জাতিকার বিবাহের সম্ভাবনা প্রবল। গত ১১/১০/২০১৯ থেকেই শুরু হয়ে গেছে তাদের বিবাহের যোগ। চলবে ৫/১২/২০২০পর্যন্ত। আর এই প্রভাব থাকবে প্রেম এবং সম্বন্ধ উভয় বিবাহের ক্ষেত্রেই।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলা রাশি/লগ্নের জাতক/জাতিকার ক্ষেত্রে রয়েছে 'হঠাৎ বৃষ্টির' মতোই হঠাৎ বিবাহের সম্ভাবনা।(০৩/০১১/১৯-২২/০৪২০২০)

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

একটু সময় নিলেও বৃশ্চিক রাশি/লগ্নের বিবাহ যোগ প্রায় নিশ্চিত। বৃহস্পতির বৃশ্চিকে অবস্থান ১১/১০/২০১৯থেকে ৫/১১/২০২০ পর্যন্ত এবং বৃহস্পতির সরাসরি সপ্তম স্থানে দৃষ্টি, বিবাহ ও পরিবার বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তাই আগাম দাওয়াতটা দিয়েই ফেলুন!

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ধনু রাশি/লগ্নের জাতক/জাতিকার অবশ্য বৃশ্চিকের মতো লম্বা সময় অপেক্ষা করতে হবে না। আগামী মার্চেই (২০২০ )রয়েছে বিবাহ যোগ।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

মকর রাশি/লগ্নের জাতক/জাতিকার ক্ষেত্রে অন্যসব রাশির মত প্রবল না হলেও বিবাহ যোগ আছে ঠিকই। আগামী ২০২০ সালের নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হতে পারে শুভ বিবাহ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

মিথুন, সিংহ আর ধনু রাশির মতো কুম্ভ রাশি/লগ্নের জাতক/জাতিকারও বিবাহ যোগ শুরু হচ্ছে মার্চ ২০১৯ এর পর থেকে চলবে ২৪ শে আগষ্ট ২০২০ পর্যন্ত।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মীন রাশি/লগ্নের জাতক/জাতিকার প্রেম ও সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেসম্ভাবনা সামান্যই। তাই এ নিয়ে খুব একটা মাথা না ঘামিয়ে বরং নতুন বছরের জন্য বানিয়ে ফেলুন 'বাকেট লিস্ট'। তবুও ২৭ শে ডিসেম্বর -২৬ শে মার্চ ২০২০ বিবাহ হতে পারে।

সুপ্রভাত সকল বন্ধুরা
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20190828103728